Type Here to Get Search Results !

পালবংশ ও দেবপাল দ্বিতীয় পর্ব [ Debpala]

 

দেবপাল

Set by- Manas Adhikary



পালবংশ   দেবপাল দ্বিতীয় পর্ব | Devpala and Pal Dynasty Part –II

দেবপালদর্ভপানি কেদারমিশ্রগুরবমিশ্র বালপুত্রদেব

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পালবংশ   দেবপাল এই পর্বে থাকছে পালবংশ   দেবপাল সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পরবর্তী পর্বে পালবংশ   দেবপাল সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

পালবংশ   দেবপাল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Devpala and Pal Dynasty Part –II  

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর


) পাল বংশের সর্বশ্রেষ্ট নরপতির নাম কী?

- দেবপাল (মতান্তরে - ধর্মপাল, তবে অধিকাংশ ঐতিহাসিক দেবপালকে দেবপালকে পাল বংশের শ্রেষ্ট নরপতি হিসাবে মত দেন)


) দেবপালের মায়ের নাম কী?
- রাজকুমারী রন্নাদেবী (রাষ্ট্রকূট রাজা পরবেলের কন্যা)


) দেবপালের পত্নীর নাম কী?
- মহতা দেবী


) দেবপালের রাজকীয় ডাকনাম কী ছিল?
- হারবর্ষ


) দেবপালের প্রধানমন্ত্রীর নাম কী?
- প্রথম প্রধানমন্ত্রী ছিলেন দর্ভপানি (ইনি হলেন ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গের পুত্র) এবং দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন কেদারমিশ্র (ইনি ছিলেন দেবপালের পৌত্র)


) কোথা থেকে জানা যায় যে, ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গের পুত্র দর্ভপানি দেবপালের প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত ছিলেন?
- গরুড় স্তন্তলেখ থেকে


) দেবপালের কোন মন্ত্রী চতুর্বেদজ্ঞ ছিলেন?

- দর্ভপানি (তিনি বেদ, আগাম, ন্যায় জ্যোতিষশাস্ত্রে পারদর্শী ছিলেন)

) কোন বৌদ্ধ কবি দেবপালের সভাসদ ছিলেন?

- বজ্রদত্ত (লোকেশ্বর শতক গ্রন্থের রচয়িতা ছিলেন বজ্রদত্ত)

) দেবপালের সেনাধ্যক্ষ কে ছিলেন?

- জয়পাল (ইনি ধর্মপালের কনিষ্ঠভ্রাতা বাকপালের পুত্র)

(১০) লৌসেন বা লবসেন কার সেনাপতি ছিলেন?

- দেবপালের

১১) দেবপালের রাজত্ব সম্পর্কে জানার সবথেকে গুরুত্বপূর্ন উপাদান কোনটি?

- নারায়ন পালের বাদল স্তম্ভলেখ

১২) বাদলস্তম্ভ লিপি কে খোদাই করেন?

- নারায়নপালের মন্ত্রী ভট্ট গুরবমিশ্র

১৩) বাদললেখে দেবপালকে কী বলা হয়েছে?

- ভারতের অধীশ্বর

১৪) ধর্মাপলের জেষ্ঠ্যপুত্র ছিলেন রাজকুমার ত্রিভুবন ধর্মপালের মৃত্যুর পর রাজকুমার ত্রিভুন পালের পরিবর্তে ধর্মপালের কনিষ্ঠপুত্র যুবরাজ দেবট বা দেবপাল পালবংশের সিংহাসনে বসেছিলেন কেন?

- ধর্মপালের মৃত্যু অনেক আগেই রাজকুমার ত্রিভুবন মারা যান

১৫) দেবপাল রাজ্যবিস্তারের জন্য প্রথম কোনটি আক্রমন করেছিলেন?

- আসাম বা প্রাগজ্যোতিষ

১৬) প্রথম কোন প্রতীহার বংশীয় রাজাকে দেবপাল পরাজিত করেছিলেন?

- রামভদ্র

(১৭) দেবপাল কোন কোন প্রতীহার বংশিয় নরপতির নিকট পরাজিত হন?

- প্রথম ভোজ বা মিহিরভোজ (পরে অবশ্য দেবপাল এই প্রতিহার বংশীয় নরপতিকে পরাজিত করেন)

১৮) কোন লেখ থেকে জানা যায় যে, দেবপাল প্রতিহার বংশীয় নরপতি প্রথম ভোজের নিকট পরাজিত হয়েছিলেন?

- কলচুরী বংশের নরপতি সোঢ়দেবের কহলা লেখ থেকে

১৯) প্রথমভোজ দেবপালকে পরাজিত করলে, কে প্রথম ভোজের নিকট থেকে দেবপাল অধিকৃত গোরক্ষপুরের জায়গিরদার প্রাপ্ত করেছিলেন?

- গুনাত্তিদেব

২০) দেবপাল প্রথম ভোজের নিকট পরাজিত হবার পরবর্তীকালে পুনরায় দেবপাল প্রথম ভোজকে পরাজিত করেন ইহা আমরা বাদল স্তম্ভলেখ থেকে জানতে পারি। এখন প্রশ্ন হলো দেবপাল দ্বিতীয় বার প্রথম ভোজের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হলে কে তাকে যুদ্ধে বিজয়ী হতে সবথেকে বেশী সাহায্য করেছিল?

- দেবপালের মন্ত্রী কেদার মিশ্র
২১) কোন পাণ্ড্যরাজকে দেবপাল পরাজিত করেন?

- শ্রীমার শ্রীবল্লভ
২২) কোন চান্দেল রাজার সাহায্যে দেবপাল পাণ্ড্যদের পরাজিত করেছিলেন?  

- বিজয়রাম
২৩) কোন রাষ্ট্রকুরাজকে দেবপাল পরাজিত করেন?

- অমোঘবর্ষ

২৪) কোন তাম্রশাসনে দেবপালকে নেপাল বিজেতারূপে বর্ণনা করা হয়েছে?

- প্রথম শূরপালের তাম্রশাসনে

২৫) কার শাসনকালকে উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয়?

- দেবপালের রাজত্বকালকে

  


পালবংশ  ও দেবপাল প্রথম পর্ব>>>>

পালবংশ  ও দেবপাল তৃতীয় পর্ব>>>>


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad