Type Here to Get Search Results !

পাল আমলের প্রশাসনিক ও সামাজিক অবস্থা তৃতীয় পর্ব [Pala Dynasty]

 সামাজিক জীবন

Set By – Manas Adhikary

 



পাল আমলের প্রশাসনিক ও সামাজিক অবস্থা   তৃতীয়পর্বAdministrative and Social conditions of the Pala period - III

মহাদণ্ডনায়ক। দশগ্রাম। পাটকদূত। দূতক


নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পাল আমলের প্রশাসনিক ও সামাজিক ব্যবস্থা। এই পর্বে থাকছে পাল আমলের প্রশাসনিক ব্যবস্থা ও সামাজিক ব্যবস্থা সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোউত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।


এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


পাল আমলের সামাজিক ব্যবস্থা| Administrative and Social conditions of the Pala period - III


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) পাল শাসনের প্রশাসনিক ব্যবস্থার কাঠামো কাদের শাসনব্যবস্থার উপর নির্ভর করে গড়ে উঠেছিল?

- গুপ্তদের

) পাল যুগে কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন কে?

- স্বয়ং রাজা

) প্রথম কোন আমলে প্রধানমন্ত্রীর ন্যায় ক্ষমতাধারী 'মন্ত্রী' নামক একটি পদের উদ্ভব হয়েছিল?

- পাল

) ধর্মপালের মন্ত্রীর নাম কী ছিল?

- গর্গ 

) গর্গের যেসব বংশে ধরেরা পরবর্তীকালে পালরাজাদের মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন তাদের নাম কর?

- সোমেশ্বর, কেদারমিশ্র, গুরবমিশ্র

) দেবপালের একাধিক মন্ত্রী ছিলেন তাদের নাম লিখুন

- গর্গের পুত্র দর্ভপানি, গর্গের পৌত্র সোমেশ্বর, গর্গের প্রপৌত্র কেদারমিশ্র

) গুরবমিশ্র কার প্রধানমন্ত্রী ছিলেন?

- নারায়ন পালের

) গুরব মিশ্রের পিতৃপরিচয় কী?

- তিনি কেদারমিশ্রের পুত্র ছিলেন

) কুমারপালের প্রধানমন্ত্রীর নাম কী ছিল?

- বৈদ্যদেব

১০) পালযুগে সাধারন মানুষের কথ্যভাষা কী ছিল?

- অর্ধমাগধী বা প্রাকৃত

১১) পাল নরপতিগন কোন ধর্মালম্বী ছিলেন?

- বৌদ্ধধর্মালম্বী

১২) পালরাজাদের আদিবাসভূমি কোথায় ছিল?

- বরেন্দ্রভূমি

১৩) কোথা থেকে জানা যায় যে, পালরাজাদের বাসভূমি ছিল বরেন্দ্রতে?

- সন্ধ্যাকর নন্দীর রামচরিতম থেকে

১৪) সকল পালরাজার সাধারন উপাধি কোনগুলি?

- পরম সৌগত এবং উত্তরাপথস্বামী

১৫) রামপাল যে ১৪ জন সমস্তদের সহায়তায় কৈবর্তরাজ ভীমকে পরাজিত করছিলেন, রামচরিতে তাদেরকে কী বলে উল্লেখ করা আছে?

- অনন্ত সামন্তচক্র

১৬) দশগ্রামিক কাদের বলা হত?

- দশটা গ্রামের প্রশাসককে দশগ্রামিক বলা হত

১৭) পাটক কী?

- দশগ্রামের এক একটি গ্রামকে দুইভাগে ভাগ করা হত, এর প্রতিটি ভাগকে বলা হত পাটক

১৮) গ্রামপতি কাকে বলা হত?

- প্রামশাসনকারীকে

১৯) নবাধ্যক্ষ কাকে বলা হত?

-রাজকীয় নৌবাহিনীর অধ্যক্ষ

২০) মহাক্ষপটলিক কাকে বলা হত?

- আয় ব্যয় হিসাব বিভাগের অধ্যক্ষ

২১) পাল লেখমালায় বাংলার কতগুলি ভুক্তির কথা উল্লেখ আছে কী কী?

- ছয়টি যথা- পুস্তবন্ধন, বর্ধমান, দন্ড, বিহারের তীর, শ্রীনগর এবং প্রাকজ্যোতিষ ২২) পাল যুগে কেন্দ্রীয় সরকারের আয়ের অন্যতম উৎস কোনটি?

- কর বা রাজস্ব

২৩) পাল যুগে রাজস্ব হিসাবে উৎপন্ন ফসলের কত অংশ গ্রহন করা হত?

- এক ষষ্ঠাংশ

২৪) যেসব রাজকর্মচারী উৎপন্ন ফসলের এক ষষ্ঠাংশকে রাজস্ব হিসাবে সংগ্রহ করতেন তাদেরকে কী বলা হত?

- ষষ্ঠাধিকৃত

২৫) পালযুগে কী কী কর আসর করা হত?

- ভাগ, ভোগ, কর, হিরন্য উপরিকর

(২৬) পালযুগে যারা খেয়াঘাটের মাশুল বা কর আদায় করতেন তাদেরকে কী বলা হত?

- তরিকা

২৭) পালযুগে গুপ্তচর বিভাগের প্রধানকে কী বলা হত?

- খোল

২৮) পালযুগের সামরিক বাহিনী কোন কোন বিভাগে বিভক্ত ছিল?

- পদাতিক, অশ্বারোহী এবং রণতরী বাহিনীতে

২৯) কোথা থেকে জানা যায় যে, পালরাজারা নৌযুদ্ধেও দক্ষ ছিলেন?

- বৈদ্যদেবের কামৌলি লেখ থেকে

৩০) পালযুগে রাজার অনুপস্থিতিতে কোন রাজকর্মচারী রাজাশাসন করতেন?

- রাজস্থানীয়

৩১) পাল শাসকদের শক্তি অনেকাংশে সামন্ত রাজাদের উপর নির্ভর করে কথাটি বলার কারন কী?

- কেন্দ্রীয় রাজশক্তি অনেক ক্ষেত্রে সামন্ত রাজাদের সহযোগীতা গ্রহন করতেন

৩২) পালযুগে সাধারনত মানুষের জীবিকা সাধারনত কী ছিল?

- চাষবাস

৩৩) পাল আমলে চাষীকে কী বলা হত?

- ক্ষেত্রকর, কর্মক, কৃষক

৩৪) পাল আমলে কোন ধানটির চাষ বেশী হত?

- শালিধান (সুগন্ধিযুক্ত ধান)

৩৫) পাল আমলে বাংলায় যে তুলাচাষ হত সেটি আমরা কোথা থেকে জানতে পারি?

 - মার্কোপোলোর বিবরন থেকে

৩৬) দুকুল কী?

- পাল যুগে বাংলায় যে উন্নতমানের রেশম চাষ হত তার নাম দুকুল

৩৭) কোথা থেকে জানা যে, পালযুগে বাংলায় দুকুল নামক রেশম চাষ হত?

- চর্যাপদ থেকে

৩৮) পাল আমলে বাংলায় উৎপন্ন কোথাকার লবন সারাভারত জুড়ে বিখ্যাত ছিল?

- মেদিনীপুরের

৩৯) পালযুগে কোথায় সোনার খনি ছিল?

- পুণ্ডবর্ধনে

৪০) পাল আমলে বাংলার কোন বন্দরের অবলুপ্তি ঘটে?

- তাম্রলিপ্ত

৪১) পাল আমলে বাংলায় কোন বন্দরের উত্থান ঘটে?

- সপ্তগ্রাম (হুগলীতে) এবং সমন্দর বা সুদকাওয়ান

 ৪২) পালযুগে কী স্বর্ণমুদ্রার প্রচলন ছিল?

- না

৪৩) পাল আমলে কেনাবেচার মাধ্যম কী ছিল?

- কড়ি (খুব কমই রূপা তামা মুদ্রার প্রচলন ছিল)

৪৪) পাল আমলে কেনাবেচার মাধ্যম হিসাবে কড়ি ব্যবহৃত হত এই কড়ি কী নামে পরিচিত ছিল?

- কর্পাদক  

৪৫) রূপক ধরন পুরান কী ?

- পাল আমলে প্রচলিত একধরনের মুদ্রা

৪৬) ধর্মপালের মুদ্রার নাম কী?

- দ্রাক্ষমা
৪৭) পালযুগে ভূমিদানকারীকে কী বলা হত?

- LORD

৪৮) পাল আমলে যাকে ভুমিদান করা হত, তাকে কী বলা হত?

- Vasal

৪৯) পাল আমলে বর্ণভেদ প্রথার অস্তিত্ব ছিল কী?

- হ্যাঁ ছিল তবে বেশি তীব্র ছিল না

৫০) দেবপালের আমলে ব্যাঘ্রতটী মন্ডলের মণ্ডলাধিপতি কে ছিলেন ?

- বলবর্মা 

 

পাল আমলের প্রশাসনিক ও সামাজিক অবস্থা  দ্বিতীয় পর্ব >>>>

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad