গুপ্ত সাম্রাজ্যের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা
set by - Manas Adhikary
গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।Social Life and Administrative System of the Gupta Period MCQ Part-III.
সান্ধিবিগ্রহিক। মহাদন্ডনায়ক। মহাবলাধিকৃত। মহাপীলুপতি। কুমারামাত্য। গুপ্ত যুগের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল। গুপ্তযুগের সরকারী ভাষা। গুপ্ত রাজবংশের প্রতীক।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা (তৃতীয় পর্ব) । আজ এই পর্বে থাকছে গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Gupta Era MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
৫১)গুপ্তযুগে রাজস্বের পরিমান কত ছিল?
- উৎপন্ন ফসলের ১/৬ অংশ
৫২) গুপ্তযুগে কর আদায়কারকে কী বলা হত?
- শৌলিক
৫৩) উপরিকর কী?
- গুপ্তযুগে কৃষকদের উপর মাঝে মাঝে বাড়তি রাজস্ব চাপানো হত। একে উপরিকর বলা হয়।
৫৪) কোন যুগে স্থায়ী প্রজাদের উপর উদ্রঙ্গ নামক এক প্রকার কর বসানো হত?
- গুপ্তযুগে
৫৫) উদ্রঙ্গ কী?
- গ্রাম বা শহরে মোতায়েন রক্ষিবাহিনীর ভরন-পোষনের জন্য যে কর গুপ্তযুগে নেওয়া হত তা উদ্ভঙ্গ নামে পরিচিত ছিল।
৫৬) হিরন্য কী?
- গুপ্তযুগে কয়েকটি বিষেষ পন্য উৎপাদনের জন্য কৃষকদেরকে নগদে রাজস্ব দিতে হত। ইহাই হিরন্য নামে পরিচিত।
৫৭) হলিরাকর কী?
- লাঙলের উপর ধার্যিত কর
৫৮) সেনাভক্ত কী?
- রাজা বা সেনাপতি যখন গ্রামের মধ্যে দিয়ে যেতেন তখন গ্রামবাসীদের একধরনের কর দিতে হত৷ ইহাই সেনাভক্ত কর নামে পরিচিত ছিল।
৫৯) বিষ্টি কি?
- রাজা বা রাষ্ট্রের নির্দেশে প্রজাদেরকে অনেকসময় বিনাপারিশ্রমিকে শ্রমদান করতে হত । একে বিষ্টি বলা হয়৷
৬০) করের বিনিময়ে দৈহিক শ্রম বা বিষ্টি কাদের উপর চাপানো হত?
- রায়তদের উপর
৬১) গুপ্তযুগের প্রধান যুদ্ধাস্ত্রগুলি কি কি ছিল?
- বর্শা, তীর-ধনুক, কুঠার, তরবারি ইত্যাদি
৬২) গুপ্তযুগে পুস্তপাল/ অক্ষ-পটলাধিকৃত কাকে বলা হত?
- সরকারি দলিলপত্ররচনাকারী ও রক্ষাকারীদেরকে
৬৩) গুপ্তযুগে মোট কতপ্রকারের স্বর্নমুদ্রার প্রচলন ছিল?
- ১৪ প্রকারের / ২১ ধরনের
৬৪) গুপ্তযুগের স্বর্নমুদ্রাগুলি প্রথমদিকে কাদের অনুকরনে তৈরী করা হত?
- কুষানদের মুদ্রার
৬৫) গুপ্তযুগের রৌপ্যমুদ্রাগুলি কাদের অনুকরনে তৈরী হত?
- শক-ক্ষত্রপদের মুদ্রার
৬৬) গুপ্তযুগে কোন কোন ধাতুর তৈরী মুদ্রা পাওয়া গেছে?
- তিন ধরনের ধাতুর - সোনা, রূপা ও তামা
৬৭) গুপ্তযুগে কোন কোন বৃত্তিধারীর লোক বসবাস করত?
- ব্রাহ্মন, ক্ষত্রিয়, বৈশ্য ও শুদ্র
৬৮) গুপ্তযুগের পাঁচটি স্থাপত্যকলা উল্লেখ করো।
- ক) সাঁচীর বিষ্ণু মন্দির খ) দেওগড়ের দশাবতার মন্দির, গ) আইহোলের দূর্গা মন্দির, ঘ) সারনাথের ধ্যানমগ্ন, বুদ্ধ, (মঞ্জুশ্রী অবলোকিতেশ্বর) ঙ) মথুরায় দাঁড়িয়ে থাকা বুদ্ধমূর্তি
৬৯) গুপ্তযুগের বিশ্ববিদ্যালয়গুলির নাম কর।
- ক) নালন্দা বিশ্ববিদ্যালয়, খ) তক্ষশীলা বিশ্ববিদ্যালয়, গ) উজ্জয়িনী বিশ্ববিদ্যালয়, ঘ) সারনাথ বিশ্ববিদ্যালয়
৭০) গুপ্তযুগের তিনটি প্রধান শিল্পকেন্দ্রের নাম লেখ?
- মথুরা, বারানসী ও পাটলিপুত্র
৭১) গুপ্তযুগে রচিত কোন গ্রন্থটিকে কৌটিল্যের অর্থশাস্ত্রে গ্রন্থের সাথে তুলনা করা হয়?
- নীতিসার
৭২) গুপ্তযুগের কোন লেখে 'সামন্ত রাজা' কতাটি উল্লেখ আছে?
- বৈন্য গুপ্তের গুনাইঘর লেখ
৭৩) গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য এখনো পর্যন্ত কতগুলি লেখ আবিষ্কৃত হয়েছে?
- ৪২ টি
৭৪) উদ্যানযাত্রা, আপনক, কৌমুদী জাগর, সুবসন্তক প্রভৃতি অনুষ্ঠানগুলি কোন রাজবংশের আমলের?
- গুপ্তযুগের
৭৫) গুপ্তযুগে উত্তর রামচরিত নাটক কে রচনা করেন?
- ভবভূতি
৭৬) বিষ্ণুশর্মনের পঞ্চতন্ত্র কোন সাম্রাজ্যে রচিত হয়েছিল?
- বাকাটক সাম্রাজ্যে (গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক
৭৭) গুপ্তযুগের কৃষিকাজ সম্পর্কে জানা যায় কোন গ্রন্থ থেকে?
- বৃহৎসংহিতা
৭৮) মনু কর্তৃক রচিত আইন সংক্রান্ত বিধানবলীসমৃদ্ধ পুস্তকের নাম কী?
- মনু-সংহিতা
৭৯) কানপুরের ইটের তৈরী ভিতর-গাঁয়ের মন্দির কোন যুগের নিদর্শন?
- গুপ্তযুগের
৮০) কোন বংশের আমলে ভাগবত ধর্ম অধিক জনপ্রিয়তা অর্জন করেছিল?
- গুপ্তযুগে
৮১) হিন্দুধর্মের পুনর্জাগরনের যুগ কোন যুগকে বলা হয়?
- গুপ্ত যুগকে (ম্যাক্সমূলারের উক্তি এটি)
৮২) ভুমিদাসপ্রথা অর্থাৎ দাসত্ব প্রথার সৃষ্টি হয় কোন যুগে?
- গুপ্তযুগে
৮৩) রামায়ন ও মহাভারত নতুন করে সংকলিত হয় কোন যুগে?
- গুপ্তযুগে
৮৪) মাতা ও পুত্র, হরিন চতুষ্টয়, বোধিসত্ব চক্রপানি নামক বিখ্যাত গুহাচিত্রগুলি কোন যুগের?
-গুপত আমলের
৮৫) গুপ্ত শাসকরা প্রধানত কোন ধর্মের উপাসক ছিলেন?
- বৈষ্ণব
৮৬) গৌড়রাজ শশাঙ্ক কোন পরবর্তী গুপ্ত সম্রাটের সামন্ত ছিলেন?
- মহাসেন গুপ্ত
৮৭) কাকে গুপ্তযুগের শ্রেষ্ঠ সম্পদ বলা হয়?
- কালিদাস
৮৮) কোন ঐতিহাসিক গুপ্ত যুগকে গ্রীসের ইতিহাসের পেরিক্লিসের যুগের সাথে তুলনা করেছেন?
- জেমস বার্নেট
৮৯) গুপ্ত ইতিহাস জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন স্মৃতিশাস্ত্রগুলি কী কী?
- মনুস্মৃতি, নারদস্মৃতি, যাগ্যবন্ধ স্মৃতি
১০) গুপ্তযুগের কয়টি লেখ পাওয়া গিয়েছে?
- ৪২ টি
৯১) ভারতের ইতিহাসে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের স্বর্নযুগ বলা হয়?
- গুপ্তযুগ
৯২) খেমেন্দ্র ও সোমদেব কোন যুগের পন্ডিত ছিলেন?
- গুপ্তযুগের
৯৩) গুপ্তযুগের দুজন বিখ্যাত নাট্যকারের নাম লেখো।
- কালিদাস ও বিশাখদত্ত
৯৪) গুপ্তযুগে রচিত নাটকে নারী ও শুদ্ররা কোন ভাষায় কথা বলত?
- প্রাকৃত
৯৫) গুপ্ত যুগ ছিল স্বর্ণযুগ, এর সূচনা কোন গুপ্ত শাসকের আমল থেকে বলে মনে করা হয়?
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৯৬) গুপ্ত রাজবংশ কিসের জন্য বিখ্যাত ছিল?
- শিল্প ও স্থাপত্য
৯৭) কোন যুগকে বল্লভী যুগ বলা হয়?
- গুপ্ত যুগ
৯৮) অজন্তার শিল্পকলা কোন সময়কালের সাথে সম্পর্কিত?
- গুপ্ত আমলের
৯৯) শিল্প ও সাহিত্যের অগ্রগতির কারণে কোন রাজবংশকে ভারতীয় ইতিহাসের ধ্রুপদী যুগ বলা হয়?
- গুপ্ত রাজবংশ
১০০) গুপ্ত রাজাদের সরকারি ভাষা কি ছিল?
- সংস্কৃত
গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা দ্বিতীয় পর্ব >>>>
গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা চতুর্থ পর্ব >>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে
সান্ধিবিগ্রহিক। মহাদন্ডনায়ক। মহাবলাধিকৃত। মহাপীলুপতি। কুমারামাত্য। গুপ্ত যুগের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল। গুপ্তযুগের সরকারী ভাষা। গুপ্ত রাজবংশের প্রতীক।