Type Here to Get Search Results !

হিউয়েন সাঙ দ্বিতীয় পর্ব [Hiu en Sang]

 হিউয়েন সাঙ

Set By- Manas Adhikary


 

হিউয়েন সাঙ সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর  দ্বিতীয় পর্ব। Hiuen Sang synopsis and short Q&A Part-II

 হিউয়েন সাঙ। হুয়ান সাং। জুয়ানজ্যাং। Prince of pilgrims। মোক্ষদেব। সি-ইউ-কি।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো হিউয়েন সাঙএই পর্বে থাকছে হিউয়েন সাঙ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তি পর্বে  হিউয়েন সাঙ সম্পর্কিত আরো কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

হিউয়েন সাঙ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর|Hiuen Sang short Q&A.

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

২১) হিউয়েন সাঙ কততম পঞ্চবার্ষিকী প্রয়াগ মেলায় অংশ নিয়েছিলেন?
- ষষ্ঠ (৬৪৩ খ্রীঃ)

 
২২) হিউয়েন সাঙের মতে হর্ষবর্ধনের কনৌজ ধর্মসভার অধিবেশন কতদিন ধরে চলত?
- ১৮ দিন

 
২৩) হিউয়েন সাঙ কোন বৌদ্ধ বিদ্বানের নিকট থেকে শিক্ষা গ্রহন করেন?
- জয়গুপ্ত (থানেশ্বরে)

 
২৪) হিউয়েন সাঙ কার কাছে বৌদ্ধশাস্ত্র অধ্যায়ন করেন?
- শীলভদ্র

 
২৫) হিউয়েন সাঙ কোথায় বৌদ্ধ গ্রন্থের অধ্যায়ন করেন?
- অমরাবতীতে

 
২৬) হিউয়েন সাঙ কার থেকে যোগাচার শেখেন এবং কোথায় শেষেন?
- শীলভদ্রের কাছ থেকে নালন্দায়

 
২৭) হিউয়েন সাঙ কে সীমা পর্যন্ত পৌঁছে দেবার জন্য হর্ষবর্ধন কাকে নিযুক্ত করেছিলেন?
- রাজা উদিতকে

 
২৮) হিউয়েন সাং-এর দেশের ফেরার সময়  উদিতা নামে এক ব্যক্তি তাঁর পথপ্রদর্শক ছিলেন তিনি কোথাকার শাসক ছিলেন?

- জলান্ধর

 
২৯) কোন পর্যটক ভারতকে গরমের দেশ বলে অভিহিত করেন?
- হিউয়েন সাঙ

 
৩০) কার মতে ভারত 'ব্রাহ্মণদের দেশ', এর আকৃতি 'অর্ধচন্দ্র'?
- হিউয়েন সাঙ

 
৩১) হিউয়েন সাং কোন রাজ্যের বাসিন্দাদের চোর এবং অবিশ্বস্ত বলে বর্ণনা করেছেন?
- লুম্পক

 
৩২) হিউয়েন সাং তার ভারত ভ্রমণের সময় কোন স্থান সম্পর্কে বলেছেন যে - 'এখানকার জলবায়ু খুব গরম এবং আখ ধান প্রচুর উৎপন্ন হয়'?
- কৌশাম্বী

 
৩৩) হিউয়েন সাং দ্বারা 'পান্ড্রেথান' হিসাবে উল্লেখিত স্থানটি কোনটি?
- শ্রীনগর

 
৩৪) হর্ষবর্ধন ছাড়াও হিউয়েন সাং সমসাময়িক অন্য কোন শাসকদের সাথে দেখা করার সুযোগ পেয়েছিলেন?
কাঞ্চি, বল্লভী, কামরূপ, বাদামি

 
৩৫) কোন পল্লব রাজার রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং 640 খ্রিস্টাব্দে কাঞ্চি ভ্রমণ করেছিলেন?
প্রথম নরসিংহ বর্মন

 
৩৬) গৌতম বুদ্ধ ছাড়া ভারতের ইতিহাসে শাক্যমুনি নামে কে পরিচিত?
- হিউয়েন সাঙ

 
৩৭) হিউয়েন সাঙ রচিত পুস্তকের নাম কী?
- সি-ইউ-কি

 
৩৮) হিউয়েন সাঙের মতানুসারে শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশে কোন কোন রাজ্যের উদ্ভব ঘটে?
- পুন্ডবর্ধন, কজঙ্গল, সমতট, তাম্রলিপ্ত

 
৩৯) হিউয়েন সাঙ কোথায় ত্রিপিটক অধ্যায়ন করেন?
- কনৌজ

 
৪০) পশ্চিমী দেশগুলির স্মৃতি- গ্রন্থটির রচয়িতা কে?
- হিউয়েন সাঙ

 
৪১) স্কন্দগুপ্তের ওপর নাম শক্রাদিত্য এই মতটি কার?
- হিউয়েন সাঙ

 
৪২) কোন বিদেশী পর্যটকের লেখনীতে রাজপুরের কথা উল্লেখ আছে?
- হিউয়েন সাঙ

 
৪৩) হিউয়েন সাঙের বিবরনীতে গুপ্ত যুগের কোন দিকটির কথা আলোচিত হয়েছে?
- সামজিক অর্থনৈতিক

 
৪৪) হিউয়েন সাঙের মতে মহেন্দ্র, অশোকের কে ছিলেন?
- ভাই

 
৪০) হিউয়েন সাঙ কত খ্রীস্টাব্দে হর্ষবর্ধনের থেকে দেশে ফেরার অনুমতি নিয়েছিলেন?
- ৬৪৪ খ্রীস্টাব্দে

 
৪১) ‘রাজন, আপনি আমার দেহকে আটকে রাখতে পারবেন আমার মনকে নয়'- উক্তিটি কার?
- হিউয়েন সাঙ

 
৪২) কোন কোন বিদেশী পর্যটকের বিবরনে স্তুপের বিস্তারিত বিবরন পাওয়া যায়?
- হিউয়েন সাঙ এবং অলবেরুনী

 
৪৩) হিউয়েন সাঙ যখন বাদমি ভ্রমণ করেন তখন বাদামির নরপতি কে ছিলেন?
- দ্বিতীয় পুলকেশী

 
৪৪) কে শীলভদ্রের শিষ্যত্ব গ্রহন করেন?
- হিউয়েন সাঙ

 
৪৫) হিউয়েন সাঙ কাকে বৌদ্ধধর্মের নিগ্রহকারীরূপে অভিহিত করেছেন?
- শশাঙ্ক

 
৪৬) কোন চৈনিক পর্যটক নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছিলেন?
- হিউয়েন সাঙ

 
৪৭) হিউয়েন সাঙ করে ভারতের গান্ধারে আসেন?
- ৬৩০ খ্রীঃ

 
৪৮) হিউয়েন সাঙ কবে ভারতের বাদামিতে আসেন?
- ৬৪১ খ্রীঃ

 
৪৯) কার উপাধি ছিল মহাযানদেব, মোক্ষদেব?
- হিউয়েন সাঙ 

 
৫১) হিউয়েন সাং কোথায়  মোক্ষদেব উপাধিতে ভূষিত হন?
- নালন্দায়

 
৫২) হিউয়েন সাঙ তৎকালীন ভারতের কয়টি রাজ্যের কথা বলেছেন?
- ১৩৮ টি

 
৫৩) হিউয়েন সাঙ যখন ভারতে আসেন তখন সুতিবস্ত্র উৎপাদনে কোন শহর বিখ্যাত ছিল?
- বেনারস (মতান্তরে মথুরা)

 
৫৪) কোন বৌদ্ধ সন্ন্যাসী চৈনিক পরিব্রাজক ভারতে এসে বৌদ্ধগ্রস্থ সংস্কৃত থেকে চৈনিক ভাষায় অনুবাদ করেন?
- হিউয়েন সাঙ

 
৫৫) ‘যা কিছু মহৎ এবং যা কিছু ক্ষুদ্র, সবই অজন্তার গুহা-প্রাচিরে চিত্রিত হয়েছিল - উক্তিটি কার?
- হিউয়েন সাঙ

 
৫৬) কার সম্মানে হর্ষবর্ধন কনৌজে ধর্মসভার আয়োজন করেন?
- হিউয়েন সাঙ

 
৫৭) হিউয়েন সাঙ কতগুলি অশোক স্তম্ভের কথা উল্লেখ করেছেন?
- ১৫ টি

 
৫৮) হিউয়েন সাং এর মতে কোন স্থানের শাসকরা শূদ্র ছিলেন?
- সিন্ধু মোতিপুর

 
৫৯) হিউয়েন সাঙ কাকে কাকে সংসারের চার পথ প্রদর্শক শক্তি বলেছেন?
- অশ্বঘোষ, দেব, নাগার্জুন কুমারজীব

 
৬০) হিউয়েন সাং কোথায় এবং কাদের দ্বারা অপহৃত হন?
- গঙ্গাঘাটে জলদসুদের দ্বারা

 
৬১) হিউয়েন সাঙ কাঞ্চিকে কোন বোধিসত্ত্বের জন্মভূমি বলেছেন?
- ধর্মপাল বোধিসত্ত্বের জন্মভূমি

 
৬২) হিউয়েন সাঙ যখন ভারত থেকে দেশে ফেরেন তখন কী কী সাথে নিয়ে গিয়েছিলেন?
- বুদ্ধের দেহাবশেষের সামান্য অংশ, অনেকগুলি বৌদ্ধমূর্তি এবং ৬৫৭ টি বৌদ্ধগ্রন্থের পান্ডুলিপি

 
৬৩) কোন চৈনিক পরিব্রাজক মধ্য এশিয়ার সিল্করুট দিয়ে ভারতে এসেছিলেন এবং দেশে ফিরেও গিয়েছিলেন?
- হিউয়েন সাঙ

 
৬৪) হিউয়েন সাঙ কোন অঞ্চলকে মালকুট নামে অভিহিত করেছিলেন?
- পাণ্ড

 
৬৫) ‘ চৈনিক পরিব্রাজকের পরিবর্তে নিজের মস্তক দিতে পারি- কার উক্তি এটি?
- কামরূপরাজ ভাস্করবর্মা ( হর্ষবর্ধন হিউয়েন সাঙকে পাঠানোর জন ভাস্করবর্মাকে নির্দেশ দিলে ভাস্করবর্মা তার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছিলেন)

 
৬৬) কোন রাজার আমন্ত্রনে হিউয়েন সাঙ প্রাগজ্যোতিষপুরে গিয়েছিলেন?
- কামরূপরাজ ভাস্করবর্মার

 
৬৭) হিউয়েন সাঙ যখন বঙ্গদেশ থেকে প্রগজ্যোতিষপুরে যান তখন একটি নদী পার হয়েছিলেন সেই নদীটির নাম কী?
- করোতোয়া

 
৬৮) হিউয়েন সাঙ কাঁঠালকে কী নামে অভিহিত করেছেন?
- পানাসা ফল

 
৬৯) হিউয়েন সাঙ অবলোকিতেশ্বর মূর্তিকে কী নামে অভিহিত করেছেন?
- কোয়ান-তাজ-সাই-বোধিসত্ত্ব

 
৭০) 'লাইফ অব হিউয়েন সাঙ' গ্রন্থটি কার লেখা?
- তাঁর বন্ধু মঙ্কু হুই লি


হিউয়েন সাঙ  প্রথম পর্ব >>>>

 হিউয়েন সাঙ তৃতীয় পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here



 
হিউয়েন সাঙ। হুয়ান সাং। জুয়ানজ্যাং। Prince of pilgrims। মোক্ষদেব। সি-ইউ-কি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad