set by – Manas Adhikary
পালবংশ ও ধর্মপাল তৃতীয় পর্ব | Dharmapal and Pal Dynasty Part –III
ধর্মপাল। বিক্রমশীল।বিক্রমশীলদেব।বিক্রমশীলা মহাবিহার।সোমপুর মহাবিহার।পাহাড়পুর মহাবিহার।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পালবংশ ও ধর্মপাল। আগের পর্বে পালবংশ ও ধর্মপাল সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম। আজ এই পর্বে পালবংশ ও ধর্মপাল সম্পর্কিত আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
পালবংশ ও ধর্মপাল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Dharmapal
and Pal Dynasty Part –III
৩৬) কার শাসনকালে 'পঞ্চগৌড়' এর ধারনার উন্মেষ ঘটে?
- ধর্মপালের
৩৭) 'পঞ্চগৌড়' বলতে কাকে কাকে বোঝানো হয়েছে?
- সারস্বত (পূর্বপাঞ্জাব), কান্যকুব্জ, গৌড়, মিথিলা (উত্তর বিহার), উৎকল (উত্তর ওড়িশা)
৩৮) তিব্বতের কোন রাজার নিকট ধর্মপাল পরাজিত হয়েছিলেন?
- মু-তিগ-চান-পো
৩৯) ধর্মপাল ছাড়া তিব্বতের রাজা মু-তিগ-চান-পো এর পদানত হয়েছিলেন আর কোন ভারতীয় নরপতি?
– দ্রুহু পুন
৪০) ধর্মপাল কতগুলি বৌদ্ধমঠ নির্মান করেছিলেন?
- ৫০ টি
৪১) ধর্মপাল কতগুলি বৌদ্ধ মন্দির নির্মান করেছিলেন?
- ১০৭ টি
৪২) ধর্মপাল যে, ১০৭ টি বৌদ্ধমন্দির নির্মান করেছিলেন সেগুলি কোথায় অবস্থিত?
- বিক্রমশীলা মহাবিহারে
৪৩) ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ কোন ধর্মালম্বী ছিলেন?
- ব্রাহ্মন্য
৪৪) ধর্মপাল তাঁর গুরু হরিভদ্রের থেকে কোন ধর্মের দীক্ষা নিয়েছিলেন?
- বৌদ্ধধর্মের
৪৫) ধর্মপাল ব্রাহ্মনদের জন্য ও বৌদ্ধদের জন্য কি নির্মান করেছিলেন?
- ব্রাহ্মনদের জন্য চর্তমুখ শিবমন্দির এবং বৌদ্ধদের জন্য বিক্রমশীলা মহাবিহার
ব্রাহ্মন্য
৪৬) ধর্মপাল তাঁর গুরু হরিভদ্রের থেকে কোন ধর্মের দীক্ষা নিয়েছিলেন?
- বৌদ্ধধর্মের
৪৭) ধর্মপাল ব্রাহ্মনদের জন্য ও বৌদ্ধদের জন্য কি নির্মান করেছিলেন?
- বৌদ্ধদের জন্য বিক্রমশীলা মহাবিহার এবং ব্রাহ্মনদের জন্য চর্তমুখ শিবমন্দির
৪৮) ধর্মপাল নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্য কয়টি গ্রাম দান করেছিলেন?
- ২০০ টি (প্রসঙ্গত উল্লেখ্য যে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন দেবপাল )
৪৯) সোমপুর বিহার কোথায় অবস্থিত?
- বাংলাদেশের নওগাঁ জেলার পাহারপুরে (এজন্য এই মহাবিহারকে পাহাড়পুর বিহার
বলা হয়)
৫০) শুভস্থলীর নগ্ন নারায়ন বা বিষ্ণুর হিন্দু মন্দির কে নির্মান করেন?
- ধর্মপালের হিন্দু সামন্তরাজা নারায়ণ বর্মন
৫১) ধর্মপাল কোন মন্দিরের জন্য চারটি গ্রামের নিষ্কর ভূমি দান করেছিলেন?
- সামন্তরাজ নারায়ণ বর্মন নির্মিত শুভস্থলির হিন্দু মন্দির।
৫২ ) ধর্মপাল ভাগলপুরে কী নির্মান করেছিলেন?
- একটি বৌদ্ধ মঠ।
৫৩) কোন পালরাজা তিলকমঞ্জুরী গ্রন্থটি রচনা করেন?
- ধর্মপাল
৫৪) ধর্মপালের গুরু হরিভদ্র রচিত গ্রন্থটির নাম কী?
- অভিসাম্যালঙ্কার
৫৫) সিদ্ধমাতৃকা লিপি থেকে কার কথা জানা যায়?
- ধর্মপাল
৫৬) কোন পালরাজার আমলে চর্যাপদ রচিত হয়?
- ধর্মপাল (মতান্তরে গোপাল)
৫৭) ধর্মপালকে ‘সমুদ্রকুলপ্রদীপরূপে কে বর্ননা করেন?
- সন্ধ্যাকর নন্দী তাঁর রামচরিত গ্রন্থে
৫৮) খালিমপুর তাম্রশাসনে কাকে ভদ্রাআত্মজ বলা হয়েছে?
- ধর্মপালকে
৫৯) পালবংশীয় কোন রাজার রাজত্বকালকে 'বাঙালির জীবনের সুপ্রভাত' বলা হয়?
- ধর্মাপালের রাজত্বকালকে
৬০) কে ধর্মপালের রাজত্বকালকে বাঙালির জীবনের সুপ্রভাত বলে অভিহিত করেছেন?
- ডঃ রমেশচন্দ্র মজুমদার
৬১) ধর্মপালের খলিলপুর শিলালিপি অনুসারে, গৌড়ে বিরাজমান নৈরাজ্যের কারণে সৃষ্ট মৎস্যন্যায়ের যুগে কে সামন্তদের পছন্দের ভিত্তিতে শাসক হিসাবে নির্বাচিত হন?
- গোপাল
৬২) প্রাচীন ভারতের বিখ্যাত উপাধি ছিল "রাজত্রয়ধিপতি" যার অর্থ তিন রাজার প্রভু। কোন কোন শাসক এই উপাধিটি গ্রহণ করেন ?
- গহদওয়াল বংশীয় গোবিন্দ চন্দ্র গহদওয়াল, পাল রাজবংশ ধর্মপাল, কলচুরি বংশের লক্ষ্মীকর্ণ
৬৩) কোন যুদ্ধে পরাজিত হওয়ার পর, ধর্মপাল তৃতীয় গোবিন্দের কাছে সাহায্য চেয়েছিলেন?
- মুদাগিরি
৬৪) কোন শাসকের মুদ্রায় ভুল ছাঁচের কারণে ব্রাহ্মী লিপির অক্ষরগুলি উল্টে গিয়েছিল, কিন্তু পরে তারা তা সংশোধন করে নেন?
- ধর্মপাল
৬৫) পাল রাজবংশের কোন শাসক কনৌজে একটি বিশাল রাজদরবার প্রতিষ্ঠা করেছিলেন?
- ধর্মপাল
৬৬) সুলেমান কাকে রুহমা বলে অভিহিত করেন?
- ধর্মপাল
৬৭) মুঙ্গের অভিলেখ অনুযায়ী পাল শাসক ধর্মপালের রানী রাজকন্যা রান্না দেবী কোথাকার রাজকুমারী ছিলেন?
- রাষ্ট্রকূট রাজবংশ
৬৮) কোন পাল শাসককে 'সমকার' বলা হয়?
- ধর্মপাল
৬৯) পাল শাসক ধর্মপাল কর্তৃক প্রতিষ্ঠিত "বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়" কে খনন করেন?
- V S ভার্মা
৭০) গুজরাটি কবি সোদ্দল কোন পাল শাসককে 'উত্তরপথ স্বামীন' বলে অভিহিত করেন ?
- ধর্মপাল
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here