Type Here to Get Search Results !

প্রথম মহীপাল দ্বিতীয় পর্ব [Mohipal]

 

 

প্রথম মহীপাল

Set by –Manas Adhikary



 


 

প্রথম মহীপাল দ্বিতীয় পর্ব | Mahipal Part –II

প্রথম মহীপাল মহেন্দ্রপাল প্রথম শূরপাল দ্বিতীয় গোপাল প্রথম বিগ্রহপাল নারায়ন পাল রাজ্যপাল তৃতীয় গোপাল দ্বিতীয় বিগ্রহপাল


নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো প্রথম মহীপাল এই পর্বে থাকছে প্রথম মহীপাল সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

প্রথম মহীপাল  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Mahipal Short Question Part –II 

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর


) পাল বংশের নৃপতি প্রথম বিগ্রহপালের পিতার নাম কী?

- জয়পাল

) প্রথম বিগ্রহপালের পিতা জয়পাল, পালবংশেরই এক নরপতির সেনাপতি ছিলেন সেই নরপতির নাম কী?

- দেবপাল

) সম্পর্কে জয়পাল, দেবপালের কে ছিলেন?

- খুল্লতাত ভাই

) প্রথম বিগ্রহপালের মহিষীর নাম কী?

- লজ্জাদেবী

) লজ্জাদেবী কোন রাজবংশের রাজকুমারী ছিলেন?

- কলচুরি বংশের

) নারায়ন পালের আমলে কোন কম্বোজ নরপতি উত্তর বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে নিজেকে গৌড় অধিপতি হিসাবে ঘোষনা করেন?

- কুঞ্জরঘটাবর্ষ

) কার আমলে ত্রৈলকাচন্দ্র পূর্ববাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন?

- নারায়ন পাল

) কোন রাষ্ট্রকূট নরপতি নারায়ন পালের আমলে পাল রাজ্য আক্রমন করেছিলেন?

- দ্বিতীয় কৃষ্ণ

) কোন পাল রাজা ম্লেচ্ছ, অঙ্গ, কলিঙ্গ, বঙ্গ, বঙ্গ, পাণ্ড্য, কর্ণাট, লাট, সুহ্ম, গুর্জর,, ক্রীত চীনদের পরাজিত করেন?

- রাজ্যপাল

১০) ভাতুরিয়া প্রশস্তি কোন পালরাজার সাথে সম্পর্কযুক্ত?

- রাজ্যপাল

১১) কোন প্রশস্তি থেকে জানা যায় যে, রাজ্যপাল ম্লেচ্ছ, অঙ্গ, কলিঙ্গ, বঙ্গ, বঙ্গ, পাণ্ড্য, কর্ণাট, লাট, সুহ্ম, গুর্জর, ক্রীত
চীনদের পরাজিত করেন?

- ভাতুরিয়া প্রশস্তি থেকে

১২) ভাতুরিয়া প্রশস্তি কে খোদিত করেন?

- যশোদাস
১৩) কোন পালরাজা চন্দ্রবংশীয় নরপতি কল্যানচন্দ্রের নিকট পরাজিত হয়েছিলেন?

- দ্বিতীয় বিগ্রহপাল

১৪) কোন রাষ্ট্রকূট নরপতি পালরাজ্য আক্রমন করে নারায়ন পালকে পরাজিত করেছিলেন?

- দ্বিতীয় কৃষ্ণ
১৫) কার আমলে পাল বংশের সাময়িক পতন ঘটে?

 - দ্বিতীয় বিগ্রহপাল

১৬) কোন পাল রাজাকে সৌগত বলা হয়?

- দ্বিতীয় বিগ্রহপাল
১৭) কে দ্বিতীয় বিগ্রহপালকে পরাজিত করে পালবংশের সিংহাসন দখল করেন?

- কান্তিদেব
১৮) কান্তিদেব কোন বংশের রাজা ছিলেন?

- চন্দ্রবংশ

১৯) চন্দ্রবংশের রাজধানী কোথায় অবস্থিত ছিল?

- বিক্রমপুর

২০) কোন পালবংশীয় নরপতি, চন্দ্রবংশীয় নরপতিকে পরাজিত করে পুনরায় বাংলার সিংহাসন উদ্ধার করেন?

- প্রথম মহীপাল

২১) পাল বংশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন কে?

- প্রথম মহীপাল

২২) কাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়?

- প্রথম মহীপালকে

২৩) প্রথম মহীপালের উপাধি কী ছিল?

- বিক্রমশীল

২৪) কোন পালবংশীয় রাজার আমলে রাজেন্দ্র চোল বাংলা গজনীর সুলতান মামুদ ভারত আক্রমন করেন?

- প্রথম মহীপাল

২৫) প্রথম মহীপাল কোন চোল সেনাপতির নিকট পরাজিত হয়েছিলেন?

- রাজেন্দ্র চোলের সেনাপতি শিবরাজ

২৬) কোন পালরাজা মিথিলা জয় করেন?

- প্রথম মহীপাল

২৭) 'মহীপালের গীতা কোন পালরাজার বীরগাথা?

- প্রথম মহীপালের

২৮) কোন পালরাজা কুমিল্লাতে বিষ্ণুমন্দির স্থাপন করেন?

- প্রথম মহীপাল

২৯) কোন পালবংশীয় নরপতি বরেন্দ্রভূমি থেকে কোম্বোজদের পরাজিত করে বিতাড়িত করে বরেন্দ্রকে পুনরায় পাল সাম্রাজ্যভুক্ত করেছিলেন?

- প্রথম মহীপাল

৩০) নালন্দায় অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যাওয়া মহাবিহার মন্দিরের সংস্কার করেন কোন নরপতি?

- প্রথম মহীপাল

৩১) প্রথম মহীপালের আমলে কয়েকজন বিখ্যাত শৈবাচার্যের নাম করুন?

- ইন্দ্রাশিব বামারাশি

৩২) প্রথম মহীপাল কার সম্মানার্থে একটি বিশাল মঠ নির্মান করেছিলেন?

- ইন্দ্রাশিব

৩৩) মুর্শিদাবাদের সাগরদিঘী কোন পাল রাজার একটা অন্যতম কৃতিত্ব?

- প্রথম মহীপাল

৩৪) দিনাজপুরের মহীপাল দিঘী কে খনন করেন?

- প্রথম মহীপাল

৩৫) কোন কোন জেলাড় কোন কোন গ্রাম এখনও মহীপালের স্মৃতি বহন করে চলেছে?

- বগুড়া জেলার মহীপুর গ্রাম এবং

দিনাজপুর জেলার মহীসন্তোষ গ্রাম

৩৬) মহীপালের কোন দুইভাই বারানসীতে মন্দির নির্মান করেছিলেন?

- স্থিরপাল এবং বসন্তপাল

৩৭) রাজশেখর কার সভাকবি ছিলেন?

- প্রথম মহীপালের

৩৮) প্রথম মহীপালের সময় দণ্ডভুক্তির শাসনকর্তা কে ছিলেন?

- ধর্মপাল

৩৯) প্রথম মহীপালের সময় দক্ষিন রাঢ় অঞ্চলের শাসনকর্তা কে ছিলেন?

- রণশুর

৪০) পাল বংশে কোন মন্ত্রী গোপাল- প্রিয়কারক নামে চিহ্নিত হয়েছেন?

- গুরবমিশ্র

 ৪১) কোন পাল রাজার আমলে বারানসী পালদের হস্তচ্যুত হয়?

- ন্যায়পাল

৪২) কে বারানসীকে পালদের থেকে ছিনিয়ে নিয়েছিলেন?

- কলচুরিদের গাঙ্গেয়দেব

৪৩) গাঙ্গেয়দেব এর পুত্রের নাম কী?

- কর্ন

৪৪) কার মধ্যস্থতায় কলচুরী বংশের কর্ন পালবংশের ন্যায়পালের মধ্যে সন্ধি স্থাপিত হয়েছিল?

- অতীশ দিপঙ্কর শ্রীজ্ঞান

৪৫) তৃতীয় বিগ্রহপালের সাথে কার বিবাহ হয়?

- মহারাজ কর্নের কন্যা যৌবনশ্রী

 ৪৬) কোথা থেকে জানা যায় যে, তৃতীয় বিগ্রহপালের সাথে লক্ষ্মীকর্নের কন্যা যৌবনশ্রী এর বিবাহ হয়েছিল?

- সন্ধ্যাকর নন্দীর রামচরিত থেকে

৪৭) কার সময়ে পালরাজ্যে, কর্ণাটকের চালুকা যুবরাজ ষষ্ঠ বিক্রমাদিত্য আক্রমন করেন?

- তৃতীয় বিগ্রহপাল

 ৪৮) পালরাজ তৃতীয় বিগ্রহপালের সময় কে বর্ধমানের  ঢেকরিতে একটি স্বাধীন রাজ্য গড়ে তুলেছিলেন?

-  পালরাজ্যের মহামান্ডলিক ঈশ্বর ঘোষ 

৪৯) কোন পাল নরপতিকে পরাজিত করার পর রাজেন্দ্র চোল গঙ্গাইকন্দচোল উপাধি ধারন করেন?

- প্রথম মহিপাল

৫০) প্রথম মহিপালকে পরাজিত করার পর রাজেন্দ্র চোল চোলগঙ্গম নামক একটি বিশাল পুকুর খনন করেছিলেন, সেটি কোথায়?

- রাজেন্দ্র চোলের নতুন রাজধানী গঙ্গাইকন্দ চোলপুরমে  

৫১) কোন পাল নরপতি গজনীর সুলতান মামুদের সমকালিন ছিলেন?

- প্রথম মহীপাল

 

 

  

প্রথম মহীপাল প্রথম পর্ব>>>> 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad