Type Here to Get Search Results !

পালবংশ ও দেবপাল প্রথম পর্ব [ Debpal]

 

দেবপাল

Set by- Manas Adhikary

 


পালবংশ   দেবপাল প্রথম পর্ব | Dharmopal and Pal Dynasty Part –I

দেবপালদর্ভপানি কেদারমিশ্রগুরবমিশ্র বালপুত্রদেব.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পালবংশ   দেবপাল এই পর্বে থাকছে পালবংশ   দেবপাল সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা পরবর্তী পর্বে পালবংশ   দেবপাল সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

পালবংশ   দেবপাল সংক্ষিপ্তরুপ[| Dharmopal and Pal Dynasty Part –I  

 


পাল সাম্রাজ্যের এক দুর্যোগময় মুহূর্তে দেবপাল পালবংশের সিংহাসনে আরোহন করেন খালিমপুর তাম্রশাসনে দেবপাল ছাড়াও ধর্মপালের আর এক পুত্র ত্রিভুবন পালের কথা উল্লেখ আছে যিনি দেবপালের থেকে বড়ো ছিলেন কিন্তু পিতা ধর্মপালের মৃত্যুর পর পালবংশের সিংহাসনে বসেন তাঁর ছোটপুত্র দেবট বা দেবপাল মনে করা হয় যে, যুবরাজ ত্রিভুবন পাল, ধর্মপালের মৃত্যুর আগেই পরলোকগমন করেন উচ্চাভিলাসের সাথে রণনৈপুন্যের সংযোগে দেবপালের চরিত্র ছিল বাংলার ইতিহাসে এক উজ্জ্বল তারকার ন্যায় তাঁর রাজত্বকাল ছিল পাল ইতিহাসের এক গৌরবময় অধ্যায় দেবপাল ছিলেন পাল রাজবাশের তৃতীয় রাজা তাঁর পিতা ছিলেন রাজা ধর্মপাল এবং তার মাতা ছিলেন রাষ্ট্রকূট রাজকুমারী রন্নাদেবী
দেবপাল 'পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ' উপাধি নিয়ে সিংহাসনে আরোহন করেন তিনি তাঁর পিতার নীতি অনুসরন করে এক বিশাল সাম্রাজ্যের অধিশ্বর হন দেবপালের মুঙ্গের তাম্রশাসন, নারায়ন পালের ভাগলপুর তাম্রশাসন এবং দেবপালের মন্ত্রী দর্ভপানি কেদারী মিশ্রের বাদল শিলালিপি থেকে আমরা দেবপাল সম্পর্কে জানতে পারি
রাজ্যজয়
দেবপাল তাঁর পিতার চেয়ে অধিকতর রনকুশলী বীর ছিলেন তিনি রাজ্যবিস্তারের ক্ষেত্রেলৌহ রক্তনীতি' গ্রহন করেছিলেন
) পাল সাম্রাজ্যের সীমান্তে প্রাগজ্যোতিষ নামক একটি রাজ্য অবস্থিত যার বর্তমান নাম আসাম এই প্রাগজ্যোতিষ এর রাজা হর্জার, দেবপালের সেনাপতি জয়পালের আক্রমনে ভীত হয়ে তাঁর সাথে যুদ্ধে না গিয়ে দেবপালের বশ্যতা স্বীকার করে নিয়ে পাল সাম্রাজ্যের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন
) পাল সাম্রাজ্যের সীমান্তবর্তী আর একটি রাজ্য ছিল উৎকল যার বর্তমান নাম উড়িষ্যা এই রাজ্যটি পাল সাম্রাজ্যের খুব কাছাকাছি হওয়ায় দেবপালের আক্রমন হওয়াটা স্বাভাবিক ছিল দেবপালের সেনাপতি জয়পাল উৎকল রাজ্য আক্রমন করলে উৎকল রাজা, পাল সেনাপতি জয়পালের ভয়ে রাজধানী থেকে পালিয়ে যায় জয়পালের আক্রমনে উৎকল ধংসপ্রাপ্ত হয় পালরাজ দেবপাল উৎকল বা উড়িষ্যার বেশীরভাগ অঞ্চল দখল করেছিলেন
) দেবপালের রাজত্বকালের তৃতীয়, নবম ২৫তম বর্ষে উৎকীর্ণ তিনটি মূর্তিলেখ বিহারের যথাক্রমে নালন্দা, কুরকীহারে পাটনা জেলার হিলসা গ্রামে আবিষ্কৃত হয়েছে থেকে অনুমান করা হয় যে, সিংহাসনে আরোহনের পরে পরেই দেবপাল প্রতীহার কবল থেকে বিহার পুনরুদ্ধার করেন দেবপাল যখন সিংহাসনে আরোহন করেন তখন প্রতীহাররাজ নাগভট্ট সিংহাসনে আসীন ছিলেন পরবর্তী প্রতিহার বংশের রাজা রামভদ্রের দুর্বলতার সুযোগে দেবপাল পশ্চিম দিকে পালরাজ্যের আরও বিস্তার ঘটান দেবপালের পুত্র প্রথম শুরপালের একখানি লেখ থেকে পাওয়া যায় যে, বারানসীও দেবপালের অধিকারভুক্ত ছিল রামভদ্রের পরবর্তী প্রতিহাররাজ প্রথম ভোজের বরা লেখ থেকে পাওয়া যায় যে, প্রতিহার রাজ্যভুক্ত বান্দা অঞ্চলও দেবপালের রাজ্যভুক্ত ছিল
দেবপালের রাজত্বের ২৫ তম বর্ষের পরেই দেবপালকে একটি কঠিন প্রতিদ্বন্দ্বীর সম্মুখিন হতে হয় এই সময় প্রতীহাররাজ রামভদ্রের পুত্র প্রথম ভোজ প্রতীহারবংশের সিংহাসনে আরোহন করেই দেবপালের বিরুদ্ধে সংঘর্ষে অবতীর্ণ হন এবং জয়লাভ করেন দেবপালের বিরুদ্ধে অভিযানে প্রথম ভোজ, গুনাম্ভোধিদেব হর্সরাজের সহায়তা লাভ করেছিলেন প্রথম ভোজের কাছে পরাজিত হবার ফলে পূর্ব উত্তরপ্রদেশ বিহার দেবপালের হস্তচ্যূত হয় প্রতিহাররাজের গোয়ালিয়র প্রশস্তিতে দেবপালের পরাজয়ের কথা উল্লেখ আছে তবে প্রতীহাররাজ প্রথম ভোজের কাছে এই পরাজয়ের গ্লানি তাঁকে বেশীদিন বয়ে নিয়ে যেতে হয়নি পাল নৃপতি নারায়নপালের মন্ত্রী ভট্ট গুবরমিশ্রের বাদল স্তম্ভলেখ, এবং দেবপালের রাজত্বের ৩৩ তম বর্ষে জয়স্কন্দাবার প্রদত্ত বিহারের মুঙ্গের তাম্রশাসন থেকে জানা যায় যে, দেবপাল তাঁর মন্ত্রী কেদার মিশ্রের সাহায্যে গুর্জররাজ প্রথম ভোজকে পরাজিত করে বিহার পুনরুদ্ধার করেন শুধু বিহারই নয় সম্ভবত এইসময় পশ্চিমে বারানসী পর্যন্ত দেবপালের সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল
) দেবপাল দ্রাবিড় রাজ্য জয় করেছিলেন এছাড়াও হিমালয়ের কাছাকাছি অঞ্চলে বসবাসকারী হুনদের পরাজিত করে তিনি তাঁর সাম্রাজ্য কম্বোজ পর্যন্ত বিস্তৃত করেন ইহা বাদল প্রশস্তি থেকে জানা যায় পাল লেখমালায় দেবপালের যে বর্ননা আছে সেখান থেকে জানা যায় যে, দেবপাল কেবলমাত্র বাংলা, বিহার পূর্ব উত্তর প্রদেশের অধিপতি ছিলেন তা নয়, তিনি ছিলেন সারা ভারতের অপ্রতিদ্বন্ধী সম্রাট
কৃতিত্ব
দেবপাল তাঁর পিতার যোগ্য উত্তরসূরী ছিলেন আরব পর্যটক সুলেমানের বিবরন অনুযায়ী দেবপালের এক বিশাল সেনাবাহিনী ছিল বাহিনীতে ৫০০০০ হাতি ছিল এই সেনাবাহিনীর সাজ-সরঞ্জাম, পোশাক-পরিচ্ছদ বিভিন্ন প্রকার কাজের জন্য প্রায় ১৫০০০ লোক নিযুক্ত ছিলেন
নালন্দা তাম্রশাসন থেকে দেবপাল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এই ঘটনাটি দেবপালের সাথে শৈলেন্দ্রবংশীয় রাজা বালপুত্রদেবের মৈত্রী সম্পর্কিত শৈলেন্দ্ররাজ বালপুত্রদেব ছিলেন বৌদ্ধধর্মে অনুরাগী তিনি নালন্দায় একটি বৌদ্ধবিহার নির্মান করার জন্য দেবপালের দরবারে দূত প্রেরন করেন দেবপালের অনুমতিক্রমে নালন্দায় বৌদ্ধবিহারটি নির্মিত হয় প্রতিষ্ঠানটির দৈনন্দিন ব্যয়ভার নির্বাহের জন্য দেবপাল পাঁচটি গ্রাম দান করেন এর ফলে দেবপালের রাজত্বকালে ভারতবর্ষ দক্ষিন-পূর্ব এশিয়ার মধ্যে মৈত্রীর সেতুবন্ধ রচিত হয় দেবপালের ইচ্ছাতেই নগরহারের বিদগ্ধ ব্রাহ্মন বীরদেব নালন্দা মহাবিহারের অধ্যক্ষ পদে নিযুক্ত হন
দেবপাল ছিলেন বৌদ্ধধর্মালম্বী তিনি মগধের বৌদ্ধ মঠগুলোর সংস্কার সাধন করেন তিনি নালন্দায় কয়েকটি মঠ এবং বুদ্ধগয়ায় একটি বড় মন্দির নির্মান করেন আনুমানিক ৮৪৫ খ্রিস্টাব্দে দেবপাল লোকান্তরিত হন

 

দেবপাল দ্বিতীয়  পর্ব >>>>


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad