Type Here to Get Search Results !

আহমেদ শাহ, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আলমগীর. আকবর শাহ দ্বিতীয় [Ahamed Shah]

 

আহমেদ শাহ, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আলমগীর. আকবর শাহ দ্বিতীয়

Set by – Manas Adhikary

আহমেদ শাহ, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আলমগীর. আকবর শাহ দ্বিতীয়। Ahmad Shah Bahadur, Shah Alam II, Alamgir II, Akbar shah II.

আহমেদ শাহ।সফদর জং। মনুপুর যুদ্ধ। কিবলা- ই- আজম। দ্বিতীয় শাহ আলম।মুকুটহীন সম্রাট। ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ। ঘনাউরের যুদ্ধ। এলাহবাদের দ্বিতীয় সন্ধি । আরসালান-ই-জঙ্গ। দ্বিতীয় আলমগীর। আজিজউদ্দিন। ইমাদ উল মুলক ।  আকবর শাহ দ্বিতীয়। কুদসিয়া বেগম। রামমোহন রায়ের ‘রাজা’ উপাধি। ফুলনওয়ালা কি সাইর।  

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি ঔরঙ্গজেব পরবর্তী মুঘল সম্রাট আহমেদ শাহ, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আলমগীর. আকবর শাহ দ্বিতীয় সম্পর্কিত  অতিসংক্ষিপ্ত  প্রশ্নউত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

আহমেদ শাহ, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আলমগীর. আকবর শাহ দ্বিতীয় অতিসংক্ষিপ্ত  প্রশ্নউত্তরAhmad Shah Bahadur, Shah Alam II, Alamgir II, Akbar shah II MCQ.

 
 

১) মুঘল সম্রাট আহম্মদ শাহ বাহাদুর ওপর কি নামে পরিচিত ছিলেন?

-মির্জা আহমেদ শাহ এবং মুজাহিদ-উদ-দিন-আহমেদ-শাহ-গাজি

২) কোন মুঘল শাসকের আমলে উধম বাই নামক এক মহিলা শাসনকার্যে সক্রিয় ছিলেন?

-আহমেদ শাহ

৩) কে 'কিবলা- ই- আজম' উপাধি ধারণ করেছিলেন?

-উধম বাই 

৩) উধম বাই কে ছিলেন?

- মুঘল সম্রাট আহমেদ শাহ বাহাদুরের মাতা

৪)  আহম্মদ শাহ আবদালী  ভারত আক্রমন করলে কোন যুদ্ধের সুত্রপাত হয়?

-মনুপুর যুদ্ধ

৫) মনুপুর যুদ্ধে কারা বিজয়ী হন?

-মুঘলরা (নামমাত্র বিজয়ী হন)

৬) মনুপুর যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল?

- শতদ্রু 

৭) কোন যুদ্ধের পর মুঘল সম্রাট আহম্মদ শাহ ‘বাহাদুর উপাধি গ্রহন করেন?

-মনুপুর যুদ্ধ

 ৮) আহম্মদ শাহের সময় আহম্মদ শাহ আব্দালী ভারত আক্রমন করে কোনগুলি দখল করেছিল?

- পাঞ্জাব ও মুলতান

৯)  আহম্মদ শাহের প্রধানমন্ত্রী বা উজীর কে ছিলেন? 

- সফদর জং

১০) কোন মুঘল শাসককে সৈন্যদের বেতন দিতে রাজপ্রাসাদের বাসনপত্র পর্যন্ত বিক্রি করতে হয়েছিল?

-আহমেদ শাহ 

১১) মুঘল সাম্রাজ্যের বিচ্ছিন্নতাকালীন সময়ে, গাজিউদ্দিন ইমাদ- উল- মুলক কাকে ক্ষমতাচ্যুত করেছিলেন?

-আহমেদ শাহ

১২) আহমাদ শাহ বাহাদুর শেষ জীবনে কোন দুর্গে বন্দী অবস্থায় জীবন কাটান? 

-সালিমগড় দুর্গ 

১৪) দ্বিতীয় শাহ আলমের প্রকৃত নাম কী?

- আলি গহর

১৫)  কোন মুঘল সম্রাটকে উজির গাজিউদ্দিন দিল্লিতে প্রবেশ করতে দেননি?

-দ্বিতীয় শাহ আলম 

১৬) কোন মুঘল সম্রাট প্রতিকূল পরিস্থিতির কারনে (বিশেষ করে মীর বকশী নাজিভদ্দৌলার ভয়ের কারণে) দিল্লির বাইরে বারো বছর নির্বাসনে বসবাস করেন এবং তারপর মারাঠাদের সহায়তায় দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন?

--শাহ আলম দ্বিতীয়

১৭) মোঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে কারা সিংহাসনে বসান?

- মারাঠারা

১৮) কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 'দেওয়ানি' প্রদান করেছিলেন?

-শাহ আলম দ্বিতীয়

১৯) ভারতের প্রথম কাগজের মুদ্রা 1806 খ্রিস্টাব্দে ব্যাঙ্ক অফ বেঙ্গল দ্বারা জারি করা হয়েছিল, যার একদিকে ওয়েলেসলি স্বাক্ষর করেছিলেন কিন্তু প্রশ্ন হলো  অন্যদিকে কে স্বাক্ষর করেছিলেন?

-শাহ আলম দ্বিতীয়

২০) মীর কাসিম কোন মুঘল শাসকের কাছ থেকে সহায়তা পেয়েছিলেন?

-শাহ আলম দ্বিতীয় 

২১) বক্সার যুদ্ধের সময় (1764) দিল্লির শাসক কে ছিলেন?

-শাহ আলম দ্বিতীয়

২২) মীর কাসিম এবং সুজাউদ্দৌলার সাথে মিলিত হয়ে  কে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং পরে বক্সারের যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হন?

-শাহ আলম দ্বিতীয়

২৩) দ্বিতীয় শাহ আলমের আমলে বাংলায় কি পরিবর্তন হয়েছিল?

- ইংরেজরা বাংলা দখল করে।

২৪) কোন মুঘল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করে?

- দ্বিতীয় শাহ আলম

২৫) কোন মুঘল সম্রাটের  আমলে ব্রিটিশরা দিল্লি দখল করে?

-শাহ আলম দ্বিতীয়

২৬) মোঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সময় কোন রোহিলা সর্দার দিল্লীতে ক্ষমতাশীল হয়ে উঠেছিলেন?

- নজির খান ইউসুফ ভাই

২৭) পানিপথের তৃতীয় যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন?

-শাহ আলম দ্বিতীয়

২৮) কোন মুঘল শাসককে 'মুকুটহীন সম্রাট' বলা হয়?

-শাহ আলম দ্বিতীয়

২৯) কোন পেশোয়ার সময়ে  ১৭৭২ সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম মারাঠা সংরক্ষণ গ্রহণ করেছিলেন?

-মাধবরাও 

৩০) কোন দুই মুঘল সম্রাটকে তাদের আমলারা অন্ধ করে দিয়েছিল?

-শাহ আলম দ্বিতীয় এবং আহমদ শাহ 

(আহম্মদ শাহ এবং শাহ আলম দ্বিতীয় অন্ধ করে দেওয়া হয়েছিলেন এবং ফারুখসিয়ার ও আলমগীর দ্বিতীয়কে হত্যা করা হয়)

৩১)  দ্বিতীয় শাহ আলম কাকে 'আরসালান-ই-জঙ্গ ( Lion of Battle) উপাধি দিয়েছিলেন?

- অ্যান্টইন পোলিয়ার

৩২) এলাহবাদের দ্বিতীয় সন্ধি সাক্ষরিত হয় কাদের মধ্যে?

- লর্ড ক্লাইভ ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে

৩৩) দ্বিতীয় শাহ আলমের পেনশান বাতিল কোন গভর্নর?

- ওয়ারেন হেস্টিংস

৩৪) ঘনাউরের যুদ্ধ কাদের মধ্যে ছিল?

-মুঘল ও শিখদের মধ্যে

৩৫) ঘনাউরের যুদ্ধ কবে হয়েছিল/

-1778 সালে,

৩৬) কোন মুঘল সম্রাটের আমলে ঘনাউরের যুদ্ধ হয়েছিল?

-দ্বিতীয় শাহ আলম

৩৭) ঘনাউরের যুদ্ধে মুঘল সেনাপতি কে ছিলেন?

-উজির মির্জা নাজাফ খান (নবাব মাজদ- উদ- দৌলা)

৩৮) ঘনাউরের যুদ্ধের পরিনতি কি হয়?

-এই যুদ্ধে মুঘল বাহিনী হেরে গিয়ে আত্মসমর্পণ করে

৩৮) দ্বিতীয় আলমগীরের আসল নাম কী ছিল? 

- আজিজউদ্দীন

৩৯) মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের সময়ে মুঘলানি বেগম কোন শহরের সুবেদার ছিলেন?

-পাঞ্জাব 

৪০) উত্তর-মুঘল কালিন সময়ে কোন শাসক আওরঙ্গজেবের আলমগীর উপাধি ধারণ করেছিলেন, যার কারণে তাকে দ্বিতীয় আলমগীর বলা হত?

- আজিজউদ্দিন

৪১) দ্বিতীয় আলমগীরকে সিংহাসনে বসাতে  কে কিং মেকার হিসাবে বিশেষ ভূমিকা পালন করেছিলেন?

-ইমাদ উল মুলক 

৪২) মুঘল শাসক 'দ্বিতীয় আলমগীর' কার পুত্র ছিলেন?

-জাহান্দার শাহ 

৪৩) ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাবের মধ্যে পলাশীর যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন?

-আজিজুদ্দিন  আলমগীর দ্বিতীয় 

৪৪) কে ফরাসি গভর্নর জেনারেল ডুপ্লেকে নবাব খান উপাধি দিয়েছিলেন?

-আজিজুদ্দিন  আলমগীর দ্বিতীয় 

৪৫)আহমদ শাহ এবং দ্বিতীয় আলমগীরের উজির গাজিউদ্দীন খান ইমাদুল মুলুকের স্ত্রী গুনা বেগম কোন উপনামে উর্দুতে তাঁর কবিতা লেখেন?

-মিন্নত 

৪৬) ফুলনওয়ালা কি সাইর  উৎসব শুরু হয়েছিল মোহাম্মদ শাহ রঙ্গিলার সময়। এই উৎসবটি দিল্লিতে খাজা কুতুব সাহিবের দরগায় অনুষ্ঠিত হয়। কোন মুগল সম্রাটের আমলে এই উৎসবটি তার ধর্মনিরপেক্ষতা এবং বর্তমান রূপের প্রতিষ্ঠা পেয়েছিল?

-আকবর শাহ দ্বিতীয় (ফুলনওয়ালা কি সাইর  একটি হিন্দু মুসলিম ঐক্যের উৎসব)

৪৭) কোন মুঘল সম্রাটের শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল শাসকের অধীনতা অস্বীকার করে  এবং মুঘল শাসকের নামে মুদ্রা জারি করা বন্ধ করে দেয়?

-আকবর শাহ দ্বিতীয়  ( 1835)

৪৮) মোঘল সম্রাট দ্বিতীয় আকবরের পিতার নাম কী?

- দ্বিতীয় শাহ আলম

৪৯)মোঘল সম্রাট দ্বিতীয় আকবরের মাতার নাম কী?

- কুদসিয়া বেগম

৫০) মোঘল সম্রাট দ্বিতীয় আকবরের কোন পুত্র পরবর্তীতে মুঘল সম্রাট হন?

- দ্বিতীয় বাহাদুর শাহ

৫১) কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাষ্ট্রদূত করে ব্রিটেনে পাঠান? 

- দ্বিতীয় আকবর

৫২) রাজা রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন কে? 

- দ্বিতীয় আকবর শাহ

 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

আহমেদ শাহ।সফদর জং। মনুপুর যুদ্ধ। কিবলা- ই- আজম। দ্বিতীয় শাহ আলম।মুকুটহীন সম্রাট। ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ। ঘনাউরের যুদ্ধ। এলাহবাদের দ্বিতীয় সন্ধি । আরসালান-ই-জঙ্গ। দ্বিতীয় আলমগীর। আজিজউদ্দিন। ইমাদ উল মুলক ।  আকবর শাহ দ্বিতীয়। কুদসিয়া বেগম। রামমোহন রায়ের ‘রাজা’ উপাধি। ফুলনওয়ালা কি সাইর। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad