ফরাজী আন্দোলন
SET BY - MANAS ADHIKARY
ফরাজী আন্দোলন।Faraji Movement.
.নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ফরাজী আন্দোলন। এই পর্বে থাকছে ফরাজী আন্দোলন থেকে সংক্ষিপ্ত আলোচনা ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ফরাজী আন্দোলন সংক্ষিপ্ত আলোচনা ও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। About Faraji Movement and MCQ.
ফরাজী আন্দোলনের প্রথম নেতা ছিলেন হাজী শরিয়াতুল্লা। তিনি পূর্ববঙ্গের ফরিদপুর জেলার মাদারিপুরে ১৭৮১ সালে এক ধনী তালুকদারের (মতান্তরে কৃষকের) গৃহে জন্মগ্রহন করেন। কোরান ও ইসলামীয় ধর্মতত্ত্ব সম্বন্ধে লেখাপড়ার জন্য জন্য তিনি কলকাতায় বাসার আলির মক্তবে ভর্তি হন। পরে হুগলীতে আরবী ও ফার্সী ভাষা শিক্ষালাভ করেন। ১৭৯৯ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি আরবী সাহিত্য ও ইসলামীয় আইন সম্বন্ধে লেখাপড়া করার জন্য বাসার আলির সাথে হজযাত্রার সময় মক্কা যান। কাইরাের বিখ্যাত আল আহজার বিশ্ববিদ্যালয়েও তিনি পড়াশুনা করেন। ১৮১৮ খ্রীস্টাব্দে তিনি দেশে ফিরে মাদারিপুরে ফারাজী আন্দোলন গঠন করেন। ফারাজী শব্দের অর্থ ফার্জ শব্দ থেকে। ফার্জ কথার অর্থ ঈশ্বরের সেনানায়ক। এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল শত্রুর দেশ অর্থাৎ ইংরেজ অধিকৃত ভারতবর্ষে পুনরায় মুসলিম শাসন ফিরিয়ে আনা। প্রসঙ্গত উল্লেখ্য যে তখনকার দিনে মুসলিমরা ইংরেজ অধিকৃত ভারতকে দার-উল-হার্ব বা শত্রুর দেশ বলত। এইসময় মুসলমান কৃষকরা হিন্দু জমিদারদের ব্যক্তিগত উৎসব ইত্যাদি পালনের জন্য অন্যয়ভাবে চাপান অতিরিক্ত করসমূহ অত্যন্ত দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেন। ১৮৩৭ সালে তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র দুদু মিয়াঁর আমলে এই বিদ্রোহ চরম শিখরে উপনীত হয়। দুদু মিয়াঁর আসল নাম ছিল মহম্মদ মহসীন আলাউদ্দিন আহম্মদ। দুদু মিয়ার সময় ফরাজী আন্দোলনের মূল লক্ষ্য হয়ে হয়ে দাঁড়ায় কৃষকদের অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন। তিনি মহরেম উৎসব পালন, বিবাহ, মৃত্যু উপলক্ষে অহেতুক অর্থব্যয়, পীর বা ফকিরদের উদ্দেশ্যে উপাসনা ইত্যাদি বন্ধ করে দেন। তাঁর সময়ে ‘ফরাজী-খিলাফততন্ত্র প্রতিষ্ঠিত হয়। মুসলিম কৃষকরা যেমন সরকারকে কর দেওয়া বন্ধ করেন, তেমনি ব্রিটিশ আদালতে না গিয়ে গ্রামের বিচার গ্রামেই করার ব্যবস্থা করেন। এই সময় থেকেই সংগঠনের নিজস্ব লাঠিয়াল ও নির্বাচিত পঞ্চায়েত ব্যবস্থা
প্রবর্তন করা হয়। ফারাজী-খিলাফৎতন্ত্রের সর্বোচ্চ পদে থাকতেন ওস্তাদ। একদল উচ্চতর খলিফা তাঁর কার্য পরিচালনায় তাঁকে সাহাজ্য করতেন। এই উচ্চতর খলিফার নীচেই থাকত ‘সুপারিন্টেনডেন্ট খলিফা এবং গ্রাম বা ‘ওয়ার্ড খলিফাগন। সমগ্র ফারাজী এলাকাকে ক্ষুদ্ৰক্ষুদ্র গ্রাম্য এককে ভাগ করা হয়েছিল। প্রতিটি এককে দুদু মিয়ার একজন করে প্রতিনিধি থাকতেন যিনি ফারাজী কার্যকলাপের জন্য একটি সাধারন কর আদায় করতেন। এই আন্দোলন হিন্দু জমিদার ও নীলকরদের যথেষ্ট ভয়ের কারন হয়ে উঠেছিল। কারন যদিও প্রথমদিকে কিছু মুসলিম জমিদার ফারাজীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা পরস্পরের মধ্যে একটা সমঝােতায় আসেন। ফলে ফরিদপুর, বাখরগঞ্জ, ঢাকা, পাবনা, নােয়াখালি ও ত্রিপুরার হিন্দু জমিদারদের সাথে ফারাজীদের দীর্ঘস্থায়ী সংগ্রাম শুরু হয়। এই সংগ্রামে ফরিদপুর জেলার এক জমিদার ফারাজীদের হাতে নিহত হন। অল্প কিছুদিন পর এক নীলকর সাহেব হিন্দুদের সহায়তায় দুদুর প্রধান ঘাঁটি বাহাদুরপুর আক্রমন করেন। প্রত্যুত্তরে ফারাজীরা ডানলপের কুঠি আক্রমন করেন এবং তার সম্পত্তির প্রচুর ক্ষতি করেন। এই সময় দুদুর অনুগামীরা সংখ্যা দাঁড়ায় প্রায় ৮০০০০৷ ১৮৪৭ সালে প্রধান প্রধান অনুচরসহ দুদু ইংরেজদের হাতে গ্রেপ্তার হন। দুদুর মৃত্যুর পর তাঁর পুত্র আব্দুল গফর ওরফে নােয়া মিয়া ফারাজীদের নেতৃত্ব গ্রহন করেন। নােয়া মিয়া ফরাজী আন্দোলনকে তার অর্থনৈতিক লক্ষ্য থেকে সরিয়ে এনে ধর্মীয় সংস্কারের মধ্যে আবদ্ধ করে তাকে ইসলাম ধর্ম সংস্কার আন্দোলনের রূপ ধারন করে। সেহেতু এই অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামটি দুর্ভাগ্যবশত শ্রেনী সংগ্রামে পরিনত না হয়ে শেষ পর্যন্ত এক সাম্প্রদায়িক শত্রুতায়। পরিনত হয়।
ফরাজী আন্দোলন। হাজী শরিয়াতুল্লা। দুদু মিয়া। Faraji Movement। Haji Shariatullah। About Faraji Movement। Dudu Mia। Faraji Movement MCQ.
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) ফরাজী আন্দোলনের অপর নাম কী?
- মিয়া আন্দোলন
২) ফরাজি আন্দোলনের প্রবর্তক কে?
- হাজী শরিয়ত উল্লাহ
৩) ফরাজী আন্দোলনের নেতা কে ছিলেন?
- হাজি শরিয়াতুল্লা
৪) হাজী শরিয়াতুল্লার বাড়ী কোথায় ছিল?
- ফরিদপুর জেলা মাদারীপুর
৫) হাজী শরিয়াতুল্লা ইংরেজ অধিকৃত ভারতবর্ষকে কি নামে চিহ্নিত করেন?
- দার-উল-হার্ব অর্থাৎ শত্রুর দেশ
৬) ফরাজী শব্দটি কোথা থেকে এসেছে?
- আবরী শব্দ ফার্জ থেকে
৭) ফার্জ শব্দের অর্থ কী?
- ঈশ্বরের সেনানায়ক
৮) দুদু মিঞার আসল নাম কী?
- মহম্মদ মহসীন আলাউদ্দিন মহম্মদ
৯) দুদু মিঞার পিতা কে ছিলেন?
- হাজী শরিয়াতুল্লা
১০) দুদু মিঞা কোন সংগঠন গড়ে তোলেন?
- ফরাজী খিলাফত
১১) ফরাজী খিলাফত সংগঠনের সর্বোচ্চ পদ কি ছিল?
- ওস্তাদ
১২) ফরাজী খিলাফত সংগঠনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ছিল?
- বাহাদুর পুরে
১৩) ফরাজী আন্দোলন প্রধানত কোথায় দেখা গিয়েছিল?
- পূর্ববঙ্গে (অধুনা বাংলাদেশে)
১৪) ফরাজী আন্দোলনের ওপর নাম কী?
- হানিফা আন্দোলন বা মিঞা আন্দোলন (ফরাজীরা ছিল হানিফা গোষ্ঠীর অর্ন্তভুক্ত সুন্নি মুসলিম৷ সেজন্য এদের সংস্কার আন্দোলনকে হানিফা আন্দোলন বলা হয়)
১৫) ফরাজী শব্দের অর্থ কী?
- ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য
১৬) কে ফরাজী আন্দোলন কারীদের লাল প্রজাতন্ত্রী বলেছেন?
- উইলিয়াম হান্টার
১৭) কাদের বিরুদ্ধে ফরাজী আন্দোলন গড়ে তোলা হয়?
- নীলকর সাহেব ও হিন্দু-মুসলিম জমিদারদের বিরুদ্ধে
১৮) দুদু মিঞার সময় ফরাজীদের স্লোগান কী ছিল?
- যারা জমি চাষ করছে জমি তাদেরই এবং জমির মালিক ঈশ্বর
১৯) ফরাজিরা ফরিদপুর জেলায় অন্তর্গত পাঁচচরে অবস্থিত ইংরেজ নীলকর ডানলপের কুঠি আগুনে পুড়িয়ে দিয়েছিল, এবং সেই সাথে তার এক গোমস্তাকে খুন করেছিল৷ সেই গোমস্তার নাম কী?
- কালিপ্রসাদ
২০) দুদু মিঞাকে কবে কারারুদ্ধ করা হয়?
- ১৮৫৭ সালে
২১) দুদু মিঞা কবে মারা যান?
- ১৮৬২ সালে
২২) ফরাজী আন্দোলন সময়কাল লেখ?
- ১৮১৮ থেকে ১৯০৬ সাল পর্যন্ত
২৩) ফরাজী আন্দোলন কতদিন ধরে চলেছিল?
- প্রায় ৮০ বছর
২৪) কার আমলে ফরাজী আন্দোলন হয়?
- লর্ড কর্নওয়ালিস
২৫) ইসলামের আসল শত্রু হল এই বিধর্মী ইংরেজ ও তাদের আশ্রিত জমিদারশ্রেনী - উক্তিটি কার?
- হাজি শরিয়ৎ উল্লাহ
২৬) ‘সকল জমির মালিক আল্লাহ। আল্লাহ জমিদার সৃষ্টি করেন নাই। সুতরাং জমিদারকে খাজনা দেওয়ার দরকার নেই। ইংরেজদের রাজত্বও মান্য করার দরকার নেই'- উক্তিটি কার?
- হাজী শরিয়ৎ উল্লাহের পুত্র দুদু মিঞার
২৭) কার মতে ‘দুদুমিঞা তাঁর অনুগামীদের কাছে কাছে ছিলেন ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতার জুলন্ত প্রতীক?
- ড. শশীভূষণ চৌধুরী
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
ফরাজী আন্দোলন। হাজী শরিয়াতুল্লা। দুদু মিয়া। Faraji Movement। Haji Shariatullah। About Faraji Movement। Dudu Mia। Faraji Movement MCQ.