Type Here to Get Search Results !

জাহান্দার শাহ [Jahandar Shah]

 

জাহান্দার শাহ

Set by – Manas Adhikary

জাহান্দার শাহ। Jahandar Shah

জাহান্দার শাহ। জুলফিকার খান। ক্রীড়ানক সম্রাট। তুহফাৎ-উল-হিন্দ। লাল কুনওয়ার। লম্পট মুর্খ মুঘল সম্রাট।

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  জাহান্দার শাহ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। 

এই পর্বে থাকছে   ফারুখশিয়র সম্পর্ক সংক্ষিপ্ত আলোচনা  অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

জাহান্দার শাহ অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Jahandar Shah MCQ

 

বাহাদুর শাহের আমলে তার পক্ষে সর্বময় কর্তা হয়ে ওঠেন ইরানী গোষ্ঠীর নেতা জুলফিকার খান। মাত্র ৪/৫ বছর সিংহাসন ভোগ করার পর ১৭১২ সালে বাহাদুর শাহ পরলোক গমন করেন।

প্রথম বাহাদুর শাহের মৃত্যুর পর আবারও শুরু ভ্রাতৃঘাতী দ্বন্ধ প্রথম বাহাদুর শাহের চারপুত্রের (জাহান্দার শাহ, আজিম-উস-সান, রফি-উস-সান, ও জাহান শাহ) মধ্যে। অবশেষে জাহান্দার শাহের জেষ্ঠ্যপুত্র আহান্দার শাহ ইরানী নেতা জুলফিকার খানের সাহায্যে তিনভ্রাতাকে হত্যা করে সিংহাসনে বসেন এবং জুলফিকার খানকে তাঁর উজীর বা প্রধানমন্ত্রীর পদে বসান। জাহান্দার শাহের সময় ওলন্দাজরা বাংলায় বানিজ্য করার অধিকার লাভ করে। কিন্তু জাহান্দার শাহ ছিলেন অপদার্থ এবং সর্বদাই আমোদ-প্রমোদে ব্যস্ত থাকতেন। এমনকি তিনি এক বাইজীর মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ফলে হিন্দুস্থানী গোষ্ঠীর নেতা সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সাহায্য নিয়ে আজিম-উস-সানের পুত্র ফারুখশিয়র ১৭১৩ খ্রীষ্টাব্দে জাহান্দার শাহ ও জুলফিকার খানকে হত্যা করে সিংহাসনে বসেন।

 

 

১) বাহাদুর শাহের পর কে সিংহাসনে বসেন?

- জাহান্দার শাহ

২) কাকে হত্যা করে জাহান্দার শাহ সিংহাসনে বসেন?

- নিজ ভ্রাতা আজিম-উস-শান।

৩) প্রথম কোন মুঘোল সম্রাট ক্রীড়ানক (পুতুল) সম্রাট হিসাবে সিংহাসনে বসেন?

- জাহান্দার শাহ

৪) কার সাহায্যে জাহান্দার শাহ সিংহসানে বসেছিলেন? 

- জুলফিকার

৫) জাহান্দার শাহের সেনাপতি (ওয়াজীর) কে ছিলেন?

- জুলফিকার

৬) জাহান্দার শাহ কতদিন সম্রাট ছিলেন?

 - ১১ মাস

৭) ঔরঙ্গজেবের আমলে মির্জা মহম্মদ ইবন ফকরুদ্দিন মহম্মদ কার জন্য তুহফাৎ-উল-হিন্দ রচনা করেছিলেন ?

- জাহান্দার শাহ

৮) লাল কুনওয়ার নামক বাইজীর মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন কোন মুঘল সম্রাট?

- জাহান্দার শাহ

৯) কোন মুঘল সম্রাটকে লম্পট মুর্খ বলা হয়েছিল? 

- জাহান্দার শাহকে

১০) কোন ঐতিহাসিক জাহান্দর শাহকে ‘লম্পট ও মূর্খ’  বলেছেন?

-তারা চাঁদ

১১) ‘সম্রাট হওয়ার পর লাহোর থেকে দিল্লী পৌঁছে বিলাস লিপ্ত হয়ে প্রতি মাসে তিনবার শহরকে দীপাবলির মতো আলোকিত করা হত। শহরে তেল ফুরিয়ে যাওয়ার পর যতদিন খাঁটি ঘি পাওয়া যেত ততদিন খাঁটি ঘি দিয়ে প্রদীপ জ্বালানো হত।‘ -   কোন মঘল শাসকের আমলের ঘটনা এটি?

-জাহান্দার শাহ

১২) জাহান্দার শাহ দ্বিতীয় শিবাজীকে কত মনসব দিয়েছিলেন?

-3000

১৩) উত্তরকালীন কোন মুঘল শাসক রাজারামের পুত্র দ্বিতীয় শিবাজীকে অনুপ সিং উপাধি দিয়েছিলেন?

-জাহান্দার শাহ

১৪) জাহান্দার শাহ মালবের সুবেদারি কাকে দিয়েছিলেন?

- জয় সিং

১৫) জয় সিং এর উপাধি কি ছিল?

- মির্জা রাজা

১৬) জাহান্দার শাহ গুজরাটের সুবেদারি কাকে দিয়েছিলেন?

-অজিত সিং

১৭) অজিত সিং এর উপাধি কি ছিল?

-মহারাজা

১৮) কোন মুঘল সম্রাটের সময় ওলন্দাজরা বাংলায় বানিজ্য করার অধিকার লাভ করে?

- জাহান্দার শাহ

১৯) আকবরের পর কোন মুঘল সম্রাট পাকাপাকিভাবে জিজিয়া কর অবলুপ্ত করেন?

- জাহান্দার শাহ

২০) মুঘল শাসক ‘দ্বিতীয় আলমগীর’ কার পুত্র ছিলেন? 

-জাহান্দার শাহ

২১) আগ্রার যুদ্ধ কাদের মধ্যে হয়?

- জাহান্দার শাহ ও ফারুখশিয়ারের মধ্যে (এই যুদ্ধে জাহান্দার শাহ পরাজিত হয়ে দিল্লিতে পালিয়ে গিয়েছিলেন)

 ২২) নতুনসম্রাটেরশাসনকালেসবশ্রেণীরনর্তকএবংগায়ক, নৃত্যশিল্পী এবং নাট্যকর্মীদের জন্য একটি খুব অনুকূল যুগ ছিল।এটি কোন শাসক সম্পর্কে বলা হয়েছে?

 - জাহান্দারশাহ

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 জাহান্দার শাহ। জুলফিকার খান। ক্রীড়ানক সম্রাট। তুহফাৎ-উল-হিন্দ। লাল কুনওয়ার। লম্পট মুর্খ মুঘল সম্রাট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad