ফারুখশিয়র
Set by - Manas Adhikary
ফারুখশিয়র। Farookhsiyad
সৈয়দ ভ্রাতৃদ্বয়। বান্দা বাহাদুর। চিনকুলিচ। নিজাম উল মুলুক।
সুরম্যান। হাসান আলি। আবদুল্লাহ খান। হোসেন আলি। King Makers of India।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট ফারুখশিয়র সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। এই পর্বে থাকছে ফারুখশিয়র সম্পর্ক সংক্ষিপ্ত আলোচনা ও অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ফারুখশিয়র অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Farookhsiyad MCQ
মুঘল সম্রাট জাহান্দার শাহ ছিলেন অপদার্থ এবং সর্বদাই আমোদ-প্রমোদে
ব্যস্ত থাকতেন। এমনকি তিনি এক বাইজীর মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ফলে হিন্দুস্থানী গোষ্ঠীর
নেতা সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সাহায্য নিয়ে আজিম-উস-সানের পুত্র ফারুখশিয়র ১৭১৩ খ্রীষ্টাব্দে
জাহান্দার শাহ ও জুলফিকার খানকে হত্যা করে সিংহাসনে বসেন।
ফারুখশিয়েরর সিংহাসন লাভের মূলে ছিল সৈয়দ ভ্রাতৃদ্বয় - পাটনার
সহকারী শাসনকর্তা সৈয়দ হুসেন আলি ও এলাহবাদের শাসনকর্তা সৈয়দ হাসন আলি। পরে হাসান
আলি আবদুল্লা খান নামে পরিচিত হন। ফারুখশিয়রের উজীর ছিলেন আবদুল্লা এবং প্রধান সেনাপতি
ছিলেন হুসেন আলি। ফারুখশিয়র দীর্ঘকাল অসুস্থ ছিলেন। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানী
কর্তৃক প্রেরিত ‘সুরম্যান কমিটির সদস্য ছিলেন উইলিয়াম হ্যামিলটন। যিনি পেশায় ডাক্তার
ছিলেন। তিনি ফারুখশিয়রকে সুস্থ করে তোলেন। বিনিময়ে ফারুখশিয়র একটি ফরমান জারি করেন।
যে ফরমানের প্রভাবে মাত্র ৩০০০ টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলা, বিহার
ও উড়িষ্যায় একচেটিয়া শুল্কমুক্ত বানিজ্য করার সুযোগ পান। ফারুখশিয়র ৬ বছর রাজত্ব
করেন। এই সময়কালে ফারুখশিয়র নামমাত্র সম্রাট ছিলেন, আসল ক্ষমতা কুক্ষিগত ছিল সৈয়দ
ভ্রাতৃদ্বয়ের হাতে। এই সময় তুরানী গোষ্ঠীর নেতা ছিলেন চিন-কিলিচ খান (আসফ ঝা)। সৈয়দ
ভ্রাতৃদ্বয়ের প্রতি কৃতঞ্জতা ভুলে গিয়ে সম্রাট ফারুখশিয়র, তুরানী ওমরাহদের (আসফ
ঝা) প্ররোচনায় সৈয়দ ভ্রাতৃদ্বয়ের প্রতি রূঢ় আচরন করতে থাকেন এবং হুসেন আলিকে দাক্ষিনাত্যের
শাসনকর্তা নিযুক্ত করে পাঠান। কিন্তু বুদ্ধিমান সৈয়দ ভ্রাতৃদ্বয় বাদশাহের মতলব বুঝতে
পেরে বিদ্রোহী হয়ে ওঠেন এবং ফারুখশিয়রকে সিংহাসনচ্যুত করে অন্ধ করে দেন। পরে নির্মমভাবে
তাঁকে হত্যা করা হয়।
১)
King Makers of India কাদের বলা হয়?
- সৈয়দ ভ্রাতৃদ্বয়কে
২)
সৈয়দ ভ্রাতৃদ্বয় কাকে সিংহাসনে বসিয়েছিলেন?
- ফারুখশিয়ার
৩)
ফারুখশিয়ার কে ছিলেন?
- জাহান্দার শাহের ভ্রাতুষ্পুত্র ( আজিম-উস-শান এর পুত্র)
৪)
ফারুখশিয়ারের প্রধান সেনাপতি কে ছিলেন?
- সৈয়দ হোসেন আলি
৫)
ফারুকশিয়রের উজীর অর্থাৎ প্রধানমন্ত্রী কে ছিলেন?
- সৈয়দ হাসান আলি বা আবদুল্লাহ খান
৬)
কোন মুঘল শাসক সৈয়দ ভাইদের মধ্যে আব্দুল্লাহ খানকে ‘কুতুব-উল-মুলক’ উপাধি দিয়েছিলেন?
-ফারুখশিয়র
৭)
কোন মুঘল সম্রাট জয় সিংকে 7000 মানসব দিয়েছিলেন
এবং তাকে মালবের সুবেদার হিসাবে নিযুক্ত
করেছিলেন?
-ফারুখশিয়র
৮)
কোন মুঘল সম্রাট ভীম সিংকে পুরস্কার হিসেবে
শেরগড় দুর্গ দিয়েছিলেন?
-ফারুখশিয়র
৯)
মারওয়াড় শাসক অজিত সিং কোন মুঘল সম্রাটের কাছে পরাজিত হয়ে তার সাথে
নিজের মেয়ের বিয়ে দিতে বাধ্য
হয়েছিলেন?
-ফারুখশিয়র
(ফারুকশিয়ারের মৃত্যুর
পর, রফিউদ্দোলার সময়ে অজিত সিং তার মেয়েকে নিজের কাছে নিয়ে নিয়েছিলেন। অজিত সিং –এর মেয়ে 1719 সালে আমাশয়ের কারণে মারা
যান।)
১০)
ফারুকশিয়ারকে কোন ডাক্তার সুস্থ করেন?
- উইলিয়াম হ্যামিলটন
১১)
ইস্ট ইন্ডিয়া কোম্পানীকে কে ফরমান (দস্তক) দেন?
- ফারুখশিয়ার
১২)
ফারুখশিয়ার ইষ্ট ইন্ডিয়া কোম্পানীকে কতসালে ফরমান (দস্তক) দেন?
- ১৭১৭ সালে
১৩)
ফারুখশিয়ার কতটাকার বিনিময়ে ব্রিটিশদেরকে বানিজ্য করার অনুমতি দেন?
- বার্ষিক তিন হাজার
১৪)
ফারুকশিয়ার কার হাতে ফরমান তুলে দেন?
- সুরম্যান
১৫)
ফারুখশিয়ারের ফরমানকে ম্যাগনাকটা বলে কে অভিহিত করেন?
- ব্রিটিশ ঐতিহাসিক ওর্ম
১৬)
কোন মুঘল সম্রাটের আমলে মুর্শিদ কুলি খান দেওয়ান ছাড়া ও বাংলার নাজিম বা প্রাদেশিক শাসনকর্তা বা নায়েব সুবেদার
হিসাবে নিযুক্ত হন?
- ফারুকশিয়ার
১৭)
ফতেহচাঁদকে কে ‘শেঠ' উপাধি দিয়েছিলেন?
- ফারুখশিয়ার (প্রসঙ্গত- ফতেহচাঁদকে ‘জগৎ শেঠ' উপাধি দেন মুহাম্মদ
শাহ)
১৮)
হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা মীর কামারুদ্দিন খান সিদ্দিকীকে কোন মুঘল সম্রাট নিজাম-উল-মুলক
উপাধি দেন?
- ফারুখশিয়ার
১৯)
ফারুখশিয়ার কাকে চিনকুলিচ উপাধি দেন?
- মীর কামারুদ্দিন সিদ্দীকি (আসফ খা)
২০)
মীর কামারুদ্দিন সিদ্দিক কে ছিলেন?
-তুরানী গোষ্ঠীর নেতা (যিনি পরে চিন কিলিচ খান বা নিজাম উল মুলুক
নামে পরিচিত হন)
২১)
কোন জাট নেতার সাহায্যে মুঘলরা ‘বান্দা বাহাদুর’ কে বন্দী করেছিলেন?
-চুড়ামন
২২)
ফারুখশিয়ার কোন শিখ কে হত্যা করেন?
- বান্দা বাহাদুরকে
২৩)
বান্দা বাহাদুরকে কবে ও কোথয় ফাঁসি দেওয়া হয়েছিল?
- 1716 সালে দিল্লিতে
২৪)
কার প্রভাবে ফারুখশিয়র সৈয়্দ ভ্রাতৃদ্বয়ের
সাথে অকৃতজ্ঞের মত আচরণ করেছিলেন এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র
করেছিলেন?
-মীর জুমেলা
২৫)
কোন মুঘল সম্রাটকে সৈয়দ ভ্রাতৃদ্বয় হত্যা করেন?
- ফারখশিয়র
২৬)
কোন মুঘল সম্রাটকে সর্বপ্রথম তাঁর আমলারা হত্যা করেন?
- ফারুখশিয়ার
২৭)
কোন মারাঠা পেশোয়ার সাহায্যে সৈয়দ ভ্রাতৃদ্বয় ১৭১৯ সালে ফারুখশিয়রকে হত্যা করেছিলেন?
-বালাজী বিশ্বনাথ
২৮)
'জঘন্য কাপুরুষ সম্রাট' কোন মুঘল শাসককে বলা হয়?
-ফারুখসিয়ার
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
সৈয়দ ভ্রাতৃদ্বয়। বান্দা বাহাদুর। চিনকুলিচ। নিজাম উল মুলুক। সুরম্যান। হাসান আলি। আবদুল্লাহ খান। হোসেন আলি। King Makers of India।