Type Here to Get Search Results !

নাদির শাহ [Nadir Shah]

 

নাদির শাহের ভারত আক্রমন

SET BY- MANAS ADHIKARY

নাদির শাহ। Nadir Shah

 

 নাদির শাহ।  মোহম্মদ শাহ।  নাদির শাহের সেনাপতি। কোহিনুর হীরা লুণ্ঠন। পারস্যের নেপোলিয়ন। ইরানের নেপোলিয়ন। নাদির কুলি বেগ। তাহামাস কুলি বেগ। কর্নাল এর যুদ্ধ। শালিমার সন্ধি। দ্বিতীয় আলেকজান্ডার।

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি পারস্যাধিপতি নাদির শাহ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। এই পর্বে থাকছে   নাদির শাহ সম্পর্কিত  সংক্ষিপ্ত  আলোচনা    অতিসংক্ষিপ্ত  প্রশ্নউত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

নাদির শাহ অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Nadir Shah MCQ

 

 

ভারতের প্রভূত ধনরত্ন ও মুঘল দরবারে ঐশ্বর্যর লোভে নাদির শাহ ও তার সেনাদল, মুঘল সাম্রাজ্যের শেষের দিকে সম্রাট মোহাম্মদ শাহ এর আমলে ভারত সীমান্ত পার হন। এই সময় পারস্যাধিপতি নাদির শাহ দিল্লীর দরবারের তার অপমানের অজুহাতে ভারত আক্রমণ করেন। বিনা বাধায় নাদির গজনীর কাবুল শহর অধিকার করে যখন দিল্লির দোরগোড়ায় এসে উপস্থিত হন তখন সম্রাট মোহাম্মদ শাহ ও তার অনুচরবর্গের ঘুম ভাঙ্গে। পানিপথের  প্রায় কুড়ি মাইল উত্তরে কার্নাল নামক স্থানে মুঘল বাহিনী বিধ্বস্ত হলে প্রায় বন্দি অবস্থায় সম্রাট মোহাম্মদ শাহ বিজয়ী নাদিরের সঙ্গে একত্রে দিল্লি প্রবেশ করেন এবং নাদির শাহ সম্রাটের বাসভবনে অবস্থান করেন। এমন সময় হঠাৎই রটে গেল যে নাদিরের মৃত্যু হয়েছে। এই গুজবে উল্লাসিত দিল্লি বাসিন্দারা  নাদির শাহের বেশকিছু সৈন্যকে হত্যা করেন। নিজের সৈন্যদের মৃতদেহ দেখে নাদির শাহ তখন দিল্লিবাসীদের নির্বিচারে হত্যার আদেশ দেয়। ফলে শুরু হয় অমানুষিক হত্যা, লুন্ঠন, অগ্নিকাণ্ড ও অত্যাচার। সকাল 8 টা থেকে বিকাল 3 টা পর্যন্ত মোট 7 ঘণ্টার (কারো কারো মতে টানা তিনদিন) অসংখ্য নরনারী নিহত ও অগ্নিদগ্ধ হয়। এই ভয়াবহ হত্যাকান্ড বন্ধ হলেও লুটপাট চলে আরও প্রায় আট সপ্তাহ। অবশেষে মুঘল সম্রাটের কাতর অনুনয়ে নাদির শাহ ও তার সৈন্যদের ক্ষান্ত করেন।

দিল্লি ত্যাগ করে নাদির শাহ দেশে ফিরে গেলেন বটে কিন্তু সঙ্গে নিয়ে গেলেন 70 কোটি টাকা, শাহজাহান নির্মিত ময়ূর সিংহাসন, মোগল সম্রাটের মুকুটমনি কোহিনুর, বহু হীরা, মুক্তা, সোনা, হাতি, ঘোড়া ও বহু দক্ষ কারিগর। এক কথায়, মোহাম্মদ শাহ দিল্লির সম্রাট রইলেন বটে তবে তার ধনদৌলত সমস্তই নাদির শাহ সঙ্গে করে নিয়ে গেলেন। আব্দুল করিম এর স্বচক্ষে দেখা বিবরণ থেকে নাদির শাহের লুটতরাজের কথা জানা যায়। নাদির শাহ লুটের সমস্ত মালপত্র নিয়ে দেশে ফিরে যেতে পারেননি। গ্রীষ্মের  শেষে বর্ষা নামলে সোনা-দানার বস্তা বোঝাই কিছু ঘোড়া-খচ্চর ঝিলাম নদীর স্রোতে হারিয়ে যায়, হিন্দুকুশ পর্বত পেরোনোর সময় আরো কিছু প্রাণী পা পিছলে পড়ে যায় খাদে। নাদির শাহের লুটের মধ্যে উল্লেখযোগ্য ছিল ময়ূর সিংহাসন, কোহিনুর হীরা, দি ওরলফ, দি শাহ ডায়মন্ড, দি গ্রেট টেবিল ডায়মন্ড এবং তৈমুর  রুবি।

1747 সালে নাদির শাহ যখন নিজের দেশে ফিরছিলেন যাত্রাপথে এক তাবুতে  অবস্থানকালীন সময়ে তাকে হত্যা করা হয়। নাদির শাহ কে যে হত্যা করে সেই হত্যাকারী আহমদ শাহ যাত্রাপথে অসুস্থ হয়ে মারা যান।

 

প্রশ্নোত্তর পর্ব

১) নাদির শাহ কবে নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন?

- 1736 খ্রিস্টাব্দে

২) নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন?

- 1739 খ্রিস্টাব্দে

৩) নাদির শাহ ভারত আক্রমণ কালে ভারতের মুঘল সম্রাট কে ছিলেন?

- মোহম্মদ শাহ

৪) নাদির শাহ যখন ভারত আক্রমন করেন তখন পেশোয়া পদে কে অধিষ্ঠিত ছিলেন?

-  প্রথম বাজিরাও 

৫) কে দিল্লি আক্রমণ করে কোহিনুর হীরা লুণ্ঠন করেন?

-  নাদির শাহ

৬) নাদির শাহের সেনাপতির নাম কি?

- আহমদ শাহ আবদালী

৭) আহমদ শাহ আবদালী মোট কতবার ভারত আক্রমণ করেন?

 -9 বার

৮) আহমদ শাহ আবদালী কবে ভারত পরিত্যাগ করেন?

- 1762 সালে

৯) নাদির শাহ ময়ূর সিংহাসনটি কোন স্থান থেকে লুণ্ঠন করেন?

- লালকেল্লা

১০) কাকে ইরানের বা পারস্যের নেপোলিয়ন বলা হয়?

- নাদির শাহ

১১) নাদির শাহ এর প্রকৃত নাম কি?

- নাদির কুলি বেগ বা তাহামাস কুলি বেগ

১২) কে নাদির শাহ কে ভারত আক্রমণে সাহায্য করেন?

- সাদাত খান এবং নিজাম উল মুলুক

১৩)নাদির শাহ কত সালে কান্দাহার দখল করে?

- 1738 খ্রিস্টাব্দে

১৪)কোন রাজ্যের উপর নিয়ন্ত্রণ নিয়ে পারস্যের শাহ ও মোগলদের মধ্যে বিবাদ ঘটে?

- কান্দাহার

১৫)কর্নাল এর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?

- 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ বনাম মোহাম্মদ শাহ

১৬)লুটপাটের মাধ্যমে মোগল সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক পোঁতার কাজটি কে করেন?

- নাদির শাহ

১৭)নাদির শাহ কবে "নাদির শাহ" উপাধি নেন বা কবে নাদির কুলি খান "নাদির শাহ" নামে পারস্যের অধিপতি হন?

- 1736 খ্রিস্টাব্দে

১৮)ময়ূর সিংহাসন পারস্যে কে নিয়ে যান এবং বর্তমানে সেটি কোথায় আছে?

-   নাদির শাহ। বর্তমানে ইংল্যান্ডের মিউজিয়ামে সংরক্ষিত আছে।

১৯)রঙ্গীলা বাদশা নামে কে পরিচিত?

- মহম্মদ শাহ

২০)নাদির শাহ যখন ভারতে আক্রমন করেন তখন কোথায় নিশিযাপন করেন?

- দেওয়ান-ই-খাস (যেখানে শাহজাহান থাকতেন)

২১) 1734 সালের শালিমার সন্ধি কাদের মধ্যে হয়?

- নাদির শাহ ও মোগল সম্রাট মোহাম্মদ শাহ মধ্যে

২২) দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়?

 -নাদির শাহকে

২৩)নাদির সহ মোট কত দিন ভারতে ছিলেন?

- 57 দিন

২৪)নাদির শাহ কোথা দিয়ে এসে ভারত আক্রমণ করেন?

 -খাইবার পাস

২৫)নাদির শাহ কোথা থেকে ঘোষণা করেন যে তিনি ভারতের সম্রাট?

- মুঘলদের দেওয়ান-ই-আম

২৬)নাদির শাহ নিজের সেনাদের মৃতদেহ দেখে কোথা থেকে দাঁড়িয়ে সবকিছু খতম করে দেওয়ার নির্দেশ দেন?

 - দিল্লীর চাঁদনি চকের মসজিদের ছাদে দাঁড়িয়ে

২৭)নাদির শাহ ও বাল্য জীবনে কি ছিলেন?

 -একজন মেষপালক বা রাখাল

২৮)নাদির শাহ এর পিতার নাম কি?

 - এমাম কুলি খাঁ

২৯)নাদির শাহ  তাঁর আদর্শ হিসাবে কাদেরকে অনুসরণ করতেন?

 - চেঙ্গিস খান ও তৈমুর লঙ

৩০)নাদির শাহের ভারত আক্রমণের সাহায্যকারী সাদাত আলী কোথাকার নবাব ছিলেন?

 - অযোধ্যার

৩১)নাদির শাহের ভারত আক্রমণের সাহায্যকারী নিজাম উল মুলক এর পরিচয় কি?

- তিনি দিল্লির সম্রাটের উজির বা প্রধানমন্ত্রী ছিলেন

৩২)মোহাম্মদ শাহ এর কন্যা সাথে কার বিবাহ হয়?

- নাদির শাহের কনিষ্ঠপুত্র নাসিরকুলি বেগ

৩৩)পারস্য সম্রাট নাদির শাহ কাকে অন্ধ করে দেয়?

- নিজের জ্যেষ্ঠপুত্র রেজা কুলিকে( প্রসঙ্গত কয়েকজন পাঠান নাদির কে গুলি করে হত্যা করার ব্যর্থ চেষ্টা করলে গুলি তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। নাদির এই  ঘটনায় তার জ্যেষ্ঠপুত্র কে সন্দেহ করে এবং তাকে অন্ধ করে যায়। এর জন্য অবশ্য তিনি পরবর্তীকালে অনুতপ্ত হয়ে ছিলেন।)

৩৪)কার আক্রমনকে দিল্লি সুলতানি শাসনের  অবসান এর অন্যতম কারণ বলে ধরা হয়?

-  তৈমুর লংয়ের আক্রমনকে (প্রসঙ্গত মুঘল সাম্রাজ্যের পতনের জন্য অন্যতম কারণ হিসেবে ধরা হয় নাদির শাহের আক্রমনকে)

৩৫)নাদির শাহের মৃত্যু হয় কবে?

- 1746 খ্রিস্টাব্দে

৩৬)ময়ূর সিংহাসন কে নির্মান করেন?

- শাজাহান, ময়ূর সিংহাসনের  শিল্পী ছিলেন বেবাদল খান (বেবাদল খানের উপাধি ছিল অতুলনীয় পন্ডিত)

৩৭)নাদির শাহ কে কে হত্যা করেন?

 -আহম্মেদ শাহ

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

  নাদির শাহ।  মোহম্মদ শাহ।  নাদির শাহের সেনাপতি। কোহিনুর হীরা লুণ্ঠন। পারস্যের নেপোলিয়ন। ইরানের নেপোলিয়ন। নাদির কুলি বেগ। তাহামাস কুলি বেগ। কর্নাল এর যুদ্ধ। শালিমার সন্ধি। দ্বিতীয় আলেকজান্ডার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad