Type Here to Get Search Results !

সম্রাট আকবর ষষ্ঠ পর্ব [AKBAR]

 

সম্রাট আকবর
Set By- Manas Adhikary


সম্রাট আকবর ষষ্ঠ পর্ব। AKBAR Part- VI

 

আকবর। কামরান। আকবরের মুদ্রা। আকবরের রাজ্যজয়। আবুল ফজল। বীরবল। হামিদা বানু বেগম। হিমু। আকবরের রাজস্ব.

নমস্কার : অভিনব একাডেমীতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো-মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  ‘আকবর এই পর্বে আমরা জানবো একটি অন্যতম গুরুত্বপূর্ন টপিক ‘আকবর’। এই পর্বে  আপনারা পেয়ে যাবেন আকবর সম্পৰ্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

সম্রাট আকবর সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Akbar MCQ

২৩১) কোন হিন্দু ব্যক্তি  মুঘল সম্রাট আকবর  মেয়ে সাফিয়াতুনিশাকে নিজের মেয়ের মতো বড় করেছিলেন?

- দুর্গাদাস রাঠোর

২৩২) আকবরের শাসনামলে 1591 সালে কে সিন্ধু জয় করেন?

- আব্দুল রহিম খান খানা

২৩৩) 1597 সালে আকবর কাশ্মীরে কয়টি প্রথা নিষিদ্ধ করেছিলেন?

-  55

২৩৪)  আকবর কার কাছ থেকে নাগারা বাজানো শিল্প শিখেছিলেন?

- বাজ বাহাদুর

২৩৫) আকবর কার নেতৃত্বে খানদেশ অভিযান চালান?

- ফয়েজি

২৩৬) আকবরের রাজত্বে একমাত্র ইরানি বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল?

- আসাফ খান

২৩৭) হুমায়ুন দিল্লি পুনর্দখল করার পর আকবর কোথায় সুবেদার হন?

-  লাহোর

২৩৮) আকবরের দরবারে আসার আগে মিয়াঁ তানসেন কার রাজসভায় ছিলেন?

- রেওয়ার রাজা রামচন্দ্র বাঘেলের

 ২৩৯) আকবর কিসের জন্য তুরবাং নামে এক রাজকর্মচারী  নিযুক্ত করেন?

- বাল্য বিবাহ বন্ধ করতে

 ২৪০) আকবর তার রাজত্বকালে কততম বর্ষে তার সাম্রাজ্যকে কয়েকটি  সুবোতে বিভক্ত করেন?

- 24 তম বছরে

২৪১)  আকবরের কোন পুত্র অতিরিক্ত মদিরা পানের কারণে মারা গিয়েছিল?

- মুরাদ

২৪২)  ঐতিহাসিক স্মিথ আকবরের কোন অভিযানকে সবচেয়ে দ্রুত অভিযান হিসেবে অভিহিত করেছিলেন?

- গুজরাট

২৪৩) কোন মুঘল সম্রাটের সময়ে ভারতে সুফিদের গোঁড়া নকশবন্দী স্কুলের উদ্ভব হয়েছিল?

- আকবর

 ২৪৪) মুঘল আমলে কে প্রথম নির্দিষ্ট আকৃতির মুদ্রার প্রচলন শুরু করেন?

- আকবর

২৪৫) আকবর কোন জৈন আচার্যকে  'যুগ প্রধান' উপাধি দিয়েছিলেন?

- জিনচন্দ্র সুরি

২৪৬)  দিল্লি ট্যাঁকশালের প্রধান হিসাবে আকবর কাকে নিযুক্ত করেন?

- আব্দুসসামাদ সিরাজী

 ২৪৭) বেঙ্গল ট্যাঁকশালের প্রধান হিসাবে আকবর কাকে নিযুক্ত করেন?

- টোডারমল

২৪৮)  জৌনপুর ট্যাঁকশালের প্রধান হিসাবে আকবর কাকে নিযুক্ত করেন?

- খাজা মনসুর

২৪৯)  লাহোর ট্যাঁকশালের প্রধান হিসাবে আকবর কাকে নিযুক্ত করেন?

- মুজাফফর খান তুরবাতি

২৫০)  আকবর কবে গন্ডোয়ানা জয় করেন?

- 1564 খ্রি

২৫১)  আকবর কবে কালিঞ্জর জয় করেন?

- 1569 খ্রি

২৫২)  আকবর কবে খান্দেশ জয় করেন?

-1591 খ্রি.

 ২৫৩) আকবর কোন প্রশাসনিক কর্মকর্তাকে 1% কমিশন দিয়েছিলেন?

- পটোয়ারী

 ২৫৪) আকবরের তার কোন দরবারী লেখককে  'জরিন কালাম' (সোনার কলম) উপাধি দিয়েছিলেন?

- মুহাম্মদ হোসেন

 ২৫৫) আকবর কাকে জারি- ই- আম উপাধি দিয়েছিলেন?

- মুহাম্মদ হোসেন

 ২৫৬) মুঘল সম্রাট আকবর কতবার খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় গিয়েছিলেন?

- 14 বার

২৫৭) কোন সম্রাট চিত্রকলার প্রশংসা করে বলেন যে-  চিত্রকরদের নিকট ঈশ্বরকে চেনার এক অদ্ভুত উপায় রয়েছে?

- আকবর

২৫৮)  আকবরের প্রথম সংঘর্ষ  কার সাথে হয়েছিল?

- মুহাম্মদ আদিল শাহের প্রধানমন্ত্রীর সাথে

(হেমু আদিল শাহের প্রধানমন্ত্রী ছিলেন)

২৫৯)  তারিখ- ই- আকবরীর রচয়িতা কে?

-আরিফ কান্দাহারী

 ২৬০) 1564 খ্রিস্টাব্দে আকবর দিল্লিতে থাকার সময় কে তাকে হত্যার ব্যর্থ প্রচেষ্টা করে?

- ফৌলাদ

(1564 খ্রিস্টাব্দে দিল্লিতে অবস্থানকালে ফৌলাদ আকবরকে হত্যার একটি ব্যর্থ চেষ্টা করাছিল। ফৌলাদ নামের একটি ছেলে সম্রাটকে তীর দিয়ে আক্রমণ করে। আবুল ফজলের মতে, ঘাতকের তীরটি আকবরের কাঁধের গভীরে প্রবেশ করেছিল। কিন্তু আব্দুল কাদির বদায়ুনী বলেছেন যে এই আঘাতটি ছিল খুবই সামান্য এবং আকবরের উগ্র আচরণের জন্য এই ঘটনাটি ঘটে)

২৬১)  তাজকিরা- ই হুমায়ুন ও আকবর গ্রন্থটি কে লিখেছেন?

- বায়েজিদ বায়ার

 ২৬২) আকবরকে কোন গ্রন্থে শরীয়তের শিক্ষক এবং উলামায়ে কেরানের পৃষ্ঠপোষক হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এই গ্রন্থে রাজা ভরমলকে মুতি- উল ইসলাম উপাধিতে ভুষিত করা হয়েছে?

- মীর আলা- উদ- দৌলা কাজভিনি রচিত নাফাইস- উল- মাসির গ্রন্থে

২৬৩) আকবরের আমলে কোন সুফি সাধক আকবরের উপর লাঠি চালিয়েছিলেন কারণ আকবর জাফরানের চাদর পরে দরবারে বসেছিলেন?

- শেখ আব্দুল কুদ্দুস গাঙ্গোহী

২৬৪) আকবর কোন স্থানে সাহিত্যকার লেখগড় (ইতিহাস রচনা বিভাগ) নির্মাণ করেন?

- ফতেপুর সিক্রি

২৬৫) আকবর ইসলামের এক হাজার বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে কোন বইটি রচনা করার নির্দেশ দেন?

- তারিখ- ই- আলফি

২৬৬) আকবরের শাসনামলে নিজামউদ্দিন আহমেদ কোন পদে নিযুক্ত ছিলেন?

- মীর বকশী

২৬৭) আকবর মসজিদগুলিকে আস্তাবল বানিয়েছিলেন, বিরোধী মোল্লাদের কান্দাহারে পাঠিয়েছিলেন যেখানে তাদের বদলে ঘোড়া দেওয়া হয়েছিল। আকবর দাড়ি রেখেছিলেন এবং ক্রীড়া ভবন প্রতিষ্ঠা করেছিলেন- এটি কার বক্তব্য?

- বাদাউনি

২৬৮) আকবর কোন ধর্মের মূল নীতির সাথে পরিচিত ছিলেন না?

- বৌদ্ধ ধর্ম

২৬৯) তবকাত- ই- আকবরী কে রচনা করেন?,

- নিজামউদ্দিন আহমেদ

২৭০) আকবর তার রাজত্বের শুরুতে প্রথম মুদ্রা কোনটি চালু করেছিলেন?

- মোহর

(1 মোহর সমান 9 রুপি)

২৭১) কোন জৌনপুরের কাজী আকবরের বিরুদ্ধে 'ফতোয়া' জারি করেছিলেন?

- মোল্লা মুহাম্মদ ইয়াজুদি

২৭২) প্রথম কোন রাজবংশ আকবরের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল?

- কাচওয়াহা

২৭৩) আকবর কবে নিজেকে 'আল্লাহর ছায়া' (জিল্লে এলাহী) বলে ঘোষণা করেন?

- 1574

(বাংলার শাসক দাউদ বিদ্রোহ  দমন এর সময়ে এই ঘোষনা করেছিলেন)

২৭৪) আবুল ফজল আকবরকে ফরজ ইজাদী বলেছিলেন, প্রাচীন ভাষায় একে কী বলা হতো?

- কিয়াম খুরা

২৭৫) আকবরের কোন দরবারী টোডারানন্দ গ্রন্থ রচনা করেন?

- নীলকান্ত

(আকবরের দরবারের বিখ্যাত জ্যোতিষী নীলকান্ত যুবরাজ সেলিমের রাশিফল তৈরি করেছিলেন।)

২৭৬) আবুল ফজল আকবরের দরবারে মোট ১৭ জন চিত্রশিল্পীর উল্লেখ করেছেন, এদের মধ্যে কতজন হিন্দু চিত্রশিল্পী ছিলেন?

- 13

২৭৭) সুলতান বাহলোল লোদি 'বাহলোলি' নামে একটি মুদ্রা জারি করেছিলেন যা আকবরের সময় পর্যন্ত উত্তর ভারতে বিনিময়ের প্রধান মাধ্যম ছিল। এটি নিচের কোন ধাতু দিয়ে তৈরি ছিল?

- রূপা - তামা

২৭৮) আকবরের সময়ে কতজন মন্ত্রী পরিষদ ছিল?

- 4

২৭৯) আকবর কাকে ইরানে দূত হিসেবে পাঠান?

- মীর মুহাম্মদ মাসুম

(১৬০৩-০৪ সালে মীর মুহাম্মদকে দূত হিসাবে পাঠানো হয়। তিনি তারিখ-ই-সিন্ধু গ্রন্থটি রচনা করেন)

২৮০) হুমায়ুন প্রথমে কাকে আকবরের অভিভাবক (আতালিক) হিসেবে নিযুক্ত করেন?

- মুনিম খান

২৮১) আকবর কোন জৈন আচার্যকে সম্মানিত করেছিলেন?

- হরিবিজয় সুরি

২৮২) আকবর সৌরাষ্ট্রের শতরুঞ্জয় পাহাড়ে আদিশ্বর জৈন মন্দিরটি কোন জৈন আচার্যকে উৎসর্গ করেছিলেন?

- হরিবিজয় সুরি

২৮৩) আকবরের আসিরগড় বিজয়ে কোন জৈনব্যক্তি তার সাথে ছিলেন?

-  সিদ্ধিচন্দ্র ও ভানুচন্দ্র

২৮৪) কোন মুঘল শাসকের মাতা গরু পালনের জন্য তার জায়গির থেকে জমি দান করেছিলেন?

- আকবর

(মাতা - হামিদা বানু বেগম)

২৮৫) খলিফার ষড়যন্ত্রের কথা কোন গ্রন্থে উল্লেখ আছে?

- তারিখ ই আকবরী

(নিজামুদ্দিন আহমেদ নিজামী লিখেছেন, মেহেন্দি খাজাকে হুমায়ুনের জায়গায় নিজামুদ্দিন খলিফা সম্রাট বানাতে চেয়েছিলেন।)

২৮৬) আকবর কোন কবিকে 'মালিক উশ শোআরা' উপাধিতে ভূষিত করেছিলেন?

- ফয়েজি

২৮৭) আকবর চিত্রশিল্পীদের মধ্যে কাকে মুলতানের দেওয়ান হিসাবে নিযুক্ত করেছিলেন?

- আব্দুল সামাদকে

২৮৮) আকবরের শাসনামলে 'দিওয়ানে বয়ুতাত' নামে  কর্মকর্তার কাজ কি ছিল?

- রাজকীয় কারখানায় স্বর্ন যাচাই করা

২৮৯) কার মৃত্যুতে আকবর মস্তক মুন্ডন করেছিলেন?

-  মহাম আঙ্গা ও হামিদা বানু বেগম

২৯০) ১৫৮১ সালকে আকবরের জীবনের সবচেয়ে দুঃখজনক বছর বলে মনে করা হয়, এর কারণ কী??

- এই বছর আকবরের সৎভাই মির্জা, আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা  করেন।

২৯১) কার সময়ে 'খানিয়াগাড়া' নামক একটি সঙ্গীত বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল, যেটিতে ভারত, ইরান, তুরান, কাশ্মীর এর সঙ্গীতশিল্পীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল?

- আকবর

২৯২) আকবর যেমন সোনার চাবি দিয়ে আসিরগড়ের দুর্গ খুলেছিলেন, একইভাবে আওরঙ্গজেব সোনার চাবি দিয়ে কোন দুর্গ খুলেছিলেন?

- গোলকুন্ডা

২৯৩) আকবর কোন সুফি সাধককে 5000 মনসব প্রদান করেছিলেন?

- শেখ মুসা

২৯৪) কোন রাজপুত শাসক সর্বপ্রথম আকবরের বশ্যতা স্বীকার করেন?

- ভরমল

( কাচওয়াহা রাজপুত ভারমল স্বেচ্ছায় আকবরের অধীনতা স্বীকার করেছিল। গুজরাট অভিযানের সময় ভরমলকে আগ্রার দায়িত্ব দেওয়া হয়েছিল। ভগবান দাস ছিলেন ভরমলের পুত্র এবং মানসিংহ ভগবান দাসের পুত্র।)

২৯৫) আকবরের রাজ্যাভিষেকের বিরোধিতা করেন কে?

- আবুল মওলী

(হুমায়ুন আবুল মওলিকে ফরজন্দ বলে ডাকতেন। তিনি কামরানের পুত্র। আকবরের রাজ্যাভিষেক অনুষ্ঠানে তিনি অনুপস্থিত ছিলেন।)

২৯৬) আকবর কোন ব্রাহ্মণকে 'বিক্রমজিৎ' উপাধি দিয়েছিলেন?

- পরতরায় দাস

২৯৭) আকবর যখন বিকানের আক্রমণ করেন তখন রাজা আমসিংহ ঘুমিয়েচ্ছিলেন। তাকে জাগানোর সাহস কারো ছিল না। কে তাকে গান গেয়ে জাগিয়েছিল?

- পদ্মা

২৯৮) মুঘল মুদ্রা ব্যবস্থাকে সাজানো এবং একটি উন্নত রূপ দেওয়ার জন্য কোন মুঘল সম্রাটকে কৃতিত্ব দেওয়া হয়?

- আকবর

২৯৯) আকবর 1577 সালে কোথায় রাজকীয় টাকশাল তৈরি করেন?

- দিল্লিতে

৩০০) আকবর মুদ্রাকে শৈল্পিক আকার দেওয়ার জন্য কোন চিত্রশিল্পীর উপর দায়িত্ব দিয়েছিলেন?

-খাজা আবদুল সামাদ

  

সম্রাট আকবর পঞ্চম পর্ব >>>>

সম্রাট আকবর সপ্তম পর্ব >>>>

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

আকবর। কামরান। আকবরের মুদ্রা। আকবরের রাজ্যজয়। আবুল ফজল। বীরবল। হামিদা বানু বেগম। হিমু। আকবরের রাজস্ব.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad