Type Here to Get Search Results !

শাহজাহান পঞ্চম পর্ব [Sahajahan]

 

 সম্রাট  শাহজাহান

Set by - Manas Adhikary

 

সম্রাট  শাহজাহান পঞ্চম পর্ব। Shahajahan Part –V

শাহজাহান। মমতাজ। তাজমহল। শাহজাহানের সভাকবি। নাদির সমরকান্দি। মোতি মসজিদ। দেওয়ান--খাস। সিয়াহি কালাম। নাহার--ফৌজি। চার তসলিম। সাহেবই-কিরন। মল্লিকা--জামানী। শালিমার বাগ। সিজদা এবং পাইবস প্রথা রদ। ময়ূরসিংহাসন। The Prince of Builders। মমতাজ-উল- জামানি

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  শাহজাহানএই পর্বে থাকছে শাহজাহান সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

সম্রাট  শাহজাহান অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Shahajahan MCQ

 

১৯৩) শাহজাহান কোথায় মতি মসজিদ নির্মাণ করেন?

-আগ্রা

 (লাহোরের মতি মসজিদ জাহাঙ্গীর এবং দিল্লিতে মতি মসজিদ  আওরঙ্গজেব তৈরি করেছিলেন।)

১৯৪) শাহজাহান ময়ূর সিংহাসন (তখতে-তাউস) কোথায় স্থাপন করেছিলেন?

-দিওয়ান-এ-আম আগ্রা

 (আগ্রা ফোর্টে  প্রথম নির্মিত মার্বেল বিল্ডিং  হল দিওয়ান-এ-আম।)

১৯৫) বেণী প্রসাদ কিসের ভিত্তিতে  শাহজাহানের সময়কালকেআগস্টান যুগবলে উল্লেখ করেছেন?

-সাহিত্য

 (শাহজাহানের সময়কাল ছিল ভারতীয় সাহিত্যে আগস্টান যুগ।)

১৯৬) শাহজাহানের দরবারে কার তুলাদান করা হয়েছিল?

-পণ্ডিত জগন্নাথ

 (তুলাদান – দেহের ওজনের সমপরিমান সোনারূপা দান। সম্রাট অউরঙ্গজেব পরবর্তীকালে ইহা রদ করেন। আবুতালিবের পর শাহজাহান পণ্ডিত জগন্নাথকে রাজকবির পদ দিয়েছিলেন।)

১৯৭) চাহার-তসলিম বা চার-তসলিম কে প্রচলন করেন?

-শাহজাহান

 (তসলিম প্রক্রিয়াটি চারবার পুনরাবৃত্তি করাকে চাহার তসলিম বলা হয়। তসলিম হল হুমায়ুনের প্রবর্তিত অভিবাদনের একটি রূপ।)

১৯৮) শাহজাহানের সময় ভূমি রাজস্বের হার কত ছিল?

-1/2

১৯৯) শাহজাহান নাগিনা মসজিদ কোথায় নির্মাণ করেন?

-আগ্রা

২০০) 'মসজিদ জাহানামা' কে নির্মাণ করেন?

-জাহানারা

২০১) শাহজাহান দারুল শাফা (হাসপাতাল) কোথায় নির্মাণ করেছিলেন?

-চাঁদনি চক দিল্লি

 (চাঁদনী চকের নকশা জাহানারা তৈরি করেছিলেন।)

২০২) শাহজাহানের আমলের কয়েকজন চিত্রশিল্পীর নাম করুন।

- ফকিরুল্লাহ মীর হাশিম, পিয়াগ, বলচাঁদ, মুরাদ

 (হুমায়ুন-- মীর সাইয়্যেদ আলী আবদুস সামাদ

২০৩) আকবরআবদুস সামাদ দাশবন্ত, বাসওয়ান, মনোহর, কেশবদাস

জাহাঙ্গীর- দৌলত, বিষনদাস, মনসুর, আবুল হাসান, মুহাম্মদ নাদির, মুরাদ, তুলসী,  গোবর্ধন)

২০৪) কোনটি জয় করার পর জাহাঙ্গীর তার পুত্র শিহাবুদ্দিনকেশাহজাহান’ উপাধি দেন?

-আহমেদনগর  

(জাহাঙ্গীর মেবারের সন্ধির পর  'শাহ' উপাধি দেন এবং আহমেদনগরের সন্ধির পর শাহজাহান দেন।)

২০৫) কোন মুঘল সম্রাট মনসবদারী পদ্ধতিতেমাহিনা’ (মাস মাহিনা) শুরু করেছিলেন?

-শাহজাহান  (মাসিকহারে বেতন প্রদান।)

২০৬) মুঘল আমলে কোন সম্রাট ইজারাদারি প্রথা চালু করেন?

-শাহজাহান

২০৭) শাহজাহানের সময়ে সুবাহ বা প্রদেশের সংখ্যা কত ছিল?

-শাহজাহানের সময়ের প্রথমদিকে 22টি সুবা ছিল, এদের মধ্যে কিছু সুবা মুঘল সাম্রাজ্য থেকে শাহজাহানের আমলের শেষের দিকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেইসময় সুবার সংখ্যা রয়ে যায় 19

 (আকবর - 15

জাহাঙ্গীর-১৭

আওরঙ্গজেব - 21)

২০৮) শাহজাহান কোন লেখককে আবুল ফজলের শৈলীতে তার জীবনের ঘটনাবলীর ইতিহাস লিখতে বলেছিলেন?

-আবদুল হামিদ লাহোরি

 (রচনা - বাদশাহনামা)

২০৯) শাহজাহান ধ্রুপদ রাগ শুনতে খুব পছন্দ করতেন। এই  ধ্রুপদ রাগ কে তাকে গেয়ে শোনাত?

-লাল খান  (লাল খানের উপাধি ছিলগুনসমুদ্র) 

২১০) কোন মুঘল সম্রাট সরকার পরগণার মধ্যেচাকলানামক একটি বিভাগ গড়ে তোলেন?

-শাহজাহান

২১১) শাহজাহান আজমিরের সুবেদারীর দায়িত্ব কাকে দিয়েছিলেন?

-মহাবত খানকে  (এই মহাবত খানকে খানখানা উপাধি দেওয়া হয়েছে।)

  ২১২) শাহজাহানের সময়ে আগত কোন পর্যটক উত্তরাধিকার যুদ্ধের প্রত্যক্ষদর্শী  ছিলেন?

- মানুচি

 (মানুচি ছিলেন ইতালীয় পর্যটক, যিনি 1717 সালে মাদ্রাজে মারা যান।)

২১৩) শাহজাহানের আমলে গুজরাটের ভয়াবহ দুর্ভিক্ষের উল্লেখ কার লেখনি থেকে পাওয়া যায়?

-পিটার মুন্ডি

 (1628 থেকে 1634 সাল পর্যন্ত ইতালি ভ্রমণকারী ছিলেন এই পিটার মুন্ডি)

২১৪) কোন মুঘল শাসক হিন্দুদের মুসলমানে ধর্মান্তরিত করার জন্য একটি পৃথক বিভাগ প্রতিষ্ঠা করেন?

-শাহজাহান

২১৫) গিয়াস উদ্দিন বলবনের সিজদা পাইবস প্রথার সমাপ্তি ঘটান কোন মুঘল শাসক?

-শাহজাহান

২১৬) কোন মুঘল শাসকএলাহী সংবত এর স্থলে হিজরী সংবতের প্রচলন ঘটান?

-শাহজাহান

২১৭) ‘এখনও পর্যন্ত যা কেউ করতে পারেনি আমি তাই করব । হ্যাঁ, সাত দিনের মধ্যে কান্দাহার জয় করব’

- বক্তব্যটি কার?  

-দারাশিকো

 (শাহজাহান দারাশিকোকে শাহ বুলন্দ ইকবাল উপাধি দিয়েছিলেন।)

২১৮) শাহজাহানের কোন সেনাপতি 1632 খ্রিস্টাব্দে পর্তুগিজদের দমন করে হুগলি দখল করেন?

-কাসিম আলী খান (আবদুল হামিদ লাহোরির মতে)

২১৯) শাহজাহানের পর্তুগিজদের দমনের কারণ কি ছিল?

- লবণ ব্যবসার একচেটিয়া আধিপত্য এবং জোরপূর্বক ধর্মান্তর

 ২২০)  শাহজাহানের আমলের প্রথম বিদ্রোহ, খানজাহান লোদির বিদ্রোহ কবে সংঘটিত হয়?

-1628  খ্রি

 (খানজাহান লোদি, খাজা আবুল হাসানের কাছে পরাজিত।

খানজাহান লোদির আসল নাম - পীর খান

খানজাহান লোদির উপাধি -  খানখা

এই উপাধি জাহাঙ্গীর দিয়েছিলেন।)

২২১) শাহজাহান ১৬১২ সালে আরজুমান্দ বানু বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই আরজুমান্দ বানু বেগম কার কন্যা ছিলেন?

-আসফ খা

(আসফ খা ছিলেন নূরজাহানের ভাই। নূরজাহানের নাম ছিল মমতাজ মহল।)

২২২) শাহজাহানকে খুররম নাম কে দেন?

- আকবর

২২৩) শাহজাহানকে মুজাহিদ নামে অভিহিত করেন কে?

- সমসাময়িক ঐতিহাসিক।

২২৪) শাহজাহানকে ‘বিশ্ববিজেতা’ উপাধিতে ভুসিত করেন কে?

 -রাজসভার কবিরা

২২৫) শাহজাহানকে ‘বে-দৌলত’বলেন কে?

 -- শেষ সময়ে জাহাঙ্গীর

২২৬) খুররম কবে ‘শাহজাহান’ উপাধি নেন?

 - আহমেদনগর অভিযানের পর।

২২৭) শাহজাহানের কোন পুত্রের উপাধি ছিলবেওয়াকুফ’?

-মুরাদ

২২৯) শাহজাহানের সময়েপ্রবোধ চন্দ্রোদয়’ নামক গ্রন্থের আনুবাদ করেন কে?

 - মুন্সী বানওয়ালী দাস

২৩০) শাহজাহানের সময়ে বীজগণিত গ্রন্থের আনুবাদ করেন কে?

 -- আবদুর রশীদ

২৩১) শাহজাহানের সময়ে রামায়ণ গ্রন্থের আনুবাদ করেন কে?

- ইবনে নাহারকরণ

২৩২) কোন মুঘল শাসক জায়গীরে ইজরদারি প্রথা চালু করেন?

-শাহজাহান

২৩৩) কোন মুঘল শাসকের কাছ থেকে ইংরেজ ব্যবসায়ীরা সিন্ধুর সাথে ব্যবসা করার অধিকার পেযেছিল?

-শাহজাহান

২৩৪) কোন মুঘল শাসকের অনুমতি নিয়ে পর্তুগিজরাব্যান্ডেল’- কারখানা স্থাপন করেছিল?

-শাহজাহান

২৩৫) শাহজাহান কোন ভবনে খোদাই করেছিলেন যেএই পৃথিবীতে কোথাও যদি স্বর্গীয় সুখের জায়গা থেকে থাকে তা কেবল এখানেই’?

-দেওয়ানে খাস

২৩৬) শাহজাহান কার কাছ থেকে তুর্কি ভাষা শিখেছিলেন?

-রুকাইয়া বেগম

২৩৭) মুঘল প্রশাসনিক ব্যবস্থায় কে মনসবদারী প্রথা চালু করেন?

 - শাহজাহান

২৩৮) কে মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেন?

-শাহজাহান

২৩৯) কোন মুঘল শাসকের মৃত্যুর পর নপুংসক(হিজড়া) ভৃত্যরা কাঁধে করে তার মৃতদেহ বহন করে নিয়ে গিয়েছিলেন?  

- শাহজাহান

২৪০) শাহজাহান এর মধ্যে কাকে 'শাহবুলন্দ ইকবাল' উপাধি দিয়েছিলেন?

-দারাশিকো

২৪১) স্যার সৈয়দ আহমদ খানের পূর্বপুরুষরা কোন মুঘল সম্রাটের দরবারে উপস্থিত ছিলেন?

-শাহজাহান

২৪২) কোন মুঘল সম্রাটের আমলে সর্বোচ্চ সংখ্যক ছবি অঙ্কিত হয়?  

-শাহজাহান

২৪৩) শাহজাহানকে বিশ্ব বিখ্যাত কোহিনুর হীরা কে উপহার দিয়েছিলেন?

-মীর জুমলা

২৪৪) শাহজাহান দক্ষিণের সুবেদার হিসাবে কাকে নিযুক্ত করেন?

-আওরঙ্গজেব

২৪৫) শাহজাহান কত বছর বয়সে মমতাজকে বিয়ে করেছিলেন?

-20

২৪৬) শাহজাহান তার শ্বশুর আসফ খানকে কোন উপাধি দিয়েছিলেন?

-উজির

২৪৭) মুঘল আমলে শাহজাহানের সময় কোন প্রদেশ মুঘলদের প্রশাসন থেকে বেরিয়ে যায়?

-কান্দাহার

২৪৮) কে শাহজাহানকে তীর্থযাত্রাকর বাতিল করার জন্য সুপারিশ করেছিলেন?

-কবিন্দ্রাচার্য

২৪৯) লাহোরেশালিমার বাগকে নির্মাণ করেন?

-শাহজাহান

২৫০) কোন মুঘল শাসক শান্তি দাসকে জৈনদের জন্য পোশালা (বিশ্রামাগার) নির্মাণের জন্য জমি দিয়েছিলেন?

-শাহজাহান

২৫১) কোন মুঘল শাসক   দিল্লির লাল কেল্লা তৈরি করেছিলেন?

-শাহজাহান

২৫২) কোন মুঘল শাসক গণপূর্ত বিভাগ প্রতিষ্ঠা করেন?

-শাহজাহান

২৫৩)  মুঘল রাজবংশের পতনের বীজ বপন করা হয়েছিল শাহজাহানের রাজত্বকালে, সমৃদ্ধির পিছনে ছিল অবক্ষয়ের বীজ।‘- উপরোক্ত বক্তব্যটি কার?    

-যদুনাথ সরকার

২৫৪) কোন মুঘল শাসককে ইতিহাসবিদরাইসলামের মুজাহিদ’ এবংশরীয়তের স্তম্ভবলে সম্বোধন করেছেন।

-শাহজাহান

২৫৫) শাহজাহানের সময় চম্পাত্রাই কোন এলাকায় বিদ্রোহ করেছিলেন?

-মাহোবা

২৫৬) আওরঙ্গজেব তার পিতা শাহজাহানকে 8 বছর গৃহবন্দী করে রেখেছিলেন কোন দুর্গে?

-আগ্রা ফোর্ট

২৫৭) শাহজাহানের মতো মহান মহিমান্বিত সম্রাট এর আগে কখনও জন্মগ্রহণ করেননি।‘-উপরোক্ত বক্তব্যটি  কার?

-এলফিনস্টোন

 

 শাহজাহান চতুর্থ পর্ব>>>>

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

শাহজাহান। মমতাজ। তাজমহল। শাহজাহানের সভাকবি। নাদির সমরকান্দি। মোতি মসজিদ। দেওয়ান--খাস। সিয়াহি কালাম। নাহার--ফৌজি। চার তসলিম। সাহেবই-কিরন। মল্লিকা--জামানী। শালিমার বাগ। সিজদা এবং পাইবস প্রথা রদ। ময়ূরসিংহাসন। The Prince of Builders। মমতাজ-উল- জামানি

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad