Type Here to Get Search Results !

হিউয়েন সাঙ তৃতীয় পর্ব [heuensang]

 

 হিউয়েন সাঙ

Set By- Manas Adhikary


 


 

হিউয়েন সাঙ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর   তৃতীয় পর্ব। Hiuen Sang  short Q&A Part-III.

 হিউয়েন সাঙ। হুয়ান সাং। জুয়ানজ্যাং। Prince of pilgrims। মোক্ষদেব। সি-ইউ-কি।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো হিউয়েন সাঙএই পর্বে থাকছে হিউয়েন সাঙ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

হিউয়েন সাঙ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর|Hiuen Sang short Q&A.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

 ৭১) হিউয়েন সাং এর মতে অতীতে জৈন সম্প্রদায়ের সর্বাধিক সংখ্যক লোক কোথায় বসবাস করত?
বাংলা আসামে

 
৭২) হিউয়েন সাং এর মতে জৈনদের প্রধান কেন্দ্র কোথায় ছিল?
- বৈশালী

 
৭৩) হিউয়েন সাং এর মতে, ভারতের কোন অংশে জৈন ধর্মের অনুসারীর সংখ্যা কম ছিল?
- পশ্চিম ভারতে

 
৭৪) হিউয়েন সাং এর মতে কোথায়  দিগম্বরোদের প্রাধান্য বেশী ছিল এবং তারা তাদের কঠোর অনুশাসনের জন্য বিখ্যাত ছিল?
- বিপুলগিরিতে

 
৭৫)   'কাঞ্চি প্রদেশটির ব্যাসার্ধ ছিল  6 মাইল, এটিতে 100 টিরও বেশি সম্প্রদায়ের মানুষ এবং 10,000 সন্ন্যাসী বসবাস করতেন এবং কাঞ্চি প্রদেশটি ছিল ধর্মপাল বোধিসত্ত্বের জন্মস্থান এখানকার লোকেরা শিক্ষাপ্রেমী ছিলেন' - উক্তিটি কার?
- হিউয়েন সাং

 
৭৬) ছাড়পত্র  না পেয়ে গোপনে কোন চৈনিক পর্যটক ভারতে এসেছিলেন?
হিউয়েন সাং

 
৭৭) মহাযান ধর্মের প্রচারক হর্ষবর্ধন কোথায় হিউয়েন সাঙের সম্মানে 643 খ্রিস্টাব্দে একটি সাধারণ সমাবেশের আয়োজন করেছিলেন?
  -  কনৌজ

 
৭৮) চীনা পরিব্রাজক হিউয়েন সাং বর্ধনরাজবংশের লোকজনকে কোন বর্ণের বলো উল্লেখ করেছেন?
- বৈশ্য

 
৭৯) ভারতে কতবার হিউয়েনসাংকে চোর ডাকাতদের ভয়ের সম্মুখীন হতে হয়েছিল?
- 2  ( পাঞ্জাবের শাকালে এবং উত্তরপ্রদেশের অযোধ্যায়)

 
৮০) কে 'ভারতকে 'ব্রাহ্মণদের দেশ' বলে উল্লেখ করেছেন?
হিউয়েন সাঙ

 
৮১) হিউয়েন সাং-এর মতে, হর্ষবর্ধনের সময়ে ক্ষেতে সেচের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হত?
- ঘন্টাযন্ত্র

 
৮২) নন্দ রাজার ধন-সম্পদের মধ্যে  7 ধরনের মূল্যবান মূল্যবান পাথর ছিল - কে এই মত পোষন করেছিলেন?
- হিউয়েন সাং

 
৮৩) হিউয়েন সাং বৌদ্ধ ধর্ম, দর্শন এবং সাহিত্যে বিশ্বের 4টি সূর্য হিসাবে কাদের নাম বর্ণনা করেছেন?
- অশ্বঘোষ, নাগার্জুন, আর্যদেব, কুমারালব্ধ (কুমারলাট)

 
৮৪) হিউয়েন সাং ব্রাহ্মণদেরকে কোথায় কৃষিকাজ করতে দেখেছেন বলে উল্লেখ করেন? (এটি চালুক্য নরেশ কুমারপালও তাঁর একটি প্রবন্ধে উল্লেখ করেছেন)
- ঢক্কা

 
৮৫) কোন বিদেশী পর্যটক চন্দ্রভাগা বা চেনাব নদীর উপর শাম্ব কর্তৃক সূর্য মন্দির নির্মাণের কথা উল্লেখ করেছেন?
- হিউয়েন সাং

 
৮৬) হিউয়েন সাং-এর মতে, হর্ষবর্ধনের রাষ্ট্রীয় আয়কে চার ভাগে ভাগ করা হয়েছিল, তারপর রাষ্ট্রীয় আয়ের কোন অংশ প্রশাসনে ব্যয় করা হয়েছিল?
- তৃতীয়

 
৮৭) কোন কোন বিদেশি পর্যটক মূলস্থানের (মুলতান) সূর্য মন্দিরের কথা উল্লেখ করেছেন?
- হিউয়েন সাংআল মাসুদিআবুজাইদ, আলবেরুনী

 
৮৮) কোন কোন লেখক নন্দরাজাদেের মূল্যবান সম্পদের কথা উল্লেখ করেছেন?
- মামলানুর, বিশাখাদত্ত, হিউয়েন সাং, সোমদেব
৮৯) হিউয়েন সাং দ্বারা উল্লেখিত কু-চে-লো কাদের সাথে সম্পর্কিত?
- গুর্জর

 
৯০) হিউয়েন সাং হর্ষবর্ধন আয়োজিত কোন 'প্রয়াগ মহামোক্ষ পরিষদ/ধর্ম মহাসম্মেলন'- অংশগ্রহণ করেছিলেন?
- ষষ্ঠ

 
৯১) হিউয়েন সাং-এর সময় বৌদ্ধধর্ম কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল?
- 18

 
৯২) বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে কত মাস যোগশাস্ত্র  নিয়ে পড়াশোনা করেন?
- 18 (1 বছর 6 মাস)

 
৯৩) হিউয়েন সাং-এর সময়ে হিন্দু ধর্মের শিক্ষার জন্য বিখ্যাত কেন্দ্র কোনটি ছিল?
- কাশী

 
৯৪) বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং যখন 640 সালে সিন্ধুতে গিয়েছিলেন, তখন তিনি কতগুলি কুঁজযুক্ত উট  দেখেছিলেন বলে উল্লেখ করেন?
- এক

 
৯৫) কোন বিদেশী পর্যটক চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশির রাজ্য 'মো-হো---' (মহারাষ্ট্র) গিয়েছিল?
- হিউয়েন সাঙ

 
৯৬) কোন বিদেশি পর্যটক  নালন্দায় 18 মাস বসবাস করেন এবং উপাচার্য শীলভদ্রের কাছ থেকে 'যোগশাস্ত্র' অধ্যয়ন করেন?
- হিউয়েন সাং

 
৯৭) হিউয়েন সাং কোথাকার ভগবান সূর্যের সোনার মূর্তি বিশিষ্ট  সূর্য মন্দিরের বর্ণনা দিয়েছিলেন?
- মুলস্থানপুর(মুলতান)

 
৯৮) কোন বিদেশী পর্যটককে ডাকাতরা ধরেছিল দেবী দুর্গার কাছে বলি দেওয়ার জন্য?
-   হিউয়েন সাঙ

 
৯৯) কোন বিদেশি পর্যটক  হর্ষকে শিলাদিত্য (সদাচার্যের সূর্য) বলে সম্বোধন করেছেন?
- হিউয়েন সাঙ 

 
১০০) নিচের মধ্যে কে নালন্দা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এবং সেখানে পড়াশোনা করেছিলেন??
- হিউয়েন সাঙ

 
১০১) কোন শাসকের আমলে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত সফর করেন?
- হর্ষবর্ধন 

 
১০২) "বুদ্ধের পরিনির্বাণের 400 বছর পরে কনিষ্ক জম্বুদ্বীপের অধিপতি হন" - উক্তিটি কার?
- হিউয়েন সাঙ 

 
১০৩) হিউয়েন সাং-এর মতে, এই স্তম্ভে একটি ঘোড়ার মূর্তি ছিল, যা বজ্রপাতে ধ্বংস হয়ে যায় এবং স্তম্ভটি মাঝখানে ভেঙে যায় বর্তমানে পিলারের নিচের অংশ নিরাপদে দাঁড়িয়ে আছে এবং উপরের অংশটি ভেঙে দুই ভাগ হয়ে গেছে এই নিবন্ধটি কোন অভিলেখ সম্বন্ধীয়?
- রুমিনদেই স্তম্ভলেখ

 
১০৪হিউয়েন সাঙের মতে, বাদামীতে কতটি অশোক স্তূপ ছিল?
- 5

 
১০৫) কোন চীনা পরিব্রাজক সম্রাটের অনুমতি ছাড়াই ভারতে এসেছিলেন এবং যাকে চীনে প্রত্যাবর্তনের পর চীনা সম্রাট গোপনে দেশ ত্যাগ করার জন্য শুধুমাত্র ক্ষমাই করেননি বরং ক্ষমা করার সাথে সাথে তাকে  সম্মানও প্রদর্শন করেছিলেন
- হিউয়েন সাং 

 
১০৬) হিউয়েন সাং কোন স্থানে হর্ষবর্ধনের কাছে চীনে ফিরে  যাওয়ার অনুমতি চেয়েছিলেন?
- প্রয়াগ

 
১০৭) এখানে 100টি বৌদ্ধ বিহার ছিল, যেখানে প্রায় 6000 হীনযান সন্ন্যাসী বসবাস করতেন শহরের পরিধি ছিল 6 মাইল- কোন বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে ফা-হিয়েন এই মন্তব্য করেছিলেন ?
- নালন্দা বিশ্ববিদ্যালয়

 
১০৮) কে উল্লেখ করেছেন যে 'ভারতের প্রতিটি প্রদেশে ইতিহাস রচনার জন্য ইতিহাসিবিদদের নিয়োগ করা হয়েছিল' ,
- হিউয়েন সাঙ

 
১০৯) হিউয়েন সাং এর মতে 'হর্ষবর্ধন' নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতটি গ্রামের রাজস্ব দান করতেন?
- 100

 
১১০) চীনা পর্যটক 'হিউয়েন সাঙ' এর ভারত সফরের উদ্দেশ্য কি ছিল?
- বুদ্ধ সম্পর্কিত স্থান পরিদর্শন

 
১১১) কোন নদীতে  ভ্রমণকালীন জলদস্যুরা হিউয়েন সাং  ঘিরে ধরে এবং হিউয়েন সাংকে দেবী দুর্গার কাছে বলি হিসেবে পেশ করে?
-
গঙ্গা

 
১১২) হিউয়েন সাং উল্লেখিত  সারনাথের 'মূল গন্ধকুটি বিহার" কোন যুগে নির্মিত হয়েছিল?
- গুপ্ত

 
১১৩) ভারতে চন্ডালদের বিস্তারিত বর্ণনা প্রদানকারী প্রথম বিদেশী ভ্রমণকারী কে ছিলেন?
- ফাহিয়েন

 
১১৪) হিউয়েন সাং সম্পর্কে কে বলেছিলেন, 'আমি চীনা ভ্রমণকারীর বিনিময়ে আমার মাথা দিতে পছন্দ করি'??
ভাস্করবর্মা

 
১১৫) হিউয়েন সাং জয়গুপ্ত নামে একজন বৌদ্ধ পণ্ডিতের কাছ থেকে কোথায় শিক্ষা গ্রহণ করেছিলেন?
- থানেশ্বর

 
১১৬) 'ভারতীয়রা খাবার খাওয়ার আগে স্নান করে, নাড়িয়ে নাড়িয়ে  পাত্র ধোয়, খাওয়ার আগে এবং পরে দাঁত ব্রাশ করে ধুয়ে ফেলে, মাটির তৈরি কলসিতে রাখা জল পান করেন' - উক্তিটি কার?
- ইটসিং

 
১১৭) হিউয়েন সাঙ-এর বর্ণনায় কোন কোন বিষয়ের উল্লেখ পাওয়া যায়?
- তৎকালীন সমাজের সতীদাহ প্রথার প্রচলন, তৎকালীন কর ব্যবস্থা, তৎকালীন কৃষি ব্যবস্থা

 

 

হিউয়েন সাঙ  দ্বিতীয় পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here



 
হিউয়েন সাঙ। হুয়ান সাং। জুয়ানজ্যাং। Prince of pilgrims। মোক্ষদেব। সি-ইউ-কি।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad