Type Here to Get Search Results !

ঔরঙ্গজেব দ্বিতীয় পর্ব [Aurangazeb]

 

ঔরঙ্গজেব

Set by- Manas Adhikary

সম্রাট  ঔরঙ্গজেব দ্বিতীয় পর্ব | Aurangazeb Part-II.

ঔরঙ্গজেব। আলমগির। আওরঙ্গজেব। বিবি কা মকবরা। সৎনামী বিদ্রোহ। রাকাত--আলমগীর। চিন কুলিচ খান। চিন কিলিচ খান। দক্ষিনের তাজমহল। নিকোলো মানুচি। পুরন্দরের সন্ধি। জিন্দাপীর।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  ঔরঙ্গজেব অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। এই পর্বে থাকছে ঔরঙ্গজেব সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পরবর্তী পর্বে ঔরঙ্গজেব সম্পর্কিত আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

ঔরঙ্গজেব অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।Aurangazeb MCQ

 

৫১) কোন মােগল সম্রাট বীনা বাজিয়ে বিচার করতেন?

- ঔরঙ্গজেব।

৫২) নিকোলাে মানুচি কোন সম্রাটের আমলে ভারতে আসেন?

- ঔরঙ্গজেব

৫৩) খাজোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?

- ঔরঙ্গজেব শাহ সুজার মধ্যে (১৬৫৯ খ্রীষ্টাব্দে জানুয়ারী)

৫৪) কোন মুঘল সম্রাট দাড়ি রাখা অপছন্দ করতেন?

- ঔরঙ্গজেব

৫৫) ঔরঙ্গজেবকে শাহজাহান কোন উপাধিতে ভূষিত করেন?

- বাহাদুর

৫৬) শাহজাহান ঔরঙ্গজেবকে কেন বাহাদুর উপাধিতে ভূষিত করেন?

- এক উন্মাদ হাতীকে নিয়ন্ত্রন করার

৫৭) ঔরঙ্গজেব মুর্শিদকুলি খাঁ কে কোথাকার দায়িত্ব দেন?

- বাংলার দেওয়ান পদে নিযুক্ত করেন।

 ৫৮) ঔরঙ্গজেব হিন্দুদের কোন কোন উৎসব বন্ধ করে দেন?

- হােলী বসন্ত উৎসব

৫৯) ঔরঙ্গজেব কোথায় জন্মগ্রহন করেন?

- গুজরাটের দাহাতে

৬০) ঔরঙ্গজেব কবে জন্মগ্রহন করেন?

- ১৬ ১৮ খ্রীষ্টাব্দে

৬১) ঔরঙ্গজেব কত ধরনের কর রদ করেন?

- ৮০ প্রকারের

৬২) রহাদারি পান্ডারি কর কে রদ করেন?

- ঔরঙ্গজেব

৬৩) কোন মুঘল সম্রাট মুদ্রার উপর কলেমা খােদাই নিষিদ্ধ করেন?

- ঔরঙ্গজেব

৬৪) ঔরঙ্গজেব, শিবাজীকে কত মনসব দেন?

- ৫০০০

৬৫) ঔরঙ্গজেব কত খ্রীষ্টাব্দে দাক্ষিনাত্যে গমন করেন?

- ১৬৮১ খ্রীষ্টাব্দে

৬৬) কার আমলে মােঘল সাম্রাজ্যের সীমানা সবথেকে বেশী বিস্তার লাভ করেছিল?

- ঔরঙ্গজেব

৬৭) ঔরঙ্গজেব কবে সিংহাসনে বসেন?

- ১৬৫৮খ্রীষ্টাব্দের ১লা আগষ্ট

৬৮) ঔরঙ্গজেব গ্রন্থের লেখক কে?

- যদুনাথ সরকার

৬৯) ঔরঙ্গজেব দাক্ষিনাত্যকে কয়টিভাগে বিভক্ত করেন?-

 ২টি (পায়ানঘাট এবং বালাঘাট) মতান্তরে তিনটি

৭০) রাজপুতরা কার আমলে সবচেয়ে বেশী সংখ্যায় মনসবদারি ব্যবস্থার আয়ত্বে আসে?

- ঔরঙ্গজেব

৭১) ১৬৯৮ খ্রীষ্টাব্দে ঔরঙ্গজেব কাকে হায়দ্রাবাদের দেওয়ান হিসাবে নিযুক্ত করেন?

- মুর্শিদ কুলি খাঁ 

৭২) শাহজাহান কাকে বুলন্দ ইকবাল নামে অভিহিত করেন?

- দারা

৭৩) ঔরঙ্গজেব তাঁর সাম্রাজ্যকে কয়টি প্রদেশে বিভক্ত করেন?

- ২১ টি

৭৪) মুঘল সম্রাটের মধ্যে সবথেকে বেশী মসজিদ সংস্কার করেন কে?

- ঔরঙ্গজেব

৭৫) কোন মুঘল সম্রাটের আমলে সবথেকে বেশী হিন্দু মনসবদার ছিল?

- ঔরঙ্গজেব

৭৬) কোন মুঘল সম্রাটের আমলে অখন্ড ভারত রাষ্ট্রের উদ্ভব হয়?

- ঔরঙ্গজেব

৭৭) ঔরঙ্গজেবের আমলে বাংলার দেওয়ান কে ছিলেন?

- মুর্শিদকুলি খাঁ

৭৮) কোন মুঘল সম্রাট কাশ্মীরের ৭৬ টি মন্দির ভেঙে ফেলার নির্দেশ দেন?

- ঔরঙ্গজেব

৭৯) ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দেন?

- শিবাজিকে

৮০) ঔরঙ্গজেব কাকে বাদশা বেগম উপাধি দান করেন?

- জাহানারা বেগম

৮১) ঔরঙ্গজেব শব্দের অর্থ কী?

- সিংহাসনের শােভা (দারাশুকো- ডেরিয়াস; শাহসুজা- বীর রাজকুমার’ মুরাদবক্স সার্থক কামনা)

৮২) ঔরঙ্গজেব তাজমহলের অনুকরনে ঔরঙ্গাবাদে কোন সমাধিসৌধটি নির্মান করেন?

- বিবি কা মকবারা

৮৩) ঔরঙ্গজেব দাক্ষিনাত্যের কোন দুটি শিয়া রাজ্য দখল করেছিলেন?

- বিজাপুর গােলকুন্ডা

৮৪) ঔরঙ্গজেবের মাতার নাম কী?

- মমতাজ মহল

৮৫) ঔরঙ্গজেব তাঁর পিতাকে কোথায় বন্দী করে রাখেন?

- আগ্রাতে

৮৬) ঔরঙ্গজেব কোন উপাধি গ্রহন করেছিলেন?

- আলমগীর

৮৭) পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়?

- ঔরঙ্গজেব (জয়সিংহ) শিবাজীর মধ্যে

৮৮) ঔরঙ্গজেবের দুজন হিন্দু সেনাপতির নাম কর?

- জয়সিংহ এবং যশবন্ত সিংহ

৮৯) ঔরঙ্গজেবের দুজন ভগ্নীর নাম করাে?

- জাহানারা রােশনারা

৯০) জিন্দাপীর কথার অর্থ কী?

- জীবন্ত পীর বা ফকির

৯১) মিরজুমলা কে ছিলেন?

- ঔরঙ্গজেবের সেনাপতি

৯২) ঔরঙ্গজেবের সময় বুন্দেলা বিদ্রোহের নেতা কে ছিলেন?

- রাজা চম্পট রায়

৯৩) ঔরঙ্গজেবের সারাজীবনের সঙ্গী কে ছিলেন?

- উদয়পুরী বেগম

৯৪) মারা যাওয়ার সময় ঔরঙ্গজেবের বয়স কত ছিল?

- ৮৯ বছর

৯৫) ঔরঙ্গজেব আলমগীর উপাধি ধারন করেন এই আলমগীর কথার অর্থ কী?

- জগত জয়ী বা বিশ্ব জয়ী

৯৬) ঔরঙ্গজেবের সমাধিস্থল কোথায়?

- ঔরাঙ্গাবাদ

৯৭) সৎনামী কারা ছিল?

- মথুরার কাছে নারনুলের এক হিন্দু সম্প্রদায় ভুক্ত লােকজন, যারা সৎপথে থেকে চাষাবাদ করত এদেরকে সৎনামী বলা হয় এরা ঔরঙ্গজেবের আমলে বিদ্রোহ ঘােষনা করেন

৯৮) কাফি খাঁ এর প্রকৃত নাম কী?

- মহম্মদ হাসিম

৯৯) ঔরঙ্গজেব উত্তর পশ্চিমে সীমান্তে কোন কোন উপজাতিদের বিদ্রোহ দমন করেন?

- আফ্রিদি, ইউসুফজাই খতক

১০০) কত খ্রীষ্টাব্দে ঔরঙ্গজেবের দ্বিতীয়বার রাজ্যাভিষেক হয়?

- ১৬৫৯ খ্রীষ্টাব্দে


ঔরঙ্গজেব প্রথম পর্ব >>>>

ঔরঙ্গজেব তৃতীয় পর্ব >>>>

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

ঔরঙ্গজেব। আলমগির। আওরঙ্গজেব। বিবি কা মকবরা। সৎনামী বিদ্রোহ। রাকাত--আলমগীর। চিন কুলিচ খান। চিন কিলিচ খান। দক্ষিনের তাজমহল। নিকোলো মানুচি। পুরন্দরের সন্ধি। জিন্দাপীর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad