Type Here to Get Search Results !

বল্লাল সেন দ্বিতীয় পর্ব [Ballal Sen]

 

বল্লাল সেন

Set by - Manas Adhikary


বল্লাল সেন  দ্বিতীয় পর্ব | Sen Dynasty and Ballal Sen Part –II

বল্লালসেন। বল্লালঢিবি অদ্ভুতসাগর দানসাগর। আচারসাগর 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  বল্লাল সেন এই পর্বে বল্লাল সেন সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

বল্লাল সেন  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | MCQ on Ballal Sen Part –II  


) বল্লাল সেনের পিতার নাম কী?
- বিজয় সেন
) বল্লাল সেনের মাতার নাম কী?
- বিলাসদেবী
) বল্লাল সেনের পত্নীর নাম কী?
- রমাদেবী
8) বল্লাল সেনের স্ত্রী কোন রাজবংশের রাজকন্যা ছিলেন?
- চালুক্য
) বল্লালসেনের পত্নী রমাদেবীর পিতার নাম কী?
- ষষ্ঠ বিক্রমাদিত্য (মতান্তরে দ্বিতীয় জগমল্লদেবর)
) বল্লাল সেনের শিক্ষকের নাম কী?
- গোপাল ভট্ট
) বল্লাল সেনের রাজনৈতিক জীবন সম্পর্কে জানার সবথেকে উৎকৃষ্ট উৎস কোনটি?
- বল্লালচরিত নামক গ্রন্থ
) বল্লালচরিত নামক কয়টি গ্রন্থ পাওয়া যায়?
- দুটি
) বল্লালচরিত নামক প্রথম গ্রন্থটি কে রচনা করেন?
- গোপাল ভট্ট
১০) গোপাল ভট্ট যে বল্লালচরিত রচনা করেছিলেন সেটি কয়টি খন্ডে বিভক্ত ছিল?
- দুটি
১১) দ্বিতীয় বল্লালচরিত গ্রন্থটি কে রচনা করেন?
- আনন্দভট্ট
১২) আনন্দভট্ট কার আদেশে বল্লালচরিত গ্রন্থটি লেখেন?
- নবদ্বীপের রাজা বুদ্ধিমন্ত্রখানের আদেশে
১৩) নৈহাটি তাম্রপট থেকে কোন সেন নরপতির কথা জানা যায়?
- বল্লাল সেন
১৪) বল্লাল সেনের রাজত্বকালের কততম বর্ষে নৈহাটি তাম্রপট উৎকীর্ণ করা হয়েছিল?
- ১১ তম
১৫) সনোখর লিপি কোন সেন রাজার সহিত সম্পর্কযুক্ত?
- বল্লাল সেন
১৬) বল্লাল সেনের রাজত্বের কততম বর্ষে সনোখর লিপি উৎকীর্ণ হয়েছিল?
- নবম
১৭) বল্লাল সেনের রাজত্বকালের সময়সীমা উল্লেখ কর।
- ১১৫৮ থেকে ১১৭৯ খ্রিস্টাব্দ
১৮) বল্লাল সেন রচিত গ্রন্থগুলির নাম লিখুন।
- দানসাগর, অদ্ভুতসাগর, ব্রত সাগর, আচারসাগর, প্রতিষ্ঠাসাগর
১৯) বল্লাল সেন রচিত গ্রন্থগুলির মধ্যে কোন গ্রন্থটির লেখা বল্লাল সেন শুরু করলেও শেষ করেন লক্ষ্মণ সেন?
- অদ্ভুতসাগর
২০) অদ্ভুতসাগর কোন ভাষায় লেখা?
- সংস্কৃত
২১) অদ্ভুতসাগর গ্রন্থটি কিসের উপর ভিত্তি করে লেখা?
- জ্যোর্তিবিজ্ঞান
২২) দানসাগর গ্রন্থটি কিসের উপর ভিত্তি করে লেখা?
- শিক্ষাদানের
২৩) বল্লাল সেনের গুরু কে ছিলেন?
- অনিরুদ্ধ ভট্ট
২৪) বল্লাল সেন তাঁর রাজত্বকে কয়টিভাগে ভাগ করেছিলেন?
- পাঁচটি। যথা- রাঢ়, বরেন্দ্র, বাগড়ী, বঙ্গ মিথিলা
২৫) বল্লাল সেনের রাজধানী কোনটি?
- নবদ্বীপ
২৬) কোন সেন নরপতি বাংলায় কৌলিন্য প্রথার প্রচলন ঘটান ?
- বল্লাল সেন
২৭) বল্লাল সেন প্রবর্তিত কৌলিন্য প্রথা সমাজের কোন সম্প্রদায়ের মধ্যে প্রবর্তিত হয়েছিল?
- তিনটি সম্প্রদায়ের মধ্যে প্রবর্তিত হয়েছিল। যথা- ব্রাহ্মন, বৈদ্য কায়স্থ (মতান্তরে দুটি ব্রাহ্মন কায়স্থ )
২৮) কোন সেন নরপতির আমলে বাংলায় সর্বপ্রথম 'টোল' এর শিক্ষাদান প্রচলিত হয়?
- বল্লাল সেন।
২৯) বল্লাল বাড়ি কোন নরপতির কীর্তি?
- বল্লাল সেন,
৩০) বল্লাল দীঘি কোথায় অবস্থিত?
- দিনাজপুরের পাথরঘাটায় বা পাথর ঘরায়
৩১) বল্লাল সেন কোন উপাধি গ্রহন করেছিলেন?
- অবিরাজ নিঃশঙ্ক শঙ্কর ( প্রসঙ্গত উল্লেখ্য - অরিরাজ বৃষভ শংকর উপাধি গ্রহন করেন বিজয় সেন, অরিরাজ মদন শংকর উপাধি গ্রহন করেন লক্ষ্মন সেন; অরিরাজ বৃষভাঙ্ক শঙ্কর উপাধি গ্রহন করেন বিশ্বরূপসেন এবং অরিরাজ অসহা শঙ্কর উপাধি গ্রহন করেন কেশবসেন )
৩২) কোন সেন নরপতি কে বিধানমণ্ডলীয় চক্রবর্তী' অভিধায় প্রশংসিত করা হয়?
- বল্লাল সেনকে
৩৩) সেন বংশের কোন নরপতি অত্যন্ত সুপণ্ডিত ছিলেন?
- বল্লাল সেন
৩৪) কোন সেন নরপতি আমলে বাংলায় জাতিভেদ প্রথা প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল?
- বল্লাল সেন
৩৫) কাকে সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি বলা হয়?
- বল্লাল সেন(মতান্তরে বিজয় সেন)
৩৬) বল্লাল সেন কোন পালরাজাকে পরাজিত করেন?
- গোবিন্দ পাল
৩৭) মগধের শেষ পাল শাসক গোবিন্দ পালকে বল্লাল সেন করে পরাজিত করে মগধ জয় করেছিলেন?
- ১১৬২ খ্রিস্টাব্দে
৩৮) কোথা থেকে জানা যায় যে মগধের শেষ পাল শাসক সেন নরপতি বল্লাল সেনের কাছে পরাজিত হয়েছিলেন?
- নৈহাটি তাম্রপট থেকে
৪০) বল্লাল সেনের আমলে কোন ধর্ম দুর্বল হয়ে পড়েছিল?
- বৌদ্ধধর্ম
৪১) কোন সেন নরপতি বৌদ্ধদের বহু মঠ সংঘকে দেবালয়ে পরিণত করেন?
- বল্লাল সেন
৪২) বল্লাল সেন কত বছর রাজত্ব করেন?
-প্রায় ১৮ বছর
৪৩) বল্লাল সেন কাকে মগধের শাসকরূপে নিযুক্ত করেছিলেন?
- ভটেশ্বরমিত্রকে
৪৪) কলগঙ্গে ভট্টেশ্বরনাথ নামক শিবমন্দির কে নির্মান করেন?
- বল্লাল সেন
৪৫) সেন আমলে কোন ব্রাহ্মনরা ব্রাহ্মনদের মধ্যে উচ্চতর ছিলেন?
- নাথ ব্রাহ্মন (এঁরা রাজকার্যেও অংশগ্রহন করতে পারতেন)
৪৬) বল্লাল সেনের আমলে নাথ ব্রাহ্মনদের মধ্যে কে রাজব্রাহ্মন ছিলেন?
- পীতাম্বর নাথ
৪৭) বল্লাল সেন কাকে পরাজিত করে বঙ্গ জয় করেন?
-ভোজবর্মা
৪৮) বল্লাল সেন কাকে পরাজিত করে গৌড় দখল করেন?
- পালনরপতি গোবিন্দ পাল
৪৯) কোন সেন নরপতি গঙ্গা-যমুনার সঙ্গমস্থল নিরঞ্জরপুরে বানপ্রস্থ অতিবাহিত করেন?
- বল্লাল সেন
৫০) কোন সেন নরপতি গঙ্গা-যমুনার সঙ্গমস্থলে ঝাঁপ দিয়ে আত্মাহূতি দিয়েছিলেন?
- বল্লাল সেন
৫১) কোন সেন নরপতির আমলে গৌড় নগরী নির্মিত হয়?
- বল্লাল সেন
৫২) হারলতা পিতৃদয়িতা কার লেখা?
- বল্লাল সেনের গুরু অনিরুদ্ধ ভট্ট
৫৩) মানুষকে পদবী দিয়ে তার জাতকে চিহ্নিতকরন কোন নরপতির আমলে শুরু হয়? (অর্থাৎ মানুষের পদবীর ব্যবহার শুরু হয় কার আমলে)
- বল্লাল সেন
৫৪) ঢাকেশ্বরী মন্দির কে প্রতিষ্ঠা করেন?
- বল্লাল সেন
(
কথিত আছে যে বল্লাল সেনের ছোটবেলায় তাঁর পিতা তাঁর মাতার উপর রেগে গিয়ে তাদের রাজপ্রাসাদ থেকে বের করে দেন। রাজপ্রাসাদ থেকে বের হয়ে বল্লাল সেনের মাতা বল্লালসেনকে নিয়ে জঙ্গলের ধারে বসবাস করতে থাকে। পরবর্তী কালে বিজয়সেন নিজপুত্র বল্লালসেনের কৃতিত্ব দেখে তাদেরকে রাজপ্রাসাদে নিয়ে যায় এবং বল্লাল সেনকে উত্তরাধিকারী ঘোষনা করেন। বল্লাল সেন রাজা হবার পর নিজ শৈশব-ক্ষেত্রে একটি মন্দির নির্মান করেন, যেটি ঢাকেশ্বরী মন্দির নামে পরিচিত লাভ করে। শোনা যায় স্থানে বল্লাল সেন শৈশবে খেলা করার সময় একটি দুর্গামূর্তি পেয়েছিলেন সেজন্য তিনি এই মন্দিরটি নির্মান করেন।)
৫৫) গৌড়েন্দ্র- কুঞ্জরালাল-স্তম্ভবাহুর্মহীপতি উপাধি কোন সেন নরপতি গ্রহণ করেছিলেন?
- বল্লাল সেন
৫৬) বল্লাল সেন তার রাজ্যকে  পাঁচভাগে ভাগ করেছিলেন। এই পাঁচভাগের মধ্যে অন্যতম একটি হল বাগড়ী। এই বাগড়ী কোন কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
- বর্তমানের সুন্দরবন মেদিনীপুর
৫৭) ছোটবেলায় বল্লাল সেনের নাম কী ছিল?
- বরলাল (পরবর্তীতে অপভ্রংশ হয়ে বল্লাল হয়ে যায়)

 

বল্লাল সেন  প্রথম পর্ব >>>>

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad