Type Here to Get Search Results !

নালন্দা মহাবিহার [Nalanda University]

 

নালন্দা মহাবিহার

Set by – Manas Adhikary


 

 

নালন্দা মহাবিহার অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরNalanda University S&A Q .

নালন্দা মহাবিহার।নালন্দা বিশ্বাবিদ্যালয়। ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন।  নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন। NalandaNalanda University Established  Nalanda University was Established by.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো নালন্দা মহাবিহার এই পর্বে থাকছে নালন্দা মহাবিহার সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

নালন্দা বিশ্ববিদ্যালয় অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Nalanda MCQ.

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

) ভারতের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কী?

.- তক্ষশিলা

 ) প্রাচীনতার দিক থেকে নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের কততম?

 - দ্বিতীয়

 ) নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষ কে আবিস্কার করেন?

- আলেকজান্ডার ক্যানিং হোম

 ৪) কাকে মহাযান বৌদ্ধধর্মের অক্সফোর্ড বলা হয়?

- নালন্দা বিশ্ববিদ্যালয়

 ৫) প্রাচিন ভারতের কোন বিশ্ববিদ্যালয়টি মহাযান শাখার কেন্দ্র ছিল?

-  নালন্দা বিশ্ববিদ্যালয়

 ৬) প্রাচিন ভারতের কোন বিশ্ববিদ্যালয়টি হীনযান শাখার কেন্দ্র ছিল?

- বল্লভী বিশ্ববিদ্যালয়

 ৭) প্রাচিন ভারতের কোন বিশ্ববিদ্যালয়টি তন্ত্র/বজ্রযান শাখার সাথে সম্পর্কিত ছিল?

- বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়

 ৮) কোন চৈনিক পর্যটক নালন্দা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এবং সেখানে পড়াশোনা করেন??

- হিউয়েন সাং

 ৯) নালন্দা বিশ্ববিদ্যালয় কতসময় ধরে বিদ্যমান ছিল?

- 800 বছর

 ১০) নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল?

- 10000 এর অধিক

 ১১) নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা কতছিল?

 -2000 এর অধিক

 ১২) নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকের অনুপাত কতছিল?

- 5:1

 ১৩) নালন্দা মহাবিহারে ভর্তি হওয়ার ন্যূনতম বয়স কত ছিল?

-6  বছর

 ১৪) ভারতবর্ষে সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পরিষদ অর্থাৎ স্টুডেন্ট ইউউনিয়ানের অস্তিত্ব লক্ষ্য করা যায়?

- নালন্দা বিশ্ববিদ্যালয়

 ১৫) নালন্দা বিশ্ববিদ্যালয়ে অনেক গ্রন্থগার ছিল। এদের মধ্যে কয়েকটি গ্রন্থগারের নাম কর?

- ধর্মগুঞ্জ, রত্নরঞ্জক, রত্নোধি, রত্নসাগর ইত্যাদি

 ১৬) ধর্মগুঞ্জ কথার অর্থ কী?

- সত্যের পাহাড়

 ১৭) নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসসাধন কে ঘটান?

- বখতিয়ার খলজী

 ১৮) বখতিয়ার খলজী কীভাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসসাধন করেন?

- অগ্নিসংযোগের মাধ্যমে

 ১৯) নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসসাধনর সময় বখতিয়ার খলজী কতজন বৌদ্ধ সন্ন্যাসীদেরকে আগুনে জীবিত পুড়িয়ে মারেন?

- প্রায় ১০০০ এর অধিক

 

২০) নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসসাধনের সময় বখতিয়ার খলজী কতজন বৌদ্ধ ভিক্ষুদের শিরচ্ছেদ করেন?

- ১০০০ জন

 ২১) অগ্নিসংযোগের ফলে নালন্দা বিশ্বদ্যালয়ের গ্রান্থগার কতদিন ধরে জ্বলতে থাকে?

- প্রায় মাস

 ২২) নালন্দার লাইব্রেরীতে কতগুলি পান্ডুলিপি ছিল?

- প্রায় ৯০ লক্ষ

 ২৩) নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতগুলি মন্দির ছিল?

- দশটি

 ২৪) নালন্দায় একটি মন্দির ছিল যেটি পঞ্চরত্ব স্থাপত্যের সাহায্যে নির্মিত হয়েছিল। এই মন্দিরটির সাথে কোন মন্দিরের অনেক মিল পাওয়া যায়?

- কম্বোডিয়ার আঙ্করভাট মন্দিরের

 

২৫) সুবর্ণগিরির কোন শাসক নালন্দায় একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেছিলেন এবং তার রক্ষণাবেক্ষণের জন্য 5টি গ্রাম দান করার জন্য তাঁর দূতের মাধ্যমে দেবপালকে অনুরোধ করেছিলেন?

- বালপুত্র দেব  

২৬)  কোন শাসক শৈলেন্দ্র রাজবংশের রাজা বালপুত্রদেবের অনুরোধে নালন্দা বৌদ্ধ বিহারকে 5টি গ্রাম দান করেছিলেন?

- দেবপাল

২৭) নালন্দা বিশ্ববিদ্যালয়ে হিউয়েন সাং কে কোন  উপাধিতে ভূষিত করা হয়েছিল?

- মোক্ষদেব

২৮) কোন পণ্ডিত আচার্য চীনা পরিব্রাজক হিউয়েন সাং কে নালন্দায়  স্বাগত জানিয়েছিলেন?

- শীলভদ্র

২৯) কালো স্লেট পাথর দিয়ে তৈরি বুদ্ধের মসৃণ মূর্তির এবং বহু  ব্রোঞ্জের বৌদ্ধ প্রতিমূর্তি কোথায় পাওয়া গিয়েছে?

- নালন্দা

৩০) নালন্দা বিশ্ববিদ্যালয়ের কোন মহাধ্যক্ষ দক্ষিণের  বহু পণ্ডিতকে ধর্মীয় বিতর্কে পরাজিত করেন?

- চন্দ্রকীর্তি

৩১) কোন বিশ্ববিদ্যালয়ে তিব্বতি লিপি আবিষ্কৃত হয়?

- নালন্দা বিশ্ববিদ্যালয়

৩২) কে  চারদিক থেকে প্রাচীর তৈরি করে নালন্দাকে সুরক্ষিত করেন এবং এখানে তাম্র বিহার তৈরি করেছিলেন এছাড়াও তিনি নালন্দার খরচের জন্য 100 গ্রামের রাজস্ব দান করেছিলেন?

- হর্ষবর্ধন  

৩৩) কে শাসক নালন্দার সংস্কার করেছিলেন এবং এই সংস্কারের খরচ মেটানোর জন্য 200টি গ্রামের রাজস্ব দান করেছিলেন?

- ধর্মপাল

৩৪) নালন্দায় শিক্ষার্থীদের ভর্তির জন্য সর্বনিম্ন বয়স কত ছিল?

- 6 বছর

৩৫) নালন্দায় 80 ফুট লম্বা বুদ্ধমূর্তি কে স্থাপন করেন?

- নরসিংহ বালাদিত্য

৩৬) কোন বিশ্ববিদ্যালয়টি ভারতের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়?

- নালন্দা বিশ্ববিদ্যালয়

৩৭) 10,000 শিক্ষার্থীকে পাঠদানের জন্য 2,000 শিক্ষক ছিলেন কোন বিদ্যালয় সম্পর্কে  এমন উল্লেখ পাওয়া যায়?

- নালন্দা বিশ্ববিদ্যালয়

৩৮) নয় তলায় বিশাল লাইব্রেরি ছিলএবং সেকানে লক্ষাধিক বই ছিল- কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই অভিমত প্রকাশ করা হয়?

- নালন্দা বিশ্ববিদ্যালয়

৩৯) গুপ্ত আমলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে  ছিলেন?

- ধর্মপাল  (পাল রাজবংশের শাসক নন)

৪০) কোন যুগে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল?

- গুপ্ত  

৪১) বুদ্ধ শ্রাবস্তীতে তাঁর জীবনে সর্বাধিক ধর্মোপদেশ দিয়েছিলেন, এখন প্রশ্ন হল বুদ্ধ তাঁর জীবনের সবথেকে বড় ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন?

- নালন্দা (তখন নালন্দা মহাবিহার নির্মিত হয়নি)

৪২) কোন সম্প্রদায়ের আক্রমনে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়?

- মুসলিম

৪৩) বিশ্বের প্রথম সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় কোনটি?

- নালন্দা

৪৪) বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত মাস নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন?

-  18

৪৫) নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা তা কে?

- প্রথম কুমারগুপ্ত

৪৬) 5 শতাব্দীতে, 1193 সালে, বখতিয়ার খিলজির আক্রমণে নালন্দার ভবন গ্রন্থাগার ধ্বংস হয় এবং সন্ন্যাসীদের হত্যা করা হয়।- কথা কে উল্লেখ করেন?

- মিনহাজ উদ্দিন সিরাজ

৪৭) কোন ঐতিহ্য অনুসারে নালন্দার পাঠ্যক্রমে Four doxographies  এর অধ্যয়ন করানো হত?

- তিব্বতি

৪৮) শিক্ষাক্ষেত্রে নালন্দার পর মগধের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় কোনটি ছিল?

- বিক্রমশীলা

৪৯) নালন্দার শেষ প্রশাসক/কুলপুরুষ কে ছিলেন  যিনি 1204 খ্রিস্টাব্দে তিব্বতে গিয়েছিলেন?

- শাক্যশ্রীভদ্র  

৫০) জাভার কোন শৈলেন্দ্রবংশী শাসক নালন্দায় একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন?

- বলপুত্রদেব

৫১) নালন্দা বিশ্ববিদ্যালয় কেন ধ্বংস হয়েছিল?

- রাষ্ট্রীয় সুরক্ষা  না দেওয়ায় 

৫২) সম্রাট হর্ষের সময়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়  কোনটি ছিল?

- নালন্দা

৫৩) নালন্দা বিশ্ববিদ্যালয়ে কত গুলি বড় লাইব্রেরি ছিল?

- 3

৫৪) পাল প্রশাসক দেবপাল কাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত করেন?

- বীরদেব

৫৫) কোন শাসকের রাজত্বকালে তিব্বতীয় বৌদ্ধ পরিব্রাজক ধর্মস্বামী নালন্দায় এসে তিন বছর এখানে অধ্যয়ন করেন?

- ইলতুৎমিশ

৫৪) কোন মুসলিম হানাদার নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল?

- মুহাম্মদ বিন বখতিয়ার

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 নালন্দা মহাবিহার।নালন্দা বিশ্বাবিদ্যালয়। ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন।  নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন। NalandaNalanda University Established  Nalanda University was Established by.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad