Type Here to Get Search Results !

গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা (দ্বিতীয় পর্ব) [Gupto Dynasty]

গুপ্ত সাম্রাজ্যের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা

set by - Manas Adhikary


 

 

 গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (দ্বিতীয় পর্ব) ।Social Life and Administrative System of the Gupta Period MCQ.

সান্ধিবিগ্রহিক। মহাদন্ডনায়ক। মহাবলাধিকৃত। মহাপীলুপতি। কুমারামাত্য। গুপ্ত যুগের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল। গুপ্তযুগের সরকারী ভাষা। গুপ্ত রাজবংশের প্রতীক। 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা (দ্বিতীয় পর্ব) আজ এই পর্বে থাকছে  গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে   গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কিত  আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর  আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি  ও প্রশাসনিক ব্যবস্থা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Gupta Era MCQ.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

) ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ গ্রিসের পেরিক্লিসের যুগের সাথে তুলনা করেছেন?

- গুপ্তযুগ

) কোন যুগকে ভারতের ইতিহাসেসুবর্নযুগ' বলা হয়?

- গুপ্তযুগকে

) গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

- শ্রীগুপ্ত     

) শ্রীগুপ্ত কোন উপাধি ধারন করেছিলেন?

- মহারাজা

) কোন চৈনিক পরিব্রাজকের বিবরনী থেকে জানা যায় যে গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত?

- ইৎ সিং

) শ্রীগুপ্তের পুত্রের নাম কী?

- ঘটোৎকচগুপ্ত (গুপ্তযুগের দ্বিতীয় নরপতি)

) বেশীরভাগ তথ্যসুত্র গুপ্তরাজাদের জাতি হিসাবে কোনটিকে নির্দেশ করে?

- বৈশ্য

) গুপ্ত রাজবংশের প্রতীক বা শীল কি ছিল?

- গরুড়

) গুপ্তযুগের সরকারী ভাষা কী ছিল?

- সংস্কৃত

১০) গুপ্তযুগে সাধারন শ্রেনির ভাষা কী ছিল?

- প্রাকৃত

১১) গুপ্ত রাজত্বের সময় বহুল প্রচলিত স্বর্নমুদ্রার নাম কী ছিল?

- দিনারা

১২) গুপ্তযুগে প্রচলিত রূপার মুদ্রাগুলি কী নামে পরিচিত ছিল?

- রূপায়কা

১৩) গুপ্তযুগের তামার মুদ্রা কী নামে পরিচিত ছিল?

 - চান্দ্রা

১৪) গুপ্ত যুগের এলাহবাদ প্রশস্তি কোন ভাষায় লিখিত হয়েছিল?

- সংস্কৃত

১৫) গুপ্ত সাম্রাজ্যের রাজধানীর নাম কী?

- পাটলিপুত্র

১৬) গুপ্ত রাজারা কার উপাসক ছিলেন?

- বিষ্ণু

১৭) গুপ্ত রাজাদের সাধারনত কি বলা হত?

- পরমেশ্বর, মহারাজাধিরাজ, পরমভট্টরক ইত্যাদি

১৮) গুপ্তযুগের সর্বাপেক্ষা গুরুত্বপুর্ন রাজকর্মচারীর পদ কোনটি?

- কুমারামাত্য

১৯) ভাগবতগীতা কোন যুগে লেখা হয়?

- গুপ্তযুগে

২০) বিষ্ণুর দশাবতার চকরের কথা বলা হয় কোন যুগে?

- গুপ্তযুগে

২১) গুপ্তযুগের দুজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম করো।

- আর্যভট্ট বরাহমিহির

২২) গুপ্তযুগের দুজন উল্লেখযোগ্য চিকিৎসাশাস্ত্রবিদের নাম কর?

- চরক সুশ্রুত (প্রকৃতপক্ষে এরা দুজন কুশান যুগের চিকিৎসাশাস্ত্রবিদ ছিলেন। তবে বলা যায় যে গুপ্তযুগের সমসাময়িক দুজন উল্লেখযোগ্য চিকিৎসাশাস্ত্রবিদ হলেন চরক ও সুশ্রুত)

২৩) প্রথম দশমিকের ব্যবহার হয় কোন যুগে?

- গুপ্তযুগে (আর্যভট্ট ইহা প্রচলন করেন)

২৪) প্রথম চন্দ্রগ্রহন সূর্যগ্রহনের কারন ব্যখ্যা করা হয় কোন যুগে?

- গুপ্ত যুগে (আর্যভট্ট)

২৫) বীজগনিত আবিস্কৃত হয় কোন যুগে?

- গুপ্তযুগে (আর্যভট্ট)

২৬) গুপ্তযুগে কে আহ্নিক গতির স্বপক্ষে যুক্তি দেন?

 - আর্যভট্ট

২৭) এক থেক নয় পর্যন্ত সংখ্যা কে প্রথম বর্ননা করেন?

- আর্যভট্ট

২৮) সাপ-লুডো খেলা কোন যুগে আবিষ্কৃত হয় হয় এবং কে আবিস্কার করেন?

- গুপ্তযুগে; আবিস্কার করেন জ্ঞানদেব

২৯) গুপ্তযুগে পাই য়ের মান কে নির্ধারন করেন?

- বুদ্ধায়ন(মতান্তরে আর্যভট্ট)

৩০) নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন যুগে?

- গুপ্তযুগে

৩১) হিন্দুধর্মে প্রথম সতীর ধারনার (স্বামীর সাথে চিতায় সহমরন) উদ্ভব হয় কোন যুগে?

- গুপ্তযুগে

৩২) অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃষ্টি?

- গুপ্ত যুগের

৩৩) গুপ্তযুগে গঙ্গা উপত্যাকার বন্দরটির নাম কী ছিল?

- তাম্রলিপ্ত

৩৪) গুপ্তযুগে পশ্চিম ভারতের তিনটি বন্দরের নাম উল্লেখ কর।

- ভূগুচ্ছ, চাপরা কল্যান

৩৫) গুপ্ত রাজাদের রাজত্বকালে অর্থনীতির মূল উপাদান কী ছিল?

- কৃষি

৩৬) গুপ্তযুগের শাসনব্যবস্থায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ন পদ কোনটি ছিল?

- কুমারামাত্য

৩৭) গুপ্তযুগে কুমারামাত্য পদে সাধারনত কারা নিযুক্ত হতেন?

- রাজকুমাররা

৩৮) শাসনকার্যের সুবিধার জন্য গুপ্ত সাম্রাজ্য কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল৷ এইসব প্রদেশগুলিকে কী বলা হত?

- ভুক্তি বা দেশ

৩৯) দেশের শাসনভার কাদের ন্যস্ত ছিল?

- গোপালি

৪০) ভুক্তির শাসনভার কাদের উপর ন্যস্ত ছিল?

- উপরিক

৪১) প্রতিটি প্রদেশ আবার কতগুলি জেলায় বিভক্ত ছিল৷ এই জেলাগুলিকে কী বলা হত?

- বিষয়

৪২) বিষয়ের শাসনভার কার উপর ন্যস্ত ছিল?

- বিষয়পতি বা আয়ুক্ত

৪৩) বিষয়পতিদের শাসনকার্য চালানোর জন্য একটি পরিষদ গঠিত হত। এই পরিষদের নাম কী?

- অধিকরন (এটি একটি বেসরকারি সভা)

৪৪) গুপ্ত শাসনব্যবস্থার সর্বনিম্ন এককের নাম কী?

- গ্রাম

৪৫) গুপ্ত শাসনব্যবস্থায় যার গ্রাম শাসন করত তাদেরকে কী বলা হত?

- গ্রামিক বা গ্রামাদ

৪৬) গ্রামিকদেরকে গ্রামশাসন করতে কারা সাহায্য করত?

 - পঞ্চমন্ডলী (ইহা গ্রামের বয়োবৃদ্ধদের নিয়ে গঠিত ছিল)

৪৭) গুপ্তযুগে প্রচলিত নিগম সভা কী?

- বৃহৎকারীগুলিতে এক ধরনের স্থানীয় প্রতিনিধি সভা মারফত শাসন পরিচালনা করতেন৷ এই সভাকে বলা নিগম সভা

৪৮) নিগম সভার পরামর্শানুযায়ী কারা কারশাসন করত?

- পুরপাল/ পুরপাল উপরিক

৪৯) গুপ্তযুগে সর্বোচ্চ বিচারক কে ছিলেন?

- রাজা স্বয়ং

৫০) গুপ্ত সেনাপ্রধানকে কী বলা হত?

- মহাবলাকৃত 

 

গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থা প্রথম পর্ব >>>>

গুপ্ত যুগের শিল্প-সংস্কৃতি  ও প্রশাসনিক ব্যবস্থা তৃতীয় পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে

 - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে 

- Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে

 - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে  

- Click Here

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad