পালবংশ ও ধর্মপাল দ্বিতীয় পর্ব | Dharmapal and Pal Dynasty Part -II
ধর্মপাল। বিক্রমশীল।বিক্রমশীলদেব।বিক্রমশীলা মহাবিহার।সোমপুর মহাবিহার।পাহাড়পুর মহাবিহার।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পালবংশ ও ধর্মপাল। এই পর্বে থাকছে পালবংশ ও ধর্মপাল সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে পালবংশ ও ধর্মপাল সম্পর্কিত আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
পালবংশ ও ধর্মপাল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Dharmapal and Pal Dynasty Part –II
১) ধর্মপালের পিতার নাম কী?
- পালবংশের প্রতিষ্ঠাতা গোপাল ছিলেন ধর্মপালের পিতা।
২) ধর্মপালের মাতার নাম কী?
- দেদ্দাদেবী
৩) ধর্মপালের পত্নীর নাম কী?
- রন্নাদেবী
৪) রন্নাদেবী কোন রাজবংশের কন্যা ছিলেন?
- রাষ্ট্রকূট রাজবংশের খরবেলের কন্যা
৫) ধর্মপালের পুত্র সংখ্যা কয়টি?
- দুটি। যুবরাজ ত্রিভুবন এবং রাজপুত্র দেবট অর্থাৎ দেবপাল
৬) ধর্মপালের গুরুর নাম কী?
- হরিভদ্র
৭) ধর্মপালের প্রধানমন্ত্রীর নাম কী?
- গর্গ
৮) নারায়ন বর্মন কে ছিলেন?
- ধর্মপালের হিন্দু সামন্তরাজা
৯) ধর্মপালের অপর নাম কী ছিল?
- বিক্রমশীলদেব
১০) ধর্মপাল কোন কোন উপাধি ধারন করেছিলেন?
- পরমেশ্বর পরম ভট্টরক মহারাজাধিরাজ, পরম সৌগত, উত্তরপথনাথস্বামিন
১১) কোন পাল শাসককে 'রাজভট্টাদিবসপতি' বলা হয়?
- ধর্মপাল
১২) কোন কোন শাসক 'বিক্রমজিত' উপাধি গ্রহণ করেন ?
- ধর্মপাল
১৩) ধর্মপালকে কোন সাহিত্যে উত্তরপথনাথস্বামীন বলে অভিহিত করা হয়েছে?
- উদয়-সুন্দরী কথা কাব্য নামক গ্রন্থে
(রচয়িতা- গুজরাটি করি সোদ্দল। প্রসঙ্গত উল্লেখ্য যে- সকলোত্তরপথনাথ বলা হয় হর্ষবর্ধনকে এবং সকলোদক্ষিনপথনাথ বলা হয় চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে)
১৪) ধর্মপাল করে সিংহাসনে আরোহন করেন?
- ৭৭০ খ্রীস্টাব্দে
১৩) ধর্মপাল কতবছর রাজত্ব করেন?
- প্রায় ৪০ বছর
১৪) ধর্মপাল নির্মিত বিহারগুলির নাম লেখ?
- সোমপুর মহাবিহার, বিক্রমশীলা মহাবিহার, ওদন্তপুরী মহাবিহার ( প্রসঙ্গত উল্লেখ্য যে- ওদন্তপুরী মহাবিহারের নির্মানকাজ শুরু করেন গোপাল এবং শেষ করেন ধর্মপাল। এই ওদন্তপুরী মহাবিহারটি ধ্বংস করেছিলেন বখতিয়ার খলজী)
১৫) পাল রাজবংশের কোন শাসক নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংস্কার করেছিলেন?
- ধর্মপাল
১৬) কোন নরপতি নালন্দার সংস্কারের জন্য 200টি গ্রামের রাজস্ব ব্যয় করেছিলেন?
- ধর্মপাল
১৭) কার মতে ধর্মপালের বিক্রমশীল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিষদ, নালন্দা বিশ্ববিদ্যালয়ের কাজ দেখভাল করত?
- তারা নাথ
১৮) ধর্মপালের চেষ্টায় বিক্রমশীলা মহাবিহার কোন সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল?
- অষ্টম শতাব্দীতে
১৯) ওদন্তপুরী এটি বিহারে হিরণ্য প্রভাত পর্বত ও পঞ্চানন নদীর তীরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি কোন শতাব্দীতে পাল রাজবংশের শাসক ধর্মপাল প্রতিষ্ঠিত করেন?
- অষ্টম
২০) প্রাচীনবাংলার সর্বশ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়?
- ধর্মপালকে
২১) খালিমপুর তাম্রশাসন থেকে পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্বন্ধে জানা যায়?
- ধর্মপাল
২২) খালিমপুর তাম্রশাসনের দূতক কে ছিলেন?
- ধর্মপালের পুত্র ত্রিভুবন পাল
২৩) ধর্মপালের রাজত্বকাল উল্লেখ করো।
- ৭৭০ খ্রীস্টাব্দ থেকে ৮১০ খ্রীস্টাব্দ পর্যন্ত ( ৪০ বছর)
২৪) ধর্মপালের রাজধানী কোথায় ছিল?
- সোমপুর
২৫) কোন পালরাজা প্রথম উত্তরভারত অভিযান করেন?
- ধর্মপাল
২৬) কোন রাজ্যকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল?
-কনৌজ
২৭) কার মতে কনৌজ ছিল আর্যাবর্তের সবথেকে সমৃদ্ধ নগর?
- হিউয়েন সাঙ
২৮) কোন শাসক প্রথম ত্রিপক্ষীয় সংগ্রাম শুরু করেন?
- বৎসরাজ
২৯) কোন পালরাজা ত্রিশক্তি সংগ্রামে বা ত্রিপাক্ষিক সংঘর্ষে প্রথম অংশগ্রহন করেছিলেন?
- ধর্মপাল
৩০) ধর্মপাল যখন কনৌজ আক্রমন করেন তখন কনৌজে কোনবংশ শাসন করত?
- আদুধ বংশ
৩১) ধর্মপাল কাকে পরাজিত করে তার অনুগত চক্রায়ুধকে কনৌজের সিংহাসনে বসিয়েছিলেন?
- অনুধবংশীয় হলায়ুধকে(মতান্তরে ইন্দ্রায়ুধকে)
৩২) কোথা থেকে জান যায় যে, ধর্মপাল হলায়ুধ পরাজিত করে চক্রায়ুধকে কনৌজের সিংহাসনে বসিয়েছিলেন?
- নারায়নপালের ভাগলপুর তাম্রশাসন থেকে
৩৩) মুঙ্গেরের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
- প্রতিহাররাজ দ্বিতীয় নাগভট্ট ও পালরাজ ধর্মপালের মধ্যে (এই যুদ্ধে ধর্মপাল পরাজিত হন)
৩৪) কোথা থেকে জানা যায় যে, ধর্মপাল মুঙ্গেরের যুদ্ধে পরাজিত হয়েছিলেন?
- প্রতিহার রাজ ভোজের গোয়ালিয়র প্রশস্তি
৩৫) কাকে গোয়ালিয়র প্রশস্তিতে ‘পরাশ্রয়-কৃত-স্ফুট-নীচ-ভাব' বলে উল্লেখ করা হয়েছে?
- চক্রায়ুধকে
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here