Type Here to Get Search Results !

সম্রাট আকবর পঞ্চম পর্ব [AKBOR MCQ]

 

সম্রাট আকবর
Set By- Manas Adhikary


সম্রাট আকবর পঞ্চম পর্ব। AKBAR Part- V

 

আকবর। কামরান। আকবরের মুদ্রা। আকবরের রাজ্যজয়। আবুল ফজল। বীরবল। হামিদা বানু বেগম। হিমু। আকবরের রাজস্ব.

নমস্কার : অভিনব একাডেমীতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো-মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  ‘আকবর এই পর্বে আমরা জানবো একটি অন্যতম গুরুত্বপূর্ন টপিক ‘আকবর’। এই পর্বে  আপনারা পেয়ে যাবেন আকবর সম্পৰ্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

সম্রাট আকবর সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Akbar MCQ

১৫১) রুদ্রবীনা যন্ত্র কে আবিস্কার করেন?

- তানসেন

১৫২) তানসেনের গুরুর নাম কী?

- হরিদাস স্বামী

১৫৩) তানসেনের আসল নাম কী?

- রামতনু পান্ডে

১৫৪) লালখান কে ছিলেন?

- তানসেনের জামাতা, বিশিষ্ট গীতজ্ঞ

১৫৫) বৈজু বাওরা কে ছিলেন?

- আকবরের দরবারের অন্যতম গায়ক

১৫৬) আকবরের অর্থমন্ত্রী কে ছিলেন?

- টোডরমল

১৫৭) আকবর নাগাড়া বাজানাে কার কাছ থেকে শিখেছিলেন?

- বাজবাহাদুর

৫৮) বাংলার আকবর, দক্ষিনের আকবর, কাশ্মীরের আকবর, সুলতানি যুগের আকবর ছিলেন কারা?

বাংলার আকবর - আলাউদ্দিন হুসেন শাহ

দক্ষিনের আকবর - অমােঘবর্ষ (এনাকে দক্ষিনের অশােক বলা হয়)

কাশ্মীরের আকবর - জয়নুল আবেদিন

সুলতানি যুগের আকবর - ফিরােজ শাহ তুঘলক

১৫৯) আকবর কোন স্থান বিজয়ের স্মারক হিসাবেবাজপাখীর’ প্রতিকৃতি খােদিত একটি স্বর্নমুদ্রা প্রচলন করেন?

- অসিরগড়

১৬০) আকবর প্রচলিত স্বর্নমুদ্রার নাম কী?

- জালালি

১৬১) কোন মুঘল সম্রাটের মুদ্রায় রামসীতার মূর্তি অঙ্কিত হয়েছিল?

- আকবর

১৬২) আকবর প্রবর্তিত রাম-সীতা অঙ্কিত রুপার মুদ্রার নাম কী?

- লক্ষন

১৬৩) কোন মুগল সম্রাট মুদ্রা ব্যবস্থাকে শক্ত ভিতের উপর দাঁড় করান?

- আকবর

১৬৪) আকবর কী কী মুদ্রা চালু করেন?

- রুপি, ইলাহী, কয়েন, মােঘর

১৬৫) মােঘল যুগের স্থাপত্য কার আমলে সৃষ্ট?

- আকবর

১৬৬) আকবর ফতেপুর সিক্রী নির্মান করেন, এইফতেপুর’ কথার অর্থ কী?

- বিজয় নগরী (ফতে কথার অর্থ বিজয়).

১৬৭) আকবর ফতেপুর সিক্রিতে ইবাদৎখানা কত সালে প্রতিষ্ঠা করেন?

- ১৫৭৫ সালে

১৬৮) ফতেপুর সিক্রীর ইবাদাৎখানা কী কাজে ব্যবহৃত হত?

- এইখানে আকবর বিভিন্ন ধর্মের পন্ডিত ব্যক্তিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলােচনা করতেন

১৬৯) আকবর কত সালে ইবাদতখানা সাময়িকভাবে বন্ধ করে দেন?

- ১৫৭৭ সালে (১৫৭৮ সালে পুনরায়চালু করে দেন)

১৭০) আকবরমাজরনামা ঘােষনাপত্র কোথা থেকে ঘােষনা করেন?

- ফতেপুর সিক্ৰী থেকে

১৭১) আকবর প্রচলিত মহজারনামাতে মােট কতজন হস্তাক্ষর করেছিল?

- জন

১৭২) মাহজরনামা কী?

- মাহজারনামা কথার অর্থ হল ঘােষনাপত্র যেখানে আকবর নিজেকে ইমাম--আদিল অর্থাৎ কোরান ইসলামিক আইনের চূড়ান্ত ব্যাখ্যাকার বলে ঘােষনা করেন

১৭৩) কে মজাহার নামা তৈরী করেন?

- আকবরের নির্দেশে শেখ মুবারক

১৭৪) ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা কে তৈরী করেন?

- আকবর

১৭৫) আকবর কত সালে বুলন্দ দরওয়াজা তৈরী করেন?

- ১৫৭২ সালে

১৭৭) আকবর কর্তৃক নির্মিত বুলন্দ দরওয়াজা কোন অঞ্চল জয়ের বিজয়স্মারক ছিল?

- গুজরাট

১৭৮) আকবর কোথায় নতুন রাজধানী স্থাপন করেন?

- ফতেপুর সিক্রীতে

১৭৯) আকবর পশ্চিম ভারত জয়ের স্মারক হিসাবে কি নির্মান করেন?

- ফতেপুর সিক্রী

১৮০) বুদ্ধ বিহারে আদলে আকবর কি তৈরী করেন?

- পঞ্চমহল

১৮১) আটক দূর্গ কে নির্মান করেন?

- আকবর

১৮২) কোন মােঘল শাসককে স্রষ্টা নৃপতি বলা হয়?

- আকবরকে

১৮৩) জাহাঙ্গীর মহল কে নির্মান করেন?

- আকবর

১৮৪) আগ্রা দূর্গ কে নির্মান করেন?

- আকবর

১৮৫) ফতেপুর সিক্রীতে জাম--মসজিদ কে স্থাপন করেন?

- আকবর

১৮৬) আকবর মহল কে নির্মান করেন?

- আকবর

১৮৭) আকবর যখন আগ্রা দূর্গ নির্মান করেন তখন তাঁর নাম কী দেন?

- বাদলগড় (পরে নাম হয় আগ্রা দূর্গ)

১৮৮) আগ্রার লালকেল্লা কে নির্মান করেন?

- আকবর (প্রসঙ্গত দিল্লীর লালকেল্লা নির্মান করেন শাহজাহান)

১৮৯) দিনপনাহ নগরের নির্মান কাজের সমাপ্তি কে ঘটান?

- আকবর

১৯০) কোন মুঘল সম্রাট অমৃতসরে স্বর্ন মন্দির নির্মানের জন্য জমি দান করেন?

- আকবর

১৯১) আকবর কোন দূর্গের অনুকরনে আগ্রা দূর্গ নির্মান করেন?

- গােয়ালিওর দূর্গ

১৯২) আকবর কোন শিখগুরুকে জমি দান করেন?

- রামদাস

১৯৩) অমৃতসর শহরটি কোন মুঘল সম্রাটের আমলে তৈরী হয়?

- আকবর

১৯৪) "Place of Forty Pillars" কে স্থাপন করেন?

- আকবর

১৯৫) মুঘল যুগের প্রথম হিন্দি সাহিত্যিকের নাম কী?

- আবদুর রহমান খান--খানান

১৯৬) কোন মােঘল শাসকের আমলকে সাহিত্যচর্চার ক্ষেত্রে স্বর্নযুগ বলা হয়েছে?

- আকবর

১৯৭) কোন মুঘল সম্রাটের রাজত্বকালকে হিন্দি সাহিত্যের সুবর্নরযুগ বলা হয়?

- আকবর

১৯৮) আকবর নামা কে রচনা করেন?

- আবুল ফজল

১৯৯) আইন--আকবরী কে লেখেন?

- আবুল ফজল

২০০) দেশবাচক বাংলা শব্দের প্রথম ব্যবহার করা হয় কোন গ্রন্থে?

- আইন--আকবরী

২০১) নল দময়ন্তী উপন্যাসটিকে কে ফার্সী ভাষায় অনুবাদ করেন?

- আবুল ফজল

২০২) আকবরের আমলে দিওয়ান পদে কে ছিলেন?

- আবুল ফজল

২০৩) আবুল ফজলের পিতার নাম কী?

- শেখ মুবারক

২০৪) কোন দূর্গে আবুল ফজলকে হত্যা করা হয়?

- গােয়ালিয়র দুর্গে

২০৫) কোন মােঘল সমাটের আমলে চিত্রকলার নবযুগের সূচনা হয়?

- আকবর

২০৬) আকবর কোন বাদ্যযন্ত্র বাজতে পারদর্শী ছিলেন?

- নাগারা

২০৭) আকবর কাকে শ্রেষ্ঠ পারসিক লেখকের মর্যাদা দেন?

- কবি ফাজিল (সবাই আব্দুস সামাদ ভেবে ভুল করি। কিন্তু প্রকৃতপক্ষে আব্দুস সামাদ লেখক ছিল না, উনি চিত্রশিল্পী ছিলেন)

২০৮) "India at The Death of Akbar"- বইটি কার লেখা?

- w.h. মরলান্ড

২০৯) From Akbar to Aurangazeb - বইটি কে লেখেন?

- William Harrison Moreland

২১০) শির--আকবর গ্রন্থটি কে লেখেন?

- দারাশুকো

২১১) আকবরের সময় মহভারত নতুনভাবে অনুবাদ করা হয় সেই অনুবাদিত মহাভারতের নাম কী দেওয়া হয়?

- রাজমনামা (রাজম কথার অর্থ - যুদ্ধ)

২১২) আকবরের সময় রামায়নের ফার্সী আনুবাদ কে করেন?

- বাদায়ুনি

২১৩) আরিক--আকবরশাহী গ্রন্থটি কে লেখেন?

- হাজী মহম্মদ আরিফ কান্দাহারী

২১৪) আকবরের প্রথম জীবনি কাহিনীকার কে ছিলেন?

- বায়াজিত বায়াত

২১৫) হুসেন নাসিরী নামক বিখ্যাত কবি কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন?

- আকবর

২১৬) মীরাবাঈ কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন?

- আকবর

২১৭) আকবর ছদ্মবেশে কার ভজন শুনতে গিয়েছিলেন?

- মীরাবাঈ

২১৮) ফাদার মনসারেট কার আমলে ভারতে আসেন?

- আকবর

২১৯) আকবরের সময় কোন ব্রিটিশ পর্যটক ভারতে আসেন?

- রালফ ফিঞ্চ

২২০) কে আকবরকে ইসলামের শত্রু বলে বর্ননা করেন?

- বাদাউনি

২২১) “আকবর ছিলেন ভারতীয়দের মধ্যে ভারতীয়”- উক্তিটি কার?

-হাভেল

২২২) “কেবল ভারতের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে আকবর একটা বিশিষ্ট আসনের অধিকারী”- উক্তিটি কার?

- ঈশ্বরী প্রসাদ

২২৩) “আকবর ছিলেন নগ্ন সাম্রাজ্যবাদী”- উক্তিটি কার?

- বেভারেজ

২২৪) আকবরকে কেঅপরিচ্ছন্ন বিদেশী” বলেছেন?

- মেবারের রানা উদয় সিংহ |

২২৫) “আকবরের শাসনব্যবস্থা শেরশাহের শাসনব্যবস্থার অনুকরন”- উক্তিটি কার?

- ঐতিহাসিক রেজভি

২২৬) কোন ঐতিহাসিক আকবরের মীরবক্সী ছিলেন?

- আবুল ফজল

২২৭) কাদিরি ছদ্মনামে কে লিখতেন?

- বাদাউনি

২২৮) ভারতবর্ষে সামাজিক সংস্কারের অগ্রদূত কাকে বলা হয়?

- আকবর (রমেশচন্দ্র মজুমদারের মতে)

২২৯) মােঘল সম্রাট আকবর কবে মারা যান?

- ১৬০৫ সালে ২৭ অক্টোবর

২৩০) আকবর কোন রােগে মারা যান?

- আমাশয়

 

 

সম্রাট আকবর চতুর্থ পর্ব  >>>>

সম্রাট আকবর ষষ্ঠ পর্ব >>>>


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

আকবর। কামরান। আকবরের মুদ্রা। আকবরের রাজ্যজয়। আবুল ফজল। বীরবল। হামিদা বানু বেগম। হিমু। আকবরের রাজস্ব.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad