Type Here to Get Search Results !

শিবাজী তৃতীয় পর্ব [Shivaji]

 

 

ছত্রপতি শিবাজী

Set by- Manas Adhikary

 

শিবাজী তৃতীয় পর্ব| Shibaji Part-III

শিবাজী| শাহজি। বাঘনখ। শিবাজির ঘোড়ার নাম। শিবাজির তরবারির নাম। শিবাজির পতাকার নাম। জিজাবাই। পুরন্দরের সন্ধি। শিবাজির রাজ্যাভিষেক।Shibaji| Bakhnokh| Shibaji's Horse Name| Shibaji's sword | Flag of Shivaji.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের মধ্যযুগের  অন্যতম ব্যক্তিত্ব শিবাজী সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে আরো  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে  করব. পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


শিবাজী অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  Shibaji MCQ.

 

 

৫১) শিবাজির সুরাট  লুটতরাজের প্রত্যক্ষদর্শী কে ছিলেন?

-সুরাটের ব্রিটিশ কারখানার প্রধান রে জন ল্যাসলেট

 ৫২) ) শিবাজী কতবার সুরাট বন্দর লুঠ করেন?

- ৩ বার

৫৩) মুঘল বন্দর সুরাট লুট করে শিবাজী কত টাকা পান?

- এক কোটি টাকা (প্রথবার লুণ্ঠনে দশ লক্ষ টাকার ও বেশী ।

৫৪) শিবাজীর কয়টি দূর্গ ছিল?

- ৩৫ টি

৫৫) শিবাজী প্রথম কোন দূর্গ দখল করেন?

- তোরনা দূর্গ (১৬৪৬ সালে) 

৫৬) 1646 সালে, শিবাজি তোর্না দুর্গ জয় করেন, এর আগে এটি কার অধীনে ছিল?

-বিজাপুর  

৫৭) ১৬৪৬ সালে শিবাজীর তোরনার দুর্গ দখলে কোন দুর্ধর্ষ পার্বত্য উপজাতি শিবাজীকে সাহায্য করেছিল?

-মাওয়ালি

৫৮) শিবাজী কোন পার্বত্য জাতিকে ঐক্যবদ্ধ করেন?

- মাওয়ালি

৫৯) শিবাজী মাউলি ছাড়া আর কাদেরকে নিয়ে সেনাবাহিনী গঠন করেন?

- কোলিদের নিয়ে

৬০) শিবাজী কোন্দন দূর্গ কবে দখল করেন?

- ১৬৪৭ খ্রীঃ

৬১)কোন্দন দুর্গ জয়ে শিবাজির কোন সেনাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?

-তানাজি মালুসারে

৬২)কোন দুর্গ জয় করতে গিয়ে তানাজির মৃত্যু হয়েছি?

-কোন্দন দুর্গ

৬৩) 'দুর্গ তো পাওয়া গেল কিন্তু সিংহ হারিয়ে গেল।' - কোনটি বিজয়ের পর শিবাজী এই কথাগুলো উচ্চারণ করেছিলেন?

-কোন্দন বিজয়  

৬৪) শিবাজি কবে ভেলোর দখল করেন?

- ১৬৭৭ খ্রীঃ

৬৫) শিবাজীর দ্বিতীয়বার রাজ্যাভিষেকের পর তার শেষ গুরুত্বপূর্ণ অভিযানটি ছিল কর্ণাটকে। এই অভিযানটি কবে হয়েছিল?

-1677  

৬৬) শিবাজী, ঔরঙ্গজেবের কোন সেনাপতির কাছে পরাজিত হয়ে সন্ধি করতে বাধ্য হন?

- জয়সিংহ

৬৭) শেষ পর্যন্ত মুঘলদের দ্বারা পুরন্দর দুর্গ অবরোধের ফলে শিবাজি বুঝতে পারন  যে মোগলদের সাথে চুক্তি না করলে মোগলরা জোরপূর্বক পুরন্দর কেড়ে নেবে। তখন তিনি মোগল সেনাপতি জয়সিংহের কাছে কাকে আলোচনা করতে পাঠিয়েছিলেন?

-রঘুনাথ বল্লাল

৬৮) পুরন্দর সন্ধি কবে হয়?

-22 জুন 1665

৬৯) পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়?

- শিবাজী ও ঔরঙ্গজেবের (জয়সিংহ) মধ্যে

৭০) পুরন্দরে শিবাজী ও জয়সিংহের মধ্যে বৈঠক ও চুক্তির প্রত্যক্ষদর্শী কে ছিলেন?

-নিকোলা মানুচি

৭১) পুরন্দর চুক্তিতে প্রধান শর্তগুলি লেখ।

-ক) শিবাজীর 35টি দুর্গের মধ্যে 23টি দুর্গ মুঘলদের দিয়েছিল। এই 23টি দূর্গ থেকে শিবাজীর আয় হত 400000 টাকা। শিবাজী রায়গড় সহ 12টি দূর্গ নিজের কাছে রেখেছিল, যাদের থেকে আয় হত 1 লাখ

খ) বিজাপুর তাল কোঙ্কন এবং বিজাপুরী বালাঘাট শিবাজীর নিয়ন্ত্রণে থাকবে।

গ) শিবাজীর পুত্র শম্ভাজিকে 5000 এর মনসবদার করা হয়।

ঘ) আওরঙ্গজেব চুক্তির শর্তাবলী নিশ্চিত করে শিবাজীর জন্য খিলাত বা খিলহাত পাঠিয়েছিলেন।

ঙ)  শিবাজি বালাঘাটের জমি তার কাছে রাখেন এবং বিনিময়ে 40 লাখ টাকা 13 কিস্তিতে মুঘলদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

৭২) পুরন্দরের সন্ধির পর শিবাজীর দূর্গ সংখ্যা কতগুলি হয়?

- ১২ টি (এইসময় সন্ধির চুক্তিস্বরূপ মুঘলদেরকে ২৩ টি দূর্গ ছেড়ে দিতে হয়)

৭৩) শিবাজীর রায়গড় দুর্গ কার সাথে সম্পর্কযুক্ত?

-শিবাজীর রাজ্যাভিষেক

৭৪) শিবাজীর পুরন্দর দুর্গ কার সাথে সম্পর্কযুক্ত?

- মুরার্বাজির বীরত্ব

৭৫) শিবাজীর সিংহগড় দুর্গ কার সাথে সম্পর্কযুক্ত?

- তানাজি মালুসারের আত্মবলিদান

৭৬) শিবাজীর সজ্জনগড় দুর্গ কার সাথে সম্পর্কযুক্ত?

- গুরু রামদাসের জীবনের সাথে সম্পর্কযুক্ত

৭৭) শিবাজীর প্রতাপগড় দুর্গ কার সাথে সম্পর্কযুক্ত?

-আফজাল খান হত্যাকাণ্ড

৭৮) শিবাজীর সাত্তারা কেল্লা কার মাথাব্যথা কারন ছিল?

- আওরঙ্গজেবের

৭৯) 'পুরন্দর চুক্তির (1665 খ্রিস্টাব্দ)  সময় মুঘলদের দেওয়া দুর্গগুলির মধ্যে কোনটি শিবাজি পুনরুদ্ধার করতে পারেনি?

-শিবনার

৮০) শিবাজী কবে 'জাবালি' জয় করেন?

-জানুয়ারী, 1656

৮১) ঔরঙ্গজেব শিবাজিকে রাজা উপাধি দেবার পর তাঁকে জায়গীর হিসাবে কোন স্থান উপহার দেন?

- বেরার

৮২) শিবাজীকে 'খিলহাত' কে দিয়েছিলেন?

-ঔরঙ্গজেব  

৮৩) শিবাজীকে কে ছত্রপতি উপাধি দেন?

- বারানসীর রাজা গঙ্গা ভট্ট

৮৪) কার রাজসভায় অষ্টপ্রধান ছিল?

- শিবাজী (আটজন মন্ত্রী)।

৮৫) শিবাজীর রাজসভায় অষ্ট্রপ্রধানদের মধ্যে কতজন ব্রাহ্মন ছিলেন?

- ৭ জন (মতান্তরে ৬ জন)

৮৬) শিবাজী অষ্টপ্রধানদের একমাত্র অ-ব্রাহ্মন পদ কোনটি ছিল?

- সেনাপতি।

৮৭) শিবাজীর অষ্টপ্রধানের সাথে পন্থ প্রতিনিধি এবং হুকুমত পানহা কথা দুটি কে যুক্ত করেন?

- রাজারাম

৮৮) শিবাজীর অষ্টপ্রধানের সদস্য হিসাবে প্রশাসনের দায়িত্বে কে ছিলেন?

-মোরো ত্র্যম্বক পিঙ্গলে  

৮৯) শিবাজীর পেশোয়া মোরোপন্ত ত্রিমাল পিংলে সালহেরের যুদ্ধ এবং মুলারের যুদ্ধে কার নেতৃত্বে থাকা মুঘল সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন?

-দিলের খান  

৯০) শিবাজীর অষ্টপ্রধানদের মধ্যে কাদেরকে সেনাবাহিনীর নেতৃত্ব দিতে হত না?

-ন্যায়াধীশ  

৯১) শিবাজির আমলে বিদেশ বা রাষ্ট্র মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কি বলা হত?

-মজুমদার বা অমাত্য

৯২) শিবাজির আমলে রাজকীয় চিঠিপত্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কি বলা হত?

-শুরনবীশ বা সচিব

৯৩) শিবাজির আমলে সেনাপতির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কি বলা হত?

-সার- ই- নৌবত   

৯৪) শিবাজির আমলে রাজার দৈনন্দিন কাজকর্ম এবং আদালতের ঘটনাগুলি লিপিবদ্ধ করার দায়িত্বপ্রাপ্ত  ব্যক্তিকে কি বলা হত?

-বাক্যনবীশ বা মন্ত্রী

৯৫) শিবাজীর অর্থমন্ত্রী কে ছিলেন যিনি পরবর্তী মারাঠা শাসকদেরও পথ দেখিয়েছিলেন?

-রামচন্দ্র পন্ত ওয়াদেকর

৯৬) শিলাদার নামক সেনাবাহিনী কে গঠন করেন?

- শিবাজী।

৯৭) শিবাজীর ভাড়া করা অনিয়মিত অশ্বারোহী বাহিনীকে কী বলা হয়?

- শিলাদার

৯৮) বার্গী (নিয়মিত), শিলাদার (অনিয়মিত)- এ দুটি ভাগ শিবাজী কোন ক্ষেত্রে চালু করেন?

- অশ্বারোহী সেনার ক্ষেত্রে।

৯৯) শিবাজীর পৃরশাসনে 'পাগা' কাকে বলা হত?

-অশ্বারোহী বাহিনীর সংগঠন

১০০) শিবাজীর হাতিবাহিনীতে  কতগুলি হাতি ছিল বলে মনে করা হয়?

-1260  

  

শিবাজী দ্বিতীয় পর্ব>>>>

শিবাজী চতুর্থ পর্ব>>>>


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

শিবাজী| শাহজি। বাঘনখ। শিবাজির ঘোড়ার নাম। শিবাজির তরবারির নাম। শিবাজির পতাকার নাম। জিজাবাই। পুরন্দরের সন্ধি। শিবাজির রাজ্যাভিষেক।Shibaji| Bakhnokh| Shibaji's Horse Name| Shibaji's sword | Flag of Shivaji.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad