নবরত্ন সভা দ্বিতীয় পর্ব
Set By- Manas Adhikary
দ্বিতীয় চন্দ্রগুপ্ত চতুর্থ পর্ব (নবরত্ন ) । Chandragupta Second Part - IV
গুপ্ত সাম্রাজ্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নবরত্ন। কালিদাস। অমর সিংহ । আর্যভট্ট। বরাহমিহির। ক্ষপণক। বেতাল ভট্ট। ধন্বন্তরী। কামন্দক। Chandragupta second.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত তৃতীয় পর্ব। আজ এই পর্বে থাকছে গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্তের দরবারে থাকা নবরত্ন সম্পর্কিত আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর দরবারে আগত চৈনিক পর্যটক ফা-হিয়েনকে নিয়ে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর চতুর্থ পর্ব | Second Chandragupta MCQ Part-IV.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
১৪৩) নামলিঙ্গানুশাসন নামক গ্রন্থটি কে রচনা করেন?
- অমর সিংহ
১৪৪) অমরকোষের রচয়িতা অমর সিংহ কোন ধর্মালম্বী ছিলেন?
- বৌদ্ধ
১৪৫) কোন গ্রন্থে পুরাণের পাঁচটি বৈশিষ্ট্যের উল্লেখ আছে?
- অমরকোষ অমরসিংহ
১৪৬) অমর সিংহের অমরকোষে কত প্রকারের জমির উল্লেখ আছে?
- 12
১৪৭) অমরসিংহের অমরকোষে উল্লিখিত ‘দাসীসম্ভম’ এর অর্থ কী?
- দাসীদের দল
১৪৮) কার মতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে উজ্জয়িনীতে পণ্ডিতদের পরীক্ষা করার জন্য একটি 'বিদ্যাতপরিষদ' ছিল?
- রাজশেখর
১৪৯) পুরুষের মতো নারীদেরও কবি হওয়া উচিত। সংস্কার সবার আত্মায় অধিষ্ঠিত। সংস্কারে জন্য নর-নারীর প্রভেদ করা মোটেও কাম্য না। রাজা ও মন্ত্রীদের কন্যা প্রভৃতি নারীদেরকে শাস্ত্রে উৎকৃষ্ট বুদ্ধি ও কবি হিসেবে দেখা যায়। - উক্তিটি কার?
- রাজশেখর
১৫০) কে বলেছেন, "যবনরা মেলেচ্ছ হলেও তারা তাদের জ্যোতিষশাস্ত্রীয় জ্ঞানের কারণে ঋষিদের মতো পূজিত হত"?
- বরাহমিহির
১৫১) বিষ্ণু মূর্তি স্থাপনের রীতিনীতি কে উল্লেখ করেছেন ?
- বরাহমিহির
১৫২) নবরত্নদের মধ্যে কার রচনায়
দুর্ভিক্ষের বর্ণনা পাওয়া যায়?
- বরাহমিহির
১৫৩) গুপ্ত সমাজের প্রেক্ষাপটে কোন পণ্ডিত ক্ষত্রিয়দের ঘরে চারটি ঘর থাকার নিয়ম দিয়েছেন?
- বরাহমিহির
১৫৪) কোন গুপ্ত পণ্ডিতের পূর্বপুরুষ পারস্যের বাসিন্দা ছিলেন যার কারণে তাঁর গ্রীক ও ফার্সি ভাষায় জ্ঞান ছিল?
- বরাহমিহির
১৫৫) যদিও যবন মেলেচ্ছ কিন্তু তাদের জ্যোতিষশাস্ত্রের কারণে তারা ঋষিদের মতো পূজ্য- বক্তব্যটি কার?
- বরাহমিহির
১৫৬) দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের দরবারে নবরত্নদের মধ্যে কারা ফলিত জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত ছিলেন?
- বরাহমিহির এবং ক্ষপনাক
১৫৭) নিম্নলিখিত কোন ভারতীয় গণিতবিদকে দশমিক স্থানের মান আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়?
- আর্যভট্ট
১৫৮) 'আমি জ্যোতির্বিদ্যার নীতির গভীর সমুদ্রে ডুব দিয়ে বুদ্ধিবৃত্তির নৌকা থেকে ডুবে যাওয়া রত্নটিকে উদ্ধার করেছি'
- আর্যভট্ট
১৫৯) বীজগনিত কে আবিস্কার করেছিলেন?
- আর্যভট্ট
১৬০) কোন ভারতীয় গণিতবিদ প্রথম দশমিক পদ্ধতি নিয়ে আলোচনা করেন?
- আর্যভট্ট
১৬১) ভারতের প্রথম ঐতিহাসিক জ্যোতির্বিজ্ঞানী কাকে বলা হয়?
- আর্যভট্ট
১৬২) প্রথম কোন জ্যোতির্বিজ্ঞানী যিনি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করেছিলেন?
- আর্যভট্ট
১৬৩) আর্যভট্ট উচ্চশিক্ষার জন্য কোথায় গিয়েছিল?
- পাটলিপুত্র।
১৬৪) আর্যভট্টের অনুসারীদের কি বলা হতো?
- আশমাকিয়া (লিথোলজিক্যাল)
১৬৫) কে সর্বপ্রথম একটি ত্রিভুজের মান নির্ণয় করেন?
- আর্যভট্ট
১৬৬) কোন গণিতবিদ সর্বপ্রথম পাই এর মান সঠিকভাবে গণনা করেছিলেন?
- প্রথম আর্যভট্ট
১৬৭) আর্যভট্ট কোন গুপ্ত শাসকের আমলে জন্মগ্রহণ করেন?
- বুদ্ধগুপ্ত
১৬৮) কোন পণ্ডিত আর্যভট্টকে কেরালার বাসিন্দা বলেছেন?
- প্রথম ভাস্কর
১৬৯) শূন্য আবিষ্কার করেন কে?
- আর্যভট্ট (উল্লেখ্য - ঋণাত্মক সংখ্যা আবিষ্কার করেন ব্রহ্মগুপ্ত)
১৭০) গুপ্ত শাসনামলে কে একজন মহান জ্যোতির্বিদ ও গণিতবিদ ছিলেন?
- আর্যভট্ট
১৭১) রূপা কৃতি নাটকের রচয়িতা কে?
- চন্দ্র গুপ্ত বিক্রমাদিত্য
১৭২) প্রকৃতিপ্রকাশা গ্রন্থটির এর রচয়িতা কে?
- বাররুচি
১৭৩) দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নদের মধ্যে কে একজন জাদুকর ছিলেন?
-বেতাল ভট্ট
১৭৪) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের দরবারের 'নবরত্ন'দের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। তার নাম কি?
-ধন্বন্তরী
১৭৫) গুপ্তযুগে রচিত কোন গ্রন্থটি কৌটিল্যের অর্থশাস্ত্রের সঙ্গে তুলনীয়
- নীতিসার।
১৭৬) নীতিসার গ্রন্থটি কোন গুপ্ত শাসকের আমলে রচিত হয়?
- দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে৷
১৭৭) নীতিসার গ্রন্থটি কে রচনা করেন?
- কামন্দক
১৭৮) গুপ্তযুগে উত্তর রামচরিত নাটক কে রচনা করেন?
- ভবাভূতি
১৭৯) বিষ্ণুশর্মনের পঞ্চতন্ত্র কোন সাম্রাজ্যে রচিত হয়েছিল?
- বাকাটক সামাজ্যে (গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক)
দ্বিতীয় চন্দ্রগুপ্ত তৃতীয় পর্ব (নবরত্ন সভা)>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে
গুপ্ত সাম্রাজ্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নবরত্ন। কালিদাস। অমর সিংহ । আর্যভট্ট। বরাহমিহির। ক্ষপণক। বেতাল ভট্ট। ধন্বন্তরী। কামন্দক। Chandragupta second.