Type Here to Get Search Results !

সম্রাট আকবর সপ্তম পর্ব [ Mahamati Akbar]

 

সম্রাট আকবর
Set By- Manas Adhikary


সম্রাট আকবর সপ্তম পর্ব। AKBAR Part- VII

 

আকবর। কামরান। আকবরের মুদ্রা। আকবরের রাজ্যজয়। আবুল ফজল। বীরবল। হামিদা বানু বেগম। হিমু। আকবরের রাজস্ব.

নমস্কার : অভিনব একাডেমীতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো-মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  ‘আকবর এই পর্বে আমরা জানবো একটি অন্যতম গুরুত্বপূর্ন টপিক ‘আকবর’। এই পর্বে  আপনারা পেয়ে যাবেন আকবর সম্পৰ্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

সম্রাট আকবর সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Akbar MCQ

 
 

৩০১) 'আইন- ই- আকবরী'তে আকবর কর্তৃক পরিচালিত  স্বর্ণমুদ্রার সংখ্যা কয়টি উল্লেখ করা আছে?

- 26টি

৩০২) আইন- ই- আকবরী'তে আকবর কর্তৃক পরিচালিত  রৌপ্যমুদ্রার সংখ্যা কয়টি উল্লেখ করা আছে?

- 9টি রৌপ্য

৩০৩) আইন- ই- আকবরী'তে আকবর কর্তৃক পরিচালিত  তামার মুদ্রার সংখ্যা কয়টি উল্লেখ করা আছে?

- 4টি তামার মুদ্রার উল্লেখ রয়েছে।

৩০৪) মুঘল আমলে প্রথমবারের মতো স্বর্ণমুদ্রা প্রবর্তনের কৃতিত্ব কোন সম্রাটকে দেওয়া হয়?

- আকবর

৩০৫) আকবরের সময় বড়বড় বিনিময়ের ক্ষেত্রে যে স্বর্ণমুদ্রার প্রচলন ছিল, তার নাম কী ছিল?

-  শামসাব বা শাহেনশাহ

৩০৬) কোন মুঘল শাসক 'ছুগল' 'আত্মা' 'শাহেনশাহ' 'বিশাত' 'গুটকা' 'লাল- ই- জালালি' এর মতো স্বর্ণমুদ্রার প্রচলন ঘটান?

- আকবর

৩০৭) কোন মুঘল সম্রাটের আমলে আহমেদনগর সম্পূর্ণভাবে মুঘল সাম্রাজ্যের অধীনে চলে আসে?

- শাহজাহান

(আকবর আহমেদনগর দুর্গ জয় করেছিলেন। কিন্তু পুরো আহমেদ নগর রাজ্যটিকে মুগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারেন নি। আহমেদনগর রাজ্যের সম্পূর্ণরূপে মুগল সাম্রাজ্যের অধীনে আসে শাহজাহানের আমলে 1633 খ্রিস্টাব্দে)

৩০৮) আকবর মোট 14 বার সুলতান-উল-হিন্দের দরগা পরিদর্শন করেন। এর মধ্যে তিনি কতবার পায়ে হেঁটে পরিদর্শন করেছিলেন?

- 2

৩০৯) জান বেগম নামক এক মহিলা আকবরের সময় কোরানের উপর একটি গ্রন্থ রচনা করেছিলেন। এতে খুশি হয়ে আকবর তাকে 50 হাজার দিনার পুরষ্কার হিসাবে দিয়েছিলেন। এই জান বেগম কার কন্যা ছিলেন?

- আব্দুল রহিম খান খানা

৩১০) শেখপুরা মিনারের পরিকল্পনা আকবরের আমলে নির্মিত হিরণ মিনারের অনুরূপ। এই হিরণ মিনার কোথায় অবস্থিত?

- ফতেহপুর সিক্রি

৩১১) আকবরের সুলহ- ই- কুল নীতি কার দ্বারা প্রভাবিত হয়েছিল?

- আব্দুল লতিফ

৩১২) হোলি উৎসব উদযাপনের ব্যবস্থা করার জন্য আকবর কোন রাজকর্মচারী নিযুক্ত করেছিলেন?

- আমির-ই-তুজুক

(মুঘল দরবারে মীর- ই- তুজুক (মির- ই- তোজক) ছিলেন ধর্মীয় আচার- অনুষ্ঠানের কর্মকর্তা, এর প্রধান কাজ ছিল ধর্মীয় উৎসব ইত্যাদি পরিচালনা করা।)

৩১৩) আকবরের ইবাদতখানায় নিম্নলিখিত উপস্থিত ছিলেন। এদের মধ্যে কে জৈন ধর্মের অনুসারী ছিলেন না?

-নারায়ণ মিশ্র

৩১৪) আকবর কার দ্বারা প্রভাবিত হয়ে গো-হত্যা নিষিদ্ধ করেন?

- দাদু দয়াল

৩১৫) শেখ মুসা নামক সন্ত আকবরের  থেকে 5000 মনসব পেয়েছিলেন।  এই শেখ মুসা কোন সম্প্রদায়ের  সাথে সম্পর্কিত?

- কাদিরিয়া সম্প্রদায়

৩১৬) মুঘল আমলে শিক্ষার ক্ষেত্রে একটি স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেখানে আকবর একটি বড় কলেজ প্রতিষ্ঠা করেন। এই স্থানটির নাম কি?

- আগ্রা

৩১৭) আকবর কোথায় রাজকীয় গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন?

- আগ্রা

৩১৮) আকবর কবে জৌনপুরকে তার অস্থায়ী রাজধানী করেন?

- 1567

(সেখানে তিনি তার সর্দারদের বাড়ি তৈরি করে উজবেকদের সম্পূর্ণরূপে বিনাশ না হওয়া পর্যন্ত থাকতে বলেছিলেন।)

৩১৯) পাঞ্জাবের গাখর জাতির প্রধান কামাল খান গাখরকে কোন মুঘল সম্রাট মনসবদার করেছিলেন?

- আকবর

৩২০) আকবরের গড় কাটাঙ্গা বিজয়ের সম্পূর্ণ বর্ণনা কোন গ্রন্থে পাওয়া যায়?

- তারিখ-ই-আলফি

৩২১) আকবর ফারসি ভাষায় বহু সংস্কৃত গ্রন্থের অনুবাদ কাজ সম্পন্ন করেন। এই উদ্দেশ্যে তিনি কোথায় একটি মক্তবখানা বা অনুবাদ ব্যুরো স্থাপন করেছিলেন?

- ফতেহপুর সিক্রি

৩২২) আকবর ফারসি ভাষায় বহু সংস্কৃত গ্রন্থের অনুবাদ কাজ সম্পন্ন করেন। অনুবাদ কাজের জন্য কোন কোন সংস্কৃত গ্রন্থ নির্বাচন করা হয়েছিল?

- মহাভারত, রামায়ণ, লীলাবতী এবং যোগবশিষ্ঠ

৩২৪) চিতোর দুর্গে মুঘলদের আক্রমণের কারণে উত্তর দেয়ালে ফাটল দেখা দেয়। দেয়ালের ঐ ফাটল মেরামত করতে গিয়ে জাইমাল গুলিবিদ্ধ হন। আকবর কোন বন্দুক থেকে ওই গুলি ছুড়েছিল?

- সংগ্রাম

৩২৫) আকবর কর্তৃক নির্মিত প্রথম দুর্গ কোনটি?

- আগ্রা

৩২৬) আকবরের চিতোর দুর্গ আক্রমণের সময় রাজপুত মহিলারা কার নেতৃত্বে জওহরব্রত পালন করেছিল?

- ফুলবতী

৩২৭) 'দক্ষিণের সম্রাট' উপাধি কে গ্রহন করেন?

- আকবর

৩২৮) আকবরের রাজত্বকালে কার নেতৃত্বে মালব বিজয় অভিযান হয়েছিল?

- আব্দুল্লাহ খান উজ্জাভেগ

৩২৯) গুজরাট বিজয়ের পর সেখানকার সুবেদার হিসাবে আকবর কাকে নিযুক্ত করেন?

-  মির্জা আজিজ কোকা

(ইতিয়াদ খানই আকবরকে গুজরাট জয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। টোডার মালকে আকবর গুজরাটের রাজস্ব ব্যবস্থার দায়িত্ব অর্পণ করেছিলেন।)

৩৩০) গুজরাট বিজয়ের পর সেখানকার রাজস্ব ব্যবস্থা দেখভালের জন্য আকবর কাকে নিযুক্ত করেন?

- টোডারমল

৩৩২) দাক্ষিণাত্যের সবচেয়ে শক্তিশালী দুর্গ হিসাবে কোন দূর্গকে বিবেচনা করা হত?

- আসিরগড়

৩৩৩) অসিরগড় বিজয়কে স্মরণ করার জন্য, আকবর একটি একটি সোনার মুদ্রা জারি করেছিলেন।  ঐ মুদ্রায়৷ কিসের প্রতিকৃতি অঙ্কিত ছিল?

- ঈগলের

৩৩৪) আকবরের জীবনের শেষ বিজয় কোনটি?

- অসিরগড় বিজয়

৩৩৫) মহারানা প্রতাপকে রাজি করানোর জন্য আকবর অনেক প্রতিনিধি পাঠান। এই প্রেরিত প্রতিনিধিদলের সঠিকক্রম উল্লেখ করুন?

- জালাল খান কুরচি>মানসিংহ>ভগবানদাস>রাজা টোডারমাল

(মানসিংহ এবং আসাফ খান মহারানা প্রতাপকে ধরতে পারেননি, সেজন্য আকবর তাদের উভয়কেই দরবারে কিছু দিনের জন্য প্রবেশের উপর  নিষেধাজ্ঞা জারি করেছিলেন।)

৩৩৬) আকবর কার প্রতি সন্তুষ্ট হয়ে তাঁকে সম্পূর্ণ ‘মিথিলা উপহার দিয়েছিলেন। কিন্তু তিনি তাঁর গুরুকে গুরুদক্ষিণা হিসেবে উক্ত মিথিলাকে দিয়ে দিয়েছিলেন?

- রঘুনন্দন দাস

(রঘুনন্দন দাস তার গুরু মহেশ ঠাকুরকে গুরু দক্ষিণা হিসাবে মিথিলা প্রদান করেন।)

৩৩৭) আকবরের গন্ডোয়ানা বিজয়ের সম্পূর্ণ বর্ণনা কোন গ্রন্থে পাওয়া যায়?

-  তারিখ-ই-আলফি

৩৩৮) সিকান্দ্রাবাদ নামক গ্রামটি সিকান্দার লোদি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং কোন শাসক মুঘল আমলে এই সিকান্দ্রাবাদের নাম পরিবর্তন করে বহিশতাবাদ নামকরণ করেছিলেন?

- আকবর

৩৩৯) আকবরের ইবাদতখানায় কোন ধর্মের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়নি?

- বৌদ্ধ ধর্ম

(ইবাদতখানায় জৈনধর্মের হরিবিজয় সুরি, জরথুষ্ট্রবাদের দস্তুর মেহেরজি রানা এবং হিন্দু ধর্মের পুরুষোত্তম ও দেবী পণ্ডিত উপস্থিত ছিলেন।)

৩৪০) কোন শাসকের ধর্মীয় নীতির বিরুদ্ধে কাজীরা ফতোয়া জারি করেছিলেন?

- মুহাম্মদ বিন তুঘলক ও আকবর

(মোল্লা ইয়াজদি ১৫৮১ খ্রিস্টাব্দে আকবরের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন। তিনি জৌনপুরের কাজী ছিলেন।)

৩৪১) আকবরের সৎ ভাই মির্জা হাকিমের  রাজধানী কোনটি ছিল?

- কাবুল

৩৪২) আকবর নিজেই  কাকে হত্যা করেছিলেন?

- আদম খান

৩৪৩) অফিমের নেশা করার কথা জানতে পেরে আকবর কাকে থাপ্পড় মারেন এবং তার আফিমের নেশা থেকে মুক্ত করার জন্য তাকে গোসলখানায় (বাথরুম) আটকে রেখেছিলেন?

- সেলিম

৩৪৪) আকবরের আমলে কোন আলেম মাদ্রাসার পাঠ্যক্রমের  সংশোধন করেন?

- ফতেহ উল্লাহ শিরাজী

৩৪৫) আকবরের দরবারের শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের মধ্যে কাকে সম্রাট ট্যাঁকশালের আধিকারিক  হিসেবে নিযুক্ত করেছিলেন?

-  দশবন্ত

৩৪৬) চিতোর আক্রমণের সময় আকবর দুর্গের কাছে একটি কৃত্রিম ঢিবি তৈরি করেছিলেন। ঐ ঢিবিটির নাম কী?

- মহির মাগরী

৩৪৭) চিতোর বিজয় উপলক্ষে আকবর কর্তৃক জারি করা 'ফতেহনামা' এর উল্লেখ কোন গ্রন্থে আছে?

- মুনশাত-ই- নামকীন

(রচয়িতা- মীর আবুল কাসিম)

৩৪৮) কোন মুঘল সম্রাট মাহদাভি ধর্মীয় নেতা 'মিয়ান মুস্তফা বন্দেগী' কে গ্রেফতার করে তার দরবারে নিয়ে এসেছিলেন?

- আকবর

৩৪৯) কোন মুঘল সম্রাট তার মীর বকশি 'লস্কর খান এবং শাহবাজ খান'কে তাদের অশালীন আচরণের জন্য শাস্তি দিয়েছিলেন?

- আকবর

৩৫০) আকবর রাজসভায় কোন দিন বিচার করতেন?

- বৃহস্পতিবার

 

সম্রাট আকবর ষষ্ঠ পর্ব>>>>

সম্রাট আকবর অষ্টম পর্ব >>>>

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

আকবর। কামরান। আকবরের মুদ্রা। আকবরের রাজ্যজয়। আবুল ফজল। বীরবল। হামিদা বানু বেগম। হিমু। আকবরের রাজস্ব.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad