Type Here to Get Search Results !

গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা চতুর্থ পর্ব [Gupta Bansha]

 

 

গুপ্ত সাম্রাজ্যের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা

set by - Manas Adhikary

 


 গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (চতুর্থ পর্ব) ।Social Life and Administrative System of the Gupta Period MCQ Part-IV.

সান্ধিবিগ্রহিক। মহাদন্ডনায়ক। মহাবলাধিকৃত। মহাপীলুপতি। কুমারামাত্য। গুপ্ত যুগের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল। গুপ্তযুগের সরকারী ভাষা। গুপ্ত রাজবংশের প্রতীক। 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা (চতুর্থ পর্ব) আজ এই পর্বে থাকছে  গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (চতুর্থ পর্ব)| Gupta Era MCQ.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

 

১০১) গুপ্ত যুগে অজন্তা গুহার কোন গুহাগুলি নির্মিত হয়েছিল? 

- 16, 17 এবং 19  

১০২) চিত্রকলা ভাস্কর্যের উপর মহাকাব্যের প্রভাব গুপ্ত যুগ থেকে দেখা যায়  কোনস্থানে গুপ্ত যুগে রামায়ণের বিষয়বস্তু চিত্রিত আছে? 

- দেওগড়ের দশাবতার মন্দিরের চত্বরে, পাট্টডাকলের বিরূপাক্ষ মন্দিরে ভাস্কর্য, ইলোরার কৈলাস মন্দিরের দেয়ালে

১০৩) কোন রাজবংশের শাসনামলে মন্দির স্থাপত্যে মন্দিরের চূড়া প্রথম ব্যবহৃত হয়?

- গুপ্ত

১০৪) গুপ্ত যুগের ভাস্কর্য চিত্রকলার প্রধান কেন্দ্র কি কি ছিল?

- সারনাথ, মথুরা, পাটনা

১০৫) গুপ্ত আমলে শিক্ষা সাহিত্যের প্রধান কেন্দ্র কি কি ছিল?

- পাটনা, উজ্জয়নী, বল্লভী, কাশী

১০৬) গোয়ালিয়রের কাছে বাঘ গুহাগুলি  কোন যুগের চিত্রকলার প্রতিনিধিত্ব করে?

- গুপ্তযুগ

১০৭) কোন রাজ্যে গুপ্ত আমলের মন্দিরের সর্বাধিক প্রমাণ পাওয়া যায়?

- মধ্যপ্রদেশ

১০৮) কোন গুপ্ত মন্দিরে বাঘের সাথে শিব পার্বতী সঙ্গীত খোদাই করা হয়েছে?

- নাচনা কুথার মন্দির

১০৯) প্রাচীন ভারতে গুপ্ত যুগের গুহাচিত্রের মাত্র দুটি উদাহরণ রয়েছে, যার মধ্যে একটি হল অজন্তা গুহায় আঁকা চিত্রকর্ম দ্বিতীয় গুপ্ত গুহাচিত্রকলাটি কোথায়  পাওয়া যায়?

- বাঘ গুহা

১১০) কোন যুগেনাগারা শৈলীরভিত তৈরি হয়েছিল?

- গুপ্তযুগে

১১১) রামায়ণের প্রথম কাণ্ড- বালা কাণ্ড এবং শেষ কাণ্ড - উত্তর কাণ্ড কবে যুক্ত হয়েছিল?

- গুপ্ত আমল

১১২) গুপ্ত যুগে কোন মন্দিরদুটি কেবলমাত্র  ইট দিয়ে  তৈরি ?

- ভিতরগাঁও সিরপুরের লক্ষ্মণ মন্দির

১১৩) গুপ্ত যুগে বিষ্ণুর সাথে লক্ষ্মীর পরিচয়ের প্রথম বর্ণনা কোন নথিতে পাওয়া যায়?

- ভিতরি স্তম্ভলেখ 

১১৪) গার্গী সংহিতা গুপ্ত যুগে রচিত হয় এটি কোন ধরনের গ্রন্থ?

-   জ্যোতিষশাস্ত্রীয়

১১৫) গুপ্ত আমলের কর ব্যবস্থা সম্পর্কে আমরা কোন গ্রন্থ থেকে তথ্য পাই?

- নীতিসার  

১১৬) মন্দির নির্মাণ শিল্পের জন্ম কোন রাজবংশে?

- গুপ্ত যুগ 

১১৭) রাজগৃহে অবস্থিত জরাসন্ধের বৈঠক স্তূপ কোন আমলের নিদর্শন ?

- গুপ্ত যুগ

১১৮) কোন মন্দিরটি গুপ্ত স্থাপত্যের শ্রেষ্ঠ মন্দির?

- দেওগড়ের দশাবতার মন্দির

১১৯) সারনাথের 'ধামেক স্তূপ' কোন যুগে নির্মিত হয়েছিল?

- গুপ্ত

১২০) গুপ্ত যুগের পাশুপত সম্প্রদায়ের আচার্যউদিতাচার্যএর উল্লেখ কোন শিলালিপিতে পাওয়া যায়?

- মথুরা স্তম্ভলেখ

১২১) গুপ্ত আমলে কোন স্মৃতিরচনা রচিত হয়নি?

- বিষ্ণুস্মৃতি

১২২) হিউয়েন সাং রচনায় সারনাথেরমূল গন্ধকুটি বিহারএর উল্লেখ পাওয়া যায় এটি কোন সময়ে নির্মিত হয়েছিল?

- গুপ্ত আমলে 

১২৩) কোন যুগে নারীও পুরুষের সমান অধিকার  ছিল?

- গুপ্ত যুগে

১২৪) গুপ্ত আমলের প্রধান বৈশিষ্ট্য কী ছিল?

- সামন্তবাদের উত্থান

১২৫) মৌর্য আমলে প্রশাসনকে কেন্দ্রীভূত করা হয়েছিল কিন্তু গুপ্ত আমলে সেই প্রশাসনের কি ঘটে?

- প্রশাসনে বিকেন্দ্রীকরণের প্রবণতা বৃদ্ধি পায়

১২৬) গুপ্ত যুগেশ্রেনি বা সমবায়েরগুরুত্ব অনেক বেশি দেখা যায়, এক্ষেত্রে কোন নগরের শ্রেণিয়রা তাদের মুদ্রা জারি করেনি?

- সৌরাষ্ট্র

১২৭) গুপ্ত যুগে বীথি বা বীথি শব্দটি কার জন্য ব্যবহৃত হত?

- তহসিল

১২৮) গুপ্ত আমলে গ্রামের জন্য একটি গ্রামসভা হত,  এই গ্রামসভা বিহার রাজ্যে কি নামে পরিচিত ছিল?

- গ্রামজনপদ

১২৯) গুপ্ত আমলে জেলাকে কী বলা হতো?

- বিষয়

১৩০) গুপ্ত যুগে কোন ব্যক্তির 3 প্রজন্ম অনেক পদে অলংকৃত করেছিল?

- ধ্রুবভূতি

১৩১) গুপ্ত যুগে কারা সার্থবাহ নামে পরিচিত ছিল?

- ব্যবসা-বানিজ্যের প্রধান

১৩২) গুপ্ত প্রশাসনে  কুলিক কাদের বলা হত?

- প্রধান কারিগর

১৩৩) গুপ্ত যুগে প্রতিহার মহাপ্রতিহারের কাজ উল্লেখ কর?

- (1) এরা ছিলেন রাজদরবারের প্রধান কর্মকর্তা যারা প্রশাসনে অংশ নেননি

(2) এদের  প্রধান কাজ ছিল যারা সম্রাটের সাথে দেখা করতে চায় তাদের যথাযথ অনুমতিপত্র দেওয়া

3) প্রতিহার অন্তঃপুরের প্রহরি ছিলেন 

4) মহাপ্রতিহার রাজপ্রাসাদের প্রহরিদের প্রধান ছিলেন

১৩৪) গুপ্ত যুগে যুদ্ধ শান্তিমন্ত্রী হিসেবে কারা বিবেচিত হত?

- সান্ধি বিগ্রহিক

১৩৫) গুপ্ত আমলের পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তাকে কী বলা হতো?

- দণ্ডপাশিক 

১৩৬) গুপ্ত যুগে সাধারণ সৈন্যদের কি বলা হত?

- চট

১৩৭) গুপ্ত যুগে গজ বাহিনীর প্রধানকে কি বলা হতো?

- মহাপিলুপতি

১৩৮) গুপ্ত যুগে অশ্ব বাহিনীর প্রধানকে কি বলা হতো?

- ভট্ট পশুপতি

১৩৯) গুপ্ত যুগে সাধারণ সৈনিক কি নামে পরিচিত ছিল?

- চট

১৪০) গুপ্ত যুগে সেনাবাহিনীর সরঞ্জাম দেখাশোনাকারিকে কি বলা হত?

-  রণ ভান্ডারগারিক

১৪১) গুপ্ত আমলে "প্রমাত্রী" নামক জমি পরিমাপকারী কর্মকর্তা কোন বংশের ছিলেন?  

- মৈত্রক

১৪২) গুপ্ত যুগপ্রাদেশিক প্রশাসনের অধীনে, বিষয় পরিষদ নামক প্রাদেশিক একক পৌরসভার অনুরূপ ছিল এর সদস্য কারা ছিলেন?

-নগরশ্রেষ্ঠি, সার্থবাহ, প্রথম কুলিক, প্রথম কায়স্থ

১৪৩) গুপ্ত আমলে জেলাকে বিষয় বলা হত, যার প্রধান কর্মকর্তাকে ছিলেন বিষয়পতি এই বিষয়পতির নিজস্ব একটি কার্যালয় থাকত এই কার্যালয়ের নথিপত্র যিনি সংরক্ষণ করতেন তাকে কি বলা হত?

- পুস্তপাল 

১৪৪) গুপ্ত যুগে বণিকদের একটি নিগম দ্বারা কোথাকার শাসন পরিচালিত হত?

- তক্ষশীলা

১৪৫) গুপ্ত যুগে কোন শিলালিপি অনুযায়ী একজন ব্যক্তি একই সাথে একাধিক পদে অধিষ্ঠিত থাকতে পারতেন?

- কর্মদণ্ড অভিলেখ  

১৪৬) গুপ্ত আমলেরবিচারককে কি বলা হত?

- মহাদন্ডনায়ক

১৪৭) গুপ্ত আমলের গ্রাম প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাকে কী বলা হতো?

- গ্রাম গ্রামিক 

১৪৮) গুপ্ত সাম্রাজ্যে নিযুক্ত একজন প্রাদেশিক প্রশাসককে কি বলা হত?

- কুমারমাত্য আয়ুক্ত

১৪৯) গুপ্ত যুগে ব্যবসায়িক গিল্ডগুলির  নিজস্ব আদালত ছিল সেই বিচারালয়ের নাম কি?

- পুগা এবং কুলা

১৫০) গুপ্ত যুগে গুজরাট, বাংলা, দাক্ষিণাত্য তামিল রাজ্যগুলি কিসের সাথে সম্পর্কযুক্ত ছিল?

- বস্ত্র উত্পাদন

১৫১) গুপ্ত যুগে  বস্ত্র  উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র কোনটি ছিল?

- কামরূপ, দাস পুর, মালওয়া, মথুরা, বেনারস

১৫২) গুপ্ত যুগে কোনটি নির্মাণে ভারত, ইউরোপের চেয়ে এগিয়ে ছিল?

- বড়জাহাজ নির্মাণে

১৫৩) কোন যুগে সর্বাধিক সংখ্যক স্বর্ণমুদ্রা জারি হয়েছিল?

- গুপ্ত যুগে

১৫৪) গুপ্ত গুপ্ত-পরবর্তী সময়ে স্বর্ণমুদ্রার জন্য ব্যবহৃত 'দিনার' শব্দটি কোথা থেকে উদ্ভূত হয়েছে?

- আরবিক

১৫৫) গুপ্ত আমলের কোন শিলালিপিতে স্বর্ণমুদ্রার উল্লেখ আছে?

- গাড়োয়া অভিলেখ  

১৫৬) গুপ্ত যুগে স্বর্ণ রৌপ্য মুদ্রার অনুপাত কত ছিল?

- 1:16

১৫৭) গুপ্ত শিলালিপিতে স্বর্ণমুদ্রাকে কি বলা হয়েছে?

 -নার  

১৫৮) কোনটি বেশি খাঁটি গুপ্তযুগের স্বর্ণমুদ্রা না কুষাণদের স্বর্ণমুদ্রা?

- কুষাণদের স্বর্ণমুদ্রা

১৫৯)  গুপ্ত যুগে কে প্রথম রৌপ্য/রৌপ্য মুদ্রা চালু করেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

১৬০) গুপ্ত যুগে কোন দেবতাকে লোক রাকা রূপে পূজা করা হত?

- সূর্য

 

১৬১) কোন বৌদ্ধ ভিক্ষু গুপ্ত যুগে ধর্ম প্রচারের জন্য চীনে যান?

- কুমারজীব, পরমার্থ, বোধিধর্ম

১৬২) গুপ্ত যুগে কোন ধর্মের বিকাশ সবচেয়ে বেশি হয়েছিল?

- পৌরাণিক ধর্ম (ভাগবত ধর্ম)

১৬৩) ‘অর্ধনারীশ্বর তথা ত্রিমূর্তিএর ভাবনা কোন আমলে বিকাশ লাভ করে?

- পরবর্তী বৈদিক যুগে

১৬৪) অর্ধনারীশ্বর তথা ত্রিমূর্তি এর পূজা কবে শুরু হয়? 

- গুপ্ত যুগে

১৬৫) কোন যুগে শূদ্রদের ধর্মীয় অবস্থার উন্নতি হয়েছিল?

- গুপ্তত্তোর যুগে

১৬৬) গুপ্ত যুগের শেষের দিকে এবং তারপরে বাণিজ্য, মুদ্রা, অর্থনীতি এবং নগরায়নের পতনের ধারণাকে নিচের কোন ব্যাক্তি অস্বিকার করেন?

- বি ডি চট্টোপাধ্যায়

১৬৭) গুপ্ত পূর্ববর্তী যুগে যে অর্থনৈতিক অগ্রগতির সূচনা হয়েছিল,  গুপ্তযুগের বাণিজ্যিক সমৃদ্ধি তার শেষ পর্যায় ছিল-  এই উক্তিটি কার?

- রোমিলা থাপার

১৬৮) কোন ঐতিহাসিক গুপ্ত যুগকে গুপ্ত-বাকাটক যুগ হিসাবে নাম দিয়েছেন? 

-  আর সি মজুমদারন এবং এস দণ্ডেকর

১৬৯) কার মতে গুপ্ত যুগে পূর্ব ভারতের প্রদেশগুলিকেভুক্তিএবং প্রশাসককে উপরিকবলা হত, পশ্চিম ভারতের প্রদেশগুলিকেদেশএবং প্রশাসককেগোপ্তা বলা হত?

- পরমেশ্বরী লাল গুপ্ত

১৭০) গুপ্ত যুগকে শিল্পের নবজাগরণ বলেছেন কে?

- আর ডি ব্যানার্জি

১৭১) গুপ্ত যুগের পরে সতীশ চন্দ্র কোন যুগকেদ্বিতীয় শাস্ত্রীয় যুগএবংদ্বিতীয় স্বর্ণযুগহিসাবে বিবেচনা করেছিলেন?

- মুঘল আমল

১৭২) কোন ঐতিহাসিক মুঘল যুগকে দ্বিতীয় ধ্রুপদী যুগ বা গুপ্ত যুগের পর দ্বিতীয় স্বর্ণযুগ বলে মনে করেছেন?

- সতীশ চন্দ্র

১৭৩) গুপ্ত যুগে জেলাকে কি বলা হত?

-  বিষয়

১৭৪) গুপ্ত যুগে প্রদেশকে কি বলা হত?

-  ভুক্তি বা দেশ


 


গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি  ও প্রশাসনিক ব্যবস্থা তৃতীয় পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে

 - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে 

- Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে

 - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে  

- Click Here

 

সান্ধিবিগ্রহিক। মহাদন্ডনায়ক। মহাবলাধিকৃত। মহাপীলুপতি। কুমারামাত্য। গুপ্ত যুগের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল। গুপ্তযুগের সরকারী ভাষা। গুপ্ত রাজবংশের প্রতীক।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad