Type Here to Get Search Results !

সেনবংশের উত্থান ও বিজয় সেন দ্বিতীয় পর্ব [Bijaysen]

 

 সেনবংশের উত্থান ও বিজয় সেন 

Set by - Manas Adhikary


সেনবংশের উত্থান ও বিজয় সেন  দ্বিতীয় পর্ব | Sen Dynasty and Bijay Sen Part –II

বীরসেন। সামন্তসেন হেমন্ত সেনবিজয় সেনদেওপাড়া প্রশস্তি। উমাপতিধর। .যশোদেবী । বিলাসদেবী।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  সেনবংশের উত্থান ও বিজয় সেন এই পর্বে সেনবংশের উত্থান ও বিজয় সেন সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

সেনবংশ ও বিজয় সেন  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| MCQ on Sen Dynasty And Bijay Sen Part –II  


১) সেনদের আদিবাসভূমি কোথায় ছিল?
- দাক্ষিণাত্যের কর্নাটক
২) কাদেরকে 'দ্বিজরাজ ওষধিনাথ বংশজ' বলা হয়?
- সেন নরপতিদেরকে
৩) কোন তথ্য অনুযায়ী সেন রাজাদেরকে কর্নাট-ক্ষত্রিয়' বলা হয়েছে?
- লক্ষ্মন সেনের মাধাইনগর তাম্রশাসন
৪) কোন তথ্য অনুযায়ী সেন রাজাদেরকে 'ব্রহ্ম-ক্ষত্রিয়' বলা হয়েছে?
- দেওপাড়া লিপিতে
৫) কোন লিপি অনুযায়ী সেন রাজারা ছিলেন চন্দ্রবংশীয়?
- নৈহাটি লিপি
৬) কাকে কোথায় চোড়গঙ্গের সখা বলা হয়েছে?
- আনন্দভট্ট রচিত বল্লালচরিতে বিজয়সেন সম্পর্কে একথা বলা হয়েছে
৭) সেনরা প্রথমে ছিলেন ব্রাহ্মন, পরে ক্ষত্রিয় ধর্ম অর্থাৎ রাজধর্ম গ্রহন করেন। উক্তিটি কার?
- ভান্ডারকর
৮) সেন বংশের আদিপুরুষ কাকে বলা হয়?
- বীরসেনকে (মতান্তরে সামন্তসেন)
৯) সেনবংশের প্রতিষ্ঠাতা কে?
- সামন্ত সেন
১০) সেন বংশের যথার্থ প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
- হেমন্ত সেনকে
১১) সামন্ত সেন কে ছিলেন?
- চালুক্য রাজাদের সামন্ত
১২) স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
বা সেন বংশের প্রকৃত স্থপতি কে ছিলেন?
- বিজয় সেন
১৩) বিজয় সেনের পিতার নাম কী?
- হেমন্ত সেন
১৪) বিজয় সেনের মাতার নাম কী?
- যশোদেবী
১৫) বিজয় সেনের মাতা কোন উপাধি ধারন করেছিলেন?
- মহারাজ্ঞী
১৬) বিজয়সেনের প্রধান মহিষীর নাম কী?
- বিলাসদেবী
১৭) বিলাসদেবী কোন রাজবংশের রাজকন্যা ছিলেন?
- শূরবংশ
১৮) সেন নরপতি বিজয়সেনের প্রকৃত নাম কী ছিল?
- ধীসেন
১৯) বিজয়সেনের সভাকবি কে ছিলেন?
- উমাপতিধর (ইনি আবার সেন বংশের অপর নরপতি লক্ষ্মণ সেনেরও সভাকবি ছিলেন)
২০) বিজয়সেনের রাজধানী কোথায় ছিল?
- বিক্রমপুর (পূর্ববঙ্গ) এবং বিজয়পুর (পশ্চিমবঙ্গ)
২১) বিজয় সেনের স্মৃতিতে 'বিজয় প্রশস্তি' কে রচনা করেন?
- শ্রীহর্ষ (গাহড়বালরাজ জয়চন্দ্রের সভাকবি। এছাড়াও তিনি গৌড়োবীর্শকুলোপ্রশস্তি রচনা করেন)
২২) কোন তাম্রলেখ থেকে বিজয়সেনের কথা জানা যায়?
- ব্যারাকপুর তাম্রশাসন (এছাড়া উমাপতিধরের ‘দেওপাড়া প্রশস্তি' থেকে বিজয় সেনের কথা জানা যায়)
২৩) ব্যারাকপুর তাম্রপট কে রচনা করেন?
- বিজয় সেন
২৪) দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন?
- উমাপতি ধর (এছাড়া ও তিনি বিক্রমপুর তাম্রপট রচনা করেছিলেন)
২৫) দেওপাড়া প্রশস্তি কোথা থেকে পাওয়া গিয়েছে?
- রাজশাহীতে
২৬) দেওপাড়া প্রশস্তি এখন কোথায় সংরক্ষিত আছে?
- কলকাতা জাদুঘরে।
২৭) কে কোথায় নিজেকে 'বরেন্দ্র শিল্পী গোষ্ঠির-চুড়ামনি' রূপে বর্ননা করেছেন?
- দেওপাড়া লিপিতে শূলপানি
২৮) পাইকোর মূর্তি লিপি কোন সেন নরপতির সহিত সম্পর্ক যুক্ত?
- বিজয়সেন
২৯) পাইকোর মূর্তি লিপি কোথায় পাওয়া গিয়েছে?
- বীরভূমে
৩০) বিজয়সেন কোন পাল নরপতির সামন্ত রাজা ছিলেন?
- রামপাল
৩১) কৈবর্ত বিদ্রোহে কোন সেন শাসক পালনরপতি রামপালকে সাহায্য করেছিল?
- বিজয় সেন
৩২) কোথা থেকে জানা যায় যে, সেন শাসক বিজয়সেন পাল নরপতি রামপালকে কৈবর্ত বিদ্রোহে সাহায্য করেছিলেন?
- দেওপাড়া প্রশস্তি থেকে
৩৩) বিজয়সেন কোন কলিঙ্গ শাসককে পরাজিত করে কলিঙ্গ দখল করেন?
- রাঘাব
৩৪) বিজয়সেন কোন কৌশম্বীরাজকে পরাজিত করে কৌশম্বী দখল করেন?
- দ্বোরোপবর্ধন বা গোবর্ধন ( রামাপালের সময়ে এই দ্বোরোপবর্ধন ছিলেন রামপালের সামন্ত রাজা)
৩৫) বিজয়সেন কাকে পরাজিত করে কোটাটবী (বাঁকুড়া জেলার কোটেশ্বর অঞ্চল) দখল করেছিলেন?
- বীরগুন
৩৬) ন্যান্যদেব কে ছিলেন?
- মিথিলার নরপতি
৩৭) ন্যান্যদেব কোন সেন নরপতির নিকট পরাজিত হন?
- বিজয় সেন
৩৮) কোন পালরাজার আমলে সামন্তরাজা বিজয় সেন গৌড় দখল করেছিলেন?
- মদন পাল
৩৯) কাদের বিরুদ্ধে বিজয়সেন নৌ-অভিযান প্রেরন করেছিলেন?
- পশ্চিম ভারতের রাজাদের বিরুদ্ধে
৪০) দেওপাড়া লিপি অনুযায়ী বিজয় সেন কোন রাজাকে পরাজিত করেছিলেন?
- গৌড় ও কামরূপের রাজাদের
৪১) কোন সেন নরপতি কলিঙ্গরাজ অনন্ত বর্মন চোড়গঙ্গের সাথে মৈত্রী সূত্রে আবদ্ধ হন?
- বিজয়সেন
৪২) বিজয় সেনের সমসাময়িক কলিঙ্গরাজ কে ছিলেন?
- অনন্তবর্মন চোড়গঙ্গ
৪৩) সেন লেখে কোন সেন রাজাকে 'পরমমহেশ্বর' রূপে বর্ণনা করা হয়েছে?
- বিজয় সেনকে
৪৪) বিজয়সেনের ব্যারাকপুর তাম্রশাসন অনুযায়ী তিনি কত বছর রাজত্ব করেন?
- ৬০ বছর
৪৫) বিজয়সেন কতবছর রাজত্ব করেন?
- ৬২ বছর (মতান্তরে ৩২ বছর)
৪৬) বল্লালচরিতে বিজয়সেনকে কি বলা হয়েছে?
- চৌড়গঙ্গা সখা
৪৭) মিত্রাবলীর বা নিদ্রাবলীর বিজয় রাজ রূপে কাকে চিহ্নিত করা হয়েছে?
- বিজয় সেন

৪৮) রামচরিতে বিজয়সেনকে কোথাকার নরপতি হিসাবে উল্লেখ করা হয়েছে?

- নিদ্রাবলির/মিত্রাবলির

৪৯) রামচরিতে বিজয়সেনকে কি নামে উল্লেখ করা হয়েছে?

- বিজয় রাজ

৫০) কোন সেন নরপতি রাজত্বকে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে, ‘এনার আমলে সেন বংশ যেন আকস্মিকভাবে শৈশব থেকে যৌবনে পদার্পণ করে’?

- বিজয় সেন

৫১) উমাপতি ধর দ্বারা রচিত দেওপাড়া প্রশস্তিতে কোন নরপতির বিজ্যগাথা উল্লেখ আছে, যেখানে ঐ নরপতি সম্বন্ধে বলা হয়েছে যে, - তিনি ‘ন্যায়, বীর, রাঘব তথা বর্ধন’ নামক শাসক ছাড়াও গৌড়, কামরূপ তথা কলিঙ্গ শাস্কদের পরাজিত করেন?

- বিজয় সেন

৫২) “নান্য, তুমি বৃথাই নিজেকে বীর মনে করছ। রাঘব, তুমি অকারণে আস্ফালন করছ। বর্ধন, তুমি নিরস্ত হও। বীর, তোমার দর্প এখনও চূর্ণ হল না!” – উক্তিটি কার?

- উমাপতিধর

৫৩) কোন শাসকের কৃতিত্বে আকৃষ্ট হয়ে কবি শ্রীহর্ষভট্ট ‘বিজয় প্রশস্তি তথা গৌড়বিশিপ্রশস্তি নামক কাব্য রচনা করেন?

- বিজয় সেন

৫৪) পাল নরপতি রামপালের মৃত্যুর পর পালবংশের পরবর্তী নরপতিদের দুর্বলতার সুযোগ নিয়ে কোন পাল শাসক উত্তর তথা পূর্ব বাংলার অনেক বেশি অংশ দখল করে নিয়েছিলেন?

- বিজয় সেন

৫৫) বিজয় সেন এর প্রধানমন্ত্রীর নাম কী?
- শ্রীকর
৫৬) দেওপাড়া লিপিতে কতগুলি স্তবক রয়েছে?
- ৩৬টি
৫৭) বিজয়সেনের আমলে একটি বিশেষ উৎসব পালিত হত। সেই উৎসবটির নাম কী?
- স্বর্নালি তুলাপুরুষ মহাদান উৎসব
৫৮) বিজয়সেনের আমলে স্বর্নালি তুলাপুরুষ মহাদান উৎসব কী উপলক্ষে হত?
- চন্দ্রগ্রহন উপলক্ষে
৫৯) এই উৎসবের আয়োজক কে ছিলেন?
- বিজয়সেনের মহিষী বিলাসদেবী
৬০) স্বর্নালি তুলাপুরুষ মহাদান উৎসবের প্রধান পুরোহিত কে ছিলেন?
- হৃদয়করদের
৬১) বিজয়সেন কোথায় প্রদ্যুমেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন?
- রাজশাহীর দেওপাড়া গ্রামে
৬২) বিজয়সেনের উপাধি গুলি কী কী?
- পরমেশ্বর পরম ভট্টরক, মহারাজাধিরাজ, আরিরাজ বৃষভ শঙ্কর ( প্রসঙ্গত উল্লেখ্য - অরিরাজ নিঃশঙ্ক শংকর উপাধি গ্রহন করেন বল্লাল সেন, অরিরাজ মদন শংকর উপাধি গ্রহন করেন লক্ষ্মন সেন, অরিরাজ বৃষভাঙ্ক শঙ্কর উপাধি গ্রহন করেন বিশ্বরূপসেন এবং অরিরাজ অসহা শঙ্কর উপাধি গ্রহন করেন কেশবসেন)
৬৩) হেমন্ত সেনের উপাধি কী ছিল?
- মহারাজাধিরাজ

৬৪) কোথায় হেমন্ত সেনকে ‘মহারাধিরাজ’ নামে ভূষিত করা হয়েছে?

 - বিজয় সেনের ব্যারাকপুরের তাম্রশাসনে
৬৫) বিজয় সেন কোন ধর্মালম্বী ছিলেন?
- শৈব 

৬৬) কোন সেন নরপতি তাঁর রাজত্বের ৬২ তম বর্ষে তাঁর রাজত্বের অন্তর্ভুক্ত খাড়ী বিষয়ের (বর্তমান ২৪ পরগনা) নিস্কর জমি দান করেছিলেন? 

- বিজয় সেন

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad