Type Here to Get Search Results !

ওয়াহাবী আন্দোলন ও তিতুমীর [Wahhabi movement and Titumir]

 

ওয়াহাবী আন্দোলন 

SET BY - MANAS ADHIKARY

ওয়াহাবী আন্দোলন ও তিতুমীর। Wahhabi movement and Titumir.

মীর নিশার আলি| বারাসাত বিদ্রোহ| তারিকা--মহম্মদীয়া |কৃষ্ণদেব রায়| বাঁশের কেল্লা| গোলাম মাসুম| রামরতন চক্রবর্তী| এনায়েত আলি| বিলায়েত আলি| ইয়া-হিয়া আলি| লাল্লুর যুদ্ধ| Wahhabi Movement| Oayahabi Movement| Wayahabi Movement| Titumir| Mir Nisar Ali| Basnser Kella.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ওয়াহাবী আন্দোলন ও তিতুমীর। এই পর্বে থাকছে ওয়াহাবী আন্দোলন ও তিতুমীর সমন্ধে সংক্ষিপ্ত আলোচনা ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

ওয়াহাবী আন্দোলন ও তিতুমীর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরWahhabi movement and Titumir MCQ.

 



ওয়াহাবী আন্দোলন প্রথম শুরু হয় আরবদেশে। ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন দিল্লির সন্ত শাহ ওয়ালি উল্লাহ্ তাঁর পুত্র আজিজ। উত্তরপ্রদেশের  রায়বেরিলীর সৈয়দ আহমেদ, আব্দুল আজিজের সংস্পর্শে এসে এবং মক্কাতে হজ যাত্রার ফলে ওয়াহাবী আন্দোলনের শক্তি সম্পর্কে সচেতন হন৷ ভারতে ফিরে আসার পর তিনি এই সংগঠনকে শক্তিশালী করেন। সৈয়দ আহমেদের ডাকে সাড়া দিয়ে বহু মুসলিম যুবক ওয়াহাবি সেনাদলে যোগদান করেন৷ ওয়াহাবি মুক্তিবাহিনী উত্তর-পশ্চিমের সীমান্ত ঘাঁটি থেকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন৷ কিন্তু পাঞ্জাবের শিখ শক্তির সাথে ১৮৩১ খ্রীষ্টাব্দের বালাকোটের যুদ্ধে ওয়াহাবিরা পরাজিত হয় এবং সৈয়দ আহমেদ নিহত হন৷ এরপর ইংরেজ সেনাপতি গারভক লাল্লুর যুদ্ধে ওয়াহাবি শক্তিকে ধ্বংস করেন।

তিতুমীর

ওয়াহাবি ফরাজী আন্দোলনের প্রভাবে প্রভাবিত হন বাংলাদেশের কৃষক নেতা তিতুমীর। তিতুমীর বা তিতুমিঞার আসল নাম ছিল মীর নিসার আলি। তিনি ২৪ পরগনার বাদুড়িয়ার হায়দারপুর গ্রামে জন্মগ্রহন করেন। মক্কাযাত্রা করে সৈয়দ আহমেদের সংস্পর্শে এসে ওয়াহাবি মতে প্রভাবিত হন৷ তিতুমীর মূলত কৃষকদের উন্নতি চেয়েছিলেন৷ অত্যাচারী জমিদারদের তিনি বলপ্রয়োগে শায়েস্তা করার নীতি নেন৷ এক্ষেত্রে তিনি হিন্দু মুসলিম উভয় শ্রেণীর জমিদারকে শাস্তি দিতেন৷ তিতুর নির্দেশে কৃষ্ণদেব রায় অন্যনান্য জমিদারদের বিরুদ্ধে তিতুর অনুচরেরা আক্রমন  চালায়৷ তিনি ২৪ পরগনার নারকেলবেড়িয়ায় একটি বাঁশের কেল্লা তৈরী করে তাঁর শাসন প্রবর্তন করেন এবং ইংরেজদের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেন। ইংরেজ সেনা কামানের আক্রমনে বাঁশের কেল্লা ধ্বংস হয় এবং তিতুমীর বীরের মত মৃত্যুবরন করেন৷

MCQ প্রশ্নোত্তর

) ওয়াহাবী শব্দের অর্থ কী?

- নবজাগরন

) কারা ওয়াহাবী নামে পরিচিত?

- আরবে আব্দুল ওয়াহাব প্রতিষ্ঠিত সম্প্রদায় ওয়াহাবী নামে পরিচিত।

) ভারতে ওয়াহাবী আন্দোলন কে শুরু করেন?

- শাহওয়ালি উল্লাহ এবং তাঁর পুত্র আজিজ (হাজিজ)

) ভারতে ওয়াহাবী আন্দোলনের যথার্থ প্রতিষ্ঠাতা কে ?

- রায়বেরিলীর সৈয়দ আহমেদ

) ভারতকে দার-উল-শাব থেকে দার-উল-ইসলামে পরিনত করার চেষ্টা কে করেন?

- রায়বেরিলীর সৈয়দ আহমেদ

) ভারতে ওয়াহাবী আন্দোলনের কেন্দ্রস্থল কোথায় ছিল?

- পাটনার সিতলায়

) বাংলাদেশে ওয়াহাবী আন্দোলনের নেতৃত্ব দেন কে?

- তিতুমীর

) তিতুমীরের প্রকৃত নাম কী?

- মীর নিশার আলি

) তিতুমীর কোথায় সৈয়দ আহমেদের সংস্পর্শে এসে তার শিষ্যত্ব গ্রহন করেন?

- মক্কায়

১০) ওয়াহাবি আন্দোলনের কোন নেতা বলেছিলেন 'পীর-পয়গম্বরকে মানার দরকার নেই, মন্দির-মসজিদ তৈরীর প্রয়োজন নেই, ফতেয়া বা শ্রাদ্ধশান্তি অণুষ্ঠান করার প্রয়োজন নেই?

- তিতুমীর

১১) তিতুমীরের আন্দোলনের কেন্দ্রস্থল কোথায় ছিল?

- বারাসাত

 

মীর নিশার আলি| বারাসাত বিদ্রোহ| তারিকা--মহম্মদীয়া| কৃষ্ণদেব রায়| বাঁশের কেল্লা| গোলাম মাসুম| রামরতন চক্রবর্তী| এনায়েত আলি| বিলায়েত আলি| ইয়া-হিয়া আলি|লাল্লুর যুদ্ধ| Wahhabi Movement|Oayahabi Movement|Wayahabi Movement| Titumir|Mir Nisar Ali|Basnser Kella.

 

১২) ওয়াহাবী আন্দোলনের ওপর নাম কী ছিল?

- বারাসাত বিদ্রোহ

১৩) ওয়াহাবী আন্দোলন কাদের বিরুদ্ধে ছিল?

- নীলকর সাহেব অত্যচারী জমিদারদের বিরুদ্ধে

১৪) কার জমিদারী অঞ্চলে তিতুমীরের জনপ্রিয়তা সবথেকে বেশী ছিল?

- কৃষ্ণদেব রায়

১৫) কে ওয়াহাবীদের দাড়ি রাখার উপর আড়াই টাকা কর ধার্য করেছিলেন?

 - কৃষ্ণদেব রায়

১৬) তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মান করেন?

- বাদুড়িয়ার কাছে নারকেলবেড়িয়াতে

১৭) তিতুমীর বাঁশের কেল্লা থেকে যে শাসনব্যবস্থার প্রচলন করেছিলেন সেই শাসনব্যবস্থার প্রধানমন্ত্রী কে ছিলেন?

- মইনুদ্দিন

১৮) তিতুমীরের সেনাপতি কে ছিলেন?

- তাঁর ভাগ্নে গোলাম মাসুম

১৯) তিতুমীর বাঁশের কেল্লা থেকে যে শাসনব্যবস্থার প্রচলন করেছিলেন সেই শাসনব্যবস্থার গোয়েন্দাবিভাগের প্রধান কে ছিলেন?

- মিস্কিন শাহ

২০) ওয়াহাবী আন্দোলনের সময় বড়লাট কে ছিলেন?

- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

২১) তিতুমীরকে দমনের জন্য গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিঙ্ক কার নেতৃত্বে দশম পদাতিক বাহিনী পাঠিয়েছিলেন?

-কর্নেল স্টুয়ার্র্ট

২২) তিতুমীরের বাঁশের কেল্লা কে ভেঙে দেন?

- উইলিয়াম বেন্টিঙ্ক

২৩) ব্রিটিশ বাহিনী তিতুমীরের বাঁশের কেল্লা ঘিরে ধরার সময় কেল্লার মধ্যে তিতুমীরের অণুচর কতজন ছিল?

- ৬০০ জন

২৪) তিতুমীর কিভাবে মারা যান?

- উইলিয়াম বেন্টিঙ্ক তিতুমীরের বাঁশের কেল্লা ভেঙে দিলে সেই যুদ্ধে তিতুমীর মারা যান

২৫) তিতুমীরের ভাঙা কেল্লার সামনেই কাকে ফাঁসি দেওয়া হয়?

- তাঁর সেনাপতি গোলাম মাসুমকে

২৬) ওয়াহাবী আন্দোলনের সুত্রপাত কোথায় হয়?

 - আরবে

২৭) ভারতে প্রথম কোথায় ওয়াহাবী আন্দোলন শুরু হয়?

- দিল্লীতে

২৮) ওয়াহাবী আন্দোলনের বিদ্রোহীরা কোন দারোগাকে হত্যা করেন?

- রামরতন চক্রবর্তী

 ২৯) মেসিয়ানিক বৈশিষ্ট্য কোন আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য?

 - ওয়াহাবি

৩০) ওয়াহাবি আন্দোলনের সংগঠনকে দৃঢ় করার জন্য সৈয়দ আহমেদ চারজন খলিফা বা ধর্মগুরু নিয়োগ করেন। এদের নাম লিখুন।

- এনায়েত আলি, বিলায়েত আলি, ফারাহাত হোসেন মহম্মদ হোসেন

৩১) কার উদ্যোগে ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্রীয় কমিটি গঠিত হয়?

- ইয়া-হিয়া আলি

৩২) ওয়াহাবি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে ছিলেন?

- আমানুল্লা

৩৩) ওয়াহাবী আন্দোলনের পুরোধা সৈয়দ আহমেদ কোন যুদ্ধে প্রান বিসর্জন দেন?

 - শিখদের বিরুদ্ধে বালাকোটের যুদ্ধে;১৮৩১ সালে৷

৩৪) ধর্মোন্মাদ মুসলমানদের কান্ড কথাটি কোন আন্দোলনের সম্পর্কে বলা হয়?

- ওয়াহাবি আন্দোলন

৩৫) ওয়াহাবী আন্দোলনের প্রকৃত নাম কী ছিল?

- তারিকা--মহম্মদীয়া

৩৬) তারিকা--মহম্মদীয়া কথার অর্থ কী?

- ইসলামধর্মের প্রতিষ্ঠাতা হজরত মহম্মদ প্ৰদৰ্শিত পথ

৩৭) ভারতে ওয়াহাবি আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল?

- ইসলামের শুদ্ধিকরন

৩৮) ওয়াহাবি আন্দোলন কবে হয়?

- ১৮১৮ সালে

৩৯) উলায়েত আলি কোন মুঘল সম্রাটের নিকট ওয়াহাবি আদর্শ প্রচার করেছিলেন?

- বাহাদুর শাহ

৪০) কার নাম অনুসারে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়?

- আব্দুল ওয়াহাব

৪১) বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?

- তিতুমীর

৪২) ওয়াহাবি আন্দোলনের নেতা স্যার সৈয়দ আহম্মদ কত সালে কলকাতা আসেন?

 - ১৮২১ সালে

৪৩) লর্ড মেয়োকে কোন ওয়াহাবি আন্দোলনের নেতা হত্যা করেন?

- ওয়াহাবি আন্দোলনের নেতা শের আলি আফ্রিদি বা শের খান

৪৪) ‘ওয়াহাবি আন্দোলন কখনই জাতীয় আন্দোলন ছিল না এবং এই আন্দোলনের চরিত্র সাম্প্রদায়িকতা মুক্তও ছিল না' - বক্তা কে?  

- ডঃ রমেশ চন্দ্র মজুমদার

৪৫) ‘ইংরেজ শাসনের পরিবর্তে মুসলিম শাসন প্রতিষ্ঠা করাই ছিল ওয়াহাবী আন্দোলনের মূল উদ্দেশ্য - বক্তা কে?

- ডঃ রমেশ চন্দ্র মজুমদার

৪৬) ‘ওয়াহাবি আন্দোলন ছিল ধর্মীয় আদর্শে অনুপ্রানিত—- বক্তা কে?

- বিনয়ভূষণ চৌধুরি

৪৭) ওয়াহাবি আন্দোলন সম্পূর্ণভাবে লুপ্ত হয় কোন যুদ্ধের পর?

– লাল্লুর যুদ্ধে

৪৮) লাল্লুর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?

- গারভক

 

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

মীর নিশার আলি| বারাসাত বিদ্রোহ| তারিকা--মহম্মদীয়া| কৃষ্ণদেব রায়| বাঁশের কেল্লা| গোলাম মাসুম| রামরতন চক্রবর্তী| এনায়েত আলি| বিলায়েত আলি| ইয়া-হিয়া আলি|লাল্লুর যুদ্ধ| Wahhabi Movement|Oayahabi Movement|Wayahabi Movement| Titumir|Mir Nisar Ali|Basnser Kella.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad