Type Here to Get Search Results !

দ্বিতীয় বাহাদুর শাহ [Bahadur Shah Jafar]

 

দ্বিতীয় বাহাদুর শাহ

set by - Manas Adhikary

দ্বিতীয় বাহাদুর শাহ। Bahadur Shah II

দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর শাহ জাফর। হাসান আসকারী ।হীরা মহল। হিন্দুস্থানের সম্রাট। মির্জা গালিব।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ সম্পর্কিত  অতিসংক্ষিপ্ত  প্রশ্নউত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

দ্বিতীয় বাহাদুর শাহ অতিসংক্ষিপ্ত  প্রশ্নউত্তরBahadur Shah Jafar MCQ

 

মুহম্মদ শাহের মৃত্যুর পর তাঁর পুত্র আহম্মদ শাহ প্রায় বছর রাজত্ব করেন। আহম্মদ শাহের উজীর ছিলেন নিজাম-উল-মুলুকের নাতি গাজীউদ্দিন ইমাদ-উল-মুলুক। আহম্মদ শাহের আমলে আহম্মদ শাহ আবদালী ভারত আক্রমন করেন। গাজীউদ্দিন ইমাদ-উল-মুলুক, আহম্মদ শাহকে গদিচ্যুত করে জাহান্দার শাহের পুত্র দ্বিতীয় আলমগীরকে সিংহাসনে বসান। মোঘল সম্রাট দ্বিতীয় আলমগীর আমলে পলাশীর যুদ্ধ হয় এবং আহম্মদ শাহ আবদালী দ্বিতীয়বারের জন্য ভারত আক্রমন করেন। পরবর্তীকালে এই গাজীউদ্দিন ইমাদ-উল-মুলুকের চক্রান্তে দ্বিতীয় আলমগীর নিহত হন এবং সম্রাট হন তাঁর পুত্র দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলমের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলা, বিহার উড়িষ্যার দেওয়ানী লাভ করে। দ্বিতীয় শাহ আলমের পর তাঁর পুত্র দ্বিতীয় আকবর সিংহাসনে বসেন। তিনি রাম মোহন রায়কে ব্রিটেনে রাষ্ট্রদূত হিসাবে প্রেরন করেনেবং তাঁকে রাজা উপাধি দেন। তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র দ্বিতীয় বাহাদুর শাহ আলম পর পর সিংহাসনে বসেন। তাঁর আমলে ভারতে সিপাহী বিদ্রোহ হয়। এই দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন শেষ মুঘল সম্রাট।


) শেষ মোঘল সম্রাটের নাম কী?

- দ্বিতীয় বাহাদুর শাহ

২) শেষ মুঘল শাসকবাহাদুর শাহ জাফরকততম  মুঘল  শাসক ছিলেন? 

-19  তম  

৩) শেষ মুঘল শাসকবাহাদুর শাহ জাফরের পিতার নাম কি?

-দ্বিতীয় আকবর

৪) শেষ মুঘল শাসকবাহাদুর শাহ জাফরের মাতার নাম কি?

-লাল বাঈ

৫) বাহাদুর শাহ জাফরের সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা কে ছিলেন?

-হাকিম আহসান উল্লাহ

৬) বাহাদুর শাহ জাফরের শায়েরির বা কবিতার শিক্ষক ছিলেন কে?

-আসাদ উল্লাহ খান গালিব ইব্রাহিম জোক

৭) ইব্রাহিম জোক বাহাদুর শাহ জাফরের তার আধ্যাত্মিক গুরু কে  ছিলেন ?

- হাসান আসকারী  

8) লাল কেল্লায় অবস্থিতহীরা মহলকে নির্মাণ করেন?

-বাহাদুর শাহ জাফর

) কাকে হিন্দুস্থানের সম্রাট বলা হত?

- দ্বিতীয় বাহাদুর শাহ

১০) কে নিজেকে হিন্দুস্থানের জাতীয় সম্রাট বলে ঘোষনা করেন?

- দ্বিতীয় বাহাদুর শাহ

১১) সাম্রাজ্য ছাড়া একজন সম্রাট – কাকে বলা হত?

-বাহাদুর শাহ জাফর

১২) কোন মুঘল সম্রাটের আমলে সিপাহী বিদ্রোহ হয়?

- দ্বিতীয় বাহাদুর শাহ

১৩) সিপাহী বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

- দ্বিতীয় বাহাদুর শাহ (প্রতীকী)

১৪) দিল্লিতে 1857 সালের বিদ্রোহের প্রকৃত নেতৃত্ব কার হাতে ছিল?

-জেনারেল বখত খান

১৫) সিপাহী বিদ্রোহের নেতৃত্বদানকারীদের মধ্যে কে সবথেকে বৃদ্ধ ছিলেন?

- দ্বিতীয় বাহাদুর শাহ

১৬) মহাবিদ্রোহের সময় কোন নেতা পতাকা উত্তোলন করেন?

- দ্বিতীয় বাহাদুর শাহ

১৭) সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা কাকে স্বাধীন ভারতের সম্রাট বলে ঘোষনা করেন?

- বাহাদুর শাহ জাফর

১৮) 1857 সালের বিদ্রোহের সময়, কবে মিরাটের বিদ্রোহীরা বাহাদুর শাহ জাফরকে বিপ্লবের নেতা  হিসাবে ঘোষণা করেন? 

-12 মে 1857

১৯) 1857 সালের বিদ্রোহের সময়  কে বাহাদুর শাহ জাফরকে গভর্নর হিসেবে ঘোষণা করেন? 

-নানা সাহেব  

২০) কে ঘোষণা করেছিলেন যে বাহাদুর শাহের পরে মুঘল শাসককে সম্রাট উপাধি এবং মুঘল প্রাসাদ ত্যাগ করতে হবে?

-লর্ড ডালহৌসি  

২১) লর্ড ডালহৌসি কবে ঘোষণা করেছিলেন যে মুঘল সম্রাট বাহাদুর শাহের উত্তরসূরিদের লাল কেল্লাতে কোন স্থান হবে না?

-1849

) সিপাহী বিদ্রোহের সময় বাহাদুর শাহ জাফর কোথায় লুকিয়েছিলেন?

- হুমায়ুনের সমাধিতে

 ২৩) ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন?

- বাহাদুর শাহ জাফর

২৪) শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথা থেকে ইংরেজরা গ্রেপ্তার করেছিল?

- হুমায়ুনের সমাধি থেকে।

২৫) কোন বিশ্বাসঘাতক, যিনি জাফরের আত্মীয়ও ছিলেন এবং তার দেওয়া তথ্যের উপর নির্ভর করে ব্রিটিশরা  দ্বিতীয় বাহাদুর শাহ  জাফরকে গ্রেপ্তার করেছিল? 

-মির্জা এলাহী বক্স

২৬) বাহাদুর শাহ জাফরের ছেলে নাতিদের দিল্লির লাল কেল্লার সামনে লেফটেন্যান্ট হাডসন গুলি করে মেরেছিলেন। এদের কয়েকজনের নাম করুন?    

-মির্জা খাজা সুলতান,মির্জা মুঘল, মির্জা আবু বকর

২৭) বাহাদুর শাহ জাফর কোন ব্রিটিশ অফিসারের সামনে আত্মসমর্পণ করেন?

-হাডসন

২৮) মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে প্রথম কোথায় বন্দী করে রাখা হয়েছিল?

- রেড ফোর্ড বা লালকেল্লায়

২৯) বাহাদুর শাহ জাফরের বিচার  করেন কোন জজসাহেব?  

-মেজর হ্যারিয়েট

৩০) দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?

- রেঙ্গুনে

৩১) মির্জা আসাদউল্লা খান গালিব কোন সম্রাটের সভাকবি ছিলেন?

- দ্বিতীয় বাহাদুর শাহ

৩২) কে জাফর ছদ্মনামে উর্দু কবিতা লিখতেন?

- দ্বিতীয় বাহাদুর শাহ

৩৩) ‘না কিসিকা আঁখোকা নুর হু, না কিসিকা দিলাকা কারার হয়, জো কিসি কা কাম না সেকে, ম্যায় বুযতা হুয়া চিরাগ হু‘- এই গজলটি কার লেখা?  

 - দ্বিতীয় বাহাদুর শাহ জাফর

৩৪) "উমর দরাজ মাঙ্গঁকে লায়েথে চার দিন দো আরজুমে কাট গয়ে, দো ইন্তেজার মেঁ।" যার অর্থ "চার দিনের জন্য আয়ু নিয়ে এসেছিলাম। দুটি কাটল প্রত্যাশায় আর দুটি অপেক্ষায়।"- এটা কার লেখা?

-বাহাদুর শাহ জাফর

৩৫) কথাগুলো কার ছিল, ‘আমার কবরের জন্য আমার দেশের গজ জমি পেলাম না’?

-বাহাদুর শাহ জাফর

৩৬) মির্জা গালিবের পৃষ্ঠপোষক  ছিলেন কোন মুঘল শাসক?

-বাহাদুর শাহ জাফর  

 (বাহাদুর শাহ জাফর নিজেই কবিতা লিখতেন)

৩৭) গজল সম্রাট মির্জা গালিবকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন বাহাদুর শাহ জাফর। মির্জা গালিব কোথাকার  বাসিন্দা ছিলেন?

-আগ্রা  (1796 সালে আগ্রায় জন্মগ্রহণ করেন)

 ৩৮) 1857 সালের বিপ্লবের সময় আগ্রার বিখ্যাত কবি মির্জা গালিব কোথায় ছিলেন?

-দিল্লি

৩৯) 1857 সালের বিদ্রোহের প্রেক্ষাপটে, যিনি এই মত প্রকাশ করেছিলেন যে, ‘এখানে আমার সামনে রক্তের বিশাল সমুদ্র, কেবল ঈশ্বরই জানেন আমার সামনে কী আছে।

-মির্জা গালিব

৪০) কোন উর্দু কবি 1857 সালের যুদ্ধ নিজের চোখে দেখেছিলেন?

-মির্জা গালিব

৪১) ) দ্বিতীয় বাহাদুর শাহ কবে মৃত্যুবরন করেন?

- ১৮৬২ সালে রেঙ্গুনে

৪২) ) দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি কোথায় অবস্থিত?

- রেঙ্গুন

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

 

দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর শাহ জাফর। হাসান আসকারী ।হীরা মহল। হিন্দুস্থানের সম্রাট। মির্জা গালিব।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad