Type Here to Get Search Results !

শিবাজী চতুর্থ পর্ব [Sibaji]

 

ছত্রপতি শিবাজী

Set by- Manas Adhikary

 

শিবাজী চতুর্থ পর্ব| Shibaji Part-IV

শিবাজী| শাহজি। বাঘনখ। শিবাজির ঘোড়ার নাম। শিবাজির তরবারির নাম। শিবাজির পতাকার নাম। জিজাবাই। পুরন্দরের সন্ধি। শিবাজির রাজ্যাভিষেক।Shibaji| Bakhnokh| Shibaji's Horse Name| Shibaji's sword | Flag of Shivaji.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের মধ্যযুগের  অন্যতম ব্যক্তিত্ব শিবাজী সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে আরো  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে  করব. পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


শিবাজী অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  Shibaji MCQ.

 
 

১০১) প্রাদেশিক প্রশাসনের অধীনে, শিবাজি তার মারাঠা রাজ্যকে প্রশাসনের দিক থেকে ৪  ভাগে  ভাগ করেছিলেন। এগুলোকে বলা হত প্রান্ত সরসুবা। এই প্রান্ত সরসুবাগুলির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম উল্লেখ কর।

উত্তর প্রান্ত সরসুবা- মোরো ত্রিম্বক পিংলে এন

দক্ষিণ পূর্ব প্রান্ত সরসুবা -  দট্টোজি পন্থ

দক্ষিণ পশ্চিম প্রান্ত সরসুবা - আন্না জি দট্টো

দক্ষিণ প্রান্ত সরসুবা - রঘুনাথ পন্থ হনুমন্ত

১০২) শিবাজি 1666 খ্রিস্টাব্দে আগ্রার উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে কাকে তার রাজ্যের মজুমদার হিসাবে  নিয়োগ করেন? 

-নিলো সোনাদেব

১০৩) শিবাজি 1666 খ্রিস্টাব্দে আগ্রার উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে কাকে তার রাজ্যের সেনাপতি হিসাবে নিয়োগ করেন? 

-  নেতাজি পালকার

১০৪) শিবাজি 1666 খ্রিস্টাব্দে আগ্রার উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে কাকে তার রাজ্যের পেশোয়া (প্রধানমন্ত্রী)  হিসাবে নিয়োগ করেন? 

- মোরেশ্বর ত্র্যম্বকম পিঙ্গলে

১০৫) শিবাজি 1666 খ্রিস্টাব্দে আগ্রার উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে কাকে তার রাজ্যের রাজ প্রতিনিধি  হিসাবে নিয়োগ করেন? 

- জিজাবাই

১০৬) শিবাজি যখন সম্রাটের সাথে দেখা করতে আগ্রায় আসেন, তখন সম্রাট তার আতিথেয়তা ও প্রতিরক্ষার ব্যবস্থা করার জন্য কাকে নিযুক্ত করেছিলেন?

-কুমার রামসিংহ

১০৭) শিবাজির মত দেখতে ছিল কাকে?

- হিরোজি ফরজন্দ

১০৮) হিরোজি ফরজন্দ সম্পর্কে শিবাজির কে ছিলেন?

- বৈমাত্রেয় ভাই

১০৯) মুঘলদের বন্দীদশা থেকে শিবাজি কার সাহায্য নিয়ে পালিয়ে যান?

- হিরোজি ফরজন্দ।

(মুগলদের হাতে বন্দী থাকার সময় শিবাজী রটিয়ে দিলেন তিনি খুব অসুস্থ, বাঁচার আশা কম, অনেকে মনে করতে লাগলেন শিবাজী খাওয়া-দাওয়া ছেড়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। শিবাজী সূর্যমন্ত্র পড়ে দেবতার উপাসনা করে ব্রাহ্মণ, সন্ন্যাসী এবং ফকিরদের ঝুড়ি ভর্তি ফল পাঠাতে লাগলেন। শিবাজী, নিরাজি পন্ত, দত্তাজি পন্ত এবং ত্র্যম্বক পন্ত একত্রিতহয়ে পলায়নের পরিকল্পনা করতে থাকেন। শিবাজী একা নন, সঙ্গে নিতে হবে বালক শম্ভুজীকেও। বিপদ সেখানেই বেশি। এরমধ্যে শিবাজীর কাছে গোপনে খবর আসে যে ফৌলদ খান আর দু-এক দিনের মধ্যেই শিবাজীকে হত্যা করতে আসবে। সময় এগিয়ে আসছে। শিবাজীর শরীরও যেন খুব খারাপ। বিছানায় শুয়ে থাকেন। বড়ো বড়ো ফলের ঝুড়ি নিয়মিত শিবাজীর কল্যাণে মন্দিরে মন্দিরে পৌঁছে যায়। দুজন মালবহনকারী বাঁশের দুই প্রান্তে দুটি বড়ো ফলের ঝুড়ি ঝুলিয়ে প্রতিদিনই আসে যায়। প্রহরীরা তাদের ঝুড়ি পরীক্ষা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে পড়েন। ১৯-এ আগস্ট রটিয়ে দেওয়া হল, শিবাজী এত অসুস্থ যে কোনো ব্যক্তির সঙ্গেই দেখা করবেন না। প্রহরীরা যেন কাউকে তার ঘরে না পাঠায়। ওই দিন বিকেলবেলা শিবাজী একজন মালবহনকারীর পোশাক পরলেন, একেবারে নিখুঁত ছদ্মবেশ। একটি ফলের ঝুড়ির মধ্যে বসল বালক শম্ভুজি। শিবাজীর পোশাক পরে শিবাজীর হামসকল (এক বৈমাত্রেয় ভাই) হিরোজি ফরজন্দ শিবাজীর বিছানায় শুয়ে রইলেন।  হিরোজি হাতে পরে নিলেন শিবাজীর সোনার বালা আর সেই হাতখানা বাইরে বার করে চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছেন। শিবাজী একেবারে খাঁটি মালবাহকের স্টাইলে কাঁধে বাঁক নাচিয়ে ঝুড়ি নিয়ে প্রহরীদরজা পেরিয়ে এলেন। প্রহরী আর ঝুড়িপরীক্ষার বিরক্তিকর কাজের মধ্যে গেল না। রাত কেটে গেল। শিবাজীর ঘরের মধ্যে কোনো তেমন সাড়া নেই। প্রহরী দেখল শিবাজী খাটে ঘুমিয়ে আছেন, তাঁকে বিরক্ত করা বারণ। পরদিন বিকেলে হিরোজি নিজের পোশাক পরে বাইরে এলেন। প্রহরীরা জিজ্ঞাসা করলেন, শিবাজীর শরীর কেমন। উত্তরে হিরোজি বললেন, একই রকম, কেউ যেন তাঁকে বিরক্ত না করে। সে রাতটাও কাটল। পরদিন সকালে ঘরে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রহরীরা জানালা দিয়ে উকিঝুঁকি মেরে দেখল, কই, ঘরে তো কেউ আছে বলে মনে হয় না। এবার সন্দেহ ঘনীভূত হল। তড়িঘড়ি ঘরে ঢুকে দেখা গেল, সব ফাঁকা। শিবাজী নেই। পালিয়েছে! সাথে হিরোজি ফরজন্দ ও।)

১১০) কে সম্রাটকে শিবাজীর পলায়নের কথা জানিয়ে বলেছিলেন 'জাহানপানাহ! শিবাজী পালিয়ে গেছেন।'

-ফৌলাদ খান

১১১) আওরঙ্গজেবের বন্দিদশা থেকে শিবাজী আগ্রা থেকে পালিয়ে যাওয়ার সময় একজন মুসলিম শিবাজীকে সাহায্য করেছিলেন, তিনি কে ছিলেন?

-মাদারী মেহতর  

১১২) ভারতে গেরিলা আক্রমন/যুদ্ধের জনক কাকে বলা হয়?

- শিবাজী

১১৩) কোন লড়াইয়ে শিবাজী মুঘলদের পরাজিত করেন?

- সালহার।

১১৪) কোন রাজকাহিনী থেকে শিবাজী সম্বন্ধে জানা যায়?

- কলামী বাখর (একটি প্রাদেশিক সাহিত্য)

১১৫) কলামী বাখর নামক শিবাজীর জীবনী কে রচনা করেন?

- কৃষজী অনন্ত

১১৬) শিবাজীর স্ত্রীদের মধ্যে কে শিবাজীর সাথে সতী হন?

- কুট্টাবাঈ।

১১৭) গোরক্ষা কথাটির সাথে কার নাম জড়িত?

- শিবাজী।

১১৮) “গো ব্রাহ্মন প্রজা পালক” উপাধিটি কে ধারন করেন?

- শিবাজী

১১৯) মারাঠারা কোন জাতীয় ব্রাহ্মন ছিলেন?

- ক্ষত্রিয় বংশীয় গোব্রাহ্মন  

১২০) ঔরঙ্গজেব কাকে ‘পর্বত্যমুষিক’ বলে অভিহিত করেন?

- শিবাজী।

১২১) কে হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন?

- শিবাজী।

১২২) শিবাজীকে কে ভারতের নেপোলিয়ান বলেছেন?

- Rolinson

১২৩) শিবাজির ভু-রাজস্ব ব্যবস্থার নাম কি ছিল?

-রায়ত ওয়ারী  

১২৪) শিবাজী জমি পরিমাপের জন্য কোন একক ব্যবহার করেন?

- কাঠি

১২৫) শিবাজীর নির্দেশে, 1679 খ্রিস্টাব্দে 'মারাঠা টোডারমাল' নামে পরিচিত ব্যক্তি দ্বারা ভূমি জরিপ করা হয়েছিল সেই ব্যক্তি আসলে কে ছিলেন?

-আন্নাজি দট্টো

১২৬) শিবাজী যে কর আদায় করতেন তাঁর নাম কী?

- চৌথ (রামনগরের রাজা দমন পতুগীজদের কাছ থেকে প্রথম চৌথ আদায় করেন। শিবাজীর সময়ে এটি জনপ্রিয়তা লাভ করেন)

১২৭) শিবাজী চৌথ ছাড়া আর একটি কর আদায় করতেন তার নাম কী?

- সরদেশমুখী

১২৮) শিবাজী কোন অঞ্চল থেকে চেখ ও সরদেশমুখী কর আদায় করতেন?

- বিজাপুর

১২৯) নরকের কীট নামে কে অভিহিত?

- শিবাজী।

১৩০) শিবাজীকে কে নরকের কীট নামে অভিহিত করেন?

- ভিনসেন্ট স্মিথ (ইনি শিবাজীকে নরকের কুকুর ও শয়তানে অসৎপুত্র বলেছিলেন)

১৩১) মারাঠা শক্তি উপাধি কার ছিল?

- শিবাজীর

১৩২) ভাগোয়া ঝান্ডা কী?

- শিবাজীর পতাকা বা ঝান্ডা ( শিবাজির গুরু ছিলেন রামদাস। শিবাজী তাঁর রাষ্ট্রীয় পতকার সাথে গুরু রামদাস সমর্থিত একটি গৈরিক পতাকা ব্যবহার করেন। এটিই ভাগোয়া ঝান্ডা নামে পরিচিত)

১৩৩) শিবাজি কোন গুরুর পোশাক থেকে গেরুয়া রঙের পতাকা তৈরি করেছিলেন?

-রামদাস  

১৩৪) “শিবাজী ছিলেন হিন্দুদের সর্বশেষ জাতি গঠক”- উক্তিটি কার?

- যদুনাথ সরকার

১৩৫) ‘শিবাজী মারাঠা জাতিকে নবজীবনের সন্ধান দেন- কার উক্তি এটি?

- যদুনাথ সরকার

১৩৬) শিবাজি কবে স্থায়ী সেনাবাহিনী গঠন করেন?

- ১৬৪৭ খ্রীঃ

১৩৭) কোন মারাঠা রাজা ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র দ্বিতীয় আকবরকে আশ্রয় দিয়েছিলেন?

- শাহুজী

১৩৮) আফজল খাঁ এর মাথা কে কেটে দিয়েছিলেন?

- শম্ভুজী কবজী (প্রথমে পা কেটে দেন পরে মাথা কেটে দেন। একই সময়ে জীব মহলা, সৈয়দ বান্দার হাত ও পা কেটে দেন)  

১৩৯) শিবাজি কোন মুসলমান সাধককে শ্রদ্ধা করতেন?

- ইয়াকুৎ খা।

১৪০) কোন বিখ্যাত ঐতিহাসিক শাসকের সেনাদের রণহুঙ্কার ছিল ‘হর হর মহাদেব’?

- শিবাজী

১৪১) রাজশক অব্দ কে চালু করেন?

- শিবাজী

১৪২) ঔরঙ্গজেবের সময় কে ফলের ঝুড়ির মধ্য থেকে পালিয়ে আসেন?

- শিবাজী ও তাঁর পুত্র শম্ভুজী

১৪৩) কাকে প্রতারনার জনক বলা হয়?

- শিবাজী।

১৪৪) শিবাজী জীবনে শেষ ডাকাতি কোন রাজ্যে করেন?

- বিজাপুর

১৪৫) কোন ইউরোপীয় শক্তির কাছ থেকে শিবাজী কামান ও গোলা বারুদ পেয়েছিলেন?  

- পর্তুগিজদের থেকে

১৪৬) শিবাজীকে ঔরঙ্গজেব কত মনসব দেন?

- ৫০০০

১৪৭) নেতাজীকে ঔরঙ্গজেব কত মনসব দেন?

- ৫০০০ ( নেতাজী ছিল শিবাজীর আত্মীয়। শিবাজী ভেবেছিলেন ঔরঙ্গজেব তাঁকে ৭০০০ মনসব দেবেন। কিন্তু নেতাজীর সমান দেওয়ায় শিবাজীর রাগ হয়)

১৪৮) শিবাজী পুত্র শম্ভুজীকে কে প্রানদন্ড দেন?

- ঔরঙ্গজেবের নির্দেশে হত্যা করেন মুঘল সেনাপতি মুকারব খান।

১৪৯) শিবাজী আগ্রাতে কবে বন্দী (নজরবন্দী) হন?  

- ১৬৬৬ খ্রীষ্টাব্দে

১৫০) ফলের গাছ কেটে জাহাজ বানানো হত এবং চাষীদের ক্ষতি হত। তাই ফলের গাছ কাটা কে নিষিদ্ধ করেন?

- শিবাজী

১৫১) শিবাজী বনিকদের নিকট ইহতে যে কর আদায় করত তার নাম কী?

- মহাতরফা

১৫২) শিবাজি এবং বাজিরাও প্রথমের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্যের জন্য তারা যুদ্ধে সফলতা পেত।  সেটি কি?

-গেরিলা যুদ্ধ নীতি  

১৫৩) সেনাবাহিনীর উপর শিবাজীর আরোপিত নিষেধাজ্ঞা  'স্ত্রীগামিতা কানুন' এর অপসারণ করেন কে?

-প্রথম বাজিরাও  

১৫৪) শিবাজীর সাথে সরাসরি আলোচনার জন্য ব্রিটিশরা  প্রথম কোন ব্যক্তিকে পাঠিয়েছিলেন?

-উস্থিক মিশন  

১৫৫) 'কর্নাটকে যাওয়ার পথে তিনি কৃষ্ণা নদীর তীরে শ্রীশৈলমের শিব মন্দিরে তীর্থযাত্রা করেছিলেন। পথে তিনি নদীর তীরে স্নানের ঘাট, একটি মঠ এবং তীর্থযাত্রীদের জন্য একটি বিশ্রামাগার নির্মাণের জন্য যথেষ্ট অর্থ দান করেছিলেন।'-  উক্তিটি কোন মারাঠা শাসক সম্পর্কে করা হয়েছে?

-শিবাজি  

১৫৬) কে কেলোশিতে বাবা ইয়াকুতের জন্য একটি আশ্রম তৈরি করেছিলেন?

-শিবাজী  

১৫৭) কোন বিদেশী শিবাজীর জীবনী লিখেছেন?

-কোস্মে- দা- গুয়ার্দা  

১৫৮) কোন হিন্দু শাসককে স্যার যদুনাথ সরকার 'শেষ গঠনমূলক হিন্দু জিনিয়াস' বলে সম্বোধন করেছেন?

-শিবাজী  

১৫৯) কার মতে- শিবাজী তাঁর সৈন্যদের মসজিদের ক্ষতি না করার নির্দেশ দিয়েছিলেন?

-কাফি খান  (শিবাজি মসজিদে প্রদীপ জ্বালানোর জন্য  করমুক্ত জমি দান করেছিলেন।)

১৬০) কার নির্দেশে শিবাজী মারাঠি ভাষার 'রাজব্যবহার কোষ' প্রস্তুত করেছিলেন?

-রঘুনাথ পণ্ডিত হনুমন্ত  

১৬১) কে শিবাজী মহারাজকে নেপোলিয়নের মতো একজন মহান সংগঠক বলে দাবি করেছেন?

-রানাডে  

১৬২) কোন ইংরেজ মহাজন তার চিঠিতে সুরাটে শিবাজী কর্তৃক সৃষ্ট দাঙ্গা -হাঙ্গামা ও লুটতরাজের কথা বর্ণনা করেছেন?

-মিষ্টার অ্যান্টনি স্মিথ

১৬৩) ছত্রপতি শিবাজী মহারাজ মৃত্যুর আগে এক মাস  কার আশ্রমে কাটিয়েছিলেন?

-রামদাস  

১৬৪) শিবাজী কবে মৃত্যুবরণ করেন?

-1680 খ্রিস্টাব্দে 

১৬৫) কোথাকার শাসক শিবাজীর পিতা শাহজিকে বন্দী করেন?

-বিজাপুর

১৬৬) বিজাপুর রাজ্য 1648 খ্রিস্টাব্দে কোন সেনাপতি শিবাজীর পিতা শাহাজি ভোঁসলেকে জিঞ্জি দুর্গের বাইরে বন্দী করেছিলেন?

-মোস্তফা খান

১৬৭) 1633 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান নিজামশাহকে বন্দী করে আহমেদনগর রাজ্যকে সংযুক্ত করার সময় কোন মারাঠা সর্দার বিজাপুরের সমর্থনে নিজামশাহী রাজবংশের ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হন?

-শাহজি ভোঁসলে

১৬৮) কত সালে ভাটবাড়ির যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধে  শাহজি ভোঁসলে  আহমেদনগরের হয়ে  মুঘলদের বিরুদ্ধে অংশ নিয়েছিলেন?

-1624

১৬৯) বিজাপুরের বিশিষ্ট মারাঠা সর্দার, যাদব রাও-এর জামাতা শাহজি ভোঁসলেকে (শিবাজীর পিতা), কে পুনা অঞ্চলে পাঁচহাজারী মনসব এবং একটি জায়গির প্রদান করেছিলেন?

-মুঘল সম্রাট শাহজাহান 

১৭০) ঘোড়া থেকে পড়ে গিয়ে ১৬৬৪ খ্রিস্টাব্দের ২৩ জানুয়ারি শাহজির মৃত্যু হয়। এইসময় তার সমস্ত স্থাবর সম্পত্তি এবং মহীশূর এবং পূর্ব কর্ণাটকের জায়গিরগুলি কে  দখল করে নেন? 

-ভিনকোজি

 ১৭১) শিবাজীর প্রশাসনে অর্থ ও রাজস্ব মন্ত্রীকে কী বলা হত?

-অমাত্য

১৭২) অতর্কিত আক্রমণে শিবাজীর কাছে কে পরাজিত হন?

- শায়েস্তা খান

১৭৩) মারাঠাদের পাহাড়ি বাহিনীকে কী বলা হতো?

- মাওয়ালি

১৭৪) শিবাজীর পদাতিক বাহিনীর সর্বনিম্ন অফিসার কে ছিলেন?

 - নায়ক

১৭৫) শিবাজীর সময়ে দুর্গের প্রধান কর্মকর্তাকে কী বলা হত?

-হাবিলদার 

১৭৬) শিবাজীর দেহরক্ষীদের কি বলা হত?

-মাবলি সৈনিক

১৭৭)  শিবাজীর সময়ে বিজিত রাজ্যগুলির অঞ্চলগুলি থেকে কোন কর এবং কত পরিমাণ সংগ্রহ করা হয়েছিল?

- চৌথকার, 'উৎপাদনের  ¼ অংশ'

১৭৮) মুঘল বন্দীদশা থেকে পালানোর আগে শিবাজী কোন শহরে বন্দী ছিলেন?

- আগ্রা

১৭৯) শিবাজীর মৃত্যুর সময় শাম্ভাজি কোন দুর্গে বন্দী ছিলেন?

 - পানহালার

১৮০) পুরন্দর সন্ধির সময় কোন বিদেশী পর্যটক সেখানে উপস্থিত ছিলেন?

- মানুচি

১৮১) কোন ঐতিহাসিক শিবাজীকে 'জাতি নির্মাতা' বলে মনে করেছেন?

- যদুনাথ সরকার

১৮২) মারাঠাদের উত্থান 'দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের' মত কে বলেছে?

-গ্রান্ট ডাফ

১৮৩) কে 'হিন্দু পাদশাহী' গ্রহণ করেন এবং 'ছত্রপতি' এবং 'হিন্দু ধর্ম সংস্কারক' উপাধি গ্রহণ করেন?

-শিবাজী

১৮৪) মারাঠা রাজ্যের কোন সাধককে মারাঠা রাজ্যের তুলসীদাস বলা হয়?

 - এক নাথ

১৮৫) মারাঠাদের উত্থান আওরঙ্গজেবের হিন্দুবিরোধী নীতির ফল, এটা কোন কোন ঐতিহাসিকের মতবাদ?

- যদুনাথ সরকার, জি এস দেশাই এবং এমজি রানাডে

১৮৬) শিবাজী প্রথম কোন দুর্গ জয় করেন?

-তোরনা 1646 খ্রি

১৮৭) শিবাজী কখন জাভালি জয় করেন?

-1656 খ্রিস্টাব্দে

১৮৯) শিবাজীর শেষ বিজয় কি ছিল?

-জিঞ্জি ফোর্ট (1678 খ্রি.)

 

  

শিবাজির উত্তরাধিকারীগণ >>>>



প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

শিবাজী| শাহজি। বাঘনখ। শিবাজির ঘোড়ার নাম। শিবাজির তরবারির নাম। শিবাজির পতাকার নাম। জিজাবাই। পুরন্দরের সন্ধি। শিবাজির রাজ্যাভিষেক।Shibaji| Bakhnokh| Shibaji's Horse Name| Shibaji's sword | Flag of Shivaji.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad