বাবর
Set by – Manas Adhikary
বাবর চতুর্থ পর্ব| Babar Part-IV
বাবর। মহাম আঙ্গা। সার-ই-পুল যুদ্ধ। উজবেক। মার্ভের যুদ্ধ। ভীরার যুদ্ধ। তুলঘুমা। রুমি। আর্চিয়ান যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। তাজিক হাসান হিজারি। খানুয়ার যুদ্ধ। বাবরের প্রধানমন্ত্রী। ঘর্ঘরার যুদ্ধ। Soldier Scholar। চারবাগ বাবরনামা। Most glorious ruler। বাবরের আত্মজীবনি।
বাবর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Babor Mcq Questions and Answer
২২৩) মুঘল আমলের সরকারী ভাষা কি ছিল?
- ফার্সি
২২৪) বাবর কোন ভাষা জানতেন না?
- সংস্কৃত
২২৫) বাবর, তৈমুর লং এর কততম প্রজন্মের ছিলেন?
- ষষ্ঠ
২২৬) বাবর ফারগানার বাসিন্দা ছিলেন, এই ফারগানা উজবেকিস্তানের কোন দিকে ছিল?
- পূর্বাঞ্চলীয়
২২৭) কোন সুফি সাধক ভারতে শরিয়ত নিয়ম বাস্তবায়নের জন্য বাবরকে পত্র লিখেছিলেন?
-আব্দুল কুদ্দুস গঙ্গোহী
২২৮) গুরু আবদুল্লাহ আহরারি কার আধ্যাত্মিক গুরু ছিলেন?
- বাবর
২২৯) মুঘল সম্রাট বাবর কাদের অনুসারী ছিলেন?
- নকশবন্দী সিলসিলা
২৩০) কোন নকশবন্দী ধারার একজন সাধক বাবরকে স্বপ্নে বহুবার দেখা দিয়েছিলেন?
- উবায়দুল্লাহ আহরার
২৩১) বাবরের দাদী, যিনি ইউনুস খান মুঘলের স্ত্রী ছিলেন এবং যিনি বাবরের পিতার মৃত্যুর পর তার নাতির জন্য সমস্ত ব্যবস্থা করেছিলেন এবং সমস্ত ষড়যন্ত্র দমন করেছিলেন। তাঁর নাম কী?
- ইসান দৌলত বেগম
২৩২) বাবর কত বছর বয়সে ফারগানার সিংহাসনে বসেন?
- 12
২৩৩) বাবরের পৈতৃক সিংহাসন ত্যাগের প্রধান কারণ কী ছিল?
- উজবেগী আক্রমণ
২৩৪) 111 বছর বয়সী একজন বৃদ্ধা বাবরকে একটি স্থানে অবস্থানকালে ভারতে তৈমুরের অভিযানের গল্প বলেছিলেন। ঐ জায়গাটার নাম কি ছিল?
- দিখকট
২৩৫) বাবর কার ভারত বিজয় দ্বারা প্রভাবিত হয়ে ভারত আক্রমণ করেন?
- তৈমুর
২৩৬) গুলবদন বেগম বাবরের কোন স্ত্রী সম্পর্কে লিখেছেন যে, বাবর ……………… বেগমকে তেমনিই ভালোবাসতেন যেমন রাসূলুল্লাহ (মোহাম্মদ সাহেব) আয়েশাকে ভালোবাসতেন?
- মাহম সুলতানা
২৩৭) মোল্লা মুর্শিদ কার দূত ছিলেন?
- বাবর
২৩৮) বাবর কোন বার্তাবাহককে তার পূর্বপুরুষদের রাজ্যের উপর তার অধিকার জাহির করার জন্য দিল্লিতে পাঠিয়েছিলেন?
- মোল্লা মুর্শিদ
২৩৯) কোন হিন্দু শাসক বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন?
- রানা সাঙ্গা
২৪০) বাবর পানিপথের যুদ্ধের আগে কতবার ভারত আক্রমণ করেছিলেন?
- 4
২৪১) বাবর প্রথম কোন স্থানে আক্রমণ করেন?
- বাজাউর
২৪২) কোন যুদ্ধে বাবর প্রথম বারুদ ও কামান ব্যবহার করেন?
- বাজাউর যুদ্ধ
২৪৩) কোন কবি বাবরের সাথে ভারতে আসেন?
- আবুল ওয়াহিদ ফারিগী, নাদির সমরকান্দি, তাহির খাওয়ান্দি
২৪৪) 'সর ই পুল' এবং 'কুল ই মালিক' যুদ্ধের সাথে কোন মুগল সম্রাট যুক্ত?
- বাবর
২৪৫) বাবর ভারতে প্রথম অভিযান পরিচালনা করেন কোন সালে?
- 1519
২৪৬) আবুল ফজলের মতে ভারতে বাবরের প্রথম আক্রমণ কবে ঘটেছিলো?
- 1505
২৪৭) বাবর কবে পাদশাহ উপাধি গ্রহণ করেন?
- 1507
২৪৮) বাবর কোন সময়কালে সিংহাসনহীন ছিলেন?
- 1502 থেকে 1504 পর্যন্ত
২৪৯) বাবর কোন যুদ্ধে ভারতে প্রথম বারদ ও তোপখানার ব্যবহার করেন?
- ভেরার
২৫০) বাবর কাদের কাছ থেকে বন্দুকের ব্যবহার শিখেছিলেন?
- ইরানিদের কাছ থেকে
২৫১) কাবুলের কোন জ্যোতিষী খানওয়া যুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, বাবর যুদ্ধে পরাজিত হবে?
- মোহাম্মদ শরীফ
২৫২) সর্বপ্রথম কোন মুঘল সম্রাট সুফি সাধকের মাজারে দর্শন করেছিলেন?
- বাবর
২৫৩) পানিপথের যুদ্ধের পর বাবর প্রথম কোন দরগায় জিয়ারত (তীর্থযাত্রা) করেছিলেন?
- নিজামুদ্দিন আউলিয়া
(প্রথমে নিজামউদ্দিন আউলিয়া তারপর বখতিয়ার কাকির দরগায় যান)
২৫৪) কোন যুদ্ধ জয়ের পর বাবরের মুখ থেকে বেরিয়ে আসে
- 'কাবুলে আর দারিদ্রতা নেই'?
- প্রথম পানিপথের যুদ্ধ ২
২৫৫) গোয়ালিয়রের কোন শাসক পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে সমর্থন করেছিলেন?
- বিক্রমজিৎ
২৫৬) পানিপথের যুদ্ধে বাবরের সৈন্যসংখ্যা কত ছিল?
- 12 হাজার
২৫৭) বাবর পানিপথের যুদ্ধে বিজয়ের কৃতিত্ব কাদেরকে দিয়েছিলেন?
- তীরন্দাজদের
২৫৮) পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রধান দুই তীরন্দাজ কারা ছিলেন?
- ওস্তাদ মোর্স্তাফা এবং ওসমান খান
২৫৯) পানিপথের প্রথম যুদ্ধের পর বাবর কাকে দিল্লির দেওয়ান হিসাবে নিযুক্ত করেন?
- দোস্ত বেগ
২৬০) বাবরের কামানের তোপচির নাম কি ছিল?
- মোস্তফা খান
২৬১) মহারানা সঙ্গ কোন যুদ্ধে বাবরের বাহিনীকে পরাজিত করেন?
- বায়ানার যুদ্ধ (বায়ানার যুদ্ধ হয়েছিল ফেব্রুয়ারী 1527, এই যুদ্ধে মোগলদের সেনাপতি ছিলেন আব্দুল আজিজ)
২৬২) বাবরের কোন যুদ্ধে 'মালিক কাসিম' এবং 'মুনিম আটকা' তুলগামা রীতির নেতৃত্ব দিয়েছিলেন?
- খানুয়ার যুদ্ধ
(বাবর এই যুদ্ধকে জিহাদ নামে অভিহিত করেন, প্রথমত, এই যুদ্ধে বিজয়ের পর তিনি 'গাজী' উপাধি ধারণ করেন। খানওয়ার যুদ্ধ মোট 20 ঘন্টা স্থায়ী হয়েছিল। এই যুদ্ধ হয়েছিল 16 মার্চ 1527)
২৬৩) কার নেতৃত্বে খানুয়ায় বাবরের বিরুদ্ধে সাঙ্গাকে সাহায্য করার জন্য মাড়োয়ারি বাহিনী পাঠানো হয়েছিল?
- মালদেব
২৬৪) কোন যুদ্ধের আগে বাবর মদ্যপান না করার প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলেন এবং সেই সময় গজনি থেকে আসা সুরভিত সুরা পেয়ালায় করে তার সামনে আনলে তিনি তৎক্ষনাৎ পেয়ালাটিকে মাটিতে আছাড় মারেন?
- খানুয়ার যুদ্ধ
২৬৫) খানুয়ার যুদ্ধ (1527) যেটি মহারানা সাঙ্গা এবং বাবরের মধ্যে হয়েছিল, সেটি কোন নদীর তীরে হয়?
- গম্ভীর নদী
২৬৬) 1528 সালে বাবর মেদিনীরায়ের সাথে কোন যুদ্ধ করেছিলেন
- চান্দেরি
২৬৭) বাবর কাকে চান্দেরির শিকদার হিসাবে কাকে নিযুক্ত করেছিলেন?
- মোল্লা আপাক
২৬৮) ঘর্ঘরার যুদ্ধ 1529 সালে বাবর এবং কার মধ্যে সংঘটিত হয়?
- মাহমুদ লোদী
২৬৯) ঘর্ঘরার যুদ্ধের সময় (1529) উত্তর বিহারের শাসক কে ছিলেন?
- নুসরাত শাহ
২৭০) বাবর কতবার সমরকন্দ অভিযান করেছিলেন, কিন্তু স্থায়ী সাফল্য পাননি?
- 3 বার
২৭১) সমরকন্দ অভিযানের সময় বাবরের হাত থেকে ফারগানার ক্ষমতা চলে যায়। যার শাসক হন জাহাঙ্গীর মির্জা। বাবরের সাথে তার সম্পর্ক কী?
- ভাই
২৭২) কোনটি বিজয়ের উদ্দেশ্যে বাবর কিছু সময়ের জন্য 'শিয়া ধর্ম' গ্রহণ করেছিলেন?
- সমরকন্দ
২৭৩) বাবর কোন যুদ্ধকে জিহাদ বলে ঘোষণা করেছিলেন?
- খানুয়ার যুদ্ধ ও চান্দেরির যুদ্ধ
২৭৪) বাবর কোন যুদ্ধে পরাজিত হন?
- বায়নার যুদ্ধ, কুল- ই- মালিকের যুদ্ধ, সার- ই- পুলের যুদ্ধ
২৭৫) ঘর্ঘরার যুদ্ধে বাবর বিহারের কোন শাসকের সাথে সন্ধি করেছিলেন?
- নুশরাত খান
২৭৬) কুশান সাম্রাজ্যের পতনের পর কাবুল ও কান্দাহারকে ভারতীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা প্রথম মুঘল শাসক কে ছিলেন?
- বাবর
২৭৭) 'রিসাল-ই- উসজ' কে রচনা করেন?
- বাবর
(গ্রন্থটি খত-ই-বাবরী নামেও পরিচিত)
২৭৮) মসনভি যা বাবরের মুসলিম আইনের বিধির সংকলন; তাকে কী বলা হয়?
- মুবায়ীন
২৭৯) বাবরের তুর্কী সংগীতের সংকলনকে কী বলা হয়?
- দিওয়ান
২৮০) বাবর কাদের কাছ থেকে তুলুগমা তীরন্দাজ শিখেছিলেন?
- উজবেগ (তুলুগমা পদ্ধতিতে সেনাবাহিনীর কিছুসংখ্যক সেনা সেনাবাহিনীর ডান ও বাম পাশের প্রান্তে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই প্রদক্ষিণ করে পেছন থেকে শত্রুকে আক্রমণ করত)
২৮১) বাবর কাদের কাছ থেকে বারুদ এবং বন্দুকের ব্যবহার শিখেছিলেন?
- ইরানিয়দের থেকে
২৮২) বাবর কাদের কাছ থেকে ঘোড়ায় চড়া শিখেছিলেন?
- তুর্কীদের থেকে
২৮৩) বাবর কাদের কাছ থেকে ব্যুহ রচনা শিখেছিলেন?
- মঙ্গোল থেকে
২৮৪) বাবর কাদের কাছ থেকে অশ্বসেনা পরিচালনা শিখেছিলেন?
- তুর্কী
২৮৫) বাবর কাদের কাছ থেকে যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কৌশল ‘প্রলোভন’ সম্পর্কে অবহিত হন?
- আফগান
২৮৬) বাবর ভারতে নতুন সামরিক কৌশল প্রবর্তন করেন। এর মধ্যে লোহার শিকল দিয়ে গাড়ি বেঁধে রাখা, পরিখা দিয়ে সুরক্ষিত করা এবং সাইড স্কোয়াড (তুলগুমা)- এর মতো কৌশলগুলি অন্তর্ভুক্ত ছিল। - এই কৌশলগুলি বাবর কাদের থেকে শেখেন?
- অটোমান এবং উজবেক থেকে
২৮৭) দৌলত খান লোদীর ছেলে দিলওয়ার খানকে বাবর কোথাকার জায়গির দিয়েছিলেন?
- জলন্ধর ও মুলতান
২৮৮) বাবর, দৌলত খান লোদীকে কোথাকার জায়গির দেন?
- দিপালপুরের
২৮৯) বাবরের প্রধান তোপচি ছিলেন কারা?
-- ওস্তাদ আলী, মোস্তফা খান।
( হুমায়ুন এর প্রধান তোপচি রুমি খান। আকবর এর প্রধান তোপচি কবীর ও হোসেন | আওরঙ্গজেব এর প্রধান তোপচি ফিদাই খান।)
২৯০) 'বাবরের আক্রমণের সময়, দৌলত খা লোদি তার কোমরে দুটি তলোয়ার বহন করেছিলেন, একটি বাবরের জন্য এবং অন্যটি ইব্রাহিম লোদির জন্য।'- এই বিবৃতিটি কোন ঐতিহাসিকের সাথে সম্পর্কিত?
- সতীশ চন্দ্র
২৯১) বাবরের পানিপথের যুদ্ধে সাফল্যের কারণ ছিল তার কামান। , - কোন ঐতিহাসিকের মত এটি?
- আশীর্বাদ লাল শ্রীবাস্তব
২৯২) 'বাবর ছিলেন একজন প্রশংসনীয় ঘোড়সওয়ার, একজন ভালো তীরন্দাজ, একজন দক্ষ তরবারিচালক এবং একজন সফল শিকারী।'- কে এটা লিখেছেন?
- ড. এস. আর. শর্মা
২৯৩) ‘ বাবর ছিলেন এশিয়ার সবচেয়ে বুদ্ধিমান যুবরাজ" কার উক্তি এটি?
- প্রো লুনিয়া
২৯৪) কোন ঐতিহাসিক পানিপথের প্রথম যুদ্ধে বাবরের বিজয় সম্পর্কে বলেছেন, 'এটি লোদী রাজবংশের ভাগ্যকে সেভাবে শেষ করেছিল যেভাবে তার(বাবরের) পূর্বপুরুষ তৈমুর, তুঘলক রাজবংশের ভাগ্যের অবসান করেছিল।'
- ডাঃ আর পি ত্রিপাঠি
২৯৫) কে বলেছিলেন যে 'বাবর ছিলেন মধ্য এশিয়া ও ভারতের মধ্যে, ডাকাতদের দল ও রাজকীয় শাসনের এক অদ্ভুত মিশ্রন এবং তৈমুর ও আকবরের চরিত্রের এক অদ্ভুত মিশ্রন।'
- লেনপুল
২৯৬) কোন মুঘল সম্রাট জঙ্গলকে রক্ষাকবচ হিসাবে চিহ্নিত করে বলেন যে -'জঙ্গলের অপর দিকের পরগণার লোকেরা ভীষণভাবে বিদ্রোহী হয়ে ওঠে এবং কর দিতে অস্বীকার করে'।
- বাবর
২৯৭) ভারত একটি অদ্ভুত দেশ এবং আমাদের ভূখণ্ডের দিকে তাকালে এটি একটি নতুন বিশ্ব। এর পাহাড়, নদী, বন ও মরুভূমি, এর শহর, এর মাঠ, এর পশু ও গাছপালা, এর মানুষ ও তাদের ভাষা, এর বৃষ্টিপাত সবই আলাদা। - কে কোথায় এই কথা উল্লেখ করেন?
- বাবর তার বাবরনামায়
২৯৮) বাবরনামা অনুসারে, 1505 সালে বাবর সর্বপ্রথম ভারতের কোথায় আক্রমণ করেন ?
- জালালাবাদ
২৯৯) বাবর তার আত্মজীবনী বাবরনামায় ৫ জন মুসলিম শাসকের বর্ণনা করেছেন। সেইসব শাসকদের শাসিত রাজ্যগুলির নাম করুন?
- বাংলা, দিল্লি, বাহমানি, বিজয়নগর
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
বাবর। মহাম আঙ্গা। সার-ই-পুল যুদ্ধ। উজবেক। মার্ভের যুদ্ধ। ভীরার যুদ্ধ। তুলঘুমা। রুমি। আর্চিয়ান যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। তাজিক হাসান হিজারি। খানুয়ার যুদ্ধ। বাবরের প্রধানমন্ত্রী। ঘর্ঘরার যুদ্ধ। Soldier Scholar। চারবাগ বাবরনামা। Most glorious ruler। বাবরের আত্মজীবনি।