Type Here to Get Search Results !

গুপ্ত যুগের সমাজ জীবন ও অর্থনৈতিক অবস্থা (প্রথম পর্ব) [Social Life of Gupta Era]

গুপ্ত আমলের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা

 Set By - Manas Adhikary


 

গুপ্ত যুগের সমাজ জীবন   ও অর্থনৈতিক অবস্থা  (প্রথম পর্ব)। Social Life and Economic Conditions of the Gupta Period Part - I.

সান্ধিবিগ্রহিক। মহাদন্ডনায়ক। মহাবলাধিকৃত। মহাপীলুপতি। কুমারামাত্য। গুপ্ত যুগের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল। গুপ্তযুগের সরকারী ভাষা। গুপ্ত রাজবংশের প্রতীক। 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  গুপ্ত আমলের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা  (প্রথম পর্ব) আজ এই পর্বে থাকছে  গুপ্ত আমলের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


গুপ্ত যুগের সমাজ জীবন ও অর্থনৈতিক ব্যবস্থা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Gupta Era MCQ.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here





) গুপ্তযুগের লেখমালায় সংস্কৃত সাহিত্যে কোন ধর্মের কথা বেশি করে উল্লেখিত আছে?

- ব্রাহ্মন্যধর্ম (বৌদ্ধ জৈন ধর্মের কথা কম উল্লেখ আছে)

২) গুপ্ত যুগের সবচেয়ে জনপ্রিয় দেবতা কে ছিলেন?

- বিষ্ণু

৩) গুপ্ত যুগে রাজাকে কোন দেবতার অবতার বলে মনে করা হত?

- বিষ্ণু

৪) কোন যুগে নারী অধিকার পুরুষের সমান ছিল?

- গুপ্ত যুগে

৫) বাল্যবিবাহের প্রথা কবে থেকে শুরু হয়?

- গুপ্ত যুগে

) গুপ্তযুগে কী চতুবর্নের প্রচলন ছিল?

- হ্যাঁ। ব্রাহ্মন্যধর্মের প্রতিপত্তি বৃদ্ধি পাবার ফলে চতুঃবর্নের উৎপত্তি ঘটে।

) চতুঃবনগুলি কী কী?

- ব্রাহ্মন, ক্ষত্রিয়, বৈশ্য শুদ্র

৮) গুপ্ত যুগে চারটি বর্ণ নির্ধারণ করা হয়েছিল কিসের ভিত্তিতে?

- মানুষের জন্মের ভিত্তিতে  

) গুপ্তযুগে ব্রাহ্মনরা কোন কাজটি না করলে পতিত হবেন বলে নিধান দেওয়া হত?

- বেদপাঠ

১০) চাতুৰ্বিদ্য কাকে বলা হত?

- যেসব ব্রাহ্মনরা চারটি বেদে পারদর্শী ছিলেন তাদেরকে চাতুর্বিদ্য বলা হত৷

১১) শ্রোতিয় কার?

- এক বেদে দক্ষ ব্রাহ্মনকে শ্রোতিয় বলা হত৷

১২) গুপ্তযুগে বেদজ্ঞ ব্রাহ্মনরা কি রাজস্বদান করতেন?

- না (সূত্র- যাজ্ঞবল্ক্য-স্মৃতি)

১৩) গুপ্তযুগে যারা শ্মশান-ঘাটের তদারকি, গান-বাজনা, ঝুড়ি বা অণুরূপ জিনিসপত্র বিক্রয় করে জীবিকা নির্বাহ করতেন তাদের কী বলা হত?

- ডোম্ব

১৪)  গুপ্তযুগে ব্রাহ্মন পিতা শুদ্র মাতার সন্তানকে কী বলা হত?

- নিষাদ

১৫) গুপ্তযুগে শূদ্র পিতা ব্রাহ্মন মাতার সন্তানকে কী বলা হত?

- পারাশব

১৬) গুপ্তযুগে ক্ষত্রিয় পিতা শুদ্র মাতার সন্তানকে কী বলা হত?

- উগ্র

১৭) গুপ্তযুগে শুদ্র পিতা ক্ষত্রিয় মাতার সন্তানকে কী বলা হত?

- চন্ডাল/ক্ষত্রিয়  

১৮) গুপ্তযুগে সংকর জাতির সর্বনিম্ন স্তরে কী ছিল?

- চন্ডাল

১৯) গুপ্ত যুগে অস্পৃশ্য শ্রেণীকে কী বলা হতো?

- চন্ডাল

২০) কোন যুগে কায়স্থরা (চন্ডালরা) একটি বর্ণ হিসেবে আত্মপ্রকাশ করে?

- গুপ্তত্তোর যুগে

২১) ক্ষত্রিয় পিতা ব্রাহ্মন মাতার সন্তানকে গুপ্তযুগে কী বলা হত?

- সূত

২২) গুপ্তযুগে বৈশ্য পিতা ব্রাহ্মন মাতার সন্তানকে কী বলা হত?

- বৈদেহিক

২৩) গুপ্তযুগে বৈশ্য পিতা ক্ষত্রিয় মাতার সন্তানকে কী বলা হত?

- মাগধ

২৪) গুপ্তযুগে ক্ষত্রিয় পিতা বৈশ্য মাতার সন্তানকে কি বলা হত?

- মাহিষ্য

 ২৫) গুপ্তযুগে যারা মদ বিক্রি করতেন তাদেরকে কী বলা হত?

- শৌণ্ডিক

২৬) গুপ্তযুগে যারা সোনার গহনা প্রস্তুত করতেন তাদের কী বলা হত?

- সুবর্নকার

২৭) গুপ্তযুগের মেয়েদের বিবাহ দেওয়ার সময় কোন বয়সের পাত্র নির্বাচিত করা হত?

- পাত্রীর বয়সের তিনগুন বয়স সম্পন্ন পাত্র নির্বাচিত করা হত

২৮) গুপ্তযুগের প্রচলিত বাল্যবিবাহকে গুপ্তযুগের কোন কোন বিদ্বজন সমর্থন করেন নি?

- নারদ, বরাহমিহির সুশ্রুত

২৯) দুটি স্ত্রীযুক্ত পুরুষকে কী বলা হত?

- দ্বিভার্যা

৩০) বহুপত্নী সমন্বিত পুরুষকে কী বলা হত?

- ভুরিভার্যা

৩১) গুপ্তযুগে কী মেয়েদের পর্দাপ্রথার প্রচলন ছিল?

- হ্যাঁ। তবে সেটি কেবলমাত্র অভিজাত পরিবারের মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল

৩২) কালিদাসের কোন নাটক থেকে গুপ্ত যুগের  পর্দাপ্রথা অনুমান করা হয়েছে?

-  অভিজ্ঞান শকুন্তলম

৩৩) গুপ্তযুগেস্ত্রীধন' কী?

- বিবাহকালে পতিগৃহে যাওয়ার সময় মহিলারা তাদের পিতা বা অভিভাবকের নিকট থেকে কিছু আর্থিক সম্পত্তি পেতেন৷ ইহাই স্ত্রীধন নামে পরিচিত

৩৪) গুপ্তযুগে বিধবা বিবাহ প্রচলিত ছিল কী?

-হ্যাঁ

৩৫) পুর্নভ্য কাদের বলা হত?

- গুপ্তযুগে প্রথমে বিধবা ছিলেন কিন্তু পরা আবার বিবাহ করেছেন এমন মহিলাদের পুর্নভূ বাল হয়

৩৬) গুপ্তযুগে পূজা-অর্চনার কাজ নৃত্য-গীত পরিবেশনের জন্য কখনও কখনও কুমারী মেয়েদের স্থায়ীভাবে মন্দিরে রাখা হত। এদেরকে কী বলা হত?

- দেবদাসী

৩৭) গুপ্তযুগে দাসপ্রথা প্রচলিত ছিল কী?

- হ্যাঁ

৩৮) গুপ্তযুগে মাসে একবার বা দুবার বিদ্যাদেবী সরস্বতীর মন্দির প্রাঙ্গনে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হত তাহা কী নামে পরিচিত ছিল?

- সমাজ

৩৯) গুপ্তযুগে মদ্যপানের আসরকে কী বলা হত?

- আপনক

৪০) আশ্বিনমাসের পূর্নিমা রাতে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হত তাহা কী নামে পরিচিত ছিল?

- কৌমুদী-জাগর

৪১) বসন্ত পূর্নিমার রাতে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হত তার নাম কী ছিল?

- সুবসন্তক

৪২) গুপ্ত যুগে বৃষ্টিতে প্রথমবার রংধনু দেখা দিলে কোন উৎসব পালিত হত?

- পুরুষহুত উৎসব

৪৩) তুরুগ- ভিষজ কাদের বলা হত?

- গুপ্তযুগে ঘোড়ার ডাক্তার

৪৪) গুপ্তযুগে পন্ডিত ব্যক্তিদের গোষ্ঠীকে কী বলা হত?

- বিদুষাং সমবায়

৪৫) গুপ্তযুগে কীসের উপর লেখা হত?

- গাছের চাল, তালপাতা, কাপড়, পদ্মপাতা, চামড়া ইত্যাদির উপর

৪৬) গুপ্তযুগে মানুষের প্রধান জীবিকা কী ছিল?

 - কৃষি

৪৭) গুপ্তযুগে পুন্ডবর্ধনে বা উত্তরবাংলায় কীসের চাষ বেশী হত?

- আখের

৪৮) গুপ্তযুগে হওয়া দূর্ভিক্ষের কথা কোথায় উল্লেখ আছে?

- স্কন্দগুপ্তের জুনাগড় শিলালেখে এবং বৃহৎসংহিতায়

৪৯) কীসের জন্য স্কন্দগুপ্ত সুদর্শন হ্রদটির সংস্কার করেছিলেন?

- জলসেচ ব্যবস্থার উন্নতি ঘটানোর জন্য

 

গুপ্ত যুগের সমাজ জীবন   ও অর্থনৈতিক অবস্থা  (দ্বিতীয় পর্ব)>>>> 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে

 - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে 

- Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে

 - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে  

- Click Here

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad