ঔরঙ্গজেব
Set by- Manas Adhikary
সম্রাট ঔরঙ্গজেব প্রথম পর্ব | Aurangazeb Part-I.
ঔরঙ্গজেব। আলমগির। আওরঙ্গজেব। বিবি কা মকবরা। সৎনামী বিদ্রোহ। রাকাত-ই-আলমগীর। চিন কুলিচ খান। চিন কিলিচ খান। দক্ষিনের তাজমহল। নিকোলো মানুচি। পুরন্দরের সন্ধি। জিন্দাপীর।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট ঔরঙ্গজেব অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। এই পর্বে থাকছে ঔরঙ্গজেব সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পরবর্তী পর্বে ঔরঙ্গজেব সম্পর্কিত আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ঔরঙ্গজেব অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।Aurangazeb MCQ
১) ঔরঙ্গজেব দক্ষিনভারতের কোন দুটি রাজ্য জয় করেন?
- বিজাপুর ও গােলকুন্ডা ।
২) মােঘল সাম্রাজ্যের পতনের জন্য কোন মােগল সম্রাটকে দায়ী করা হয়?
- ঔরঙ্গজেব
৩) মুসলমানরা কাকে’জিন্দাপীর’ বলতেন?
- ঔরঙ্গজেবকে
৪) ঔরঙ্গজেব কাকে ‘পার্বত্য মুষিক’ বলে অভিহিত করেন?
- শিবাজীকে
৫) মােঘলযুগে তাম্রমুদ্রার নাম কী?
- দাম।
৬) কোন মােগল সম্রাটের উপাধি ছিল ‘আলমগীর’?
- ঔরঙ্গজেব
৭) ঔরঙ্গজেব এর জীবনী কে রচনা করেন?
- যদুনাথ সরকার
৮) ঔরঙ্গজেব তাঁর কোন কন্যাকে কারারুদ্ধ করেন?
- জেবউন্নেসা
৯) ঔরঙ্গজেব ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কোন কর্মচারীকে অপমান করে তাড়িয়ে দেন?
- জন চাইল্ড।
১০) ঔরঙ্গজেব কোন রাজপুত রাজ্যের বিরােদ্ধে ৩৪ বছর ধরে যুদ্ধে লিপ্ত ছিলেন?
- মেবার
১১) ঔরঙ্গজেব কোন পুত্রকে লেখেন যে “আমি একাই এসেছি, একাই যাচ্ছি”?
- আজমল
১২)ঔরঙ্গজেব কাকে ফোরিস্তা আখ্যা দিয়েছিলেন?
- মুর্শিদকুলি খাঁ।
১৩)ঔরঙ্গজেব কোন মাদক চাষ নিষিদ্ধ করেন?
- আফিম
১৪) ঔরঙ্গজেব, পরাজিত মুরাদকে কোন দূর্গে বন্দী করে রাখেন?
- গােয়ালিয়র
১৫) ঔরঙ্গজেব শিবাজীকে কোথাকার জায়গীর প্রদান করেন?
- বেরার
১৬) সামুগড়ের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?
- ১৬৫৮ খ্রীষ্টাব্দে; ঔরঙ্গজেব ও দারাশিকোর মধ্যে
১৭) ঔরঙ্গজেব কাকে তাঁর তরবারিটি উপহার হিসাবে দেন?
- মুর্শিদ কুলি খাঁকে
১৮) ঔরঙ্গজেব শিবাজীকে কবে রাজা হিসাবে মেনে নেন?
- ১৬৬৮ খ্রীষ্টাব্দে
১৯) ঔরঙ্গজেব কবে কোরান বিরােধী সমস্ত প্রথা তুলে দেন?
- ১৬৫৯ খ্রীষ্টাব্দে
২০) ঔরঙ্গজেব কোন গ্রন্থ নকল করে নিজের আত্মীয়দের মধ্যে বিক্রী করেন?
- কোরান
২১) ঔরঙ্গজেব শিবাজীকে দমন করতে কাকে পাঠিয়েছিলেন?
- মুয়াজ্জমকে
২২) পিতা জীবিত থাকা অবস্থায় ঔরঙ্গজেব কত বছর রাজত্ব চালান?
- ৮ বছর
২৩) শাহজাহানের আমলে তৈরী হওয়া কেশবরায়ের মন্দির কে ধ্বংস করে দেন?
- ঔরঙ্গজেব
২৪) হিন্দুদের ওপর আরােপিত কোন বিশেষ ধর্মীয় কর ঔরঙ্গজেব বাতিল করে দেন?
- যাত্রা কর
২৫) কোন মুঘল সম্রাটের আমলে কলকাতা নগরীর পত্তন ঘটে?
- ঔরঙ্গজেব
২৬) ঔরঙ্গজেব কোথায় মারা যান?
- দাক্ষিনাত্যের আহম্মদনগরে।
২৭) ঔরঙ্গজেব কুচবিহার জয় করে তার নাম কী রাখেন?
- আলমগীরনগর
২৮) ঔরঙ্গজেব মাড়ওয়ারের রানা হিসাবে কাকে মনােনীত করেন?
- ইন্দোর সিংকে
২৯) ঔরঙ্গজেব কত বছর বয়সে মনসব লাভ করেন?
- ১৬ বছর বয়সে।
৩০) বিজাপুর ও গােলকুন্ডা জয়ের পর সেখানকার ভালাে কৃষি জমিগুলিকে ঔরঙ্গজেব কীসে পরিনত করেন?
-সরকারি খাস জমিতে
৩১) কোন মােঘল সাম্রাটের আমলে ‘রাহাদারী শুল্ক’ পুরােপুরি লুপ্ত হয়?
- ঔরঙ্গজেব
৩২) ঔরঙ্গজেব প্রথম জীবনে কোথাকার শাসক ছিলেন?
- দাক্ষিনাত্যের সুবাদার পরে বাদকশানের শাসনকর্তা
৩৩) শাহজাহান তার পুত্রদের মধ্যে কাকে তাঁর সিংহাসনের উত্তরাধিকারীরূপে মনােনীত করেছিলেন?
- দারাকে
৩৪) কোন মুঘল সম্রাট ‘তুত্তয়ানা’ নামক কর তুলে দেন?
- ঔরঙ্গজেব
৩৫) ঔরঙ্গজেব লিখিত বিখ্যাত আইন গ্রন্থের নাম কী?
- রাকাত-ই-আলমগীর।
৩৬) সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিনাত্যে থাকাকালীন মুশির্দকুলি খাঁ কোথাকার দেওয়ান ছিলেন?
- বেরার।
৩৭) ঔরঙ্গজেব কার থেকে বিজাপুর জয় করেন?
- আদিলশাহী বংশের সিকান্দার শাহের কাছ থেকে ১৬৮৬ খ্রীষ্টাব্দে
৩৮) কোন মােগল সম্রাটের আমলে জোনােল কাবেরী ভারতে আসেন?
- ঔরঙ্গজেব
৩৯) জোমােল কাবেরী কে ছিলেন?
- ইতালির বিখ্যাত চিকিৎসক
৪০) ঔরঙ্গজেব কাকে চিন কুলিচ খান উপাধি দেন?
- নিজাম-উল-মুলক (ইনি হায়দ্রাবাদ রাজ্যের পত্তন ঘটান)
৪১) কোন সম্রাটের দুবার রাজ্যভিষেক হয়?
- আকবর ও ঔরঙ্গজেব
৪২) হিন্দু নারীদের ‘সতী প্রথা’ কোন মুঘল সম্রাটের আমলে নিষিদ্ধ হয়?
- ঔরঙ্গজেব।
৪৩) মাসির-ই-আলমগিরি থেকে কোন মােগল সম্রাটের রাজত্বকাল সম্পর্কে জানা যায়?
- ঔরঙ্গজেব
৪৪) দক্ষিনের তাজমহল কাকে বলা হয়?
- বিবি কা-মকবরা।
৪৫) বিকিকা-মকবরা কে নির্মান করেন?
- ঔরঙ্গজেব।
৪৬) কার স্মৃতির উদ্দেশ্যে ঔরঙ্গজেব বিকিকা-মকবরা নির্মান করেন?
- তাঁর স্ত্রী দিলরাস বেগমের (এটি মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত)। ৪৭) ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে ফাঁসি দেন?
- নবম শিখগুরু তেগবাহাদুর
৪৮) প্রশাসনে সবচেয়ে বেশী হিন্দু আধিকারিক কোন মুঘল সম্রাটের আমলে নিযুক্ত করেন?
- ঔরঙ্গজেব
৪৯) কোন মুঘল সম্রাটের লেখা এক পত্রে নিজেকে ইসলামের সেবক বলে দাবী করেছেন?
- ঔরঙ্গজেব
৫০) আকবরের পর কোন মুঘল সম্রাট হিন্দুদের ওপর তীর্যকর প্রবর্তন করেন?
- ঔরঙ্গজেব
৫১) ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপর জিজিয়া কর আরােপ করেন?
- ১৬৭৯ খ্রীষ্টাব্দে
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
ঔরঙ্গজেব। আলমগির। আওরঙ্গজেব। বিবি কা মকবরা। সৎনামী বিদ্রোহ। রাকাত-ই-আলমগীর। চিন কুলিচ খান। চিন কিলিচ খান। দক্ষিনের তাজমহল। নিকোলো মানুচি। পুরন্দরের সন্ধি। জিন্দাপীর।