Type Here to Get Search Results !

পালবংশের সাহিত্য, স্থাপত্য ও ভাস্কর্য দ্বিতীয় পর্ব [Pala Dynasty]

পালবংশের সাহিত্য, স্থাপত্য ও ভাস্কর্য

Set by - Manas Adhikary

 


পালবংশের সাহিত্য, স্থাপত্য ও ভাস্কর্য দ্বিতীয় পর্ব| Literature, Architecture and Sculpture of of the Pala Dynasty  Part- II

বিক্রমশীলা| ওদন্তপুরী| সোমপুর | রাজশেখর| সন্ধ্যাকর নন্দী| ক্ষেমীশ্বর| নীতিবৰ্মা|


নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পাল আমলের সাহিত্য, স্থাপত্য ও ভাস্কর্য এই পর্বে পাল আমলের সাহিত্য, স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


পালবংশের সাহিত্য, স্থাপত্য ও ভাস্কর্য| Literature, Architecture and Sculpture of of the Pala Dynasty  Part- II

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) পালযুগে সাধারন মানুষের কথ্যভাষা কী ছিল?
- প্রাকৃত বা অর্ধমাগধী


) পাল আমলের কাব্যগ্রন্থগুলি কোন ভাষায় রচিত?
- সংস্কৃত


) পাল আমলে রচিত চর্যাপদের ভাষা কী ছিল?
- সন্ধ্যাভাষা


) পালযুগে নারীদের প্রেমপত্রের ইঙ্গিত আছে কোন কাবো?
- পবনদূতম


) রামচরিত গ্রন্থের প্রনেতা সন্ধ্যাকর নন্দীর পিতার নাম কী?
- প্রজাপতি নন্দী


) সন্ধ্যাকর নন্দীর পিতা প্রজাপতি নন্দীকে কী বলা হত?
- করনকুলের শ্রেষ্ঠ ব্যক্তি


) পালযুগে সংস্কৃত সাহিত্য রচনার ক্ষেত্রে পূর্বের কোন রীতিকে বাদ দিয়ে কোন নতুন রীতির প্রচলন দেখা দেয়?
- পূর্বের বৈদর্ভ রীতিকে বাদ দিয়ে অলংকারযুক্ত গৌড়িয় রীতি প্রচলিত হয়


) পালযুগের একজন বিখ্যাত কবি ছিলেন শ্রীধরভট্ট এই শ্রীধরভট্টের পৃষ্ঠপোষক কে ছিলেন?
- 'কায়স্থকুলতিলক' পান্ডুদাস


) পালযুগের কোন বিখ্যাত কবি পালরাজাদের আনুকুল্য লাভ করেননি?
- ভবভট্টদেব


১০) ভবভট্টদেব কে ছিলেন?
- পালযুগের বিখ্যাত কবি এবং বর্মা বংশীয় নরপতি হরিবর্মার সান্ধিবিগ্রাহক


১১) পাল নরপতি রামপালের ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন?
- ভদ্রেশ্বর (এই ভদ্রেশ্বরের পুত্র সুরেশ্বর বা সুরপাল ছিলেন শব্দপ্রদীপ গ্রন্থের রচয়িতা)


১২) পালযুগে দর্শনশাস্ত্র কে রচনা করেন এবং উক্ত গ্রন্থটির নাম কী?
- শ্রীধর ভট্ট, গ্রন্থটির নাম ন্যায়কন্দলী


১৩) পাল আমলে হিন্দু আইন সংক্রান্ত গ্রন্থটি কে রচনা করেন এবং গ্রন্থটির নাম কী?
- জীমূতবাহন, গ্রন্থটির নাম দায়ভাগ


১৪) পাল আমলে চরক শুশ্রুতের উপর দুটি টীকাগ্রন্থ যথাক্রমে আয়ুর্বেদদীপিকা ভানুমতী কে রচনা করেন?
- পালযুগের বিখ্যাত চিকিৎসক চক্রপানি দত্ত


১৫) পালযুগে স্থাপত্য শিল্পকলার নিদর্শন কোনটি?
- বিক্রমশীলা মহাবিহার সোমপুর মহাবিহার


১৬) পালযুগে মন্দির নির্মানের ক্ষেত্রে যে রীতি প্রচলিত ছিল তার নাম কী?
- সর্বোতভদ্র


১৭) পাল বংশীয় কোন রাজা বুদ্ধ গয়ায় একটি মন্দির নির্মান করেছিলেন?
- দেবপাল


১৮) পালযুগে নির্মিত কতকগুলি বিশ্ববিদ্যালয়ের নাম কর
- বিক্রমশীলা, ওদন্তপুরী সোমপুর এছাড়া জগদ্দল, দেবীকোট পান্ডুভুমি প্রভৃতি বৌদ্ধ শিক্ষাকেন্দ্র গড়ে ওঠে


১৯) বিক্রমশীলা মহাবিহার কোন পাল নরপতি নির্মান করেছিলেন?
- ধর্মপাল


২০) ওদন্তপুরী বিহার কে নির্মাণ করেন?
- গোপাল (প্রকৃতপক্ষে গোপালের আমলে ওদন্তপুরীর কাজ শুরু হলেও শেষ হয় ধর্মপালের আমলে)


২১) সোমপুর বিহার কার আমলে নির্মিত হয়?
- ধর্মপাল


২২) কোন পালরাজার আমলে গন্ধকুটি বিহার নির্মিত হয়েছিল?
- প্রথম মহীপাল


২৩) জগদ্দল বিহার কে নির্মান করেন?
- রামপাল


২৪) পালযুগের কয়েকজন অধ্যাপকের নাম কর যারা বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপনার কাজের সহিত যুক্ত ছিলেন?
- অতীশ দীপঙ্কর, রত্নাকর শাস্ত্রী, শীল রক্ষিত, কল্যান রক্ষিত, অভয়াকর গুপ্ত প্রমুখ


২৫) বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষের নাম কী?
- অতীশ দিপঙ্কর (নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের নাম শীলভদ্র,)


২৬) অতীশ দিপঞ্চরকে কে বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষের পদে নিযুক্ত করেন?
- ন্যায়পাল


২৭) কোন পালরাজা বিষ্ণুমন্দির স্থাপন করেছিলেন?
- প্রথম মহীপাল


২৮) পাল যুগে যে স্তূপগুলি নির্মিত হয়েছিল সেগুলি কোন রীতির ছিল?
- নিবেদক স্তুপ


২৯) পালযুগের স্থাপত্যগুলি কোন শিল্পরীতিতে নির্মিত হয়েছিল?
- নাগর, দ্রাবিড়, বেসরা রীতি


৩০) বাংলার কোন শাসকের লিপিতে ধর্মচক্র খোদিত আছে?
- ধর্মপাল প্রথম মহীপাল


৩১) পালযুগে ভাস্কর্য শিল্পকলার প্রধান কেন্দ্রগুলি কী কী?
- পাহাড়পুর ওদন্তপুর


৩২) পালযুগের দুজন বিখ্যাত ভাস্কর্য শিল্পীর নাম লেখ?
- ধীমান তাঁর পুত্র বীতপাল


৩৩) পাল আমলে কে ভাস্কর্যশিল্পে মধ্যদেশীয় শৈলীর প্রবর্তন ঘটান?
- ধীমান


৩৪) পালযুগে কে ভাস্কর্যশিল্পে প্রাচ্যের শৈলীর প্রচল ঘটান?
- ধীমান পুত্র বীতপাল


৩৫) চক্রপানি দত্ত কে ছিলেন?
- পাল যুগের বিখ্যাত চিকিংসক ( এছাড়াও চক্রপানি দত্তের ভাই ভানুও বিখ্যাত চিকিৎসক ছিলেন)


৩৬) পাল আমলে রচিত কিছু বিখ্যাত গ্রন্থ তাদের রচয়িতা

গ্রন্থ - কাব্য মীমাংসা গ্রন্থ
রচয়িতা - রাজশেখর

গ্রন্থ - রামচরিতম
রচয়িতা - সন্ধ্যাকর নন্দী

গ্রন্থ - চন্দ্র কৌশিক নাটক
রচয়িতা - ক্ষেমীশ্বর

গ্রন্থ - কীচক বধ
রচয়িতা নীতিবৰ্মা


গ্রন্থ - কবীন্দ্র বচন সমুচ্চয়
রচয়িতা নীতিবৰ্মা


গ্রন্থ - ন্যায়কদলী (দর্শনশাস্ত্র)
রচয়িতা শ্রীধরভট্ট


গ্রন্থ - দায়ভাগ (হিন্দু আইন)
রচয়িতা জীমূতবাহন


গ্রন্থ - প্রায়শ্চিত্ত প্রকরন, ব্যবহার তিলক, দশকর্মা পদ্ধতি
রচয়িতা - ভবদেব ভট্ট

গ্রন্থ - হবিচরিত
রচয়িতা চতুর্ভুজ


গ্রন্থ - কাদম্বরী কথাসাগর
রচয়িতা অভিনন্দ


গ্রন্থ - মাধব নিধান
রচয়িতা - মাধব কর


গ্রন্থ - সারাবলী(জ্যোতিষ বিজ্ঞান)
রচয়িতা কল্যানবর্মা


গ্রন্থ - তান্ত্রিক
রচয়িতা প্রজ্ঞাবর্মন


গ্রন্থ - চিকিৎসাসংগ্রহ
রচয়িতা - চক্রপাণি দত্ত


গ্রন্থ - আয়ুর্বেদদীপিকা ভানুমতী নামক দুটি টীকাগ্রন্থ
রচয়িতা - চক্রপাণি দত্ত


গ্রন্থ - শব্দচন্দ্রিকা দ্রব্যগুনসংগ্রহ
রচয়িতা - চক্রপাণি দত্ত


গ্রন্থ - শব্দপ্রদীপ
রচয়িতা - সুরেশ্বর বা সুরপাল


গ্রন্থ - বৃক্ষায়ুর্বেদ লোহাসর্বস্ব
রচয়িতা - সুরেশ্বর বা সুরপাল


গ্রন্থ - হৈতুততোপদেশ,ধর্মাধর্মবিনিশ্চয়, বালাবতারতর্ক
রচয়িতা মহাজেতারি


গ্রন্থ - এগারোটি বজ্রযান গ্রন্থ
রচয়িতা - কনিষ্ঠ জেতারি


গ্রন্থ - তিনটি বজ্রযান গ্রন্থ
রচয়িতা - শান্তিদেব

 

পালবংশের সাহিত্য, স্থাপত্য ও ভাস্কর্য প্রথম পর্ব >>>> 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad