Type Here to Get Search Results !

দ্বিতীয় চন্দ্রগুপ্ত তৃতীয় পর্ব (নবরত্ন সভা) [Kalidas]

 দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভা 

Set-Bay- Manas Adhikary



 দ্বিতীয় চন্দ্রগুপ্ত তৃতীয় পর্ব (নবরত্ন ) । Chandragupta Second Part - III

গুপ্ত সাম্রাজ্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নবরত্ন। কালিদাস। অমর সিংহ । আর্যভট্ট Chandragupta second.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  দ্বিতীয় চন্দ্রগুপ্ত তৃতীয় পর্ব আজ এই পর্বে থাকছে গুপ্ত শাসক  দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্তের দরবারে থাকা নবরত্ন  সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর নবরত্ন   সম্পর্কিত  থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর  আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


দ্বিতীয় চন্দ্রগুপ্ত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব  |  Second Chandragupta MCQ Part-III.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

৯৪) কোন গুপ্ত সম্রাটের রাজসভা নবরত্ন দ্বারা অলংকৃত ছিল?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৯৫) নবরত্নদের নামগুলি কী কী?

- ) অমরসিংহ- ইনি ছিলেন কবি সংস্কৃত অভিধান লেখক এর লেখা পুস্তকটির নাম অমরকোষ, যার ওপর নাম ত্রিখন্ড

) ধন্বন্তরী- বিখ্যাত চিকিৎসক ছিলেন

) হরিষেন - এর লেখা পুস্তকটির নাম এলাহবাদ প্রশস্তি যার ওপর নাম প্রয়াগ প্রশস্তি

) কালিদাস - কবি ছিলেন। এর লেখা পুস্তকগুলির নাম অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, মেঘদুত, বিক্ৰমভাষ্যম, কুমারসম্ভাবম, বিক্ৰমােবর্শীয়।

) ক্ষপনক - একজন জ্যোতীষবিদ ছিলেন

 ) শম্ভু - আর্কিটেকচার ছিলেন

) বরাহমিহির - এর লেখা পুস্তকগুলিহল -পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎসংহিতা, এবং বৃহৎ জাতকা।

) বরারুচী - সংস্কৃত পন্ডিত ছিলেন। এর লেখা পুস্তকের নাম প্রকৃতি প্রকাশ

) বেতালভট্ট - একজন ম্যাজিশিয়ান ছিলেন

৯৬) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের দরবারে নবরত্নদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ  কে ছিলেন?
- কালিদাস

৯৭ ) ভারতের শেক্সপিয়র কাকে বলা হয়?
- কালিদাস

৯৮) কালিদাসের লেখা কাব্যগুলি কি কি?

- ঋতুসংহার, মেঘদূত, রঘুবংশ, কুমারসম্ভব (মোট চারটি)

৯৯) কালিদাসের লেখা বিখ্যাত নাটকগুলি কি কি?

- মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবর্ষীয়, অভিজ্ঞান শকুন্তলম

১০০) কালিদাসের কোন কোন গ্রন্থকে মহাকাব্য বলা হয়?
- কুমারসম্ভব এবং  রঘুবংশ

১০১) কোনটিকে কালিদাসের প্রথম রচনা বলে মনে করা হয়?
- ঋতুসংহার 
১০২) কোনটি কালিদাসের শেষ রচনা বলে মনে করা হয়?
- অভিজ্ঞান শকুন্তলম

১০৩) কোনটি কালিদাসের রচিত প্রথম নাটক?
- মালবিকাগ্নিমিত্রম
১০৪) কালিদাসের শেষ নাটক কোনটি?
- অভিজ্ঞান শকুন্তলম
১০৫) নিচের কোনটিকে কালিদাসের শ্রেষ্ঠ রচনা বলে বিবেচনা করা হয়?
 - অভিজ্ঞান শকুন্তলম
১০৬) কালিদাসের কোন নাটক থেকে গুপ্ত যুগের পর্দা প্রথা প্রচলিত ছিল বলে অনুমান করা হয়?
- অভিজ্ঞান শকুন্তলম

১০৭) কালিদাসের কোন কোন রচনালঘুত্রয়ীএর অন্তর্ভুক্ত?
- কুমারসম্ভব, রঘুবংশ, মেঘদূত

১০৮) কালিদাস তাঁর কোন রচনায়  ৬টি ঋতুর বর্ণনা করেছেন?
- ঋতুসংহার 
১০৯) কালিদাসের এমন একটি রচনার নাম করো যেটি  নাটক নয়।
- ঋতুসংহার 

১১০) কালিদাসের কোন রচনায় শিবের পুত্র কার্তিকেয় এর জন্মের কাহিনী উল্লেখ আছে?
- কুমারসম্ভব

১১১) মহান কবি কালিদাসের নিচের কোন রচনায় দেবদাসী প্রথার বর্ণনা পাওয়া যায়?
- মেঘদূত

১১২) মহান কবি কালিদাস মেঘদূতম যে গ্রন্থে দেবদাসীদের কথা উল্লেখিত আছে তারা কোথায় কর্মরত ছিলেন?
- উজ্জয়িনীর মহাকাল মন্দিরে  

১১৩) কালিদাসের কোন রচনাটি বিশ্বের একশোটি বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে একটি বলে গণ্য করা হয়?
- অভিজ্ঞান শকুন্তলম

১১৪) কালিদাসের রচিতকুমারসম্ভবকয়টি সর্গে বিভক্ত?
- 18
১১৫) কালিদাসের রচনা ঋতুসংহার  কয়টি সর্গে বিভক্ত?
 -   6
১১৬) কালিদাস রচিত 'মালবিকাগ্নিমিত্র' নাটকের নায়ক কে ছিলেন?
- অগ্নিমিত্র শুঙ্গ

১১৭) কালিদাসের কোন কাব্যে যক্ষের বিচ্ছেদের কাহিনী বর্ণিত হয়েছে?
- মেঘদূতম

১১৮) কালিদাসের প্রথম এপিগ্রাফিক (অভিলেখীয়) প্রমাণ কোথায় পাওয়া যায়?
- দ্বিতীয় পুকেশীর আইহোল শিলালিপি

১১৯) আইহোল শিলালিপিতে কোন কবির উল্লেখ আছে?
- কালিদাস, ভারবী, হল সুবন্ধু
১২০) কোন লেখক হর্ষবর্ধনকে বিখ্যাত কালিদাস, বান ময়ূর  লেখকদের বিভাগে স্থান দিয়েছেন?
- জয়দেব
১২১) কোন কোন লেখক 'শীর্ষ তিন' এর অন্তর্ভুক্ত ?
- মাঘ, ভারভি, শ্রীহর্ষ
১২২) কাব্যপ্রকাশা এর লেখক মম্মট, কালিদাসের কোন রচনার  সমালোচনা করেছেন?
- কুমারসম্ভব
১২৩) গুপ্ত সাম্রাজ্যেরমন্ত্রী পরিষদকে উল্লেখ করেন?
- কামন্দক এবং কালিদাস
১২৪) ‘তপস্যাকারীদের তপস্যা রক্ষা এবং চোরদের হাত থেকে সম্পত্তি রক্ষা করার বিনিময়ে, রাজা চারটি আশ্রম বা বর্ণ  থেকে ঐসব প্রজাদের  সম্পদের এক ষষ্ঠাংশ ভাগ নিতেন‘ - উক্তিটি কার?
-কালিদাস

১২৫) আকবরের সময়ের কালিদাস কাকে বলা হয়?  
- গোবিন্দ ভট্ট 
১২৬) তালগুন্ডা নিবন্ধে বর্ণনা করা হয়েছে যে কুন্তল রাজ্যের (কর্নাটক) কদম্ব রাজবংশের শাসক কাকুত্থাবর্মনের কন্যা চন্দ্রগুপ্তের পুত্র প্রথম কুমারগুপ্তকে বিয়ে করেছিলেন এই বিবাহ অনুষ্ঠানে কালিদাসকে দূত হিসেবে পাঠানো হয়েছিল এই তথ্যটি কোন লেখকের লেখা থেকে পাওয়া গিয়েছে?
- ভোজ ও ক্ষেমেন্দ্র
১২৭) সোলেন (শ্রীলঙ্কার) রাজা কুমারদাস, যিনি জানকিহরণের রচয়িতা ছিলেন, তিনি কোন ভারতীয় নাট্যকারকে নকল করেছিলেন....?
- কালিদাস
১২৮) 12 শতকে তেলেগু ভাষায় "কুমারসম্ভব" কে রচনা করেছিলেন?
- নান্নাছোড়
১২৯) আইহোল প্রশস্তির লেখক রবি কীর্তি প্রশস্তির কোন শ্লোকে নিজেকে "কালিদাস ভরবী"-এর সাথে তুলনা করেছেন?
- 37 শ্লোকে
১৩০) কালিদাসের রচনার শৈলীকে কী বলা হয়?
- বৈদর্ভি শৈলী

১৩১) কালিদাসের সংস্কৃত নাটকে নারী শূদ্র চরিত্ররা কোন ভাষায় কথা বলে?
- প্রাকৃত
১৩২) গুপ্ত যুগের কোন বিদ্বান মহিলাদেরকেস্ত্রীরত্নবলে অভিহিত করেছেন
- কালিদাস
১৩৩) জ্যোতির্বিদ্যাভরণ এর রচয়িতা কে??
- কালিদাস
১৩৪) কালিদাস কোন সম্প্রদায়ের ছিলেন?
-   শৈব
১৩৫) কালিদাসের মালবিকাগ্নিমিত্রের মতে, পুষ্যমিত্র শুঙ্গ কতগুলি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন?
- 1 টি
১৩৬) মহাকবি কালিদাস রচিত "শ্রুতিবোধ" গ্রন্থটি কোন বিষয়ে রচিত?

- ছন্দ শাস্ত্র
১৩৭) কোন বিখ্যাত পণ্ডিত কবিকুল চূড়ামণি এবং কবি উপাচার্য উপাধি পেয়েছিলেন?
- কালিদাস
১৩৮) কালিদাসের কুমারসম্ভব মহাকাব্যের সমালোচনা কে করেছেন?
-   মম্মত
১৩৯) কালিদাসের আগে কাকে প্রথম নাট্যকার বলে মনে করা হয় যিনি 13টি নাটক রচনা করেন?
- ভাস
১৪০) কৌন্তলেশ্বর দৈত্য নামক নাটকটির রচয়িতা হিসাবে কে কালিদাসকে কৃতিত্ব দিয়েছেন?
- ক্ষেমেন্দ্র
১৪১) আইহোল প্রশস্তির কোন শ্লোকে রবিকীর্তি নিজেকে কালিদাস ভারবীর সাথে তুলনা করেছেন..?
- 37
১৪২) কালিদাস কোন নদীকে অন্তঃসলিলা বলেছেন?
 - লুনি নদী

 

দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় পর্ব >>>> 

দ্বিতীয় চন্দ্রগুপ্ত চতুর্থ পর্ব (নবরত্ন সভা)>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে

 - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে 

- Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে

 - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে  

- Click Here

 

গুপ্ত সাম্রাজ্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নবরত্ন। কালিদাস। অমর সিংহ । আর্যভট্ট Chandragupta second.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad