গুপ্ত আমলের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা
Set By - Manas Adhikary
গুপ্ত যুগের সমাজ জীবন ও অর্থনৈতিক অবস্থা (দ্বিতীয় পর্ব)। Social Life and Economic Conditions of the Gupta Period Part -II.
অগ্রহার ব্যবস্থা। অপ্রহত| খিল| অপ্রদ। উপরিকর| উদ্ভঙ্গ| হিরন্য| হলিরাকর। হলদন্ড| হালিভাকর।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গুপ্ত আমলের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা (দ্বিতীয় পর্ব) । আজ এই পর্বে থাকছে গুপ্ত আমলের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
গুপ্ত যুগের সমাজ জীবন ও অর্থনৈতিক ব্যবস্থা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Gupta Era MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
৫০) অমরকোষ অনুযায়ী গুপ্তযুগে কতধরননের জমি পাওয়া গিয়েছিল?
- বারো ধরনের। যথা - উবার (যে জমির ফলন বেশী), ঊষর (নোনা জমি), মরু, অগ্রহত (লাঙল না করা জমি), শাদল (ঘেসো জমি), পঞ্চিল ** (কর্দমাকত জমি), জল প্রায়মনুপম (জলের কাছাকাছি জমি), কচ্ছ (জলাভুমি), শর্করা (কাঁকুড়ে জমি), শক্রাবতী (বালু জমি), নদীমাতৃক জমি (নদীতীরবর্তী জমি) ও দেবমাতৃক জমি ( বৃষ্টির ফলে যে জমিতে প্রচুর ফসল হয়)।
৫১) বিভিন্ন লেখ অনুযায়ী গুপ্তযুগে কতধরনের জমি পাওয়া গিয়েছিল?
- আট প্রকার (বাস্তু ক্ষেত্র, অপ্রহত, খিল, অপ্রদ, অপ্রতিকর, চারণভূমি ও অরন্য)
৫৩) গুপ্ত আমলে যে জমিতে চাষ করা হয়নি তাকে কি বলা হত?
- খিল
৫৪) গুপ্ত আমলে অনাবাদি বন্য জমিকে কি বলা হত?
- অপ্রাহত
৫৫) গুপ্ত আমলে কৃত্রিম সেচের উপর নির্ভরশীল জমিকে কি বলা হত?
- আদিবমাত্রক জমি
৫৬) গুপ্তযুগে জমি পরিমাপের এককগুলি কী কী?
- আঢ়বাপ, দ্রোণবাপ, কুল্যবাপ। এদের মধ্যে আঢ়বাপ ছিল সর্বনিম্ন একক।
৫৭) বৈন্যগুপ্তের গুনাইঘর লেখে জমি পরিমাপের একক হিসাবে কোন একক ব্যবহৃত হয়েছে?
- পাটক পাঁচ কুল্যবাপ = এক পাটক)
৫৮) গুপ্তযুগে জমির মূল্য কত ছিল?
- ১কুল্যবাপ জমির মূল্য ছিল ৩ স্বর্ন দিনার।
৫৯) গুপ্ত আমলের কোন শিলালিপিতে জমি বিক্রির বিবরণ দেওয়া আছে?
- দামোদরপুর তাম্রফলক
৬০) গুপ্তযুগে অগ্রহার ব্যবস্থা কী?
- নিষ্কর জমি দান
৬১) গুপ্তযুগের রাজস্বগুলি কী কী?
- ভাগ, বলি, মেয়, ভোগ, কর, উপরিকর, উদ্ভঙ্গ, হিরন্য, হলিরাকর, সেনাভক্ত ইত্যাদি
৬২) গুপ্তযুগে লোহাকে কী বলা হত?
- কৃষ্ণাসয়
৬৩) গুপ্তযুগে লোহার হাতুড়িকে কী বলা হত?
- আয়োঘন
৬৪) গুপ্তযুগে কোথা থেকে ভারতে গজদন্ত আমদানী করা হত?
- আফ্রিকার ইথিওপিয়া থেকে
৬৫) কালিদাসের কাব্যে গুপ্তযুগের রাস্তাকে কী নামে অভিহিত করা আছে?
- আপনমা
৬৬) গুপ্ত যুগে পূর্ব উপকূলের প্রধান বন্দর কোনটি ছিল?
- তাম্রলিপ্ত
৬৭) গুপ্ত আমলে কোন বন্দর থেকে উত্তর ভারতীয় বাণিজ্য পরিচালিত হত?
- তাম্রলিপ্ত
৬৮) গুপ্ত আমলে, কোনটি পূর্ব ভারতের সামুদ্রিক বাণিজ্যের বৃহত্তম কেন্দ্র ছিল?
- তাম্রলিপ্ত
৬৯) গুপ্ত আমলে বৈদেশিক বাণিজ্যের কোন নতুন রুট যুক্ত হয়েছিল?
- উত্তর রাশিয়ার স্থলপথ
৭০) গুপ্ত আমলে ভারত থেকে কোন দ্রব্য রপ্তানি হতো না?
- সোনা
৭১) গুপ্ত যুগে রথের গুরুত্ব শেষ হয়ে গিয়ে কিসের গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল?
- ঘোড়ার
৭২) গুপ্ত আমলে বিদেশী পণ্য আমদানিতে ধার্য করকে কী বলা হতো?
- ভূতাবত প্রত্যয়
৭৩) গুপ্ত যুগে 'হলদন্ড' বা 'হালিভাকর' কী ছিল?
- একধরনের কর
৭৪) ভাগবত ধর্ম কোন সময়ে চরম উৎকর্ষতা লাভ করে?
- গুপ্ত কাল
৭৫) ভাগবত ধর্মের প্রধান কেন্দ্র কোনটি?
- মথুরা
৭৬) ভাগবত ধর্মের প্রথম শিলালিপিয় প্রমাণ কোনটি?
- বেস্নগর/বিদিশা অভিলেখ
৭৭) পরমার্থ কোন যুগের একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন?
- গুপ্ত
৭৮) মুনি সর্বানন্দী কোন যুগের একজন রচয়িতা ছিলেন?
- গুপ্ত যুগের
গুপ্ত যুগের সমাজ জীবন ও অর্থনৈতিক অবস্থা (প্রথম পর্ব) >>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে