ছত্রপতি শিবাজী
Set by- Manas Adhikary
শিবাজী দ্বিতীয় পর্ব| Shibaji Part-II
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের মধ্যযুগের অন্যতম ব্যক্তিত্ব শিবাজী সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে করব. পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
শিবাজী অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Shibaji MCQ.
১) শিবাজীর জন্ম হয় কবে?
- ১৬২৭ খ্রীঃ
২) শিবাজী কোথায় জন্মগ্রহন করেন?
- শিবনারের পার্বত্য দুর্গে
৩) শিবাজী কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন?
-ভোঁসলে
৪) শিবাজী মাতৃপক্ষ থেকে কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন?
-যাদব বংশ (দেবগিরির)
৫) শিবাজীর পিতার নাম কী?
- শাহজী ভোঁসলে
৬) শিবাজীর মাতার নাম কী?
- জিজাবাঈ
৭) শিবাজীর পিতা কোথাকার জায়গীরদার ছিলেন?
- কর্নাটকের বিজাপুরের
৮) শিবাজী জাতিতে কী ছিলেন?
- ব্রাহ্মন
৯) শিবাজীর অভিভাবকের নাম কী?
- কোন্ডদেব
১০) শিবাজীর গুরুদেবের নাম কী?
- রামদাস
১১) শিবাজির শিক্ষাগত যোগ্যতা কি ছিল?
- নিরক্ষর
১২) শিবাজী কার সাহায্যে সামান্য শিক্ষিত হয়েছিলেন?
- দাদাজী কোন্ডদেব
১৩) শিবাজীর শিক্ষককের নাম কী?
- দাদাজী কোন্ডদেব।
১৪) শিবাজী প্রথম দশ বছর কোথায় বসবাস করেছিলেন?
- পুনায় তাঁর মা ও দাদাজি কোন্ডদেবের কাছে
১৫) শিবাজীর উপর কার প্রভাব সবচেয়ে বেশি ছিল?
-জিজাবাই
১৬) শিবাজী কবে সাইবাই নিম্বালকরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন?
-1641
১৭) শিবাজীর কন্যা অম্বিকাবাই এর মাতা কে ছিলেন?
-সাইবাই নিম্বালকার
১৮) যাদব রাও কার দাদু ছিলেন?
-শিবাজি
১৯) শিবাজীর রাজ্যাভিষেক হয় কবে?
- 1674 সালে 6 জুন
২০) শিবাজীর রাজ্যভিষেক কোথায় হয়?
- রায়গড় দুর্গে।
২১) শিবাজীর দ্বিতীয় রাজ্যাভিষেক কবে হয়েছিল?
-24 সেপ্টেম্বর 1674 খ্রিস্টাব্দে
(দ্বিতীয় রাজ্যাভিষেক হয়েছিল তান্ত্রিক উপায়ে।)
২২) রাজ্যাভিষেক উপলক্ষে, শিবাজি কোন উপাধি গ্রহণ করেছিলেন?
- গৌব্রহ্মণ প্রতিপালক'
২৩) শিবাজীর দ্বিতীয় রাজ্যাভিষেক কার দ্বারা সম্পন্ন হয়েছিল?
- 'কৃষ্ণদাস' নামে একজন তান্ত্রিক
২৪) শিবাজীর রাজ্যাভিষেকের সময় কোন বিদেশী উপস্থিত ছিলেন?
-জর্জ অক্সেন্ডেন
২৫) রাজ্যাভিষেকের সময়, শিবাজী 'শ্রী শিবাজী ছত্রপতি' খোদাই করা মুদ্রা জারি করেছিলেন। এই মুদ্রাগুলি কোন ধাতুর ছিল?
-সোনা-তামা
২৬) কোন কোন শাসকের দুইবার রাজ্যাভিষেক হয়েছিল?
-ফিরোজ তুঘলক, বাহলোল লোদী, ইব্রাহিম লোদী, শেরশাহ সুরি, আওরঙ্গজেব, শিবাজি
২৭) শিবাজীর রাজধানী কোথায় ছিল?
- রায়গড় ।
২৮) শিবাজী ডানহাতে কোন অস্ত্র ব্যবহার করতেন?
- বিছুয়া।
২৯) শিবাজী বামহাতে অস্ত্র ব্যবহার করতেন?
- বাঘনখ
৩০) দ্বিতীয় শিবাজী কাকে বলা হয়?
- বাসুদেব বলবন্ত ফাদকে
৩১) শিবাজীর তরবারির নাম কী?
- বাঘনখ ও ভবানী।
৩২) শিবাজীর বিখ্যাত তরবারি ভবানী কোনদেশে তৈরি হয়েছিল?
-স্পেন
৩৩) শিবাজী তাঁর তরবারি বাঘনখ দিয়ে মুঘলদের এক বিখ্যাত রননিপুন সেনাপতিকে হত্যা করেন। সেই সেনাপতির নাম কী?
- আফজল খাঁ।
৩৪) কে আফজাল খানকে 'বিষাক্ত সাপ' বলেছেন?
-শাহজি ভোঁসলে
৩৫) শিবাজীর ঘোড়ার নাম কী?
- সিন্ধুঘোটক, বিশ্বাস
৩৬) শিবাজীর যুদ্ধজাহাজের নাম কী?
- গুরাব
৩৭) কোন মুঘল সম্রাটের রাজত্বকালে শিবাজী স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা করেন?
- ঔরঙ্গজেব
৩৮) মুঘলদের সাথে শিবাজীর প্রথম মুখোমুখি হয়েছিল 1657 সালে। সে সময় দক্ষিণ ভারতে মুঘল সাম্রাজ্যের গভর্নর কে ছিলেন?
-আওরঙ্গজেব
৩৯) শিবাজীকে শায়েস্তা করার জন্য ঔরঙ্গজেব কাদেরকে পাঠিয়েছিলেন?
- মুয়াজ্জম, আফজল খাঁ, মামা শায়েস্তা খাঁকে, জয়সিংহ ও দিলীর খাঁ
৪০) আফজাল খান তার কোন বার্তাবাহকের মাধ্যমে শিবাজীকে তার সাথে দেখা করার আমন্ত্রণ জানিয়েছিলেন ?
-কৃষ্ণজি ভাস্কর
৪১) শিবাজি তার কোন বার্তাবাহকের মাধ্যমে এটা নিশ্চিত করেন যে তিনি আফজাল খানের সাথে সাক্ষাত করবেন?
-পান্তজি গোপীনাথ
৪২) ) শায়েস্তা খাঁকে শিবাজী কোথায় পরাস্ত করেন?
- পুনায় (এইসময় শিবাজী, শায়েস্তা খাঁ এর পুত্রকে নিহত ও শায়েস্তা খাঁকে আহত করলে মুঘল বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে)
৪৩) কোন সালে শিবাজী ও শায়েস্তা খানের মধ্যে সংঘর্ষ হয়?
-1663 খ্রি
৪৪) ঔরঙ্গজেবের কোন সেনাপতিকে পালিয়ে যেতে শিবাজী বাধ্য করেন?
- শায়েস্তা খাঁকে
৪৫) শিবাজীকে শায়েস্তা করার জন্য ঔরঙ্গজেব প্রথম কাকে পাঠান?
- মুয়াজ্জমকে
৪৬) 1657 সালের জুন্নার যুদ্ধে শিবাজী মুঘলদের বিরুদ্ধে কাকে সাহায্য করেছিলেন?
-বিজাপুর
৪৭) শিবাজী কোন মুঘল বন্দর লুঠ করেন?
- সুরাট
৪৮) শিবাজী কবে প্রথম সুরাট লুণ্ঠন করেন?
-8 জানুয়ারী 1664
৪৯) শিবাজী কবে দ্বিতীয়বার সুরাট লুণ্ঠন করেন?
-1670
৫০) 1664 সালে শিবাজি প্রথম সুরাট লুণ্ঠন করেন, সেই সময়ে সুরাটের গভর্নর কে ছিলেন?
-ইনায়েত খান
৫১) শিবাজির সুরাট লুটতরাজের প্রত্যক্ষদর্শী কে ছিলেন?
-সুরাটের ব্রিটিশ কারখানার প্রধান রে জন ল্যাসলেট
৫২) ) শিবাজী কতবার সুরাট বন্দর লুঠ করেন?
- ২ বার
৫৩) মুঘল বন্দর সুরাট লুট করে শিবাজী কত টাকা পান?
- এক কোটি টাকা (প্রথবার লুণ্ঠনে দশ লক্ষ টাকার ও বেশী ।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
শিবাজী| শাহজি। বাঘনখ। শিবাজির ঘোড়ার নাম। শিবাজির তরবারির নাম। শিবাজির পতাকার নাম। জিজাবাই। পুরন্দরের সন্ধি। শিবাজির রাজ্যাভিষেক।Shibaji| Bakhnokh| Shibaji's Horse Name| Shibaji's sword | Flag of Shivaji.