Type Here to Get Search Results !

পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন চতুর্থ পর্ব [Horsobordhan]

 হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

Set By- Manas Adhikary 



 

পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর চতুর্থ  পর্ব । Pushyabhuti Dynasty and Harshavardhana Part-IV.

পুষ্যভুতিবংশ। হর্ষবর্ধন। রাজ্যবর্ধন। প্রভাকরবর্ধন। রাজ্যশ্রী । Pushyabhuti Dynasty। Harshavardhana.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধনএই পর্বে থাকছে পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তি পর্বে  পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন সম্পর্কিত আরো কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Pushyabhuti Dynasty and Harshavardhana MCQ.

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


১০১) ভারতের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কী?

- নালন্দা বিশ্ববিদ্যালয়

১০২) হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন?

-মহাপন্ডিত শীলভদ্র।

১০৩) মনিমঙ্গলের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

- হর্ষবর্ধন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী

১০৪) রাজা হর্ষবর্ধন কোথায়ভদ্র-বিহার' নামে একটি জ্ঞানের একটি বৃহৎ কেন্দ্র স্থাপন করেছিলেন?

- কনৌজ

১০৫) হর্ষচরিত কে রচনা করেন?

- হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট |

১০৬) হর্ষবর্ধন কত বছর বয়সে মারা যান?

- ৫৭ বছর

১০৭) পৃষ্যভূতি বংশের রাজাদের রাজধানী ছিল থানেশ্বর। এই থানেশ্বরের পূর্ব নাম কী ছিল?

- স্বাধীশ্বর

১০৮) স্বাধীশ্বর বা থানেশ্বর কোন নদীর তীরে অবস্থিত?

- সরস্বতী নদীর তীরে 

১০৯) পুষ্যভুতি বংশের প্রথম পুরুষ ছিলেন পুষ্যভূতি৷ এই পুষ্যভুতিকে হর্ষচরিতে কী নামে অভিহতি করা আছে?

- শূর-শূরসেনাক্রমে 

১১০) পুষ্যভূতি কোন নাগরাজকে পরাজিত করেছিলেন?

- শ্রীকণ্ঠকে 

১১১) পুষ্যভূতি যে নাগরাজ শ্রীকণ্ঠকে পরাজিত করেন ইহা কোথা থেকে জানা যায়?

- হর্ষচরিত  থেকে

১১২) প্রত্নতাত্ত্বিক সূত্রানুসারে (শিলালিপি মুদ্রা) বর্ধন রাজবংশের প্রথম শাসক হিসেবে কাকে বর্ণনা করা হয়েছে?
- নরবর্ধন

১১৩) হর্ষবর্ধনের বাঁশখেড়া শিলালিপি থেকে বর্ধন রাজবংশের বংশতালিকা পাওয়া যায় বাঁশখেড়া শিলালিপিতে বর্ধন বংশের প্রথম শাসক হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে?
নরবর্ধন

১১৪) পুষ্যভুতি বংশের কলোন নরপতি ‘প্রতাপশীল' নামেও পরিচিত ছিলেন?

- প্রভাকরবর্ধন 

১১৫) কোন নরপতি সম্পর্কে বানভট্ট বলেছিলেন — হুন নরপতির নিকট সিংহ, সিন্ধুরাজের জ্বর, গুর্জরনাথের নিদ্রাহরন, গন্ধহস্তী সমতুল্য গন্ধারপতির দুরারোগ্য কুষ্ণরজুর, লাটেশ্বরের নৈপুন্য সংহারক এবং লতারূপিনী মালবলক্ষ্মীর মারণ কুঠার?

- রাজাধিরাজ প্রভাকরবর্ধন 

১১৬) প্রভাকর বর্ধনের আমলে রাজ্যবর্ধন হুনদেরকে যে যুদ্ধে পরাজিত করেন সেই যুদ্ধটি কোথায়  হয়েছিল?

- সম্ভবত শতদ্রু নদীর অববাহিকাতে 

১১৭) প্রভাকর বর্ধন যখন মারনব্যাধিতে আক্রান্ত হন তখন হর্ষবর্ধন ও রাজ্যবর্ধন কোথায় ছিলেন?

- হর্ষবর্ধন ছিলেন হিমালয়ের পাদদেশ অঞ্চলে এবং রাজ্যবর্ধন ছিলেন উত্তরাপথে।

 ১১৮) প্রভাকরবর্ধনের মৃত্যুর পর তাঁর স্ত্রী যশোমতীর পরিনতি কী হয়েছিল?

- স্বামীর চিতায় আত্মহুতি দিয়েছিলেন।

১১৯) 'রাজা তার আত্মীয়দের কারণে নয়, তার প্রজাদের কারণে সমৃদ্ধ' - উক্তিটি কার?
  - প্রভাকরবর্ধন

১২০) বর্ধন রাজবংশের শাসকদের মধ্যে কে প্রথম মহারাজাধিরাজা এবং পরমভট্টারক উপাধি ধারণ করেন?
-   প্রভাকর বর্ধন

১২১) গুপ্ত সাম্রাজ্যের পতনের পর প্রভাকর বর্ধন কোথায় একটি নতুন রাজবংশ প্রতিষ্ঠা করেন?

- থানেশ্বর

১২২) রাজ্যশ্রী কোন দূতের মাধ্যমে হর্ষবর্ধনকে শশাঙ্ক কর্তৃক গ্রহবর্মার হত্যার কথা জানিয়েছিলেন?
- সংবাদক

১২৩) কোন বৌদ্ধ ভিক্ষু হর্ষের বোন রাজ্যশ্রীকে বিদ্যাঞ্চলের জঙ্গলে খুঁজে পেয়েছিলেন?
- দিবাকর মিত্র

১২৪) হর্ষবর্ধন বিন্ধ্য অঞ্চলে বোন রাজ্যশ্রীকে যখন খুঁজে পান তখন রাজ্যশ্রী কিসের জন্য প্রস্তুত হচ্ছিলেন?

- প্রজ্বলিত চিতা শয্যায় আত্মহুতি দেওয়ার জন্য উদ্যত হচ্ছিলেন৷

১২৫) কার মতে হর্ষবর্ধন তার বিধবা বোন রাজ্যশ্রীকে নিয়ে রাজ্য শাসন করতেন?
- ফ্যাং চি

১২৬) হর্ষবর্ধনের বোন রাজ্যশ্রী নিম্নলিখিত কোন বৌদ্ধ সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন?
- বৎসিপুত্রীয়

১২৭) হর্ষবর্ধনকে তাঁর সৃষ্টির কারণে 'হর্ষ বানী' উপমা কে দিয়েছিলেন?
 -  সোদ্দল 
১২৮)  শেষ বৌদ্ধ ধর্মালম্বী নরপতি কে ছিলেন যিনি একজন মহান সংস্কৃত পন্ডিত এবং লেখক ছিলেন?
-   হর্ষ বর্ধন

১২৯) হর্ষবর্ধনের রাজত্বকালে উত্তর ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর কোনটি ছিল?
 -  কনৌজ
১৩০) কনৌজ কোন রাজ্যে অবস্থিত?

-  উত্তরপ্রদেশ

১৩১) কনৌজ বর্তমানে কোন জেলায় অবস্থিত?
- ফারুখাবাদ
১৩২) হর্ষবর্ধনের প্রথম রাজধানী কোথায় ছিল?
  - কনৌজ

১৩৩) নিম্নলিখিত কোন শাসকের সময়ে, কনৌজ আবার হর্ষবর্ধনের সময়ে যে মর্যাদা গৌরব অর্জন করেছিল তা ফিরে  পায়?
- প্রথম মহেন্দ্রপাল

১৩৪কোন রাজাকেপঞ্চ ভারতের স্বামীবলা হয়?
- হর্ষ বর্ধন
১৩৫) হর্ষবর্ধনের আর একটি নাম কি?
- শ্রী শিলাদিত্য

১৩৬) হিন্দু আমলের আকবর কাকে বলা হয়?
- হর্ষ বর্ধন
১৩৭) কোন শাসক নিজেকে নালন্দার সন্ন্যাসীদের দাস বলতেন?
-   হর্ষ বর্ধন

১৩৮) সাহিত্যিক সম্রাট হিসেবে কে পরিচিত ছিলেন?
- হর্ষবর্ধন
১৩৯) কোন সম্রাট একজন ভালো বাঁশি বাদক ছিলেন??
 -  হর্ষ বর্ধন
১৪০) হর্ষবর্ধন কোন উপাধি গ্রহণ করেছিলেন?
- পরম মহেশ্বর
১৪১) হর্ষবর্দনকে তার দানশীলতার জন্য কি নাম দেওয়া হয়েছিল?
- ভারতীয় হাতেম

১৪২) কোন গ্রন্থে হর্ষবর্ধনের জন্যশব্দটি ব্যবহৃত হয়েছে?
- আর্যমঞ্জুশ্রীমুলকল্প
১৪৩) হর্ষের পুরো নাম "হর্ষবর্ধন" কোথায় পাওয়া যায়?

-সোনপাট মুদ্রায়  

১৪৪) কোন উৎসে হর্ষবর্ধনকে মহারাজধিরাজ বলা হয়েছে?  
-  নালন্দা মুদ্রা  

১৪৫) হর্ষবর্ধনের মুদ্রায় হর্ষবর্ধনের জন্য কোন উপাধি ব্যবহার করা হয়েছে?
- মহারাজাধিরাজ
১৪৬) কে হর্ষকে শিলাদিত্য (সদাচার্যের সূর্য) বলে সম্বোধন করেছেন?
-হিউয়েন সাং
১৪৭) কোন গ্রন্থে হর্ষকে 'হ কার' বলা হয়েছে?
- আর্যমঞ্জুশ্রীমুলকল্প
১৪৮) কোন চীনা লেখকের মতে, হর্ষবর্ধন  মগধরাজ বা মগধনাথ  উপাধি গ্রহণ করেন?
- মাতবলীন

১৪৯) কোন অভিলেখে হর্ষবর্ধনকেপরমেশ্বরবলা হয়েছে?
- নওসারী তাম্রলেখ

১৫০) ‘মহাবাহিনীপতি কাকে বলা হয়েছে?
- হর্ষবর্ধন

১৫১) বাণভট্টের শিলালিপি হর্ষচরিতে হর্ষবর্ধনকে কোন নামে উল্লেখ করা হয়েছে?
- হর্ষদেব

১৫২) সম্রাট হর্ষবর্ধনকে নিচের কোনটিতে "সকলোত্তরপথনাথ" বলা হয়েছে?
- পশুপতি শিলালিপি  আইহোল শিলালিপি

১৫৩) কোন শিলালিপিতে হর্ষবর্ধনকে শত শত রাজার রাজা বলে সম্বোধন করে বলা হয়েছে?
- নিধানপুর অভিলেখ

১৫৪) কোন শিলালিপিতে হর্ষবর্ধনকে "পরমেশ্বর" বলা হয়েছে?

- নবসারী
১৫৫) বর্ধন বংশের কোন নরপতিরপরমসৌগত’ উপাধি ছিল?
- রাজ্যবর্ধন
১৫৬শেষ বৌদ্ধ নরপতি কে ছিলেন যিনি একজন মহান সংস্কৃত পন্ডিত এবং লেখক ছিলেন?
- হর্ষবর্ধন

১৫৭) কাকে কাকে জন্মের পরেপরেই চক্রবর্তী সম্রাট হওয়ার  ভবিষ্যদ্বাণী করা হয়েছিল?
- হর্ষবর্ধন, গৌতম বুদ্ধ
১৫৮) কোন জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে হর্ষবর্ধন পরবর্তীকালে সম্রাট হবেন?
- তারক

১৫৯) কোন বোধিসত্ত্ব হর্ষবর্ধনকে কনৌজের সিংহাসনে না বসতে এবং মহারাজা উপাধি গ্রহণ না করার পরামর্শ দিয়েছিলেন?
- অবলোকিতেশ্বর
১৬০) কোন  শাসক সঙ্কটের সময়ে রাজ্যের প্রধান বা ব্রাহ্মণদের দ্বারা নির্বাচিত হয়েছিল?
- হর্ষ বর্ধন, যশস্কর, কুমারপাল

 

হর্ষবর্ধন তৃতীয় পর্ব >>>>

হর্ষবর্ধন পঞ্চম পর্ব >>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

হর্ষবর্ধন| Harsabardhana| About Harsabardhana| Harsabardhan MCQ.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad