কৈবর্ত বিদ্রোহ
Set
by - Manas Adhikary
কৈবর্ত বিদ্রোহ দ্বিতীয় পর্ব| Varendra Rebellion Part - II
দ্বিতীয় মহীপাল। কৈবর্ত বিদ্রোহ। দিব্যক। রুদ্রক। ভীম। শিবরাজ। Varendra Rebellion| Kaivarta Revolt|
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো কৈবর্ত বিদ্রোহ। এই পর্বে থাকছে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
কৈবর্ত বিদ্রোহ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Kaivarta revolt Part - II.
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) কৈবর্ত' কথাটির অর্থ কী?
- জেলে
২) রামচরিত কাব্য থেকে কোন বিদ্রোহের কথা জানা যায়?
- কৈবর্ত বিদ্রোহ
৩) রামচরিত গ্রন্থ ছাড়া আর কোন গ্রন্থ থেকে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে বিবরন পাওয়া যায়?
- বৈদ্য দেবের 'কামাউলি পট্ট, মদন পালের 'মানাহালি দানপত্র এবং পূর্ববঙ্গের ভোজবর্ধনের 'বেলবদান পত্র'
৪) বাংলায় কৈবর্ত বিদ্রোহ কতদিন ধরে চলেছিল?
- প্রায় পাঁচবছর
৫) কৈবর্ত বিদ্রোহ কার আমলে হয়েছিল?
- দ্বিতীয় মহীপাল
৬) কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন?- দিব্য বা দিব্যক ৭) দিব্যক কে ছিলেন?
- উচ্চপদস্থ রাজকর্মচারী (বিতর্কিত)
৮) কোন পালরাজার আমলে বাংলায় কৈবর্ত বিদ্রোহ দেখা দেয়?
- দ্বিতীয় মহীপাল
৯) দ্বিতীয় মহীপাল সিংহাসনে বসেই কাদেরকে বন্দী করে কারারুদ্ধ করেন?
- নিজ ভ্রাতা দ্বিতীয় শূরপাল এবং রামপালকে
১০) কিজনা দ্বিতীয় মহীপাল তাঁর ভাইদেরকে বন্দী করেন?
- তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে এই সন্দেহের বশবর্তী হয়ে।
১১) কৈবর্ত বিদ্রোহ দমন করতে গিয়ে কোন নরপতি মারা যান?
- দ্বিতীয় মহীপাল
১২) দ্বিতীয় মহীপালকে নিহত করার পর কোন কৈবর্ত নায়ক বরেন্দ্রের সিংহাসনে বসেন?
- দিব্যক
১৩) বরেন্দ্রের সিংহাসনে বসার পর দিব্যক কোন বার্মা বংশীয় নরপতিকে পরাজিত করেন?
- পূর্ব বাংলার জাতবর্মা
১৪) দিব্যকের পর কে বরেন্দ্রের কৈবর্ত সিংহাসনে বসেন?
-রুদ্রক
১৫) রুদ্রক কে ছিলেন?
- কৈবর্ত বিদ্রোহের নায়ক দিব্যকের ভ্রাতা
১৬) রুদ্রকের মৃত্যুর পর কে বরেন্দ্রের সিংহাসনে বসেন?
- তাঁর সুযোগ্য পুত্র ভীম
১৭) তিনজন কৈবর্ত নরপতি মিলে মোট কতদিন বরেন্দ্র শাসন করেছিলেন?
- ২৫-৩০ বছর
১৮) কৈবর্ত বিদ্রোহ কে দমন করেছিলেন?
- রামপাল
১৯) পালরাজা রামপাল কোন কৈবর্ত বিদ্রোহের নায়কের সময় কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন?
- ভীম
২০) কৈবর্ত রাজা ভীমকে পরাজিত ও নিহত করেন কে?
- পালনরপতি রামপাল
২১) রামপালের কোন মাতুল কৈবর্ত দমনে সাহায্য করেছিলেন?
- রাষ্ট্রকূটবংশীয় মাতুল অঙ্গপতি মথন বা মহন
২২) মথনের কোন পুত্রদ্বয় কৈবর্ত বিদ্রোহ দমনে রামপালকে সাহায্য করেছিল?
- মহামান্ডলিক কারদেব ও সুবর্নদেব
২৩) রামপালের সাহায্যকারী হিসাবে শিবরাজের গুরুত্ব অসীম। এই শিবরাজ কে ছিলেন?
- মাথনের ভ্রাতুষ্পুত্র ছিলেন শিবরাজ
২৪) দণ্ডভুক্তির কোন নরপতি কৈবর্ত বিদ্রোহ দমনে রামপালকে সাহায্য করেছিলেন?
- জয়সিংহ
২৫) কৈবর্ত বিদ্রোহ দমনে রামপালকে কতগুলি সামন্ত নরপতি সহযোগীতা করেছিলেন?
- ১৪ জন
২৬) কৈর্বতরাজ ভীম বন্দী হলে কে রামপালের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে রেখেছিল?
- ভীমের বন্ধু হরি।।
২৭) কোন সামন্তরাজের বিদ্রোহকে রামপাল বৈবাহিক সম্পর্কস্থাপনের মাধ্যমে স্তব্ধ করে দিয়েছিলেন?
- মগধের বিদ্রোহী নেতা দেবরক্ষিত
২৮) কৈবর্ত বিদ্রোহকে ‘অপবিত্র ধর্মবিপ্লব' (অনিকম ধর্মবিপ্লব) কে বলেছেন?
- সন্ধ্যাকর নন্দী তাঁর রামচরিত গ্রন্থে
২৯) কার মতে দিব্যকের সিংহাসন অধিকার ছিল দস্যুদের মতো?
- সন্ধ্যাকর নন্দী
৩০) কার মতে কৈবর্ত বিদ্রোহ ছিল ‘দুর্বল রাজার প্রতি সামন্ত শ্রেণীর বিদ্রোহ?
- ডঃ রমেশ চন্দ্র মজুমদার
কৈবর্ত বিদ্রোহ প্রথম পর্ব >>>>
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here