আবুল ফজল ও বাদায়ুনী
Set by - Manas Adhikary
আবুল ফজল ও বাদায়ুনী। Abul Fazal and Badayuni.
আবুল ফজল। টোডারমাল। বীর সিং বুন্দেলা। তারিখ- ই- আলফি। ফাইজি। ফয়েজি। ফৈজি। বাদাউনি। বদায়ুনী।
নমস্কার : অভিনব একাডেমীতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো-মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট ‘আবুল ফজল ও বাদায়ুনী’। এই পর্বে আপনারা পেয়ে যাবেন আবুল ফজল ও বাদায়ুনী সম্পৰ্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আবুল ফজল ও বাদায়ুনী সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Abul Fazl and Badayuni MCQ
১) মুঘল আমলে আবুল ফজল কয় ধরনের অলঙ্কারের কথা উল্লেখ করেন?
- 37
২) আইন-ই-আকবরীর কোন অংশে ফজল আবুলের আত্মজীবনী রয়েছে?
-পঞ্চম
৩) 'ইতিহাস একটা চিকিৎসালয়'- উক্তিটি কার?
- আবুল ফজল
৪) আবুল ফজল কাকে 'প্রথার বা নিয়মের অন্ধ ভক্ত' বলেছেন?
- টোডারমাল
৫) আবুল ফজলকে কবে হত্যা করা হয়?
-1602
(জাহাঙ্গীরের নির্দেশে বীর সিং বুন্দেলা এই হত্যাকার্য সম্পন্ন করেছিলেন)
৬) আবদুর রহমানকে জাহাঙ্গীর 2000 মনসাব দিয়েছিলেন। এই আবদুর রহমান কার পুত্র ছিলেন?
-আবুল ফজল
৭) কার মৃত্যুতে আকবর দুদিন অন্ন গ্রহন করেন নি?
-আবুল ফজল
৮) আবুল ফজল কোন বাদ্যযন্ত্রের কথা উল্লেখ করেননি?
-পোখরাজ
৯) শাহজাহানের সময় রচিত বাদশাহনামা গ্রন্থের রচয়িতা আবদুল হামিদ লাহোরি কার শিষ্য ছিলেন?
-আবুল ফজল
১০) আকবর ইসলামের 1000 বছর স্মরণে তারিখ ই আলফি বইটির রচনা পরিচালনা করেছিলেন। এটি সাতজন লেখক মিলে লিখেছিলেন। কোন কোন ব্যক্তি এই সাতজনের মধ্যে ছিলেন ?
- নকিব খান, বাদাউনি, নিজামউদ্দিন আহমেদ, হাজী ইব্রাহিম
১১) আবুল ফজলের পর কে আকবরের রাজসভায় ঐতিহাসিক হিসাবে নিযুক্ত হন?
-ইনায়েতুল্লাহ
১২) কে আবুল ফজলকে নাস্তিক বলেছেন?
-আওরঙ্গজেব
১৩) আবুল ফজল কোন পুস্তকের ফার্সি অনুবাদ করে তার নাম দেন 'আনোয়ার- ই- সুহেলী'?
-পঞ্চতন্ত্র
(পঞ্চতন্ত্রের আরবি অনুবাদের নাম কলিলা দামনা)
১৪) আকবরের সময়ে মহাভারত, রজমনামা নামে অনূবাদ করা হয়। এর প্রস্তবনা বা ভুমিকা কে লিখেছেন?
-আবুল ফজল
১৫) 'তারিখ- ই- আলফি' নামক গ্রন্থের ভূমিকা কে লিখেছেন?
-আবুল ফজল
১৬) কে সম্রাটের দেহকে অ্যারিস্টটল বর্ণিত চারটি উপাদানের সংমিশ্রণ বলে মনে করেন?
-আবুল ফজল
১৭) 1576 সালের জুন মাসে মুঘলদের বিরুদ্ধে মেবারের মহারানা প্রতাপের যুদ্ধকে আবুল ফজল কোন যুদ্ধ বলেছিল?
-খামনোর যুদ্ধ
(রাজপুত সহ-সেনাপতি হাকিম খান সুরের সমাধি খামনোরে রয়েছে। বদায়ুনী এই যুদ্ধকে গোগুন্ডার যুদ্ধ বলেছেন। এই যুদ্ধটি ইতিহাসে হলদিঘাটের যুদ্ধ হিসাবে খ্যাত)
১৮) জেমস টড হলদিঘাটের যুদ্ধকে কি বলেছেন?
- মেবারের থার্মোপিল্লা
১৯) বদায়ুনী হলদিঘাটের যুদ্ধকে কি বলেছেন?
- গোগুন্ডার যুদ্ধ
২০) অগস্তিলাল শ্রীবাস্তব হলদিঘাটের যুদ্ধকে কি বলেছেন?
- বাদশাহ বাগযুদ্ধ
২১) রাজস্থানের 'আবুল ফজল' কাকে বলা হয়?
-ন্যানসি
২২) কোন মুঘল ইতিহাসবিদ চিত্রকলাকে 'জাদুকরী' হিসেবে বর্ণনা করেন?
-আবুল ফজল
(তাঁর মতে, এই শিল্প একটি জড় বস্তুকেও এমনভাবে উপস্থাপন করতে পারে যাতে মনে হয় যে ঐ বস্তুটিতে প্রাণ বর্তমান।)
২৩) কার মতে, 'পান্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ যেখানে ছিল সেই একই স্থানে হুমায়ুনের দুর্গ ছিল'?
-আবুল ফজল
২৪) বাদশাহনামার রচয়িতা কে?
-আবদুল হামিদ লাহোরি
২৫) আবদুল হামিদ লাহোরি কার শিষ্য ছিলেন?
-আবুল ফজলের শিষ্য
২৬) বাদশাহনামা একটি সরকারী ইতিহাস। এটি কয়টি জিল্দে (দফতর) বিভক্ত?
-তিনটি
২৭) বাদশাহনামার প্রতিটি জিল্দ কটি চান্দ্র বছরের বিবরণ দেয়?
-দশ
২৮) কোন ঐতিহাসিক গুহিল রাজবংশের উৎপত্তি ও স্থান, ইরানের শাসক নওশেখের সাথে সম্পর্কিত বলে উল্লেখ করেছেন?
-আবুল ফজল
২৯) আবুল ফজল, আকবরের দরবারে 36 জন বিশিষ্ট সঙ্গীতজ্ঞের উপস্থিতির কথা উল্লেখ করেছেন। এদের মধ্যে গোয়ালিয়রের বাসিন্দা ছিলেন কতজন?
-10
৩০) শাহজাহানের যুগে কোন হিন্দু কবি আবুল ফজলের শৈলীর সমন্বয় করে একটি নতুন শৈলী উপস্থাপন করেছিলেন?
- চন্দ্রভানু
৩১) মুঘল আমলে আবুল ফজল কাকে 'মুজান্না, তুর্কি, ইয়াবু, তার্জি, জংলা' নামে উল্লেখ করেছেন?
-বিভিন্ন ধরনের ঘোড়ার জাত
৩২) আবুল ফজলের মতে ভারতে বাবরের প্রথম আক্রমণ কবে হয় ?
-1505
৩৩) কোন মুঘল ঐতিহাসিক 'সুল- ই- কুল' এর আদর্শকে উজ্জ্বল শাসনের ভিত্তি হিসেবে অভিহিত করেন?
-আবুল ফজল
..৩৪) আবুল ফজলের হত্যাকাণ্ডের বিশদ বিবরণে আকবরের জীবনের শেষ বছরগুলো বর্ণনা কোন রচনা থেকে পাওয়া যায়?
-তারিখ ই রিসালা ই আসাদ বেগ
৩৫) 'সম্মানের চাদর ছিঁড়ে যাওয়ার পর তিনি বিদ্রোহী হয়ে ওঠেন।' - উপরের উক্তিটি কোন ঐতিহাসিকের?
-আবুল ফজল
৩৬) কে বলেছিলেন যে 'সব দেশেরই শিক্ষার জন্য স্কুল আছে, কিন্তু হিন্দুস্থান তার স্কুলগুলির জন্য বিশেষভাবে বিখ্যাত।'
-আবুল ফজল
৩৭) রাজার জন্য 'রাখাল' 'মালী' 'ডাক্তার'- এর মতো রূপক ব্যবহার করতে কে পছন্দ করতেন?
-আবুল ফজল
( আবুল ফজল সম্রাটদের উদ্দেশ্যে বলেন যে, - প্রজারা হলেন ঈশ্বরের দেওয়া আমানত')
৩৮) "ইতিহাস হল এমন একটি চিকিৎসালয় যেখানে একজন মানুষ তার দুঃখের ওষুধ খুঁজে পায় এবং দুঃখ নিরাময় করে!'- এই উক্তিটি কার?
-আবুল ফজল
৩৯) কে ধাতু ঢালাইয়ের কৌশল উল্লেখ করেন?
- আবুল ফজল
৪০) ফতেপুর সিক্রিতে 'মাদ্রাসা- ই- আবুল ফজল' কে প্রতিষ্ঠা করেন?
-আবুল ফজল
৪১) প্রথম কোন ভারতীয় বৈজ্ঞানিক উপায়ে 'অ্যালকোহল ডিস্টিলেশন মেথড' এর কথা উল্লেখ করেছিলেন?
-আবুল ফজল
৪২) আকবরের সময়ে, কে 'মাদাদ- ই- আনোয়ার' এবং 'মিরতুসানসাফা' নামে মাশনাভিস রচনা করেছিলেন?
- মোল্লা গাজ্জালী
৪৩) আকবরের সময়ে ফাইজি/ফয়েজি/ফৈজি গণিতের কোন বইটি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন?
- পাটি গণিত
(লীলাবতী এর আরেক নাম ছিল পাটিগণিত।)
৪৪) আকবরের আমলে হরিবংশ পুরাণ কে ফার্সি ভাষায় অনুবাদ করেন?
- মাওলানা শেরী
৪৫) ফয়েজী/ফাইজি/ফৈজি কোন গ্রন্থের উপর 'স্বাতি উল ইলহাম' নামে একটি টীকা লিখেছেন?
- কোরান
৪৬) আনোয়ার- ই- সুহেলী গ্রন্থের লেখকের নাম কী?
- আবুল ফজল
৪৭) মুঘল আধিপত্যকে মান্যতা দেওয়ার জন্য আকবর কাকে খান্দেশে দূত হিসেবে প্রেরন করেছিলেন?
- ফিজি/ফাইজি/ফয়েজি
৪৮) আকবর 1574 সালে ফতেহপুর সিক্রিতে অনুবাদ বিভাগ বা মক্তব খানা প্রতিষ্ঠা করেন। কাকে এর অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করেন?
- ফাইজি/ফয়েজি/ফৈজি/ফিজি
৪৯) 1579 সালের 26শে জুন ফতেহপুর সিক্রির জামে মসজিদে আকবর কাকে সরিয়ে নিজে ফয়েজির রচিত খুৎবা পড়ার সাহস দেখিয়েছিলেন?
- বেইজ
৫০) ফারসি ভাষায় অথর্ববেদের অনুবাদের কাজ কে শুরু করেন?
- বাদাউনি
৫১) মুঘল আমলে অথর্ববেদ কে ফার্সি ভাষায় অনুবাদ করেন?
- বাদাউনি এবং ইব্রাহিম সিরহিন্দ
৫২) বাদাউনির মতে আকবর কবে পুরোপুরিভাবে জিজিয়া রদ করেন?
- 1579
৫৩) বাদাউনি আকবরের কোন নীতির ঘোর বিরোধী ছিলেন?
- ধর্মীয়
৫৪) কে আকবরের একটি বই হারিয়ে ফেলেছিলেন, যার কারণে আকবর তাকে আদালতে আসা নিষিদ্ধ করে দেন?
- বদায়ুনী
৫৫) ইলতুৎমিশের নামকরণের কারন হিসাবে কোন ঐতিহাসিক বলেন যে- 'তিনি চন্দ্রগ্রহণের রাতে জন্মগ্রহণ করেছিলেন এই জন্য তার নাম রাখা হয় ইলতুৎমিস'?
- বাদায়ুনী
৫৬) বাদাউনির মতে, কোন দুই মুঘল শাসক তাদের পোশাকের প্রতি এতই অনুরাগী ছিলেন যে তারা প্রতিদিন নক্ষত্রমন্ডলী অনুসারে পোশাক পরতেন?
- হুমায়ুন ও আকবর
(বাদায়ুনি রচিত মুনতখাব- উত- তাওয়ারীখ এই বক্তব্যটি উল্লেখিত রয়েছে)
৫৭) তারিখ- ই- বাদায়ুনীতে আকবরের রাজত্বের সময়কাল কোন সাল পর্যন্ত উল্লেখ আছে?
- 1594
৫৮) কার মতে ফিরোজ তুঘলক, মহম্মদ বিন তুঘলকের পুত্রকে হত্যা করে অভিজাতদের সহায়তায় সিংহাসন দখল করেন?
- বাদাউনি
৫৯) কে বলেছেন নারীর সর্বোত্তম স্থান হল পর্দার পিছন?
- বাদাউনি
৬০) কে মহারানা প্রতাপকে সর্বত্র 'কিকা/কেকা' নামে উল্লেখ করেছেন?
- বদায়ুনী
৬১) আবদুল কাদির বাদাউনি 1565 সাল থেকে 1574 পর্যন্ত কোথাকার জায়গীরদার হোসেন খানের সেবায় নিযুক্ত ছিলেন?
- পাটিয়ালা
৬২) মুঘল সম্রাট আকবরের ইচ্ছানুযায়ী রামায়ণ ফার্সি ভাষায় অনুবাদ করেন কে?
- আব্দুল কাদির বদায়ুনী
৬৩) আকবর কত বিঘা জমি 'মদদ- ই- মাশ' হিসাবে বদাউনিকে দিয়েছিলেন?
- 1000
৬৪) ‘নিজাতুরশীদ’ নামক গ্রন্থে চিকিৎসা বিজ্ঞানের কথা বলা হয়েছে। এটি কার রচনা?
- বাদাউনি
৬৫) হলদিঘাটের যুদ্ধে গজযুদ্ধের (হাতির যুদ্ধের) বর্ণনা কে দিয়েছেন?
- আবুল ফজল ও বাদায়ুনী
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
আবুল ফজল। টোডারমাল। বীর সিং বুন্দেলা। তারিখ- ই- আলফি। ফাইজি। ফয়েজি। ফৈজি। বাদাউনি। বদায়ুনী।