Type Here to Get Search Results !

ঔরঙ্গজেব তৃতীয় পর্ব [Aurangajeb]

 

ঔরঙ্গজেব

Set by- Manas Adhikary

সম্রাট  ঔরঙ্গজেব তৃতীয় পর্ব | Aurangazeb Part-III.

ঔরঙ্গজেব। আলমগির। আওরঙ্গজেব। বিবি কা মকবরা। সৎনামী বিদ্রোহ। রাকাত--আলমগীর। চিন কুলিচ খান। চিন কিলিচ খান। দক্ষিনের তাজমহল। নিকোলো মানুচি। পুরন্দরের সন্ধি। জিন্দাপীর।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  ঔরঙ্গজেব অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। এই পর্বে থাকছে ঔরঙ্গজেব সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পরবর্তী পর্বে ঔরঙ্গজেব সম্পর্কিত আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

ঔরঙ্গজেব অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।Aurangazeb MCQ


১০১) কোন রাজ্যের নাম আলমগীরনগর রাখা হয়?

- কুচবিহার

১০২) ঔরঙ্গজেব কবে হিন্দুমেলা যাত্রা বন্ধ করে দেন?

- ১৬৬৮ খ্রীষ্টাব্দে

১০৩) ঔরঙ্গজেব প্রথমে কোথাকার শাসনকর্তারূপে নিযুক্ত হন

?- দাক্ষিনাত্যের (১৬৩৬ - ১৬৪৪ খ্রীষ্টাব্দ)

১০৪) ঔরঙ্গজেব কতসাল পর্যন্ত তিনি সিন্ধু-মুলতানের শাসনকর্তা নিযুক্ত ছিলেন?

- ১৬৪৮ - ১৬৫২ খ্রীষ্টাব্দ

১০৫) পান্ডারী কর কোন ক্ষেত্রে আদায় করা হত?

- ব্যবসায়ীরা যে স্থানে বসে ব্যবসা করত সেই স্থানের কর, যা সমস্ত ফেরীওয়ালা,বনিক, তরিতরকারী বিক্রেতা থেকে সংগ্রহ করা হত

১০৬) ঔরঙ্গজেবের সময় কত সালে মেবারের সাথে সন্ধি স্থাপিত হয়?

- ১৬৮১ খ্রীষ্টাব্দে

১০৭) ঔরঙ্গজেব যখন মেবারের সাথে সন্ধি স্থাপন করেন তখন মেবারের রানা কে ছিলেন?

- জয়সিংহ

১০৮) ঔরঙ্গজেবের সময় কুর্মি বিদ্রোহের নেতা কে ছিলেন?

- দাসীরাম

১০৯) ঔরঙ্গজেবের সময় মাতিয়া বিদ্রোহের নেতা কে ছিলেন?

- ইমামউদ্দীন

১১০) কোন ইংরেজ পর্যটক ঔরঙ্গজেবের সময়কালে ভারতে আসেন?

- জন ফ্রায়ার

১১১) ঔরঙ্গজেবের সময় আফ্রিদি উপজাতির নেতা কে ছিলেন?

- আকমল খাঁ

১১২) ঔরঙ্গজেবের সময় নিকোলাস ডি গ্রাফ নামক পর্যটক কোন দেশ থেকে ভারতে এসেছিলেন?

- ইটালি

১১৩) ঔরঙ্গজেবের সময় শ্রেষ্ঠ ঐতিহাসিকের নাম কী?

- নিকোলাই মানুচী

১১৪) কোন মুঘল সম্রাট তাঁর পিতাকে বন্দী এবং ভ্রাতাকে হত্যা করেন?

- ঔরঙ্গজেব

১১৫) কোন মুঘল সম্রাটসুলইকুল’ আদর্শ বর্জন করেন?

- ঔরঙ্গজেব

১১৬) বেনারসে বিশ্বনাথ মন্দির কে ধ্বংস করেন?

- ঔরঙ্গজেব

১১৭) ফতােয়া--আলমগীরি নামক মুসলিম আইনের সংকলন কার সময়ে হয়?

- ঔরঙ্গজেব

১১৮) চুঙ্গী কী?

- একধরনের কর যাহা ঔরঙ্গজেব চালু করেন

১১৯) ঔরঙ্গজেব মহম্মদ হাদীকে মুর্শিদকুলী খাঁ উপাধি কবে দেন?

- ১৭০২ খ্রীষ্টাব্দে

১২০) ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দিটি নির্মানের জন্য জমি দান করেন?

- সােমেশ্বরের মন্দির

১২১) কোন মুসলিম সম্প্রদায়ের কাছে ঔরঙ্গজেব জিন্দাপীর নামে পরিচিত ছিল?

- সুন্নি

১২২) ঔরঙ্গজেব শাহজাহানের কততম পুত্র ছিলেন?

- তৃতীয়

১২৩) ঔরঙ্গজেব তাঁর ৫০বছরের রাজত্বকালের মধ্যে কতবছর দাক্ষিনাত্যে কাটিয়েছিলেন?

- ২৫ বছর

১২৪) ১৭০৭ খ্রীষ্টাব্দে ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে কে ক্ষমতা গ্রহন করেছিলেন?

- প্রথম বাহাদুর শাহ

১২৫) ঔরঙ্গজেব তাঁর পিতা শাহজাহানকে কোথায় গৃহবন্দী করে রাখেন?

- আগ্রা ফোর্ট

১২৬) কোচবিহার কোন মুঘল সম্রাটের আমলে মুঘলসাম্রাজ্য ভুক্ত হয়?

- ঔরঙ্গজেব

১২৭) ঔরঙ্গজেবের কোন পুত্র প্রথম বাহাদুর শাহ উপাধি গ্রহন করেন?

- মুয়াজ্জাম

১২৮) ঔরঙ্গজেব কোন মন্দিরের সংস্কারের জন্য অর্থব্যয় করেন?

- উজ্জয়িনীর মহাকালেশ্বরের মন্দির

১২৯) ঔরঙ্গজেব শিবাজীকে কোথায় বন্দী করে রেখেছিলেন?

- আগ্রা ফোর্ট

১৩০) ঔরঙ্গজেবের মাতার প্রকৃত নাম কী ছিল?

- অজুমান্ড বানু বেগম (Arzumand Banu Begam)

১৩১) ঔরঙ্গজেব কোন কোন ধর্মগুরুকে প্রানদন্ড দেন?

- গুরু হররায় এবং গুরু তেগবাহাদুর

১৩২) ঔরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র বাজানােয় পারদর্শী ছিলেন?

- বীনা

১৩৩) দেওরাইয়ের যুদ্ধ কাদের মধ্যে হয়?

- ঔরঙ্গজেব দারাশিকো

১৩৪) ঔরঙ্গজেব মুরাদ একত্রে সামুগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেন?

- দারা

১৩৫) সপ্তাহের কোন নির্দিষ্ট দিনটিতে ঔরঙ্গজেব নিজে বিচার করতেন?

- বুধবার

১৩৬) ঔরঙ্গজেবের মাতা কীভাবে মারা যান?

- সন্তান জন্ম দিতে গিয়ে

১৩৭) কোন মােঘল সম্রাট দরবারে সংগীত নিষিদ্ধ করলেও বাদ্যযন্ত্র নিষিদ্ধ করেননি?

- ঔরঙ্গজেব

১৩৮) সুলতান মামুদ ছাড়া আর কে সােমনাথ মন্দির লুঠ করেন?

- ঔরঙ্গজেব

১৩৯) ঔরঙ্গজেবের লেখা বই দুটির নাম কী?

- ফতােয়াত--আলমগিরি, জাওয়াবিত -আলমগিরি

১৪০) কোন মুঘল সম্রাট দরবেশ নামে পরিচিত ছিলেন?

- ঔরঙ্গজেব

১৪১) মাজমাউল-বাহারিন নামক পুস্তক কে রচনা করেছিলেন?

- দারা

১৪২) ঔরঙ্গজেব শিবাজীকে পরাজিত করতে ব্যর্থ হন এর কারন কী?

- মারাঠারা গােরিলা যুদ্ধে পারদর্শী

১৪২) ঔরঙ্গজেব শিবাজীকে পরাজিত করতে ব্যর্থ হন এর কারন কী?

- মারাঠারা গােরিলা যুদ্ধে পারদর্শী ছিলেন

১৪৩) ঔরঙ্গজেব, যােধপুরের রানা যশবন্ত সিংহ কে ধর্মাটের যুদ্ধে পরাজিত করেন এই ধর্মাট কোন রাজ্যে অবস্থিত?

- মধ্যপ্রদেশ

১৪৪) ঔরঙ্গজেবের মৃত্যুর পর কোন মুঘল সম্রাট জিজিয়া কর রদ করেন?

- জাহান্দার শাহ

১৪৫) ঔরঙ্গজেবের কোন পুত্র তাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘােষনা করেন?

- ঔরঙ্গজেবেব দ্বিতীয় পুত্র রাজকুমার আকবর

১৪৬) ঔরঙ্গজেব তাঁর জীবনের শেষ ২৫ বছর কাদের বিরুদ্ধে যুদ্ধ ব্যস্ত ছিলেন?

- বিজাপুর গােলকুন্ডার হিন্দু মারাঠাদের বিরুদ্ধে

১৪৭) ঔরঙ্গজেব কাদেরকে তাঁর অধীনে আনতে পারেন নি?

- মারাঠাদের

১৪৮) শম্ভুজী কীভাবে ঔরঙ্গজেবএর বিরুদ্ধে যুদ্ধ ঘােষনা করেন?

-ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র রাজকুমার আকবরকে আশ্রয় দিয়ে

১৪৯) ঔরঙ্গজেবের বিরুদ্ধে সবথেকে কঠোর শক্তিশালী প্রতিপক্ষ কারা ছিল?

- রাজপুতরা

১৫১) ঔরঙ্গজেবের সময় জিজিয়া কর সুগ্রহকারীদের কী বলা হত?

- আমিন

১৫২) ঔরঙ্গজেবের আমলে মােট মনসবদারের সংখ্যা কত ছিল?

- ১৪৪৪৯

১৫৩) কাশ্মীরের ঔরঙ্গজেব নামে কে পরিচিত?

- সিকান্দার

১৫৪) লালকেল্লা মতি মসজিদ কে নির্মান করেন?

- ঔরঙ্গজেব

 

ঔরঙ্গজেব দ্বিতীয় পর্ব >>>>

ঔরঙ্গজেব চতুর্থ পর্ব >>>>

 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

ঔরঙ্গজেব। আলমগির। আওরঙ্গজেব। বিবি কা মকবরা। সৎনামী বিদ্রোহ। রাকাত--আলমগীর। চিন কুলিচ খান। চিন কিলিচ খান। দক্ষিনের তাজমহল। নিকোলো মানুচি। পুরন্দরের সন্ধি। জিন্দাপীর।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad