Type Here to Get Search Results !

বাবর পঞ্চম পর্ব [Babar MCQ]

 

বাবর

Set by – Manas Adhikary

বাবর পঞ্চম  পর্ব| Babar Part-V

বাবর। মহাম আঙ্গা। সার--পুল যুদ্ধ। উজবেক। মার্ভের যুদ্ধ। ভীরার যুদ্ধ। তুলঘুমা। রুমি। আর্চিয়ান যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। তাজিক হাসান হিজারি। খানুয়ার যুদ্ধ। বাবরের প্রধানমন্ত্রী। ঘর্ঘরার যুদ্ধ। Soldier Scholar চারবাগ বাবরনামা। Most glorious ruler বাবরের আত্মজীবনি

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  মোগল সাম্রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্রাট বাবর এই পর্বে বাবর  সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর আলচনা করব।পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

বাবর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরBabor  Mcq Questions and Answer

৩০০) বাবর তার সমসাময়িক শাসকদের মধ্যে কাকে সবচেয়ে শক্তিশালী বলে বর্ণনা করেছেন?

- কৃষ্ণ দেব রায়

৩০১) কোন মুঘল শাসক তার দৈনন্দিনীতে (ডাইরি) ভারতের উদ্ভিদ ও প্রাণী, ঋতু ও ফলের বিস্তারিত বর্ণনা দিয়েছেন?

 – বাবর

৩০২) তুজুক- ই- বাবরি কে লিখেছেন?

- বাবর

৩০৩) তুজুক- ই- বাবরি কোন ভাষায় লেখা হয়েছিল?

- তুর্কি

৩০৪) তুজুক বাবরি ইংরেজিতে অনূদিত করেন কে?

- কে. এস. বেবরীজ

৩০৫) কার দ্বারা বাবরের আত্মজীবনীর  অনুবাদ বিশেষভাবে খ্যাতি লাভ করে?

- মির্জা আব্দুল রহিম খান ই খানা২

৩০৬) বাবর কোন ভাষায় মুবাইয়া নামক কবিতার একটি নতুন শৈলী গড়ে তোলেন?

- ফার্সি

৩০৭) বাবরের মুবাইয়ান/মুবিয়ান কোন ধারার সাথে সম্পর্কিত?

- গদ্য-শৈলী

৩০৮) কোন শিখ গুরু বাবরের জীবনী  লিখেছেন?

- গুরু অঙ্গদ দেব

৩০৯) তুজুক এ- বাবরীতে 'বিহজাদ' ছাড়াও দ্বিতীয় কোন চিত্রশিল্পীর কথা বলা হয়েছে?

- শাহ মুজাফফর

৩১০) 'বাবরের ভারত আক্রমণ থেকে মোহাম্মদ শাহ রঙ্গিলার 15 বছরের শাসনের ইতিহাস'-  কোন গ্রন্থে পাওয়া যায়?

- মুতাখাব উল লুবাব 

৩১১) মুতাখাব উল লুবাব  এর লেখক কে ছিলেন?

-কাফি খান

৩১২) 'দুনিয়া তার যে পরিশ্রম করে। কোন বিরোধীতার সম্মুখীন হলে পিছুপা হোয়েনা। পরিশ্রমের শিথিলতা আর স্বস্তি রাজার জন্য ক্ষতিকর' - এই উক্তিটি কার?

- বাবর

৩১৩) কোন মুঘল সম্রাট তার ছেলেকে বলেছিলেন যে "তুমি তোমার চিঠিতে নির্জনতার কথা বলতে থাকো। নির্জনতা রাজতন্ত্রের বড় দোষ। রাজতন্ত্রের বন্ধনের চেয়ে বড় কোন বন্ধন নেই। রাজতন্ত্রের জন্য নির্জনতা ঠিক নয়।"

- বাবর, হুমায়ুনকে বলেছিলেন

৩১৪) 'রাজত্বের চেয়ে বড় কোনো বন্ধন নেই' - বক্তব্যটি কার?

- বাবর

৩১৫) কে বলেছেন 'ভারতীয়রা মরতে জানে, কিন্তু যুদ্ধ করতে জানে না'?

- বাবর

 

৩১৬) ‘আমি গওয়ালিয়রে মানসিংহ এবং বিক্রমজিতের ভবনগুলির পরিদর্শন করেছি। এগুলি সত্যিই খুবই আশ্চর্যজনক। - বক্তব্যটি কার?

- বাবর

৩১৭) বাবরের কোন দুই সম্ভ্রান্ত ব্যক্তি ভারতে থাকতে ইচ্ছুক ছিলেন না, তাই বাবর তাদের দেশে ফেরার অনুমতি দিয়েছিলেন?

-  খাজা কালা ও মীর মীরান

৩১৮) বাবরের কোন স্ত্রী বাবরের বিপদের দিনে তাকে ত্যাগ করেছিলেন?

-আয়েশা সুলতানা

(দিলদার আগাছি - গুলবদন বেগম এবং হিন্দালের মা

গুলরুখ বেগম - কামরান এবং আসকারীর মা

মাহম সুলতানা - হুমায়ুনের মা

আয়েশা সুলতানা - বেওয়াফা বেগম)

৩১৯) বাবর কাকে 'রাজ ঐশ্বর্যের স্তম্ভ' বলে উল্লেখ করেন?

- নিজামুদ্দিন খলিফা

৩২০) কোন মুঘল সম্রাটের উজির ছিলেন নিজামউদ্দিন?

- বাবর

৩২১) কে লিখেছেন যে নিজামুদ্দিন খলিফা যিনি বাবরের প্রধানমন্ত্রী ছিলেন ‘একজন সম্রাটের মতো ব্যবহারের বহিঃপ্রকাশ ঘটাতেন?’

- আহমেদ ইয়াদগার

৩২২) ১৫২৭ খ্রিস্টাব্দে বাবর কার সাহায্যে শের শাহ সুরির সাথে পরিচিত হয়েছিলেন?

- জুনায়েদ বারলাস

৩২৩) বাবরের  কোন জনপ্রিয় মুদ্রা রৌপ্য ধাতুর নির্মিত ছিল?

-  শাহরুখ, বাবরি, কাবুলি

৩২৪) কোন মুঘল শাসক আলীগড়ের কাছে 'পিলখানা মসজিদ' নির্মাণ করেছিলেন?

- বাবর

৩২৫) ধলপুরের 'বাগ- ই- নিলোফার' নির্মাণ কে করেছিলেন?

- বাবর

৩২৬) 'বাগানের মধ্য দিয়ে প্রবাহমান জলের ধারা' - এমন বাগান তৈরির ঐতিহ্য কে শুরু করেছিল?

- বাবর

৩২৭) কোন মুঘল সম্রাট যোগীদের প্রতি আগ্রহী ছিলেন এবং এই আগ্রহের কারণে তিনি বিরগ্রামে পৌঁছেছিলেন এবং গুরখাত্রী যোগীদের তীর্থস্থান পরিদর্শন করেছিলেন?

- বাবর

৩২৮) কোন মুঘল সম্রাট বলেছিলেন যে "পৃথিবীর সমস্ত তরবারি চললেও ঈশ্বরের ইচ্ছা না হলে একটি রগও কাটা যায় না"?

- বাবর

৩২৯) কোন মুঘল সম্রাট মঙ্গোলদের উপহাস করে বলেছিলেন  যে মঙ্গোলরা হল নীচ এবং বর্বরের দল?

- বাবর

৩৩০) 1630 সালে তৈমুর বাবরকে রাজবংশীয় মুকুট উপহার দেওয়ার বিখ্যাত চিত্রকর্মটি কার দ্বারা হয়েছিল?

- গোবর্ধন

৩৩১) কৃষ্ণদেব রায় কোন মুঘল রাজার সামন্ত ছিলেন?

- বাবর

৩৩২) কোন মুঘল সম্রাট "একজন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তি" হিসাবেও পরিচিত?

-  বাবর

৩৩৩) কোন মুঘল সম্রাট তার ছেলেকে বলেছিলেন যে 'নির্জনতা সম্রাটের বড় দোষ।'?

- বাবর হুমায়ুনকে বলেছিলেন

৩৩৪) ইব্রাহিম লোদিকে কে অনিপুন যোদ্ধা ও কৃপণ বলেছেন?

-  বাবর

৩৩৫) কোন মুঘল শাসক ভারতের জলবায়ুর বিবরণ তুলে ধরেছিলেন?

- বাবর

৩৩৬) বাবর কোন স্থান সম্পর্কে লিখেছিলেন?

মানুষের বাসস্থানের জন্য পৃথিবীর কোনো অংশে সেই জায়গার মতো মনোরম অন্য কোনো শহর নেই।

- সমরকন্দ

৩৩৭) বাবর কাবুলে 'শাহরুখ' নামে একটি রৌপ্য মুদ্রা চালাতেন, কিন্তু বাবর কোথায় 'বাবরি' নামে একটি মুদ্রা চালাতেন?

- কান্দাহার

৩৩৮) বাবর ভারতে কয়টি অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির কথা উল্লেখ করেছেন?

- 3

৩৩৯) বাবর উল্লিখিত ভারতের ৩টি অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি কি কি?

- গরম, লু, ধুলো

৩৪০) মুঘল সাম্রাজ্যের 'হেনরি সপ্তম' কাকে বলা হয়?

- বাবর

৩৪১) কোন ঐতিহাসিক মুঘল সম্রাট বাবরকে ইংল্যান্ডের শাসক হেনরি সপ্তমের সাথে তুলনা করেছেন?

 - আর এ এস শর্মা

৩৪২) 'হজরত ফিরদৌস মাকানী' কার উপাধি ছিল?

- বাবর

৩৪৩) কোন মুঘল শাসককে বাগানের প্রতি তার অত্যাধিক আগ্রহের কারণে 'প্রিন্স অফ গার্ডেন' / 'দ্য গার্ডেনার' বলা হয়?

- বাবর

৩৪৪) কোন মুগল শাসককে 'জীবনীকারদের রাজপুত্র' এবং 'জীবিকার সৈনিক' বলা হয়?

- বাবর

৩৪৫) কাকে মুঘল আমলের ম্যাকিয়াভেলি বলা হয়?

- বাবর

৩৪৬) কোন মুঘল শাসককে প্রথমে আগ্রায় সমাধিস্থ করা হয়, পরে তার একজন আফগান বিধবা লাশটি কাবুলে নিয়ে যান এবং সেখানে একটি বাগানে কবর দেন?

- বাবর

৩৪৭) বাবরের মৃত্যুর পর বাবরের উজির নিজামুদ্দিন খলিফা কাকে হুমায়ুনের স্থলাভিষিক্ত করতে চেয়েছিলেন?

- মেহেন্দি খাজা

৩৪৮) বাবরের মৃতদেহ আরামবাগ থেকে বের করে কোথায় দাফন করা হয়?

- কাবুল

৩৪৯) কার সাহায্যে বাবর কাবুলে কবর দেওয়া হয়?

- গুলবদন বেগম

৩৫০) কাবুলে যেখানে বাবরকে সমাহিত করা হয়েছিল সেখানে কে একটি সুন্দর মসজিদ তৈরি করেছিলেন?

- শাহজাহান

৩৫১) বাবরের মৃত্যুতে কে পরামর্শ দিয়েছিলেন যে "লাল পোশাক পরা একজন ব্যক্তিকে একটি হাতির উপর বসিয়ে ঘোষণা করা উচিত যে বাবর দরবেশ হয়েছেন এবং রাজ্য হুমায়ুনকে দেওয়া হয়েছে"?

- আরেশ খান

৩৫২) কোন ঐতিহাসিক মতে  হুমায়ুন বাবরকে বিষ প্রয়োগ করে হত্যা করেন?

- জেনার্ড

৩৫২) বাবরের মৃত্যুর কত দিন পর হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন?

- 4

৩৫৩) বাবরের জন্মদিনের দিন কোন মুঘল সম্রাটের রাজ্যাভিষেক ঘটেছিল?

- আকবর

  

বাবর চতুর্থ পর্ব >>>>

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

বাবর। মহাম আঙ্গা। সার--পুল যুদ্ধ। উজবেক। মার্ভের যুদ্ধ। ভীরার যুদ্ধ। তুলঘুমা। রুমি। আর্চিয়ান যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। তাজিক হাসান হিজারি। খানুয়ার যুদ্ধ। বাবরের প্রধানমন্ত্রী। ঘর্ঘরার যুদ্ধ। Soldier Scholar চারবাগ বাবরনামা। Most glorious ruler বাবরের আত্মজীবনি

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad