Type Here to Get Search Results !

শেরশাহ চতুর্থ পর্ব [Shershah]

 

শেরশাহ

Set by- Manas Adhikary

শেরশাহ চতুর্থ পর্ব| Shershah Part - IV

শেরশাহ। ফরিদ খান।  শেরখান।  লাড মালিকা। সরজুগড়ের যুদ্ধ। চৌসার যুদ্ধ। বিলগ্রামের যুদ্ধ। চান্দেরির যুদ্ধ। রাইসিনা অভিযান।  ব্রহ্মজিৎ গৌড়। The abode of Paradise। পাট্টা। কবুলিয়ত। জরিমানা। মহাশিলওয়ানা। মুনসিফ-ই-মুন্সিকান। শিক-ই-শিকদারন। শের শাহের সমাধি।  গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। কিলা-ই-কুহানা। তাওয়ারীখ-ই-দৌলত-ই-শেরশাহী। তোহফা-ই-আকবরশাহী।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি  মধ্যযুগীয় ভারতের (Medieval History) একজন সুদক্ষ শাসক শেরশাহ কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পরবর্তী পর্বে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলোচনা করা হবে।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।



শেরশাহ ও শুরিবংশ  অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Shershah  MCQ.

 

 

১৫১) শেরশাহের সমাধি কোথায় অবস্থিত?

- সাসারামে

১৫২) “কোন সরকার, এমন কি ব্রিটিশ সরকারও এই পাঠানের মত বিঞ্জতার পরিচয় দিতে পারেননি- শেরশাহ সম্পর্কে কে এমন উক্তিটি করেন?

-কীন ।

১৫৩) “আকবরের পূর্বে কোন শাসক শেরশাহের মত আইন- প্রনেতা ও জনগনের পালনকর্তা হিসাবে কাজকরেন নাই- উক্তিটি কার?

- আরস্কাইন

১৫৪) “শেরশাহ সুলতানি শাসন নীতির সহিত পারসিক শাসননীতির সমন্বয় সাধন করেন- উক্তিটি কার?

-পার্সিভ্যাল স্পিয়ার।

১৫৫) “শেরশাহ একটি মধ্যপন্থী ধর্মসহিষ্ণু নীতি নেন। তিনি কোন সম্প্রদায়ের প্রতি পক্ষপাত দেখান নাই -উক্তিটি কার?

- ডঃ আর পি ত্রিপাঠী

১৫৬) রাজপুতানা অঞ্চলের কোন রাজ্যে জয়লাভ করা অত্যন্ত কঠিন ছিল এবং অবশেষে জয়ী হলে শেরশাহের মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে যে 'আরে, আমি এক মুঠো বাজরের পিছনে ভারতবর্ষের পুরো রাজ্যটিকে দাঁও তে লাগিয়ে দিয়েছিলাম?’

-মারওয়ার

 ১৫৭)এই দুষ্টু লোকেরা কখনই তাদের কোষাগার থেকে অর্থ ব্যয় করে না ... ... তারা জোর করে তাদের অধীনে থাকা দুর্বল এবং দরিদ্র কৃষকদের কাছ থেকে টাকা নেয়। - কে এই  বক্তব্যের জন্য বিখ্যাত?

-ফরিদ (পরে শেরশাহ)

  ১৫৮) কোন ঐতিহাসিক শেরশাহ সম্পর্কে বলেছেন যে ‘শেরশাহ বাইরে থেকে মুসলমান এবং ভিতর থেকে হিন্দু ছিলেন?

-কানুনগো

১৫৯) কোনো সরকার, এমনকি ইংরেজ সরকারও এই পাঠানের মতো বুদ্ধিমত্তা দেখায়নি। শের শাহ সম্পর্কে উপরোক্ত উক্তিটি কে বলেছেন?

-মিঃ কিন

১৬০) কোন ঐতিহাসিক শের শাহকে আকবরের গুরু বলে মনে করেন?

-আর পি ত্রিপাঠী

১৬১) কোন শাসক বলেছিলেন যে, ‘জীবন সায়হ্নে  ঈশ্বর আমাকে রাজত্ব দিয়েছেন ?

-শের শাহ সুরি

 ১৬২) ‘আকবরের পূর্বের সমস্ত শাসকদের তুলনায়, শেরশাহের আইন প্রণয়ন এবং তার প্রজাদের রক্ষাকারী হিসাবে কাজ করার সবচেয়ে বেশি জ্ঞান ছিল, শের শাহ সম্পর্কে কে এই কথাটি বলেছেন?

-ইসকিন

১৬৩) ‘আল্লাহর দয়া, এটাই আমার শেষ ইচ্ছা - কোন শাসকের শেষ কথা ছিল?

-শের শাহ সুরি

(কালিঞ্জর বিজয়ের পর এটা তার মৃত্যুর সময় কালিন  শেষ কথা)

১৬৪) মধ্যযুগীয় ভারতের প্রথম শাসক কে ছিলেন যার স্পষ্ট ধারণা ছিল যে রাষ্ট্রের ভিত্তি কৃষকের স্বার্থে নিহিত?

- শেরশাহ

১৬৫) কোন শাসক তার সিংহাসনে জুতা রেখে দরবারীদের সিজদা পাইবস করাতেন?

- ইসলাম শাহ সুরি

১৬৬) ইসলাম শাহ সুরির শসানকাল লেখ।

- 1545 থেকে 1553 পর্যন্ত ।

১৬৭) ইসলাম শাহ সুরির আসল নাম কি?

- জালাল ওরফে সেলিম শাহ।

১৬৮) ইসলাম শাহ সুরি কার পুত্র ছিলেন?

- শের শাহের

১৬৯) চেনাব নদীর তীরে মানকোট দুর্গের  নির্মাণ করেন কে?

- ইসলাম শাহ

১৭০) প্রতি 2 মাইল  দ্বারা একটি করে সরাইখানা কে তৈরি করেন?

- ইসলাম শাহ (শেরশাহের আমলে 4  মাইল)

১৭১) ইসলামী আইনগুলিকে সংঘবদ্ধ করেছিলেন কোন সুরি শাসক?

- ইসলাম শাহ

১৭২) ইসলাম শাহ কাকে বিবাহ করেন?

- লালবাই

১৭৩) লালবাই এর পিতার নাম কী?

- মালদেব (ইনি গিরি সুমেলের যুদ্ধে শেরশাহের নিকট পরাজিত হন)

১৭৪) মারওয়ার যুদ্ধ (গিরি সুমেল) কবে সংঘটিত হয়? ,

- 1544

১৭৫) মারওয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

-  শেরশাহ সুরি এবং মালদেবের মধ্যে

১৭৬) ১৫৫৩ খ্রিস্টাব্দে ইসলাম শাহের মৃত্যুর পর কে শাসক পদে আসীন হন।

- ফিরোজ শাহ

১৭৭) ফিরোজশাহ কার পুত্র ছিলেন?

- ইসলামের শাহের পুত্র

১৭৮) ফিরোজ শাহের পরিনতি কি হয়েছিল?

- সিংহাসনে বসার  3 দিন পর তাঁকে হত্যা করা হয়।

১৭৯) ফিরোজ শাহকে কে হত্যা করেন?

- তার মামা মুবারিজ

১৮০) ফিরোজ শাহের পর কে শাসক পদে আসীন হন?

- মুবারীজ খান

১৮১) ফিরোজ শাহের মামা ছিলেন  মুবারিজ খান। এই মুবারিজ খান, কবে মুহাম্মদ আদিল নামে শাসক হন?

-1553 খ্রি

(কিছুদিন পর ইনি দিল্লি থেকে পালিয়ে যান)

১৮২) হিমু কার সেনাপতি ছিলেন?

- মুহাম্মদ আদিল শাহ

১৮৩) সেনাপতি হিমুর আসল নাম কী?

- হেমচাঁদ

১৮৪) সেনাপতি হিমু কোন উপাধি ধারন করেছিল?

- বাক্কল এবং বিক্রমাদিত্য

১৮৫) হিমু জীবনের শুরুতে কোন পেশায় যুক্ত ছিলেন?

-  লবণ ব্যবসায়ী ছিলেন।

১৮৬) হিমু কতগুলি  যুদ্ধে অংশ নিয়েছিল?

-  24টি

১৮৭) হিমু কতগুলি যুদ্ধে  জয়লাভ করেন?

- 22টিতেই জয়ী হয়েছিল।

১৮৮) রাজার পুত্র সিকান্দার সুর বংশের কে আগ্রা এবং দিল্লি, মালওয়া, পাঞ্জাব এবং বাংলা দখল করেছিলেন?

- মহম্মদ আদিল শাহের ভাতিজা সিকান্দার সুর

১৮৯) মুহাম্মদ আদিল শাহের কর্তৃত্ব কোথায় ছিল?

- গঙ্গার পূর্ব দিকের প্রদেশের উপর।

১৯০) শেরশাহ অকাল মৃত্যুবরণ না করলে ভারতের রাজনৈতিক মঞ্চে মুঘলদের নাটক হতো না। - উপরোক্ত মতামতটি কার?

- আর পি ত্রিপাঠী

১৯১) 'শের শাহ যদি মারা না যেতেন, তাহলে ভারতের ইতিহাসে মহান মুঘল থাকতেন না।'- মতামতটি কার?

-  স্মিথ

১৯২) শেরশাহ সুরি শিক্ষা লাভের পর কত বছর ধরে পিতার রাজত্বে জায়গীরদাররূপে কাজ করেন?

- 21 বছর

১৯৩) কে শেরশাহকে বলেছিলেন যে - 'ধূলোর মধ্যে ফুটে ওঠা ফুল'?

- কানুনগো

১৯৪) কে শেরশাহকে 'চালাক আফগান' বলেছেন?

- বাবর

১৯৫) কে শেরশাহকে দ্বিতীয় হায়দার বলেছেন?

- আব্বাস খান

১৯৬) কোন শাসকের নীতি ছিল যে -'রাজস্ব নির্ধারনে উদার হোক, কিন্তু পুনরুদ্ধারের ক্ষেত্রে তা হোক কঠোর।'

- শেরশাহ

১৯৭) শেরশাহ সুরি কোথা থেকে আরবি ও ফারসি -গুলিস্তা, বোস্তা, সিকান্দারনামা ইত্যাদি আদিপুস্তকগুলির শিক্ষা লাভ করেন?

- জৌনপুর

(শেরশাহ ২২ বছর বয়সে সৎ মাতার দ্বারা লাঞ্ছিত হয়ে জৌনপুর চলে এসেছিলেন)

১৯৮) কাদের দুবার রাজ্যাভিষেক হয়েছিল?

- ফিরোজ তুঘলক, বহলোল লোদি, শের শাহ সুরি, আওরঙ্গজেব, শিবাজি, ইব্রাহিম লোদী

১৯৯) সাসারামে নির্মিত শের শাহ সুরির সমাধির প্রধান স্থপতি কে ছিলেন?

- মীর মোহাম্মদ আলীওয়াল খান

২০০) শের শাহ সুরি কাকে মান্ডুর প্রশাসক করেছিলেন?

- সুজাত খান

(সুজাত খান বাজ বাহাদুরের পিতা ছিলেন। বাজ বাহাদুর তার মৃত্যুর পর স্বাধীন ক্ষমতা প্রতিষ্ঠা করেন)

 

 শেরশাহ তৃতীয় পর্ব >>>>

শেরশাহ পঞ্চম পর্ব >>>>


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

শেরশাহ। ফরিদ খান।  শেরখান।  লাড মালিকা। সরজুগড়ের যুদ্ধ। চৌসার যুদ্ধ। বিলগ্রামের যুদ্ধ। চান্দেরির যুদ্ধ। রাইসিনা অভিযান।  ব্রহ্মজিৎ গৌড়। The abode of Paradise। পাট্টা। কবুলিয়ত। জরিমানা। মহাশিলওয়ানা। মুনসিফ-ই-মুন্সিকান। শিক-ই-শিকদারন। শের শাহের সমাধি।  গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। কিলা-ই-কুহানা। তাওয়ারীখ-ই-দৌলত-ই-শেরশাহী। তোহফা-ই-আকবরশাহী।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad