Type Here to Get Search Results !

প্রথম বাহাদুর শাহ [Bahadur Shah-I]

 

প্রথম বাহাদুর শাহ

set by – Manas Adhikary 

 

প্রথম বাহাদুর শাহBahadur Shah-I

মুয়াজ্জম। আজম। কামবক্স। প্রথম বাহাদুর শাহ। জাজাউরের যুদ্ধ। হায়দ্রাবাদের যুদ্ধ। শাহ আলম। নবাব বাই। জুলফিকার খান। শাহ-ই-বেখবর। 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  প্রথম বাহাদুর শাহ  সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। এই পর্বে থাকছে ঔরঙ্গজেব সম্পর্ক সংক্ষিপ্ত আলোচনা অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

প্রথম বাহাদুর শাহ অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।Bahadur Shah-I MCQ

 

মৃত্যু পথযাত্রী ঔরঙ্গজেব মানসচক্ষে মোঘল সাম্রাজ্যের পতনের চিত্র দেখতে পান। এই কারনেই মৃত্যুর পূর্বে তিনি নিজ সম্রাজ্যকে জীবিত তিন পুত্রের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য একটা উইল করে দেন। কিন্তু দুর্বিনীত তিন পুত্র পিতার কথার কোন গুরুত্ব দেননি। ঔরঙ্গজেব নিজ ব্যর্থতার কথা উপলব্ধি করে সেজ ছেলে আজমলকে চিঠি লিখেছিলেন, ‘আমি একাই এসেছিলাম, একাই চললাম। দেশ ও জনসাধারনের জন্য ভাল কিছু করতে পারিনি, ভবিষ্যত সম্পর্কেও হতাশ হয়েছি।' এছাড়াও তিনি ছোট ছেলে কামবক্সকে ও একটা চিঠি লিখে জানান  ‘আমার ভুল ত্রুটির বোঝা আমিই মাথায় করে নিয়ে যাচ্ছি। যা আসে আসুক, আমি তরী  ভাসালাম।‘— অনন্ত দুঃখ ও বেদনার মধ্যে ১৭০৭ সালে ৩ মার্চ দাক্ষিনাত্যের আহম্মদনগরে ৮৯ বছর বয়সে ঔরঙ্গজেব মারা যান।

ঔরঙ্গজেবের মৃত্যুকালে তাঁর পুত্র মুয়াজ্জম কাবুলের, মুহম্মদ আজম গুজরাটের এবং মুহম্মদ কামবক্স বিজাপুরের শাসনকর্তা ছিলেন। পিতার মৃত্যু সংবাদ পেয়ে মুয়াজ্জম ও আজম আগ্রার দিকে অগ্রসর হয়ে আগ্রার অদুরে জাজাউ-এর যুদ্ধে অবতীর্ন হন। এই যুদ্ধে ১৭০৭ সালের জুন মাসে আজম পরাজিত ও নিহত হয়। এর কিছুদিন পর মুয়াজ্জম হায়দ্রাবাদের যুদ্ধে (১৭০৯ সাল) কামবক্সকে পরাজিত করে সিংহাসন নিষ্কন্টক করেন। এইভাবে ভ্রাতৃঘাতী মুয়াজ্জম ‘বাহাদুর শাহ’ নাম নিয়ে সিংহাসনে বসেন। তিনি “শাহ আলম এবং শাহ-ই-বেখবর’ নামও নিয়েছিলেন। বাহাদুর শাহ যখন সিংহাসনে বসেন তখন তিনি বৃদ্ধ। সেইসময় বাহাদুর শাহের পক্ষে সর্বময় কর্তা হয়ে ওঠেন ইরানী গোষ্ঠীর নেতা জুলফিকার খান। মাত্র ৪/৫ বছর সিংহাসন ভোগ করার পর ১৭১২ সালে বাহাদুর শাহ পরলোক গমন করেন।

 

১) আওরঙ্গজেবের আমলে মুয়াজ্জম (আওরঙ্গজেবের ১ম পুত্র) কোথাকার শাসক ছিলেন?

- কাবুল

২) আওরঙ্গজেবের আমলে আজম (আওরঙ্গজেবের ২য় পুত্র) কোথাকার শাসক ছিলেন?

  - গুজরাট

৩) আওরঙ্গজেবের আমলে কামবক্স (আওরঙ্গজেবের ৩য় পুত্র) কোথাকার শাসক ছিলেন?

-বিজাপুর

৪) আওরঙ্গজেবের কোন পুত্র বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন?

-মুহাম্মদ আজম

৫) আওরঙ্গজেবের মৃত্যুর পর তার কোন পুত্র নিজেকে প্রথম সম্রাট ঘোষণা করেন?

-আজম

৬) আওরঙ্গজেবের মৃত্যুর সংবাদ পেয়ে কে ‘দিনপানহ’ উপাধি গ্রহণ করেন?

-কামবক্স

 (কামবক্স 'দিনপানাহ' উপাধি গ্রহণ করেন এবং নিজের নামে মুদ্রাও জারি করেন।)

৭) মোগল সম্রাট ঔরঙ্গজেবের পর কে সিংহাসনে বসেন?

- আজম শাহ

৮) আজম শাহের পর সিংহাসনে কে বসেন?

- প্রথম বাহাদুর শাহ

৯) কাকে নিহত করে বাহাদুর শাহ সিংহাসনে বসেন?

- নিজ ভ্রাতা আজম শাহকে

১০) জাজাউরের যুদ্ধ (১৭০৭) কাদের মধ্যে হয়?

- বাহাদুর শাহ ও আজম শাহ (বাহাদুর শাহের ভাই)

১১) জাজাউরের যুদ্ধে কে পরাজিত হন?

- আজম

১২) হায়দ্রাবাদের যুদ্ধ (১৭০৯) কাদের মধ্যে হয়?

- বাহাদুর শাহ্ ও কামবক্স

১৩) হায়দ্রাবাদের যুদ্ধে কে পরাজিত হন?

- কামবক্স

১৪) বাহাদুর শাহ কতবছর বয়সে সিংহাসনে বসেন?  

- ৬৩ বছর

১৫) বাহাদুর শাহ সম্রাট হবার পূর্বে কোথাকার সুবেদার ছিলেন?

- আকবর আবাদ (বর্তমানে আগ্রার কাবুল ও লাহোরের)

১৬) ১৭০৭ সালের মে মাসে কোথাকার ‘শাহদৌলা’ নামক সেতুতে মুয়াজ্জাম  নিজেকে বাহাদুর শাহ নামে শাসক হিসাবে ঘোষণা করেন?

-লাহোর

১৭) বাহাদুর শাহের আসল নাম কী?

- মহম্মদ মুয়াজ্জম

১৮) বাহাদুর শাহের অপর নাম কী ছিল?  

- শাহ আলম

১৯) মুঘল-পরবর্তী সময়ের কোন শাসকের মাতার নাম ছিল নবাব বাই?

-প্রথম বাহাদুর শাহ 

২০) প্রথম বাহাদুর শাহের উজির কে ছিলেন?

- মুনিম খান

২১) কার পরামর্শে প্রথম বাহাদুর শাহ শিবাজীর নাতি ‘শাহু’ কে মুঘল বন্দীদশা থেকে মুক্তি দিয়েছিলেন?

-জুলফিকার খান

২২) শিখ নেতা গুরু গোবিন্দ সিংকে বাহাদুর শাহ প্রথম (শাহ-ই-বেখবর) কত মনসব দিয়েছিলেন?

-5000

(বাহাদুর শাহ প্রথম  শিখদের বিরুদ্ধে পুরস্কার ও শাস্তির নীতি গ্রহণ করেছিলেন।)

২৩) যোধপুরের রানা অজিত সিংকে প্রথম বাহাদুর শাহ কত মনসব দিয়েছিলেন?

-3500

২৪) কোন মুঘল সম্রাট শিয়া ধর্মের প্রতি তার আগ্রহের জন্য পরিচিত ছিলেন, তিনি নিজেকে রাসুলের (নবী মুহাম্মদ) বংশধর বলে দাবি করেছিলেন এবং অন্যান্য উপাধিগুলির মধ্যে সৈয়দ উপাধি গ্রহণ করেছিলেন?

-বাহাদুর শাহ প্রথম

২৫) কোন মুঘল সম্রাটের আমলে দাক্ষিণাত্যের চৌথ ও সরদেশমুখী আদায়ের ক্ষেত্রে মারাঠা সর্দার ও মুঘলদের মধ্যে চুক্তি হয়েছিল?

-বাহাদুর শাহ প্রথম

২৬) মারাঠাদের সরদেশমুখী আদায়ের জন্য কে অনুমতি দিয়েছিলেন?

- বাহাদুর শাহ       

২৭) বাহাদুর শাহ কাদের সাথে শান্তি স্থাপন করেছিলেন?  

- গুরুগোবিন্দ সিং ও ছত্রসালের সাথে

২৮) আওরঙ্গজেব কর্তৃক আরোপিত জিজিয়া কর কে বাতিল করেন?

-প্রথম বাহাদুর শাহ  

২৯) কোন মুঘল সম্রাট ‘সতী প্রথা’ সমর্থন করেছিলেন?

-বাহাদুর শাহ প্রথম

৩০) অনেক জাট নেতাদের সাথে  প্রথম বাহাদুর শাহ সমঝোতার নীতি গ্রহণ করেছিলেন। সেই সমঝোতা নীতি গ্রহনের সঠিক ক্রম কোনটি?

- গোকুল, রাজা রাম, চুড়ামন, সুরজমল

৩১) মাদাদ-ই-মাশ ভূমি কোন উত্তর- মুঘল শাসক দ্বারা বংশানুক্রমিক করা হয়েছিল?

-বাহাদুর শাহ প্রথম

৩২) কোন পরবর্তী-মুঘল শাসকের দরবারে জোশুয়া কেটলারের নেতৃত্বে ডাচ প্রতিনিধিদল

এসেছিল?

-বাহাদুর শাহ প্রথম  (1711 সালে)

৩৩) কোন মুঘল সম্রাট ‘শাহ আলম প্রথম’ নামে পরিচিত?

-বাহাদুরশাহ প্রথম

৩৪)  কোন উত্তর-মুঘল শাসককে ‘শাহ-ই-বেখবর’ উপাধি দেওয়া হয়েছিল?

-বাহাদুর শাহ প্রথম

৩৫) একমাত্র কোন মুঘল সম্রাট সৈয়দ উপাধি গ্রহণ করেছিলেন?

-বাহাদুর শাহ প্রথম  

৩৬) কুতুবুদ্দিন বখতিয়ার কাকির দরগায় মতি মসজিদ এর নির্মাণ কোন সম্রাটের দ্বারা সম্পন্ন হয়েছিল?

-বাহাদুর শাহ প্রথম

৩৭) কোন মুঘল শাসক সৈয়দ ভাইদের মধ্যে অন্যতম হাসান আলী খানকে আবদুল্লাহ খান উপাধি দিয়েছিলেন?

-বাহাদুর শাহ প্রথম  

৩৮) কাফি খান কোন মুঘল শাসককে ‘শাহ-ই-বেখাবর’ উপাধি দিয়েছিলেন?

-বাহাদুর শাহ প্রথম 

৩৯) বাহাদুর শাহ কবে মারা যান?  

- ১৭১১ সালে

৪০) বাহাদুর শাহ কোথায় মারা যান?

- লাহোর

৪১) ‘তার মৃত্যুর পর, তার চার ছেলে এতটাই নির্বোধ হয়ে উঠেছিল যে তারা উত্তরাধিকারের জন্য লড়াই করেছিল এবং এক মাসের জন্য সম্রাটের লাশ দাফন করা যায়নি।‘ - এই উক্তিটিতে কোন সম্রাটের কথা বলা হয়েছে?  

-প্রথম বাহাদুর শাহ 

৪২) কার সমাধিতে বাহাদুর শাহকে সমাহিত করা হয়েছিল?

-আওরঙ্গজেব

 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

মুয়াজ্জম। আজম। কামবক্স। প্রথম বাহাদুর শাহ। জাজাউরের যুদ্ধ। হায়দ্রাবাদের যুদ্ধ। শাহ আলম। নবাব বাই। জুলফিকার খান। শাহ-ই-বেখবর।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad