Type Here to Get Search Results !

সম্রাট আকবর অষ্টম পর্ব [Samrat Akbar]

 

সম্রাট আকবর
Set By- Manas Adhikary


সম্রাট আকবর অষ্টম পর্ব। AKBAR Part- VIII

 

আকবর। কামরান। আকবরের মুদ্রা। আকবরের রাজ্যজয়। আবুল ফজল। বীরবল। হামিদা বানু বেগম। হিমু। আকবরের রাজস্ব.

নমস্কার : অভিনব একাডেমীতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো-মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  ‘আকবর এই পর্বে আমরা জানবো একটি অন্যতম গুরুত্বপূর্ন টপিক ‘আকবর’। এই পর্বে  আপনারা পেয়ে যাবেন আকবর সম্পৰ্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

সম্রাট আকবর সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Akbar MCQ

 

৩৫১) জাহাঙ্গীর  রাজসভায় কোন দিন বিচার করতেন?

-  মঙ্গলবার

৩৫২) শাহজাহান রাজসভায় কোন দিন বিচার করতেন?

- বুধবার

৩৫৩) আওরঙ্গজেব রাজসভায় কোন দিন বিচার করতেন?

- বুধবার

৩৫৪) কোন মুঘল সম্রাট শেখ ফরিদ বুখারিকে 'সদর উস সুদর' বিভাগের তদন্তের জন্য নিযুক্ত করেছিলেন?

- আকবর

৩৫৫) দাদু দয়াল কোন মুঘল শাসকের দরবারে তার সাথে ধর্মালোচনা করতে গিয়েছিলেন?

- আকবর

৩৫৬) মুঘল আমলে হুমায়ুন ব্যতীত কোন শাসক নক্ষত্রমণ্ডলীর জ্যোতিষশাস্ত্র অনুসারে পোশাক পরতেন?

- আকবর

৩৫৭) কোন শিখ গুরুকে আকবর 500 বিঘা জমি দিয়েছিলেন যার উপর তিনি অমৃতসর শহর তৈরি করেছিলেন?

- গুরু রামদাস

৩৫৮) কার দুই মহান সেনাপতি 'জয়মল ও ফাত্তা'   আকবরের সাথে প্রবলভাবে যুদ্ধ করেছিলেন?

- মহারানা উদয় সিংহ

৩৫৯) আকবর কোন পুস্তকটিকে  সচিত্র সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন?

- হামজানায়

৩৬০) কোন শাসক  কৌশাম্বী শিলালিপিটিকে এলাহাবাদে নিয়ে গিয়েছিলেন?

- আকবর

৩৬১) আকবর মানসিংহকে কোন মুঘল প্রদেশের সুবেদার (গভর্নর) হিসাবে নিযুক্ত করেন?

- কাবুল, বিহার এবং বাংলা

৩৬২) মুঘল সম্রাট আকবরের শাসনামলে কোন অভিযানে জাহাঙ্গীর প্রথম স্বাধীনভাবে একটি সেনাবাহিনীর  নেতৃত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র 12 বছর ছিল?

- কাবুল অভিযান

৩৬৩) আকবর তার রাজত্বের কততম বর্ষে ইলাহি সম্বত এর প্রচলন ঘটান?

- 24 তম

৩৬৪) 13 তম গ্রেগরিয়ান দ্বারা গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রতিষ্ঠার সময় কোন মুঘল শাসক ভারতে ছিলেন?

- আকবর   (1582 সালে)

৩৬৫) আকবরের যুগের কালিদাস কাকে বলা হয়?

-গোবিন্দ ভট্ট

৩৬৬) আকবরের দরবারে গান গাওয়ার সময় কোন গায়ক মারা যান?

-নন্দদাস

৩৬৭) আকবরের সমসাময়িক বৈজু বাওরা কার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন?

-বৈরাম খান

 (বৈজু বাওরার প্রথম পৃষ্ঠপোষক ছিলেন বৈরাম খান।)

৩৬৮) কোন মুঘল সম্রাটকে ভারতীয় রাষ্ট্রীয় সঙ্গীতের জন্ম দেওয়ার কৃতিত্ব দেওয়া হয়?

-আকবর

 (হুমায়ুন সঙ্গীতশিল্পী, যন্ত্রশিল্পী এবং নৃত্যশিল্পীদের একটি পৃথক দল গঠন করেন, যার নাম দেন ‘আহলে মুরাদ’।)

৩৬৯) কোন মুঘল আমলে চারবাগ তৈরির প্রথা শুরু হয়?

-আকবর

৩৭০) আকবর কাকে নবসারিতে ঘেলখাদি জমি দিয়েছিলেন?

-দস্তুর মেহেরজী রানা

৩৭১) আকবর বিশ্ব সমস্যা এবং আধ্যাত্মবাদ বুঝতে বৃন্দাবনে কোন গোসাঁই সাধকের কাছে গিয়েছিলেন?

-বিঠলেশ্বর

৩৭২) আকবর কত সালে পাঞ্জাবে গরু জবাই নিষিদ্ধ করেন?

-1563

৩৭৩) আকবর কর্তৃক দেওয়ানের পূর্ণ মর্যাদা দেওয়া প্রথম ব্যক্তি কে ছিলেন?

-মুজাফফর খান তুরবতী

৩৭৪) আকবরের কাশ্মীর সফরে কে সঙ্গী ছিলেন?

-জিনচন্দ্র সুরি

৩৭৫) আকবর কাকে ‘উপাধ্যায়  উপাধি দিয়েছিলেন?

-ভানুচন্দ্র

৩৭৬) আকবরের ইবাদতখানায় কে জৈন ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন?

-হীরবিজয় সুরি / হরিবিজয় সুরি

৩৭৭) আকবরের দরবারে আসা প্রথম জৈন গুরু কে?

-বুদ্ধিসাগর  (1568)

৩৭৮) আকবরের দরবারে কোন জৈন আচার্য সূর্যের 1000টি নামের উপর সংস্কৃতে ‘সূর্য সহস্ত্রাম নামক একটি টীকা লিখেছিলেন?

-ভানুচন্দ্র

৩৭৯) আকবরের আসিরগড় বিজয়ে কোন জৈন আচার্য  তার সাথে ছিলেন?

-সিদ্ধিচন্দ্র ও ভানুচন্দ্র

৩৮০) আকবর সৌরাষ্ট্রের শত্রুঞ্জয় পাহাড়ে আদিশ্বর জৈন মন্দির নির্মাণ করেন তা কোন  জৈন আচার্যকে উৎসর্গ করেন?

-হীরবিজয় সুরি/ হরিবিজয় সুরি

৩৮১) চিতোর বিজয় উপলক্ষে আকবর কর্তৃক জারি করা ‘ফাতহনামা  কোনটিতে উল্লেখিত আছে?

-মুনশাত-ই- নামকিন

 (মীর আবুল কাসিমের রচনা।)

৩৮২) কোন অভিযানে আকবরের সাথে  আবুল ফজল, নিজামউদ্দিন আহমেদ, ফাদার মনসেরাতে এবং তার ছেলে সেলিম ও মুরাদ ছিলেন এবং এই  অভিযানের জন্য  সবচেয়ে বড় সেনাবাহিনী ব্যবহার করেন?

-কাবুল অভিযান

(ফাদার মুনসেরাতে লিখেছেন- এত বিশাল সেনাবাহিনীর আয়োজনে কোনো ত্রুটি ছিল না এবং সব কাজ অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলেছিল।)

৩৮৩) আকবরের সমসাময়িক ইংল্যান্ডে সর্বোচ্চ ক্ষমতার অধিকারি কে ছিলেন?

-এলিজাবেথ  

৩৮৪) আকবরের সমসাময়িক ফ্রান্সে সর্বোচ্চ ক্ষমতার অধিকারি কে ছিলেন?  

-চতুর্থ হেনরি 

৩৮৫) আকবরের সমসাময়িক ফ্রান্সে পারস্যের শাসক কে ছিলেন?  

-আব্বাস 

৩৮৬) মুঘল সম্রাট আকবরকে কে ‘জগদীশ্বর বলে আখ্যায়িত করেন?  

-জনসাধারণ  

 

 

 

আকবর সম্পর্কিত গুরুত্বপূর্ণ সালসমুহ-

ক) 1562  - দাসপ্রথা নিষিদ্ধ

খ) 1563   - তীর্থযাত্রা কর অপসারণ

গ) 1564   - জিজিয়া কর অপসারণ

ঘ) 1575   - জিজিয়া পুনর্বহাল করা হয়

ঙ) 1579   - জিজিয়া অপসারণ করা হয়

চ) 1573-74   - ঘোড়াতে দাগ দেওয়া শুরু হয়

ছ) 1575        -মনসবদারি ব্যবস্থা

জ) 1577-78   - সিজদা এবং পাবোস প্রবর্তন

ঝ) 1580        - 12টি প্রদেশে সাম্রাজ্যের বিভাজন

ঞ) 1580        - টোডারমালের আইন দাহশালা   শুরু  

ট) 1583-84   - ইলাহি বা ফাসালী সংবত শুরু

ঠ) 1588        - গজ-ই- ইলাহী  শুরু

ড) 1589        - আকবর প্রথম কাশ্মীরে যান

ঢ) 1591       -  সতীদাহ প্রথা নিষিদ্ধকরন  

 

 

 

 

 

 

সম্রাট আকবর সপ্তম পর্ব >>>>

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

আকবর। কামরান। আকবরের মুদ্রা। আকবরের রাজ্যজয়। আবুল ফজল। বীরবল। হামিদা বানু বেগম। হিমু। আকবরের রাজস্ব.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad