Type Here to Get Search Results !

গৌড়রাজ্য ও শশাঙ্ক দ্বিতীয় পর্ব [Shasanka]

গৌড়রাজ্য ও শশাঙ্ক

Set by – Manas Adhikary



 

 

গৌড়রাজ্য ও শশাঙ্ক দ্বিতীয় পর্ব। Shasanka Part-II .

গৌড়রাজ্য | শশাঙ্কবঙ্গাব্দ শশাঙ্কের রাজধানী। শশাঙ্ক ও হর্ষবর্ধনের সংঘর্ষ।   গৌড়েশ্বর। shasanka Goureswar.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গৌড়রাজ্য ও শশাঙ্ক এই পর্বে থাকছে গৌড়রাজ্য ও শশাঙ্ক  সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পরবর্তী পর্বে গৌড়রাজ্য ও শশাঙ্ক  সম্পর্কিত আরও  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

শশাঙ্ক সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরShasanka MCQ.

১) গৌড় রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়?
-  ৬০৬ সালে

২) কে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন?
-  শশাঙ্ক
৩) শশাঙ্কের উপাধি কি ছিল?
 -  মহাসামন্ত
) গৌড় বা বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন?

- শশাঙ্ক
) শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন?

 - গৌড়
) কে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন?

- শশাঙ্ক

) গৌড়ের স্বাধীন নরপতির নাম কী ছিল?

- শশাঙ্ক
) গৌড় বংশের শক্তিশালী রাজা কে ছিলেন?

 - শশাঙ্ক

) শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?

- মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাছে কর্ণসুবর্ণ বা কানশোভনা

১০) শশাঙ্ক সিংহাসনে বসার পূর্বে কোন পদে আসীন ছিলেন?

- মহাসামন্ত

১১) কোথা থেকে জানা যায় যে, শশাঙ্ক সিংহাসনে বসার পূর্বে মহাসামন্ত পদে আসীন ছিলেন?

- রোহতাসগড় অভিলেখ
১২) শশাঙ্ক কোন গুপ্ত সম্রাটের মহাসামন্ত ছিলেন?

- পরবর্তী গুপ্ত সম্রাট মহাসেন গুপ্ত
১৩) শশাঙ্কের উপাধি কি ছিল?

- মহাসামন্ত নরেন্দ্রাদিত্য, অধিরাজ-মন্ডল-শঙ্কর, গৌড়েশ্বর

১৪) হিউয়েন সাঙ কাকে বৌদ্ধধর্মের নিগ্রহকারী হিসেবে অবিহিত করেছেন?

 - শশাঙ্ককে
১৫) শশাঙ্কের পর কে গৌড় রাজ্য দখল করে?

- হর্ষবর্ধন

 ১৬) বাংলার প্রথম জাতীয় রাজা বা সার্বভৌম স্বাধীন কে ছিলেন?

- শশাঙ্ক
১৭) শশাঙ্ক কোন ধর্মের উপাসক ছিলেন?

 -শৈব ধর্ম (শিবের উপাসক ছিলেন)
১৮) কোন শৈব শাসক বোধিবৃক্ষ ছেদন করে ছিল?

- শশাঙ্ক

১৯) শশাঙ্ক বোধগয়ায় বোধিগাছ ছেদন করে কোথায় ফেলে দেন?

- গঙ্গানদীতে

২০) শশাঙ্ক বোধগয়ায় বৌদ্ধ স্মারক বোধিগাছ ছেদন করার পর কে উক্ত বোধিবৃক্ষের পুনসংস্কার করেন?

- পূর্ণবর্মা

২১) সর্বপ্রথম বোধিবৃক্ষ কাটার চেষ্টা কে করেছিলেন?

- সম্রাট অশোকের পত্নী তিষ্যরক্ষা

২২) সম্রাট অশোক এই বোধিবৃক্ষের ডাল দিয়ে একটি মহান কাজ করেছিলেন সেটি কি?

- সম্রাট অশোক প্রথমে তাঁর ছেলে মহেন্দ্র এবং কন্যা সঙ্ঘমিত্রাকে বোধিবৃক্ষের ডাল দিয়ে শ্রীলংকায় বৌদ্ধধর্ম প্রচারের জন্য পাঠান।

২৩) বোধিবৃক্ষের তৃতীয়বার কিভাবে ক্ষতিগ্রস্থ হয়?

 - ১৮৭৬ সালে প্রাকৃতিক দুর্যোগে( ১৮৮০ সালে ক্যানিংহোম শ্রীলঙ্কার অনুরাধাপুরম থেকে  বোধিবৃক্ষের একটি শাখা চেয়ে নিয়ে সেটিকে বোধগয়ায় পুনঃপ্রতিষ্ঠিত করেন। 
২৪) কে বুদ্ধের পদচিহ্ন নষ্ট করেছিলেন?

- শশাঙ্ক
২৫) গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত?

 - শশাঙ্ক
২৬) গৌড়রাজ শশাঙ্ক সম্পর্কে জানার প্রধান উপাদান কোনটি?

- গঞ্জাম লিপি
২৭) বঙ্গাব্দ বা বাংলা ক্যালেন্ডার কে প্রচলন করেন?

- শশাঙ্ক
২৮) মেদিনীপুর এগরা তামশাসন থেকে কার রাজত্বকালীন ইতিহাস জানা যায়?

- শশাঙ্ক
২৯) হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার কোন শাসক ছিলেন?

- শশাঙ্ক
৩০) হর্ষবর্ধনের জেষ্ঠ ভ্রাতা রাজ্যবর্ধনকে হত্যা করেছিলেন?

- শশাঙ্ক

৩১) কোথা থেকে জানা যায় যে, শশাঙ্ক মিথ্যা আদর্শের ফাঁদে ফেলে রাজ্যবর্ধনকে হত্যা করেছিলেন?

- হর্ষচরিত
৩২) শরশাঙ্ক সাগর নামক খাল কার আমলে কাটা হয়?

- শশাঙ্ক
৩৩) নরেন্দ্রগুপ্ত বা নরেন্দ্রাদিত্য নামে কে পরিচিত?

- শশাঙ্ক
৩৪) বীথি নামক নতুন শাসন বিভাগ কে চালু করেন?

- শশাঙ্ক

৩৫) শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন কিসের জন্য?
-  পুষ্যভূতিদের দমন করতে  মৌখরীদের দমন করতে
৩৬) রাজা শশাঙ্কের মুদ্রায় কোন পশুর প্রতিকৃতি অঙ্কিত আছে?

- বৃষ বা গরু
৩৭) শশাঙ্কের মুদ্রাতে কোন দেবীর মূর্তি ছিল?

- লক্ষ্মীদেবীর
৩৮) মহাদেবের প্রতিকৃতি অঙ্কিত মুদ্রার প্রচলন কোন হিন্দু নরপতি করেছিলেন?

- শশাঙ্ক

৩৯) শশাঙ্ক কীসের জন্য মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন?

- পুষাভূতি মৌখরীদের দমন করতে

৪০) কোথা থেকে জানা যায় যে, হর্ষবর্ধন, শশাঙ্ককে আক্রমন করে তাকে পরাজিত করেন এবং তাকে তাঁর গৌড়রাজ্যে সীমাবদ্ধ থাকতে বাধ্য করেন?

- আর্যমঞ্জুশ্রীমূলকল্প গ্রন্থ থেকে
৪১) রোহটাসগড় শিলালিপি থেকে কার কথা জানা যায়?

- শশাঙ্ক
৪২) শশাঙ্ককে বানভট্ট কী নামে অভিহিত করেছেন?

- গৌড়াধাম এবং গৌড়ভুজঙ্গ (তাঁর হর্ষচরিত গ্রন্থে)
৪৩) শশাঙ্ক করে মারা যান?

- ৬৩৭ খ্রীষ্টাব্দে
৪৪) শশাঙ্কের মৃত্যুর পর কে গৌড়ের সিংহাসনে বসেন?

- তাঁর পুত্র মানব
৪৫) বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পর দীর্ঘদিন ধরে অরাজকতা চলতে থাকে, যে সমটাকে আমরা ইতিহাসে 'মাৎসন্যন্যায়’ বলি?

- শশাঙ্ক
৪৬) কোথা থেকে জানা যায় যে পুন্ডবর্ধন শশাঙ্কের রাজ্যের অর্ন্তভুক্ত ছিল?

- আর্যমঞ্জুশ্রীমূলকল্প গ্রন্থ থেকে
৪৭) মেদিনীপুর তাম্রশাসন শশাঙ্কের রাজত্বকালের কততম বর্ষে উৎকীর্ণ হয়েছিল?

- ঊনবিংশ তম বর্ষে
৪৮) সোমদত্তের দুখানি সোরো তাম্রশাসন শশাঙ্কের রাজত্বকালের কততম বর্ষে উৎকীর্ণ হয়েছিল?

- পঞ্চদশতম বর্ষে
৪৯) পাতিয়াকেরা তাম্রশাসন কে উৎকীর্ণ করেন?

- সামন্ত-মহারাজ শিবরাজ

৫০) সামন্ত মহারাজ শিবরাজ কার অনুগত ছিলেন?

- মানবংশীয় মহারাজ শম্ভুযশের
৫১) শম্ভুযশ কোথাকার শাসনকর্তা ছিলেন?

- ওড়িশার উত্তর উপকূল অঞ্চলের
৫২) মানরাজ শম্ভুযশকে বিতাড়িত কে ওড়িশার উত্তর উপকূল অঞ্চল দখল করেন?

- শশাঙ্ক
৫৩) মানরাজ শম্ভুযশকে বিতাড়িত করে শশাঙ্ক কাকে ওডিশার উত্তর উপকূলের শাসনকর্তরূপে নিযুক্ত করেন?

- সোমদত্তকে
৫৪) কোন গ্রন্থ থেকে শশাঙ্কের বৌদ্ধবিদ্বেষীর কথা জানা যায়?

- আর্যমঞ্জুশ্রীমূলকল্প গ্রন্থে


গৌড়রাজ্য ও শশাঙ্ক প্রথম পর্ব >>>>


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

গৌড়রাজ্য | শশাঙ্কবঙ্গাব্দ শশাঙ্কের রাজধানী। শশাঙ্ক ও হর্ষবর্ধনের সংঘর্ষ।   গৌড়েশ্বর। shasanka Goureswar.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad