Type Here to Get Search Results !

মাৎস্যন্যায় দ্বিতীয় পর্ব [ Mothsyanyay]

 

 মাৎস্যন্যায়

Set By - Manas Adhikary


 

মাৎস্যন্যায় দ্বিতীয় পর্ব। Mathsyanay Part -II

মাৎস্যন্যায়| মৎস্যন্যায়| Mathsyanyay.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো মাৎস্যন্যায় এই পর্বে থাকছে মাৎস্যন্যায় সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

মৎস্যন্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর । Mathsyanyay MCQ .

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর


১) মাৎস্যন্যায়ের সময়কাল নির্দেশ করুন?

- আনুমানিক ৬৫০ খ্রিস্টাব্দ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত মাৎস্যন্যায় বজায় ছিল।

২) মাৎস্যন্যায় কোথায় দেখা দিয়েছিল?

- বাংলায়

৩) মাৎস্যন্যায় শব্দটি কোন ভাষার শব্দ?

- সংস্কৃত 

৪) মাৎস্যন্যায় কথাটির অর্থ কী?

 - মাছের মতই

৫) কার মৃত্যুর পর মাৎস্যন্যায় দেখা দিয়েছিল?

- গৌড়রাজ শশাঙ্ক 

(৬) মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা দিয়েছিল?

- সে সময় বাংলায় নির্দিষ্ট কোন শাসনব্যবস্থা বিদ্যমান ছিল না।

৭) মাৎস্যন্যায় প্রধান কারন কী ছিল? 

- ভুস্বামীরা প্রত্যেকেই রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে মাৎস্যন্যায় অবস্থার সৃষ্টি হয়।

৮) কোন নরপতি মাৎস্যন্যায়ের পতন ঘটান?

- পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল

৯) মাৎস্যন্যায়ের যুগে বিভিন্ন বহিরাগত আক্রমন গৌড়রাজ্যের উপর হয়। এরূপ কয়েকটি বহিরাগত আক্রমনকারীদের নাম করুন।

- উত্তর ভারতীয় শৈল বংশ, কান্যকুব্জের রাজা যশোবর্মা, কাশ্মীররাজ লালতাদিত্য, ভাগদত্ত বংশীয় কামরূপরাজ শ্রীহর্ষ

 ১০) গৌড়বাহো অনুযায়ী গৌড়রাজ শশাঙ্কের পরিনতি কি হয়েছিল?

- কানাকুন্ডের রাজা যশোবর্মা শশাঙ্ককে পরাজিত ও নিহত করেন। 

১১) কার কাছে পরাজিত হওয়ার ফলে গৌড়ের অধিকার যশোবর্মার হাত থেকে চলে যায়?

- কাশ্মীররাজ ললিতাদিত্য মুক্তাপীরের কাছে 

১২) কোন সময়ে বাংলার প্রধান বন্দর তামলিপ্ত ধংসপ্রাপ্ত হয়?

- মাৎস্যন্যায়ের যুগে

১৩) কিংবদন্তী অনুসারে মাৎস্যন্যায়ের যুগে একজন নরপতি সিংহাসনে বসেছিলেন কিন্তু তাঁর রাজত্বকাল ছিল মাত্র এক পক্ষকাল। ঐ নরপতির নাম কী?

- শিশু (এনার রাজত্বকালে নারীর প্রতাপ ও প্রভাব দুর্জয় হয়ে উঠেছিল এবং মাত্র এক পক্ষকাল রাজত্ব করার পর নিহত হন)

১৪) মাৎস্যন্যায়ের যুগে কোন টি ছিল রাজতন্ত্র না সামন্ততন্ত্র?

 - সামন্ততন্ত্র

১৫) মাৎস্যন্যায়ের অবসান ঘটানোর জন্য যে প্রকৃতিপুঞ্জের কথা জানা যায় যারা গোপালকে সিংহাসনে বসিয়েছিলেন আসলে তারা কারা ছিলেন?

- সামন্ত নায়করা

১৬) মাৎস্যন্যায় শব্দটি কোথায় উল্লেখিত আছে?

- খালিমপুর তাম্রশাসনে

১৭) মাৎস্যন্যায়ের যুগে বাংলা কয়টি ভাগে বিভক্ত ছিল?

- চারটি। যথা- পুণ্ড্রবর্ধন, রাঢ়, বঙ্গ, সমতট

১৮) সম্রাট শশাঙ্কের মৃত্যুর পর গৌড়রাজ্যের পাঁচজন রাজা ললিতাদিত্য কর্তৃক পরাজিত হয়েছিলেন মাৎস্যন্যায়ের ঠিক আগে আগেই। এই তথ্যটি আমরা কার লেখনী থেকে জানতে পারি?

- কলহন (কাশ্মীরের ঐতিহাসিক)

১৯) তিব্বতের কোন রাজা মাৎস্যন্যায়ের সময় কয়েকবার বাংলা আক্রমন করেছিলেন?

- শ্রং-ছান-গেমপো

২০) তিব্বতের শক্তিধর রাজা শ্রং-ছান-গেমপো কার উৎসাহদানে উৎসাহিত হয়ে মাৎস্যন্যায়ের সময় বাংলা আক্রমন করেছিলেন?

 - চৈনিক দূত ওয়াং-হিউয়েন-সের

২১) একমাত্র কোন বৌদ্ধ পন্ডিত পাল বংশের উত্থান এবং মৎস্যন্যায় সম্পর্কে মন্তব্য করেছেন?

- তারানাথ (তিব্বতি)

 

 মাৎস্যন্যায় প্রথম পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad