কনস্যুলেট শাসনব্যবস্থা
Set By - Manas Adhikary
কনস্যুলেট শাসনব্যবস্থা| Consulate Administration.
কনস্যুলেট| কনসাল| অষ্টম বছরের সংবিধান| কাউন্সিল অব স্টেট| ট্রাইবুনেট| ব্যবস্থাপক সভা| সিনেট| ম্যারেঙ্গার যুদ্ধ| আমিয়েন্সের সন্ধি| লুনেভিলের সন্ধি| বিপ্লবের সন্তান| লাইসী|
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক কনস্যুলেট শাসনব্যবস্থা। এই পর্বে কনস্যুলেট শাসনব্যবস্থা সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।কনস্যুলেট শাসনব্যবস্থা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Consulate Administration MCQ.
১) ফ্রান্সে কোন শাসনব্যবস্থার উচ্ছেদের পর কনস্যুলেট শাসনব্যবস্থা চালু করা হয়?
- ডাইরেক্টরি শাসনব্যবস্থা
২) ডাইরেক্টরি শাসনব্যবস্থার উচ্ছেদ ঘটান কে?
- নেপোলিয়ন
৩) কনস্যুলেট শাসনব্যবস্থার প্রচলন ঘটায় কে?
- নেপোলিয়ান
৪) কোন ঘটনার মাধ্যমে কনস্যুলেট শাসনব্যবস্থা চালু হয়?
- ১৮ ই ব্লুমেইয়ার ঘটনার মাধ্যমে
৫) কনস্যুলেট শাসনব্যবস্থার সময়কাল লেখ।
- ১৭৯৯ - ১৮০৪ সাল
৬) কনস্যুলেট শাসনব্যবস্থা কোন ধরনের শাসনব্যবস্থা?
- সামরিক শাসনব্যবস্থা
৭) কনস্যুলেট শাসনব্যবস্থার শাসনভার কাদের উপর ছিল?
- তিনজন কনসালেরর উপর। তাঁরা হলেন - নেপোলিয়ন, রজার ডুকাস এবং অ্যাবোসিয়াস
৮) কনস্যুলেট শাসনব্যবস্থার সংবিধান কে রচনা করেন?
- সংবিধান বিশেষজ্ঞ অ্যাবেসিয়াস
৯) অ্যাবে সিয়াস কার নির্দেশে কনস্যুলেট শাসনব্যবস্থার সংবিধান রচনা করেন?
- নেপোলিয়ন
১০) কনস্যুলেট শাসনব্যবস্থার সংবিধান কী নামে পরিচিত?
- অষ্টম বছরের সংবিধান (Constitution of the Year VIII)
১১) কনস্যুলেট শাসনব্যবস্থার সংবিধান ফরাসি বিপ্লবের কততম সংবিধান ছিল?
- চতুর্থ
১২) কনস্যুলেট শাসনব্যবস্থার স্বরূপ কী ছিল?
‘গণতন্ত্রের ছদ্মবেশে একনায়কতন্ত্র' ‘আচ্ছাদিত সামরিক স্বেচ্ছাচারিতা এবং ‘কৃত্রিম একনায়কত্ব’
১৩) কনস্যুলেট শাসনব্যবস্থায় কতজন কনসাল ছিলেন?
- তিনজন
১৪) কনস্যুলেট শাসনব্যবস্থায় যে তিনজন কনসাল ছিলেন তারা কারা?
- নেপোলিয়ন, অ্যাবে সিয়াস ও রজার ডুকোস
১৫) কনস্যুলেট শাসনব্যবস্থায় কনসালরা কতবছরের জন্য নিযুক্ত হয়েছিলেন?
- ১০ বছর
১৬) কনস্যুলেট শাসনব্যবস্থায় সর্বেসর্বা কে ছিলেন?
- প্রথম কনসাল নেপোলিয়ন
১৭) কনস্যুলেট শাসনব্যবস্থায় আইনসভা কয়টি অংশে বিভক্ত ছিল?
- চারটি৷ যথা – কাউন্সিল অব স্টেট, ট্রাইবুনেট, ব্যবস্থাপক সভা ও সিনেট
১৮) রাজ্যপরিষদ বা কাউন্সিল অব স্টেটের সদস্য সংখ্যা কত ছিল?
- ২৫ জন
১৯) কাউন্সিল অব স্টেটের কাজ কী ছিল?
- আইনের প্রস্তাব উত্থাপন করা
২০) বিচারালয় বা ট্রাইবুনেটের সদস্যসংখ্যা কত ছিল?
- ১০০ জন
২১) ট্রাইবুনেটের কাজ কী ছিল?
- কাউন্সিল অব স্টেট কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি সম্পর্কে আলোচনা করা
২২) বিধান সভা বা ব্যবস্থাপক সভার সদস্য সংখ্যা কতজন ছিল?
- ৩০০ জন
২৩) ব্যবস্থাপক সভার কাজ কী ছিল?
- কোন রকম আলোচনা ছাড়াই প্রস্তাবটিকে ভোটে পাস করানো
২৪) সিনেটের সদস্য সংখ্যা কত ছিল?
- ৮৫ জন
২৫) সিনেটের কাজ কী ছিল?
- ভোটে পাস হওয়া আইনটির শাসনতান্ত্রিক যৌক্তিকতা বিচার করে আইনটি গ্রহন বা বর্জন করা।
২৬) কে তাঁর আত্মজীবিনীতে লেখেন যে, তাঁর চল্লিশটি যুদ্ধের চেয়েও ফ্রান্সে তাঁর সংস্কারগুলি অধিকতর গুরুত্বপূর্ণ ছিল?
- নেপোলিয়ন
২৭) ‘আমি এমন গৌরব রেখে যেতে চাই যা ভিবিষ্যৎ বংশধরদের কাছে উদাহরন হয়ে থাকবে'- বক্তা কে?
- নেপোলিয়ন
২৮) ‘কনস্যুলেটের শাসনযন্ত্রের ইঞ্জিন ও বাস্প ছিলেন প্রথম কনসাল'- উক্টিটি কার?
- কোবান
২৯) ‘নেপোলিয়নের সাম্রাজ্য ক্ষনস্থায়ী হলেও তাঁর অসামরিক সংস্কারগুলি গ্রানাইট পাথরের শক্ত ভিত্তির উপর স্থায়ীভাবে নির্মিত হয়'- উক্তিটি কার?
- ঐতিহাসিক ফিশার
৩০) ‘নেপোলিয়ন ছিলেন অষ্টাদশ শতকের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ প্রজাহিতৈষী শাসক'- উক্তিটি কার?
- ডেভিড টমসন
৩১) রাজনৈতিক কারনে নির্বাসিত লাফায়েৎ, র্যারিকে প্রমুখ ব্যক্তিদের নিজের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা কে করেন?
- নেপোলিয়ন
৩২) কে লা-ভেন্ডি নামক স্থানের ক্যাথলিকদের ধর্মাচরনের অধিকার ফিরয়ে দেন?
- নেপোলিয়ান
৩৩) ষোড়শ লুই-এর মৃত্যুদন্ড, রোবপিয়ারের পতন ইত্যাদি দিনগুলিকে ফ্রান্সে জাতীয় উৎসব হিসাবে পালন করা হত। কে এইসব জাতীয় দিবসগুলি বন্ধ করেন?
- নেপোলিয়ন
৩৪) নেপোলিয়ন সমগ্র দেশকে মোট কতগুলি প্রদেশে বিভক্ত করেছিইলন?
- ৮৩ টি
৩৫) নেপোলিয়ানের আমলে প্রদেশগুলি মোট কতগুলি ক্যান্টনে বা জেলায় বিভক্ত ছিল?
- ৫৪৭ টি
৩৬) নেপোলিয়ান প্রবর্তিত শাসনব্যবস্থায় পুলিশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত (স্বরাষ্ট্রমন্ত্রী) ব্যক্তির নাম কী ছিল?
- ফুচে
৩৭) নেপোলিয়ান প্রবর্তিত শাসনব্যবস্থায় বিদেশ দপ্তর বিভাগের (পররাষ্ট্র বিভাগ) দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম কী ছিল?
- ট্যালির্যান্ড বা তালেরা
৩৮) নেপোলিয়ান প্রবর্তিত শাসনব্যবস্থায় অভ্যন্তরীন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম কী ছিল?
- লুইসেন বোনাপার্ট
৩৯) নেপোলিয়ান প্রবর্তিত শাসনব্যবস্থায় অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম কী ছিল?
- গোদিন বা গোদা
৪০) নেপোলিয়ান প্রবর্তিত শাসনব্যবস্থায় সামরিক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন?
- কার্নো
৪১) কনস্যুলেটের শাসনব্যবস্থায় যারা কর সংগ্রহের আধিকারিক ছিলেন তাদেরকে কী বলা হত?
- রিসিভার্স জেনারেল
৪২) ফ্রান্সে প্রতিষ্ঠিত প্রথম ব্যাঙ্কের নাম কী?
- ব্যাঙ্ক অব ফ্রান্স
৪৩) এই ব্যাঙ্কটি সরকারী ছিল না বেসরকারী?
- সরকার নিয়ন্ত্রিত বেসরকারী প্রতিষ্ঠান
৪৪) ফ্রান্সের ব্যাঙ্ক অব ফ্রান্স কোন দেশের ব্যাঙ্কের অনুকরনে গঠন করা হয়েছিল?
- ইংল্যান্ড
৪৫) কনস্যুলেট শাসনব্যবস্থা চলাকালীন নেপোলিয়ন কাকে সন্ধির প্রস্তাব দিলে তিনি তা নাকচ করে দেন?
- ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পিট
৪৬) ১৮০০ সালের ম্যারেঙ্গার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
- ফ্রান্স ও অস্ট্রিয়া
৪৭) ম্যারেঙ্গার যুদ্ধে কোন দেশ পরাজিত হয়েছিল?
- অস্ট্রিয়া
৪৮) ফ্রান্সের সাথে হোহেনলিন্ডেনের যুদ্ধে অস্ট্রিয়া বাহিনী পরাজিত হয়েছিল। এই পরাজয়ের ফলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা বিপন্ন হয়ে পড়ে৷ এই যুদ্ধে ফ্রান্সের সেনাপতি কে ছিলেন?
- মোরো
৪৯) লুনেভিলের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
- ফ্রান্স ও অস্ট্রিয়া
৫০) লুনেভিলের সন্ধি কতসালে হয়?
- ১৮০১ সালে
৫১) নেপোলিয়নের বিরুদ্ধে ‘উত্তরাঞ্চলের সশস্ত্র নিরপেক্ষতা’ গড়ে তোলার পিছনে কোন কোন দেশ সক্রিয়ভাবে এগিয়ে আসে?
- রাশিয়া, প্রাশিয়া, সুইডেন ও ডেনমার্ক
৫২) আমিয়েন্সের সন্ধি কত সালে হয়েছিল?
- ১৮০২ সালে
৫৩) অ্যামিয়েন্সের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
- ফ্রান্স ও ইংল্যান্ড
৫৪) কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইনবিধি কী?
১৮০০ সালে নেপোলিয়ন আইন সঙ্কলন ও আইনবিধি রচনার উপর ভার দিয়েছিলেন অইনজীবিদের একটি কমিশনের উপর। এই কমিশন ২২৮১ টি ধারা সমন্বিত একটি সংক্ষিপ্ত আইন সংহিতা রচনা করেন৷ নেপোলিয়নের নামানুসারে এটির নামকরন করা হয় কোড নেপোলিয়ন বা নেপোলিয়ানের আইনবিধি।
৫৫) লাইসী কী?
- আবাসিক বিদ্যালয়
৫৬) নেপোলিয়ন কতগুলি লাইসী স্থাপন করেন?
- ২৯ টি
৫৭) নেপোলিয়ন চিকিৎসাবিদ্যার জন্য কয়টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন?
- ছয়টি
৫৮) কে ইউনিভার্সিটি অব ফ্রান্স প্রতিষ্ঠা করেন?
- নেপোলিয়ন
৫৯) কতসালে ইউনিভার্সিটি অব ফ্রান্স প্রতিষ্ঠিত হয়?
- ১৮০৮ সাল
৬০) রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের স্বীকৃতি হিসাবে সামরিক ও অসামরিক ব্যক্তিদের নেপোলিয়ান কোন উপাধি দান করতেন?
- লিজিয়ন অব অনার
৬১) ‘আমিই বিপ্লব' - বক্তা কে?
- নেপোলিয়ন
৬২) আমি বিপ্লবের ধ্বংসকারী - বক্তা কে?
- নেপোলিয়ান
৬৩) ‘নেপোলিয়ান হলেন বিপ্লবের সন্তান'- উক্তিটি কার?
- ঐতিহাসিক ফিশার
৬৪) কার মতে নেপোলিয়ান প্রকৃতপক্ষে বিপ্লবের সন্তান ছিলেন না?
- ঐতিহাসিক জর্জ রুদে
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
কনস্যুলেট| কনসাল| অষ্টম বছরের সংবিধান| কাউন্সিল অব স্টেট| ট্রাইবুনেট| ব্যবস্থাপক সভা| সিনেট| ম্যারেঙ্গার যুদ্ধ| আমিয়েন্সের সন্ধি| লুনেভিলের সন্ধি| বিপ্লবের সন্তান| লাইসী|