Type Here to Get Search Results !

ডাইরেক্টরি শাসন [Directory Governance]

 

ডাইরেক্টরি শাসনব্যবস্থা

Set By – Manas Adhikary

ডাইরেক্টরি শাসন| Directory Governance In Bengali.

 

ডাইরেক্টরি শাসনব্যবস্থা| ডাইরেক্টরি শাসনব্যবস্থার আইনসভা| পল বারাস| লা-র‍্যাভেলিয়ে| লাতুরনিয়ে| রিউবেল| কারনো| বাসকুল নীতি| ক্লিচিয়েনস| এসাইনট| টেরিটারিয়ান| ব্যাবেয়ুফ| সোসাইটি অব দি প্যানথিয়ান| ক্যাম্পোফোর্মিওর চুক্তি|

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক ডাইরেক্টরি শাসনব্যবস্থা এই পর্বে ডাইরেক্টরি শাসনব্যবস্থা সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

ডাইরেক্টরি শাসন অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর| Directory Governance MCQ.

 

) ডাইরেক্টরি শাসনব্যবস্থা শুরু হয় কবে?

- জ্যাকোবিন দলের নেতা রোবসপিয়ারের পতনের পর

) ডাইরেক্টরি শাসনব্যবস্থার সময়কাল উল্লেখ কর।

- ১৭৯৫ - ১৭৯৯ খ্রীস্টাব্দ

) ডাইরেক্টরি শাসনব্যবস্থার অপর নাম কী?

-  পরিচালক সমিতির শাসন

) ডাইরেক্টরি শাসনব্যবস্থা কয়টি কক্ষবিশিষ্ট আইনসভা নিয়ে গঠিত?

- দুটি (উচ্চকক্ষ - প্রবীন পরিষদ, নিম্নকক্ষ- ৫০০ সদস্য বিশিষ্ট কক্ষ)

) উচ্চকক্ষের সদস্য সংখ্যা কত ছিল?

- ২০০ জন

) নিম্নকক্ষের সদস্য সংখ্যা কত ছিল?

- ৫১১ জন

) ডাইরেক্টরি শাসনব্যবস্থায় আইনসভার দুইকক্ষ থেকে প্রতি বছর কত সদস্য পদত্যাগ করত এবং তার স্থলে নতুন সদস্য অন্তর্ভুক্ত হত?

- এক তৃতীয়াংশ

) ডাইরেক্টরি শাসন ব্যাবস্থর প্রথম দিকে কতজন ডিরেক্টর এই শাসনযন্ত্রকে পরিচালনা করত?

- পাঁচজন (পল বারাস, লা-র‍্যাভেলিয়ে, লাতুরনিয়ে, রিউবেল কারনো)

) এই পাঁচজন ডিরেক্টর ডাইরেক্টরি শাসন ব্যাবস্থর কোন আইনসভার কক্ষের সদস্য ছিলেন?

- উচ্চকক্ষ

১০) উচ্চকক্ষের ডিরেক্টরদের মেয়াদ কাল কত ছিল?

- পাঁচ বছর

১১) ডিরেক্টর শাসন প্রথম দিকে যে পাঁচজন ডিরেক্টর শাসনব্যবস্থাকে পরিচালনা করত তাদের মধ্যে বিপ্লবিবাদী অর্থাৎ যাজকতন্ত্র অভিজাতদের বিরুদ্ধপন্থী কারা কারা ছিল?

-বারাস, লা-র‍্যাভেলিয়ে, রিউবেল

১২) ডিরেক্টর শাসন প্রথম দিকে যে পাঁচজন ডিরেক্টর শাসনব্যবস্থাকে পরিচালনা করত তাদের মধ্যে সংবিধানপন্থী কারা কারা ছিল?

- লাতুরনিয়ে কারনো

১৩) ডাইরেক্টরি শাসন আমলে ডাইরেক্টরগন কোন শ্রেনীর লোক ছিলেন?

- বুর্জোয়া

১৪) ডাইরেক্টরি শাসন পরিচালনার সময় ডাইরেক্টরা কোন নীতি অনুসরন করেছিল?

- বাসকুল নীতি

১৫) বাসকুল নীতি কি?

- ডাইরেক্টরা ফ্রান্সের শাসন পরিচালনার সময় ফ্রান্সের ডানপন্থী অভিজাত বামপন্থী জ্যাকোবিনদের মধ্যে সাম্যতা বজায় রেখে চলত। ইহাই বাসকুল নীতি নামে পরিচিত

১৬) ডাইরেক্টরা বাসকুল নীতি অনুসরন কেন করেছিল?

- যাতে ডানপন্থী বামপন্থী দুইপক্ষ প্রবল হয়ে সংবিধানকে ভাঙতে না পারে

১৭) প্রচীন ফ্রান্সে অর্থনৈতিক সংকট সবথেকে বেশী হয়েছিল কোন সময়ে?

- ডাইরেক্টরি শাসনব্যবস্থা

১৮) ডাইরেক্টরি শাসনব্যবস্থার সময় রাজকোষের ব্যয় নির্বাহ করা হত কোথা থেকে?

- বিদেশী যুদ্ধে জয়লাভের পর আদায়ীকৃত অর্থ থেকে

১৯) ডাইরেক্টরি শাসনব্যবস্থর সময় কে কে ডাইরেক্টরির বিরদ্ধে আক্রমন করার পরিকল্পনা করেছিল?

- জ্যাকোবিনপন্থী রাজতন্ত্রের সমর্থকরা

২০) ডাইরেক্টদের বুর্জোয়া চরিত্র প্রকাশে প্রেরনা দিতেন কারা?

- মাদাম জোসেফিন, মালাম থেরেসা তালিয়েন প্রমুখ কিছু লাস্যময়ী রমনী৷

২১) ডাইরেক্টরি শাসন আমলে কে ১২ হাজার লিভর ব্যয় করে একটি গ্রউনড তৈরি করে তার বুর্জোয়া চরিত্রের পরিচয় দিয়েছিলেন?

- মাদাম থেরেসা তালিয়েন

২২) মাদাম থেরেসা তালিয়েনের অপর পরিচয় কি ছিল?

- তিনি ছিলেন ডাইরেক্টর বারাসের উপপত্নী

২৩) একসময় ডাইরেক্টরা দুটি দলে ভাগ হয়ে যান। সেটি দুটি কী কী ছিল?

- বিপ্লবিবাদী সংস্কারপন্থী

২৪) বিপ্লবিবাদীরা কী চাইত?

- ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং যাজক দেশত্যাগীদের কঠোর শাস্তি দেওয়ার পক্ষে ছিলেন এরা৷

২৫) সংস্কারপন্থীরা কি চাইত?

- এরা চাইতেন যুদ্ধের অবসান ঘটিয়ে ফ্রান্সে এক শাসনতান্ত্রিক সরকার গঠন করতে

২৬) সংস্কারপন্থী ডাইরেক্টরা কী নমে পরিচিত ছিলেন?

- ক্লিচিয়েনস

২৭) ডাইরেক্টরী শাসনব্যবস্থর সময় ফ্রান্সে যে কাজে মুদ্রার প্রচলন ছিল তার নাম কী ছিল?

- এসাইনট

২৮) এসাইনট নামক কাগুজে মুদ্রার দাম পড়ে গেলে ডাইরেক্টরি একটি নতুন কাগজের মুদ্রা প্রচলন করেছিল তার নাম কী ছিল?

- টেরিটারিয়ান

২৯) বেবীউফ(ব্যাবেয়ুফ) কে ছিলেন?

- একজন বামপন্থী নেতা যিনি সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন

৩০) বেবীউফ(ব্যাবেয়ুফ) কিজন্য পরিচিতি লাভ করে?  

-আর্থিক দুরাবস্থা দুর্নীতি প্রভৃতি কারনে ডাইরেক্টরির বিরদ্ধে যেসব অন্তর্বিদ্রোহ দেখা দেয় তাদের মধ্যে অন্যতম ছিল এই বেবিউফের বিদ্রোহ।

৩১) বেবীউফ কোন সংগঠনের সদস্য ছিলেন?

- সোসাইটি অব দি প্যানথিয়ান (ব্যাবেয়ুফ পান্থেওন  ক্লাব)

৩২) ট্রিবিউন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

- বেবীউফ

৩৩) ডাইরেক্টররা ব্যাবেয়ুফের মৃত্যুদণ্ড কবে দিয়েছিল?

- ১৭৯৬ সালে

৩৪) ডাইরেক্টরি শাসনব্যবস্থায় এক ধর্ম উন্মাদ দল লুটপাট করে বিভীষিকা সৃষ্টি করেছিল। দলটির নাম কী ছিল?

- সোসাইটি অব দি কোম্পানি অব জেহু

৩৫) সোসাইটি অব দি কোম্পানি অব জেহু নামক দলটির বিদ্রোহ কে দমন করেছিলেন?

- ডাইরেক্টরির নির্দেশে সেনাপতি হোসি

৩৬) নেপোলিয়ান কে ছিলেন?

- ডাইরেক্টরী শাসন চলাকালীন একজন ফরাসি সেনাপতি

৩৭) নেপোলিয়ান কবে ডাইরেক্টদের নজরে আসেন?

- ১৭৯৫ সালের ফ্রান্সের প্যারিসে বিক্ষুদ্ধ জনতার ভিড়কে ছত্রভঙ্গ করে

৩৮) ডাইরেক্টরি শাসনব্যবস্থর সময় কে পোপকে আক্রমন করেছিল?

- নেপোলিয়ান

৩৯) ক্যাম্পোফোর্মিওর চুক্তি কাদের মধ্যে হয়েছিল?

- নেপোলিয়ান অস্ট্রিয়ার সম্রাটের মধ্যে

৪০) কাকে নেপোলিয়ানের প্রথম বিজয় স্মারক বলে চিহ্নিত করা হয়?

- ক্যাম্পোফোর্মিওর চুক্তি

৪১) ক্যাম্পোফোর্মিওর চুক্তি অনুযায়ী ফ্রান্সের সীমানা কতদুর পর্যন্ত বলে অস্ট্রিয়া স্বীকার করে নেয়?

- রাইন নদী পর্যন্ত

৪২) কোন চুক্তির ফলে ইতালির লম্বার্ডির উপর অস্ট্রিয়ার অধিকার লোপ পায়?

- ক্যাম্পোফোর্মিওর চুক্তি

৪৩) টলেনটিনোর সন্ধি কাদের মধ্যে সাক্ষরিত হয়েছিল?

- নেপোলিয়ান পোপ ষষ্ঠ পায়াস ( ১৭৯৭ সালে)

৪৪) মোডেনা বৈঠক কি?  

- ১৭৯৬ সালে নেপোলিয়ান ডাইরেক্টরি নির্দেশ অমান্য করে মোডেনা পোপ শাসিত রাজ্যগুলি নিয়ে বৈঠক করেছিলেন। ইহা মোডেনা বৈঠক নামে পরিচিত

৪৫) যদি ফরাসি বিপ্লব ইউরোপকে পথ দেখিয়ে থাকে, তাহলে বোনাপার্টের মধ্যে ফ্রান্স নিজেই তার পথপ্রদর্শক খুঁজে পেয়েছিল- উক্তিটি কার?

- ঐতিহাসিক হাসাল

৪৬) কোন যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হয়েছিলেন?

- নীলনদের যুদ্ধে (১৭৯৯)

৪৭) নীলনদের যুদ্ধে নেপোলিয়ান কার কাছে পরাজিত হন?

- ব্রিটিশ সেনাপতি নেলসন

৪৮) কার সহায়তায় নেপোলিয়ান সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ডাইরেক্টরী শাসনব্যবস্থর অবসান ঘটান?

-অ্যাবি সিয়াস

৪৯) কবে ডাইরেক্টরি শাসনব্যবস্থর অবসান ঘটে?

- ১৭৯৯ সালের নভেম্বর

৫০) নেপোলিয়ান ডাইরেক্টরি শাসনের পতন ঘটিয়ে কোন শাসনের সূচনা করেন?

- কনগুলেটের শাসন

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

ডাইরেক্টরি শাসনব্যবস্থা| ডাইরেক্টরি শাসনব্যবস্থার আইনসভা| পল বারাস| লা-র‍্যাভেলিয়ে| লাতুরনিয়ে| রিউবেল| কারনো| বাসকুল নীতি| ক্লিচিয়েনস| এসাইনট| টেরিটারিয়ান| ব্যাবেয়ুফ| সোসাইটি অব দি প্যানথিয়ান| ক্যাম্পোফোর্মিওর চুক্তি|

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad