Type Here to Get Search Results !

লক্ষ্মণ সেন দ্বিতীয় পর্ব [Lakshmon Sen]

 

লক্ষ্মণ সেন

Set by - Manas Adhikary


লক্ষ্মণ সেন  দ্বিতীয় পর্ব | Sen Dynasty and Lakshman Sen Part –II

লক্ষ্মন সেন| সেনবংশের পতনগৌড়েশ্বর| পরম রায়| অরিরাজ মদন শংকর| অরিরাজ বৃষভ শংকর| অরিরাজ অসহা শঙ্কর| অরিরাজ বৃষভাঙ্ক শঙ্কর| অরিরাজ নিঃশঙ্ক শংকর| হিন্দুদের খলিফা| পঞ্চরত্ন

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  লক্ষ্মণ সেন এই পর্বে লক্ষ্মণ সেন সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

লক্ষ্মণ সেন  অতিসংক্ষিপ্তপ্রশ্নোত্তর MCQ Sen Dynasty And Lakshman Sen Part –II  

 

১) লক্ষন সেনের পিতার নাম কী?

- বল্লাল সেন

২) লক্ষ্মন সেনের মাতার নাম কী?

- রমাদেবী

৩) লক্ষ্মন সেনের স্ত্রীর নাম কী?

- বল্লভা, (মতান্তরে তারাদেবী বা তন্দ্রাদেবী)

৪) লক্ষ্মন সেনের পুত্র সংখ্যা কতগুলি?

- তিনজন। মাধব সেন, বিশ্বরূপ সেন, ও কেশব সেন

৫) লক্ষ্মন সেনের প্রধানমন্ত্রীর ও মুখ্য বিচারকের নাম কী?

- হলায়ুধ

৬) লক্ষ্মনসেন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?

- ১১৭৯ খ্রিস্টাব্দে

৭) লক্ষ্মান সেন কত বছর বয়সে সিংহাসনে বসেন?

-৬০ বছর

৮) লক্ষ্মন সেনের প্রতিটি তাম্রশাসনের শুরুতে কোন দেবতার স্তুতি দেখা যায়?

- নারায়নের

৯) গাহড়বাল জয়চন্দকে কোন সেন নরপতি পরাজিত করেন?

- লক্ষ্মন সেন

১০) পুরী, কাশী ও প্রয়াগে বিজয়স্তম্ভ কে নির্মান করেছিলেন?

- লক্ষ্মন সেন (গাহড়বাল রাজ জয়চন্দ্রকে পরাজিত ও নিহত করে কাশী ও প্রয়াগে বিজয়স্তম্ব স্থাপন করেছিলেন লক্ষ্মন সেন)

১১) অকালতারা শিলালিপি অনুযায়ী লক্ষ্মন সেন কোন কলচুরি সামন্তরাজের নিকট পরাজিত হয়েছিলেন?

- বল্লভরাজ

১২) লক্ষ্মন সেনের সমসাময়িক পাল নরপতি কে ছিলেন?

- পলপাল

১৩) লক্ষ্মন সেন কোন ধর্মের অনুরাগী ছিলেন?

- বৈষ্ণব ধর্মের

১৪) লক্ষ্মান পালের রাজত্বের শেষের দিকে সুন্দরবন অঞ্চলে কে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন?

- ডোম্বান পাল

১৫) লক্ষ্মন সেনের সভাকবি কে ছিলেন?

- ধোয়ী এবং উমাপতিধর

১৬) লক্ষ্মন সেন কোন কোন উপাধি ধারন করেছিলেন?

- অরিরাজ মদন শংকর ( প্রসঙ্গত উল্লেখ্য - অরিরাজ বৃষভ শংকর উপাধি গ্রহন করেন বিজয় সেন, অরিরাজ নিঃশঙ্ক শংকর উপাধি গ্রহন করেন বল্লাল সেন, অরিরাজ বৃষভাঙ্ক শঙ্কর উপাধি গ্রহন করেন বিশ্বরূপসেন এবং অরিরাজ অসহা শঙ্কর উপাধি গ্রহন করেন কেশবসেন)

১৭) 'হিন্দুদের খলিফা' নামে কে পরিচিত ছিলেন?

- লক্ষ্মন সেন

১৮) কুতুব উদ্দিন আইবক ছাড়া আর কাকে ‘লাখবক্স' উপাধি দেওয়া হয়?

- লক্ষ্মন সেনকে

১৯) কোন সেন নরপতি গৌড়েশ্বর উপাধি নিয়েছিলেন?

- লক্ষ্মন সেন

২০) "বিখ্যাত রায়' বা 'পরম রায় নামে কে পরিচিত?

- লক্ষ্মন সেন

২১) লক্ষ্মন সেনকে কে 'বিখ্যাত রায়' বা 'পরম রায়' নামে অভিহিত করেছেন?

- মিনহাজ উদ্দিন তার তবকাত্-ই-নাসিরী গ্রন্থে

২২) লক্ষ্মন সেনকে কে 'রায় লখমনিয়া' নামে অভিহিত করেছেন?

- মিনহাজ উদ্দিন সিরাজ

২৩) কে লক্ষ্মন সেনকে আর্যাবর্তের রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলেছেন?

- মিনহাজ উদ্দিন সিরাজ

২৪) তবাকাত-ই-নাসিরী থেকে কার রাজত্বের শেষের দিকের ঘটনা জানা যায়?

- লক্ষ্মন সেনের

২৫) লক্ষ্মণ সেনের রাজধানীর নাম কী?

- লক্ষ্মনাবতী

২৬) বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়?

- নবদ্বীপ

২৭) লক্ষ্মন সেনের সভায় শ্রেষ্ঠ কবি কে ছিলেন?

- জয়দেব

২৮) লক্ষ্মণ সেনের সভায় পঞ্চরত্ন কারা ছিল?

- উমাপতিধর, শরন, জয়দেব, ধোয়ী ও গোবর্ধন।

২৯) লক্ষ্মনসেন তাঁর কোন সভাসদকে চক্রবর্তী উপাধিতে ভূষিত করেছিলেন?

- ধোয়ী

৩০) গীতগোবিন্দ কে রচনা করেন?

- জয়দেব

৩১) গীতগোবিন্দ কোন ভাষায় রচিত?

 - সংস্কৃত

৩২) গীতগোবিন্দের অধ্যায় সংখ্যা কতগুলি?

- ১২ টি

৩৩) গীতগোবিন্দ কোন বিষয়ের উপর রচিত?

- এটি কৃষ্ণ, রাধা এবং বৃন্দাবনের গোপীদের মধ্যে সম্পর্ক বর্ণনা করে।

৩৪) বল্লাল সেন রচিত কোন আসম্পূর্ন গ্রন্থটি লক্ষ্মন সেন সম্পূর্ন করেছিলেন?

- অদ্ভুতসাগর

৩৫) লক্ষ্মন সবৎ কে প্রচলন করেন?

- লক্ষ্মন সেন

৩৬) বখতিয়ার খলজী যখন অদন্তপুরি মহাবিহার ধ্বংস করেন সেই সময় বাংলার নরপতি কে ছিলেন?

- লক্ষ্মন সেন

৩৭) বখতিয়ার খলজীর বাংলা আক্রমনের সময় বাংলার নরপতি কে ছিলেন?

- লক্ষ্মন সেন

৩৮) কতজন অনুচর নিয়ে বখতিয়ার খলজী বাংলা আক্রমন করেছিলেন?

- ১৭ জন (মতান্তরে ১৮ জন)

৩৯) কোথা থেকে লক্ষন সেনের আমলে বখতিয়ার খলজী কর্তৃক বঙ্গবিজয়ের কথা জানা যায়?

- মিনহাজ উদ্দিনের লেখাতাবাকাত-ই নাসিরি নামক গ্রন্থ থেকে

৪০) বখতিয়ার খলজী যখন বাংলা আক্রমন করেন তখন লক্ষ্মন সেনের বয়স কত ছিল?

- ৮০ বছর

৪১) বখতিয়ার খলজীর বাংলা আক্রমনের পূর্বে রাজ্যে যাতে মুসলিম আক্রমন না হয় তাঁর জন্য লক্ষ্মন সেন কী করেছিলেন?

- গুরুর আদেশে যজ্ঞ করেছিলেন

৪২) লক্ষ্মন সেন নদিয়া ত্যাগ করে পূর্ববঙ্গে চলে গেলে সেখানে কে সেন রাজত্বকে অস্বীকার করে স্বাধিনতা ঘোষণা করেন?

- কুমিল্লার হরিকল

৪৩) হরিকলের মৃত্যুর পর কে কুমিল্লার শাসনভার গ্রহন করেন?

- বীরধরদেব

৪৪) বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে ছিলেন?

- লক্ষ্মন সেন

৪৫) লক্ষ্মন সেনকে ‘বাংলার শেষ হিন্দু বীর' বলে কে আখ্যায়িত করেছেন?

- রমেশচন্দ্র মজুমদার

৪৬) এমন একটি পাল রাজাদের প্রত্নতাত্বিক উপাদানের নাম করো যা সেন রাজাদের ঐতিহাসিক উপাদান হতে পারে।

- ডোম্বন পালের সুন্দরবন লিপি (এই লিপি থেকে লক্ষ্মন সেনের কথা জানা যায়)

৪৭) লক্ষন সেনের মৃত্যুর পর পূর্ববঙ্গের সিংহাসনে কে বসেছিলেন?

- বিশ্বরূপ সেন

৪৮) বিশ্বরূপ সেন তাঁর রাজত্বকালের মাঝখানে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় কে সিংহাসনে বসেছিলেন?

- তাঁর পুত্র সূর্যসেন (পরবর্তীতে প্রায় তিন বছর পর বিশ্বরূপ সেন সুস্থ হয়ে উঠলে সূর্য সেন তাঁর পিতার অনুকুলে সিংহাসন পরিত্যাগ করেন)

৪৯) গিয়াস উদ্দিন আয়জকে কোন সেনরাজা পরাজিত করেছিলেন?

- বিশ্বরূপ সেন

৫০) লক্ষ্মণ সেনের উপাধি কি ছিল?

- অশ্বপতি-গজপতি-নরপতি-রাজত্রয়াধিপতি

৫১) হস্তিদন্ত নির্মিত শিবিকার কথা কোথায় উল্লেখ আছে?

- বিশ্বরূপ সেনের ইদিলপুর লেখে।

৫২) কেশব সেনের রাজত্বকালের সময়সীমা উল্লেখ কর।

- ১২২৫ খ্রিস্টাব্দ থেকে ১২৩০ খ্রীস্টাব্দ

৫২) সেন বংশের শেষ নরপতির নাম কী?

- পুরুষোত্তম সেন।

৫৩) কাদের আক্রমনের ফলে পূর্ববঙ্গ থেকেও সেন রাজাদের শাসনের অবসান ঘটে?

- দেববংশীয় নরপতি দামোদর

৫৪) লক্ষন সেনের প্রধানমন্ত্রির নাম কি?

- হলায়ুধ

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad