Type Here to Get Search Results !

মহম্মদ শাহ [Mohammad Shah]

 

মহম্মদ শাহ

Set by – Manas Adhikary

 মহম্মদ শাহ। Mohammad Shah

মহম্মদ শাহ। রঙ্গিলা বাদশা। রোশন আখতার। আসফ ঝা। উর্দুভাষার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। জগৎ শেঠ। বুরহান-উল-মুলুক।  

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  মহম্মদ শাহ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। এই পর্বে থাকছে   মহম্মদ শাহ সম্পর্ক  সংক্ষিপ্ত  আলোচনা    অতিসংক্ষিপ্ত  প্রশ্নউত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

মহম্মদ শাহ অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Mohammad Shah MCQ

 

ফারুখশিয়রের মৃত্যুর পর সৈয়দ ভ্রাতৃদ্বয় বাহাদুর শাহের নাতি এবং রফি-উস-সানের পুত্র রফি-উদ-দরাজাত কে সিংহাসনে বসান। কিন্তু তিনি রুগ্ন থাকায় তাকে বাদ দিয়ে তাঁর ভাই রফি-উদ-দৌল্লাকে সিংহাসনে বসান। অল্পদিনের মধ্যে তাঁর মৃত্যু হলে সৈয়দ ভ্রাতৃদ্বয় বাহাদুর শাহের আরেক নাতি এবং জাহান শাহের পুত্র রোশন আখতারকে সিংহাসনে বসান। রোশন আখতার 'মুহম্মদ শাহ' উপাধি গ্রহন করেন।

স্বাধীনচেতা তরুন মুহম্মদ শাহ সৈয়দ ভ্রাতৃদ্বয়ের কর্তৃত্বে বিরক্ত হয়ে তাদের আধিপত্য বিনষ্ট করার জন্য তুরানী গোষ্ঠীর নেতা চিন কিলিচ খান নিজাম উল মুলুকের সাথে ষড়যন্ত্র করে হুসেন আলিকে আততায়ীর দ্বারা হত্যা করেন। সৈয়দ আবদুল্লা এই খবর পেয়ে মুহম্মদ শাহের এক প্রতিদন্ধীকে সিংহাসনে বসান। আবদুল্লা, মুহম্মদ শাহের মুখোমুখি হলে পরাজিত ও বন্দী হন। পরে তাকে বিষপ্রয়োগ করে হত্যা করা হয়। মুহম্মদ শাহ চিন কিলিচ খানকে প্রধানমন্ত্রীর পদে বসান। সৈয়দ ভ্রাতৃদ্বয়ের হাত থেকে মুক্ত করেও মুহম্মদ শাহ মুঘল সাম্রাজ্যের পতন রোধ করতে পারেননি। বরং তাঁর আমলেই মুঘল সাম্রাজ্য ছিন্ন বিছিন্ন হতে শুরু করে। তাঁর আমলেই তাঁর প্রধানমন্ত্রী চিন কিলিচ খান নিজাম উল মুলুক দাক্ষিনাত্যে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। যা পরে হায়দ্রাবাদের নিজাম রাজ্য নামে পরিচিতি লাভ করে। এই সময় অযোধ্যার সাদাত খান এবং বাংলার মুর্শিদ কুলি খান নিজ নিজ এলকায় স্বাধীনতা ঘোষনা করেন। গুজরাট ও মালবে মারাঠাদের এবং ভরতপুরে জাঠদের প্রভুত্ব স্থাপিত হয়। রোহিলা আফগানরা রোহিলাখন্ড প্রতিষ্ঠা করেন। মুহম্মদ শাহের আমলে সবথেকে গুরুত্বপূর্ন ঘটনা পারস্যরাজ নাদির শাহের ভারত আক্রমন পারস্য রাজের এই আক্রমনের ফলে দিল্লী ও পাঞ্জাব বিশ্বস্ত হয় এবং কাবুল ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ বাদশাহের হস্তচ্যুত হয়। এককথায় মুঘল সাম্রাজ্য দিল্লী নগরী ও তার আশেপাশের অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে।

 

১) কোন মুঘল সম্রাট রোশন আখতার নামেও পরিচিত ছিলেন?

- মুহম্মদ শাহ

২) মহম্মদ শাহ কাকে উজীর বা প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন?

- চিন-কুলিচ খাঁ বা নিজাম-উল-মুলুক

৩) নিজাম- উল- মুলককে আসফ ঝা উপাধি দেন কে?

-মোহাম্মদ শাহ রঙ্গীলা

(ফারুকসিয়ার চিনকিলিচ খানকে নিজাম- উল- মুলক উপাধি দিয়েছিলেন।)

৪) কিংমেকার সইয়্যদ ভাইদের অবসান ঘটে কোন মুঘল শাসকের আমলে?

-মোহাম্মদ শাহ রঙ্গীলা

৫) কোন মুঘল সম্রাটের আমলে নাদির শাহ ভারত আক্রমন করেন?

- মুহম্মদ শাহ (১৭৩৯)

৬) নাদির শাহের কোন মুঘল সম্রাটকে বন্দী করেছিলেন?

-মোহাম্মদ শাহ

৭) কোন মুঘল সম্রাট শেষবারের মত ময়ূর সিংহাসনে বসেন?

- মুহম্মদ শাহ

৮) কার্নালের যুদ্ধ কাদের মধ্যে হয়?

- নাদির শাহ ও মুহম্মদ শাহ

৯) দিল্লী থেকে ফেরার পূর্বে নাদিরশাহ  সম্রাট মুহাম্মদ শাহকে কার প্রতি সতর্ক করেছিলেন যে ইনি প্রয়োজনের চেয়ে বেশি উচ্চাভিলাষী এবং ধূর্ত?

-জুলফিকার খান

১০) কোন মুঘল সম্রাটের আমলে বাংলা ও অযোধ্যা এবং হায়দ্রাবাদ স্বাধীন হয়?

- মুহম্মদ শাহ (বাংলা স্বাধীন হয় মুর্শিদকুলি খাঁর নেতৃত্বে এবং অযোধ্যা স্বাধীন হয় সাদাত খাঁ এর নেতৃত্বে এবং হায়দ্রাবাদ স্বাধীন হয় চিনিকিলিচ খাঁ এর নেতৃত্বে)

১১)  রঙ্গীলা উপাধি কোন মুঘল সম্রাট গ্রহন করেন?

- মুহম্মদ শাহ

১২) মারাঠাদের দীর্ঘদিনের দাবি চৌথ ও সরদেশমুখী আদায়, এই দাবি কোন মুঘল সম্রাট মঞ্জুর করেন?

- মহম্মদ শাহ

১৩) বালাজী বিশ্বনাথ কোন মুঘল সম্রাটের থেকে ছটি মুঘল প্রদেশ থেকে চৌথ ও সরদেশমুখী আদায় করার সনদ লাভ করেছিল?

- মহাম্মদ শাহ

১৪) 1738 সালে মহম্মদ শাহ রঙ্গিলা এবং পেশোয়া বাজিরাও প্রথমের মধ্যে চুক্তির জন্য রঙ্গিলাকে কত টাকা আর্থিক সহায়তা দিতে হয়েছিল?

-50 লক্ষ 

১৫) প্রথমত, কোন মুঘল সম্রাট উর্দুভাষাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন?

-মুহাম্মদ শাহ রঙ্গীলা

১৬) কোন মোঘল সম্রাটের শাসনকালে নপুংসক ও মহিলাদের আধিপত্য ছিল?

- মহম্মদ শাহ

১৭) কে মুহাম্মদ শাহের কাছ থেকে 'জগৎসেঠ' উপাধি পেয়েছিলেন?

-ফতেহচাঁদ

( ফতেহ চাঁদ ছিলেন মানিক চাঁদের দত্তক পুত্র, তিনি মুঘল সম্রাট ফারুখসিয়ারের কাছ থেকে শেঠ উপাধি অর্জন করেছিলেন, মুঘল সম্রাট মুহাম্মদ শাহ তাকে দিয়েছিলেন 'জগৎ শেঠ' উপাধি দেন।)

১৮) মহম্মদ শাহ কাকে ‘মুতাসন-উল-মুলক-সুজা-উদ-দৌল্লা-আসাদ-জঙ্গ' উপাধিতে ভুষিত করেন?

- সুজাউদ্দিন খাঁকে

১৯) মহম্মদ শাহ কাকে বুরহান-উল-মুলুক উপাধি দেন?

- সাদাৎ খাঁনকে

২০) কোন মুঘল শাসক ফরাসি গভর্নর ডুমাকে 'নবাব' উপাধি দিয়েছিলেন?

-মোহাম্মদ শাহ রঙ্গীলা

২১) কোন মুঘল শাসক 'পিয়া' ছদ্মনামে খেয়াল লিখতেন?

-মোহাম্মদ শাহ রঙ্গীলা

২২) মোহাম্মদ শাহ রঙ্গিলা 'ফুলওয়ালন কি সাইর' নামে উৎসব শুরু করেন, যা 'খাজা কুতুব সাহেব' এর দরগায় অনুষ্ঠিত হযত। এই খাজা কুতুব সাহিব দরগা কোথায় অবস্থিত?

-দিল্লি

২৩) মহম্মদ শাহ কার হাতে নিহত হন?

- আহম্মদ শাহ আব্দালীর হাতে ১৭৪৮ সালের অম্বুর যুদ্ধে

২৪) নাদিরশাহের আক্রমণে মহম্মদ শাহ ও তার দরবারীরা এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে দিল্লি থেকে চলে যাওয়ার পরও তারা অজ্ঞান হয়ে পড়েন এবং বিভ্রান্ত হয়ে পড়েন। - কার উক্তি এটি?

-হেগ

২৫) 'বাবরের ভারত আক্রমণ থেকে মোহাম্মদ শাহ রঙ্গিলার পর্যন্ত' শাসনের ইতিহাস কোন গ্রন্থে পাওয়া যায়?

-মুনতাখাব উল লুবাব

(লেখক ----- কাফি খান)

২৬) কাফি খান কোন মুঘল শাসককে তার বই 'মুনতাখাব উল লুবাব' উৎসর্গ করেছিলেন?

-মোহাম্মদ শাহ রঙ্গীলা

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

মহম্মদ শাহ। রঙ্গিলা বাদশা। রোশন আখতার। আসফ ঝা। উর্দুভাষার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। জগৎ শেঠ। বুরহান-উল-মুলুক।   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad